![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
রক্তের সুবাস দেবো তোমাকে, দেবো গুচ্ছ গুচ্ছ পুলকের সর
তুমি অনুকূল হও, তোমাকে বড় মনোহর করে তুলবো।
তোমার সুন্দরতম আঙিনায় দেবো নরম অালোর কর
আজ আবহমান এক নান্দনিক বিদ্যানিকেতনের দোর খুলবো।
তোমাকে দেবো অনেক আনন্দের হাতছানি
উৎসর্গ করবো আজ রাতে লেখা কবিতাখানি
তুমি উর্বর ভূমির মতোন বপণের উপযোগি হও
আমরা চলে যাবো কোথাও উধাও।
তোমার জন্য রাত্রি দিন সমার্থক শব্দ হয়ে গেছে
হৃদয় ঘেষে চলে গেছে পুলকের নগ্ননদী
পেয়েছি দেবদাসের উপাধী
তোমাকে কখন ফেলেছি ভালোবেসে।
রক্তের সুবাস দেবো তোমাকে, হৃদয়ের প্রদাহ দেবো
তুমি সমান্তরাল রেখা হও, তোমাকে কাছে ডেকে নেবো।
১২.০৩.২০১৪
©somewhere in net ltd.