![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
দুর্দিন যদি কোনোদিন শেষ হয়, মানুষগুলো যদি মানবতার জলে কোনোদিন স্নাত হয়,
যদি কোনোদিন তুমি ভুল বুঝে সাবলীল করো ভালোবাসার ভাষা __
যদি কোনোদিন মানুষে মানুষে, ভূগোলের সীমারেখায় হৃদয়ে হৃদয়ে হয় অন্বয়,
যদি কোনোদিন আমি পাই তোমার শিশিরস্নাত নান্দনিক ভালোবাসা।
অপেক্ষায় বসে থাকি, কাতর মনটাকে কত করে বোঝাই, একদিন সুদিন আসবে,
মানুষগুলো ভালোবাসার ভাষায় মাখবে শিশিরস্নাত গোলাপের সৌরভ,
মানুষগুলো হালাল খেয়ে আত্মাটাকে বড় পবিত্র করবে __
সততা, ন্যায় আর পবিত্রাই হবে মানুষের একমাত্র বিত্ত বৈভব।
অপেক্ষায় থেকে থেকে মেয়াদোতীর্ণ ওষুধের মতোন বিষ হতে চলেছে আমার মন্ত্র
মানুষের ভালোবাসার ভাষায় তবু আসছেনা ঝর্ণার ঝুমঝুম ধ্বনিময় ব্যঞ্জনা
মানুষগুলো তবু ক্ষমতা অর্থ আর পদ দীর্ঘস্থায়ী করতে করছে কত তন্ত্র
ভালোবাসার ভাষা তবু শিখলো না আমার অঞ্জনা।
দুর্দিন শেষ হয় না, কষ্ট দৈন্য আর যন্ত্রণার কীটগুলো ক্রমাগত গায় ব্যান্ড সংগীত
তোষামুদে, লুটেরা, আর অামলারা আজ তুখোর পণ্ডিত।
০২.০৩.২০১৪
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৩
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ আর শুভ কামনা।
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবি। ভালো লাগল।
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৪
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ । কম লেখার প্রতিশ্রুতি দিয়েছি।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার হয়েছে আপনার লেখা ভালো লাগলো
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৪
গেন্দু মিয়া বলেছেন: ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:১১
বেলা শেষে বলেছেন: Salam & Respect to you for good Post
Thenk you very much.