![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রব্য বা সেবার গুনাগুন বুঝাতে প্রতিদিন আমরা যে সকল বিজ্ঞাপন দেখি ইহাতে আমদের নারীগন কে যেভাবে প্রদর্শন করা হয় তাতে মনে হয় নারীদের মূল্যবোধ এই সকল ব্যবসায়ীদের পূঁজি হয়ে গেছে। এই সকল বিজ্ঞাপনে বাজে সুরসুরি কি দেয় না? কি ভাবে তথাকথিত প্রগতি বাদী নারীরা এসব নিরবে সহ্য করে তাতে অবাক হই।কেন তাঁরা তাঁদের মূল্যবোধ রক্ষায় সত্যিকারের আন্দোলন করে না? কেন তাঁরা সমগ্র নারী জাতির মূল্যবোধের চরম ক্ষতিকর এ সকল বিজ্ঞাপনে রাজী হয়? এ কারনে কি সমজের অবক্ষয় হছেচ না? আজ ধর্ষকদের বিচার হয়, অবশ্যই বিচার হউক।কিন্তু জ্ঞানী সমাজ বা শাসক গন দয়াকরে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করে সঠিক মন স্হির করে সত্যমনে বলুন ইহাতে কি ধর্ষনকারী জগন্য এই কাজে প্রলুদ্ধ হয় না? ইহাতে কি আমি আপনার এবং আমাদের ছেলেমেয়েদের ক্ষতি হয় না? সর্বোপরি এ সুন্দর পৃথিবী কে গুনতে হচছে অনেক অনেক ক্ষতি! আমি একটি কথা অনেক অনেক জোড় দিয়ে বলি ইসলামের প্রনিধান যোগ্য হিজাব concept টি সমাজের জন্য একান্ত জরুরী। দলমত ধর্ম নির্বিশেষে নিরাপদ নির্মল বিশ্ব গড়ে তুলার শর্তে যদি সকলে এ concept গ্রহন করি তাহলে এ পৃথবী নতুন এক রুপ ধারন করবে! হ্রাস পাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অপব্যয়। মানুষ প্রলুদ্ধ হবে না অপব্যয় করতে। কোন ধর্মই নোংরামীকে পশ্রয় দেয় তা আমার জানা নেই। সকল ধর্মই সত্য প্রগতির কথা বলে। আসল প্রগতি আপনার সত্যের মধ্যে চরম ভাবে নিহত বলে মনে করি কখনো বিজ্ঞাপনের নোংরামী এ প্রবঞ্চনার মধ্যে নয়! আপনি শালীনতার সাথে সব কাজ করুন কোন আপত্তি নেইতো? আপনাকে বুঝতে হবে আ্পনার এহেন আচরণ অন্যের ক্ষতি হয়! তাই নারীবাদী প্রগতিশীলদের বলব সঠিক উন্নয়নের আন্দোলন করুন।যাতে ফোনের(উদাহরন স্বরুপ) বিজ্ঞাপনে আমার একজন বোনের ছবি ওভাবে না দেখি।মূল্যবোধ যাতে কারো ব্যবসা প্রসারের পুঁজি না হয়। চলো বহুদুর! (গ্রামীন ফোনের বিজ্ঞাপন) সত্যিকারের দুরে নিয়ে যান আপত্তি নেই, কিন্তু যে ভাবে ছবি দিয়েছেন সে রকম নোংরা ভাবে আমদের মা বোনের মূল্যবোধকে নিয়ে যাবেন না। আজ বিশ্ব নারী দিবসে প্রগতিশীল নারীদের কাছ থেকে নারীদের উন্নয়নের জন্য সত্য ভাবনা ও সত্য আন্দোলন আশাকরি।
দয়া পূর্বক!!
২| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০
টারজান০০০০৭ বলেছেন: @আহা রুবন ! বাছুররে প্যান্ট পরাইয়া লাভ নাই।ওই বদমাশের মাথায় কুকামের চিন্তায় তালা লাগাইতে হইবো।তবে ওর পতাকা অবৈধভাবে উড্ডয়ন হইছে কিনা, উড্ডয়নের জন্য কেউ জাতীয় সংগীত গাইছে কিনা এইটাও দেখতে হপে।শুধু তালা লাগাইতে কইবেন আর জাতীয় সংগীত বন্ধ করতে কইবেন না , তাইলে অবিচার হইবো।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
গাজী ইলিয়াছ বলেছেন: আহা রুবন < যে যে জাতের সে সে জাতের ধর্ম বুঝে। আপনি না বুঝলে চোখ বন্ধ করে ঘুমের ভাব করলে আপনাকে কখনো জাগিয়ে তোলা যাবে না। কুকামের চিন্তা কেন মাথায় আসে তা একবার ভাবুন? সুতারাং কু পরিবেশ যাতে সৃষ্টি না হয় সে দিকে নজর দিতে হবে তাহলে শয়তান সুযোগ পাবে না।
৪| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৪
নতুন নকিব বলেছেন:
''আহা রুবন বলেছেন: কিছু দিন আগে গ্রামের বাড়ির এক ঘটনা - এক বকনা বাছুরকে এক বদমাশ ধর্ষণ করেছে। তো জনাব একটু বলে দিন না বাছুরদের কী ধরণের হিজাব পরাতে হপে?!!!!!!!!!!''
-আহা রুবন,
মাইন্ড কইরেন না ভাই! দেখেন না, হিজাবের সাথে শত্রুতা থাকায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোয় স্কুল গার্লদের ভেতরে কুমারি মাতাদের পার্সেন্টেজ কত!
৫| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'লজ্জা' নারীর ভূষণ। তবে, নারীবাদীদের লজ্জা নেই তাই চুপ থাকে এসব বিষয় উঠালে...
৬| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: প্রতিটা মানুষ নিষ্পাপ হয়েই জন্মায়। পরিবেশ তাকে খারাপ বানায়। আগে পরিবেশ ঠিক করি।
৭| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০৭
মিঃ আতিক বলেছেন:
এক বকনা বাছুরকে এক বদমাশ ধর্ষণ করেছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০
আহা রুবন বলেছেন: কিছু দিন আগে গ্রামের বাড়ির এক ঘটনা - এক বকনা বাছুরকে এক বদমাশ ধর্ষণ করেছে। তো জনাব একটু বলে দিন না বাছুরদের কী ধরণের হিজাব পরাতে হপে?!!!!!!!!!!