নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

গনত্নত্রের অস্ত্র কি চোরাগোপ্তা হামলা?

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

জনগনকে গনতন্ত্র অধিকার দেয়ার নামেে একটি ডাক দেয়ার পর থেকে শুরু হল চোরাগোপ্তা হামলা, নিক্ষিপ্ত হচ্ছে পট্রোল বোমা, জ্বল্ছে গাড়ী মরছে একেবারে নিরীহ জনসাধরন এ হল গণতান্ত্রিক আন্দোলন, যেখানে নেই জনস্রোত আছে গুপ্ত হামলা।সেই ডাকের পর থেকে আজ পরযন্ত ২০ জন মারা গেছে ১৫০ মত গাড়ী পোড়ানো হয়েছে, burn unit এ অনেকে মৃত্যু যন্ত্রণায় ছট্ফট্ করছে এবং এ পরযন্ত ক্ষতি হয়েছে ২০০০০ হাজার কোটি টাকা।গত বছরও এ রকম অনেক হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চলেছিল। এই হল গনতন্ত্রের নামে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা, আর রক্ত দিচ্ছে সাধারণ মানুষ এবং ক্ষতির সম্মুখীন পুরো দেশ। যিনি এ ড়াক দিয়েছেন তিনি কি এ সকল হত্যাকান্ড় ও ক্ষতির দায় এড়াতে পারেন? পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনে দেখা যায় জনগণের ব্যাপক মিছিলের সাথে পুলিশের সংঘরষঅ হয় আমাদের দেশে দেখা যাচ্ছে রাস্তা হল জনশূন্য হামলা চলছে চোরাগোপ্তা ভাবে। আন্দোলনে জন্য জনগণের উপস্হিতি থাকতেই হবে । এখন যা চলছে তা অবশ্যই নৃশংস হিংস্র হত্যাকান্ড় ছাড়া আর কিছুই নয়, কখনো এই ধরন Democratic আন্দোলন হতে পারে না। লিবিয়া, সিরিয়া ও ইরাক এ DEMOCRACY র সঃজ্ঞা বাস্তবায়ন করতে গিয়ে আজ ছিন্ন বিচ্ছিন্ন প্রতিনিয়ত রক্ত ঝরছে আমাদের প্রিয় এ দেশ কি তার দ্বারপ্রান্তে?ঝগ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

সরদার হারুন বলেছেন: আপনার সাহস দেখে অবাক হচ্ছি কেননা সে হলো ৩ বারের প্রধান মন্ত্রী । তার পেছনে বড় বড় শিক্ষিত লোক লাটিমের মতো ঘুরছে ।
তার প্রবাসী ছেলের যো্গ্যতা থাকা সত্যেও কেন ভাবি প্রধান মন্ত্রী হতে পারবেন না ।তার অভিষেকের জন্য আপনাদের ছাগলের বাচ্চা সাদৃশ্য ছেলেরা
কেন নিজেদের জীবন বলি দিতে পারবে না ?

আজ জদি তার আন্দলোন ব্যার্থ হয় তাহলে তার অনেক বন্ধুর ফাঁশি হয়ে যাবে
নিজের দলের ক্ষতি হবে । এটা কেমন করে হয় । দেশ গোল্লায় যাক তাতে দুই
নেত্রীর কোন ক্ষতি হবেনা । তাদের ১৪ পুরুষ বসে খেতে পারবে ।
লেকায় দিলেম +++++++++++++++++

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: যতক্ষন পর্যন্ত্য রাজাকারদের গাড়ীতে পতাকা না উঠবে, তত ক্ষন বাংলাদেশে কোন গনতন্ত্র নাই বলে শুশীলরা মায়া কান্না কেদেই যাবে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

হাবিবুর রাহমান বাদল বলেছেন: লিবিয়া, সিরিয়া ও ইরাক এ DEMOCRACY র সঃজ্ঞা বাস্তবায়ন করতে গিয়ে আজ ছিন্ন বিচ্ছিন্ন প্রতিনিয়ত রক্ত ঝরছে এর একমাত্র কারণ সেই সব দেশের জন বিচ্ছিন্ন সরকার যারা অবৈধ ভাবে গায়ের জোরে জনগণের উপর চেপে বসে আছে। বাংলাদেশে ঠিক এই অবস্থা বিরাজ করছে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৩

গাজী ইলিয়াছ বলেছেন: লিবিয়া, সিরিয়া ও ইরাক এ যখন এক নায়ক সরকার ছিল তখন এত হত্যাকান্ড ও এরকম ক্ষতিকর বিভীষিকার সৃষ্টি হয়েছিল না। সে সময় কম হলেও তা কখনো কাম্য ছিল না তবে তুলনামূলক অনেক শান্ত ছিল যা গত একবছর বাংলাদেশেও ছিল।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গণতন্ত্র মানে বুঝি বিরোধী নেত্রীর বাড়ীর সামনে ১০ ট্রাক দিয়ে ব্যারিকেড!!!

ডেমোক্রেসি মানে বুঝি বিরোধী দল মতকে দমনে গুম খুন অপহরন!!!

মানব বন্ধনেও দাড়াতে না দেয়া??

সামাবেশ ডাকলে সরকারী হরতাশ দিয়ে বাস ট্রাক, রেল লঞ্চ বন্ধ করে জনগণকে আটকে দেয়া!!!

বাহ!

বেশতো!!!

আপনার মাথা ঠিক আছে তো?????

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

গাজী ইলিয়াছ বলেছেন: এর কোনটাই ঠিক না। উভয়কেই সহনশীল হতে হবে।হত্যা আর জ্ালাও পোড়াও কখনো গণতন্ত্র হতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.