নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন নেতার বন্ধনা?

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

এ কেমন বন্ধনা?
দেশের স্বাধীনতা আনয়নকারী এবং মানুষের অধিকার প্রতিষ্টায় বলীয়ান নেতাদের ভূমিকা অনস্বীকারযঅ। গত দুই/তিন দিন ধরে টেলিভিশনে তৎকালীন এক বিশেষ ভবনের জনক কে নিয়ে যে বন্ধনা দেখছি ইহাতে চরম লজ্জাজনকভাবে অবাক হচছি। আজ সকালেও দেখলাম তার নামে লিখিত বই উন্মোচন করা হচ্ছে। সেখানে সেই নেতার গুনকীত্তন করছেন সরব্বোচ্চ বীদ্যাপীঠের সাবেক ভিসি মহোদয়গণ! অবাক হয়ে যায়! আর সেই নেতা জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে পশ্চিমাদেশের বিলাসবহুল বাড়ী ও হোটেলে বসে কথা বলেন। আর দেশে বসে আমরা বন্ধনা করছি, সে যেন অকুতোভয় নেতার মত? তার নামে বই হয় আর সেই বই প্রকাশনা ও তার জন্ম অনুষ্টানে তার ভূয়সী প্রশংসা করে আমার বা জাতীর শিক্ষাগুরু ভিসি স্যার গণ। এই হলো আমাদের অবস্হা। মহান নেতা জেল জুলুমকে ভয় পায়। এ পৃথিবীর কোন সত্য নেতা জেল জুলুমের ভয়ে এ রকম সৌখিন জীবন যাপন করে জনগণের কথা বলেছে আমার মনে হয় না শুনিনি ও পড়েনি। এ রকম থাকলেও তাঁরা সত্য ও দৃঢচিত্তের নেতা বলে আমি মনে করিনা। যে জনগণের কথা বলব, সে জনগণের আবেগ শুনব ১০০০০ মাইল দূর থেকে টেলিফোনে, দাড়াঁব না তাদেঁর পাশে সেটি কিভাবে তাকে সত্য নেতায় তৈয়ার করবে এ বিষয়ে আমার গলদ হয়। আমি দৃঢভাবে মনে করি সংগ্রামে সম্মুখে থেকে যাঁরা নেতৃত্ব দেয়, যাঁরা জীবন যান উৎসগঅ করে মানুষের অধিকার প্রতিষটায় জেল জুলুম মৃত্যু অত্যাচারকে পরোয়া না করে জনগণের পাশে সদা জাগ্রত থাকে তাঁরাই হলেন আসল বীর। সংগ্রামে তাঁরা শহীদ হয়, বেচেঁ থাকা বীর গাজী গণ সত্যের প্রতিষ্টার বিজয়ের সময় দেশ জনগণের ফুলের মালা পড়ে দেশের নেতৃত্ব পায়। যাঁরা শহীদ হন তাঁদেরকে আপামর জনগণ মূহুরতে মূহুরতে শ্রদ্ধাভরে স্মরন করে। যা আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনুধাবন করলে সহজেই খুজে পাব। কিন্তু এ কেমন? প্রিয় স্যার মহোদয় গণ এ কেমন বন্ধনা ? কেমন শিক্ষা ? একটু বলবেন কি? আমি তো দৃঢভাবে মনেকরি যাঁরা যন্ত্রণার সাথে উতপ্রোতভাবে থেকে তা নিরসনের সংগ্রাম করে তাঁরাইতো মহান এবং চীরস্মরণীয়! সৎ সাহসের বিজয় অবধারিত। সৎ সাহস ও সত্য আন্দোলনের যুগযুগের ঔষুধ হল জেল জুলুম ও নিরযাতন। এই নিরযাতন আপনার কাছে মধুর মত কাজ করবে যদি আপনি সত্য প্রতিষ্টার আন্দোলনের সত্য করমী হউন। মহান আল্লাহ আপনাকে তার নূর দিয়ে রক্ষা করবেন জেল জুলুমেও আপনার কষ্ট অনুভব হবে না। তাই বলছি সত্য হউন সত্য সংগ্রাম করুন জনগণকে সত্য শিক্ষা দিন। জেনে বুঝে মিথ্যাশিক্ষা দিবেন না। যা আপনাকে এবং ভবিষ্যৎ জনগণকে কলহের দিকে ধাবিত করবে। যা আমাদের কারো কাম্য নয়। সত্য শিক্ষার জনক হয়ে বেঁচে থাকুন। সত্য নেতার অনুসারী হউন যে সম্পদ লিপ্সু নহে, যে জনগণের কষ্ট লাগবে সদা প্রস্তুত থাকে তাঁর অনুসারী হউন। দয়া পূরবক।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.