![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১১.৩০মি খুব শীত স্ব পরিবারে দাড়িয়ে আছি বিমান বন্দর রেল ষ্টেশনে উদ্দেশ্য ctg mail এ চট্রগ্রামে নীজ বাড়ি পটিয়ায় যাব। হঠাৎ ৮/৯ বছরের একটি শিশু পাতলা গেন্জীর ভিতর হাত ঢুকিয়ে ( ছবি দেখুন) পাশ দিয়ে যাচ্ছে। এসব দেখলে আমি আর নীজেকে অনেকের মত স্বাভাবিক হয়ে থাকতে পারি না তখন চেষ্টা করি কিছু একটা করার। শিশুটিকে যখন ড়াক দিই তখন সে একটু ভীত হয়ে আমাকে দেখল সহজে কাছে ভিড়ল না। ২য় বার আর একটু আদর সুলব ড়াকে কাছে আসল। জিজ্ঞাস করে জানলাম বাবা মারা গেছে ৬/৭ মাস হল মা ২য় বিবাহ করেছে কিন্তু সেখানে সৎ বাবা মারে তার মা অপরাগ তাকে রাখতে পারে না বড় ভাই নাকি নেশা করে সে ২/৩ মাস ধরে ষ্টেশনে থাকে। পরে ১০০ টাকা দিয়ে ষটেশনের ফুটপাত থেকে একটি সুয়েটারের মত গেন্জী কিনে দিলাম তার খুশীর দৌড় আমাকে অবাক করেছে। ট্রেনের স্লিপিং রুমে বসে লিখছি আর শিশুটির ছবি দেখছি।তার শীত নিবারনের একটু ব্যবস্হা করতে পেরে নীজে খুব ভাল অনুভব করছি। পাশাপাশি তার বয়সী আমার ২য় ছেলেসহ তিন ছেলেই কত ভাবে শীতের কাপড় মোড়ানো। তারপরও আমরা কত চিন্তা করি ঠান্ড়া লাগছে না তো? আজ প্রশ্ন করি কেন এ সকল শিশু এভাবে থাকবে? এ শিশুর কি দোষ? কার দায়িত্ব তাদের দেখার? এ দুঃখ যন্ত্রনায় দিন কাটে আমার ।দেশের সংবিধান সক্ষম মানুষের মনের বিধান কি বলে আমি জানিনা তবে এ সকল শিশু এহেন অবস্হায় থাকলে আমাদের সকলের স্বরগের পথ রুদ্ধ হবে বলে আমি দৃঢ়ভাবে মনে করি। কোন সভ্য লোক এ সকল দায় এড়িয়ে কিভাবে নীজেকে সভ্য মনে করে তা আমি বুঝি না!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
আহমেদ আলিফ বলেছেন:
এই ভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১
খেলাঘর বলেছেন:
ড: কামাল বালচাল এক সংবিধান লিখেছে; ডাকাতেরা সেটা দিয়ে দেশ দখল করেছে।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
আমিনুর রহমান বলেছেন:
দারুণ কাজ করেছেন !
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
সুমন কর বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
আমি বন্য বলেছেন: উতসাহমুলক কর্মকান্ড।। ভালো লেগেছে।।
++++++++++++
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
ওয়ালী আশরাফ বলেছেন: ভালো করেছেন।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: কোন সভ্য লোক এ সকল দায় এড়িয়ে কিভাবে নীজেকে সভ্য মনে করে তা আমি বুঝি না!
আমিও এই জায়গাতে খুব অবুঝ ভাই।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
mamuunn বলেছেন: খুবই ভালো লাগল আপনার লেখাটা পড়ে। আমরা সকলে যে যার সাধ্যমত যদি একটু চেষ্টা করি, তাহলে আমাদের বাচ্চার বয়সী কিংবা আমাদের ছোট ভাইয়ের বয়সী কিংবা আমাদের বাবা মার বয়সী এই মানুষগুলোর কষ্ট অনেক কমে যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কাজ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২
এম এ কাশেম বলেছেন: ভাল কাজ করছেন
ধন্যবাদ।