![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
ঘুঘু ডাকছে ঘু ঘু
তোমায় মনে পড়েছে শুধু
বসন্ত কি চলে যায় ?
তোমার জন্য মন ভেজে আজি জলকাদায়।
কী হবে হিসেব করে জীবনের
কতগুলো বসন্ত গেলো ___
জীবন এখনো অগোছালো
দেনা বেড়েছে ঢের।
তবু আমি ঘুঘুর ডাক শুনি
তবু দেখি তোমার চুলের বিনুনি
তবু আকাঙ্ক্ষার পাতা ঝরে যায়
তোমার জন্য কামনা জাগায় !!
পৃথিবীর ঘুঘুগুলো কেমন বেদনাতুর
ঢেকে রাখে তবু নিজের দুঃখের ঘুঙুর !!
১৪.০৩.২০১৫
©somewhere in net ltd.