![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
আমি এত বড় হতে চায়নি__খুব সাদামাটা একটা জীবন চেয়েছিলাম
একজন কলেজ টিচারের জীবন __কলেজ থেকে ঘর, ঘর থেকে বাজার__
কিছু সময় চায়ের আড্ডা__গার্হস্থ্য জীবনে একজন সার্থক স্বামী ;
এখন কত শত্রু আমার __পথ চলতে গেলে এদিক সেদিক দেখতে হয়
কখন কোন কুকুর ধেয়ে আসে, কে কোথায় পুঁতে রেখেছে গুপ্তবোমা __
কে আবার কুৎসা রটাচ্ছে __কেউ আবার জমির দাগ খতিয়ান সন্ধান করছে।
আমি চিরদিনই নিজের চরকাতেই তেল দিয়েছি, অন্যের চরকায় তেল দেয়ার
সময় এতটুকু হয়নি __অথচ কত শুভাকাঙ্ক্ষি আমার, চরকায় তেল লাগাতে আসে
দুর্দিনে কাছে আসতে চায়, ভালোবাসতে চায়, ভালোবেসে দিতে চায় ফুল।
কর্মস্থলে সম্মানিত কলিগগণ নির্বাহীর কান ভারি করে__প্রতিবেশিগণ সহধর্মিণীর
কানে কানে ফিসফিস করে__বন্ধুগণ কেউ হিংসায় মরে, কেউ আবার ক্ষোভে কাতর
চোর-ডাকাতরা সন্ধান করে আমার সিন্ধুকের খবর, রূপসীরা সুযোগ খোঁজে।
আমি মোটে চেয়েছি দুবিঘা জমি, একটি শান্ত জলের দিঘি__কিছু রঙিন মাছ ;
বড় স্বপ্ন দেখতে এসে জন্মালাম অজস্র হায়েনার দল, ঝড়ঝঞ্ঝামুখর আমার আকাশ।
০৫.০৩.২০১৫
©somewhere in net ltd.