![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারেনা
আমি অনিবার্য নিয়তিকে মেনে নিয়েছি
বুঝে গেছি এই প্রযুক্তিযুগে শুুধু পাবো যন্ত্রের উৎকট চিৎকার
জেনে গেছি, মানুষগুলো কেন করে সুবাসিত অন্ধকারে এতো শিৎকার।
না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারে না
আমি অমোঘ নিয়মের কাছে নিজের সর্বস্ব সমর্পণ করেছি
অনুধাবন করেছি, শশব্যষ্ত এই আমি আর কিছু্ই পাবেনা
কত স্বার্থপর হয়ে গেছে নতুন জামানা।
না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারে না
আমি অপরাধীর মতোন স্বেচ্ছায় হাজির হয়েছি কাঠগড়ায়
আমার আর কোনো উৎকণ্ঠা নেই
আমার বিস্তীর্ণ পৃথিবী নেই, এখন বাস আপন ঘরেই।
আমার আর দুঃখ বলে কিছু নেই
কেনো না সকালে শুদ্ধ স্নানের মতোন সবকিছু আমি ঝেঁড়ে ফেলেছি।
০৩.০৩.২০১৪
[দমকা আবেগের পংক্তি //
শাফিক আফতাব//]
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:২১
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
একজন আরমান বলেছেন:
ঘুরে দাঁড়াবার কবিতা ! ভালো লাগলো।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ আরমান।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
বৃষ্টিধারা বলেছেন: কিছু টাইপো আছে । ঠিক করে নিন ।
ভালো লাগলো ।