| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই ভালবাসা, করি আশা, চাই অন্তর, চাই প্রাণ
উড়তে চাই আমি ভাঙ্গতে চাই সেই দালান।
করে অপব্যয় খায় সূরা, পিছু রয়েছে বড় এক শয়তান
মত্ত তারা বেহায়াপনায়, নাম দিয়েছে তার তারকার বন্ধন।
তারকা তার নাম আজও ধরে না আমার মাথায়
টাকা ডলারের ছডাছডির সাথে হয় উন্মদানা সেথায়।
তারা অন্ধ, পাষান তাদের অন্তর, আসলে কি বুঝে না তারা,
তারা উন্মাদ অপব্যয় আর মানবতা হরনে মত্ত তারা।
হে খোদা, দাও তাদের জ্ঞান বন্ধ কর তাদের এই উথ্থান,
সকলের তরে সকলে আমরা এই সুর হয় যেন বলীয়ান।
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
দুখাই রাজ বলেছেন: ভালো লিখেছেন কবি । শুভ সকাল ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
শুভরাত্রি