নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মসনদের হে গনতন্ত্র !

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

গনতন্ত্র ! গনতন্ত্র ! জানি আমি , তোমায় ভালবাসার লোমহরষক মন্ত্র

তোমার জন্য মানুষ হত্যায় মেতে উঠি আমরা অনেক হিংস্র স্বসস্ত্র ।

মানুষকে নৃশংস হত্যা করি সে যাত্রায় লগি বৈঠা ছিল আমার অস্ত্র

আমি এখন সংস্হান করছি দা কূড়াল আরও কত অস্ত্র, হে গনতন্ত্র ,

নিষ্টুর হিংস্র আমি জ্যান্ত্ নিরীহ মানুষকে দগ্ধ করি পেট্রোল বোমা হল

এখন আমার চলমান অস্ত্র !

আমরা তোমার অতন্দ্র প্রহরী ভয় নেই তোমার জন শূন্য এ মাঠে

তোমায় ভেবে আমি থাকি নিঃশ্চিদ্র নিরপত্তায় বের হই না পথে ঘাটে

বোমাবাজি, চোরাগোপ্তা হামলা ,যাত্রীবাহি বাস ট্রেনে আগুন জনমনে

আতংক সৃস্টি, মৃত্যুর মিছিল এ হল তোমাকে রক্ষায় আমার রণকৌশল।

দগ্ধ মানুষ, শত শত হত্যা, মৃত্যু যন্ত্রনায় ছটফঠ কারী নিরীহ মানুষ,

গাড়ী পোড়ানো, মানুষের চরম যন্ত্রনা সৃষ্টিকারী হরতাল ও এ অবরোধ

হল তোমার জন্য আমার স্হিত মূলধন আমার আসল।

কত অভিনয় করি জোড় গলায় বলি জনগন আছে তোমার আমার পাশে

আবার আমাকেই নিরদেশ ও ইন্দন দিতে হয় সেই জনগনকে জ্বালিয়ে মারতে ।

তাই বলছি, গনতন্ত্র আমি জানি তোমাকে রক্ষার অনেক লোমহরষক মন্ত্র

মসনদের হে গনতন্ত্র ! বল না আমায় আর কি কি হতে পারে আমার অস্ত্র ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.