![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টেশনের চত্তরে হারিয়ে গিয়েছি ...শেষ ট্রেনে ঘরে ফিরবো না ....না...না.....
বিকেলে স্টেশনে এসেই গানটা গুন,গুন করে গাই ৷ আজ বন্ধুদের আড্ডা বসবে না,শুক্রবার সবাই গ্রামের বাড়িতে ৷ তাই বলে স্টেশনের প্ল্যটফর্মে আমি একা নই,হরেক রকম মানুষের আনাগোনা৷ বসে আছি আর মানুষ দেখছি,কিছুক্ষনের মধ্যেই বুঝলাম আমার পাশে হিজরা বসা,মুখ ফিরাতেই দেখি একজন হিজরা বসে আছে ৷ হিজরাদের ভয় লাগে আমার ,তাই অস্বঃস্তিতে ভুগতে লাগলাম,উনারও(হিজরা) বুঝতে বাকি রইলো না,ব্যপারটা, নিজে থেকেই বলতে লাগলেন ভয় পাচ্ছেন.
--না,কেন?
না আমাদের দেখে সবাই ভয় পায়তো তাই,
কথা যেহেতু শুরু হয়েই গেলো,ইচ্ছা জাগলো তাদের জিবন সম্পর্কে জানার,প্রশ্ন করলাম,
আপনার নাম কি?
--মাসুদ,আপনার?
আমি নোমান,কথোপকথনের মাধ্যমে উঠে আসলো জিবনের কঠিন সত্যগুলো...
বাড়ি কুমিল্লার লাকসামে,থাকা হয় এই স্টেশনের ধারেই,একটা এনজিওতে কাজ করেন,মাসে যে টাকা পান তাতে তার চলে যায় ৷
চাকরিটা পাওয়ার আগে বাড়ি,বাড়ি ঘুরে টাকা তুলে জিবন চালাতেন,বাড়ি ছাড়ার দিনটিও তার স্মৃতিতে এখনো জ্বলজ্বল করে,
কোন আত্মীয় স্বজনই তার পরিচয় দেন না,বাড়িতে আরো ভাইবোন আছে, তার জন্য পরিবারের অন্য সদস্যের ক্ষতি হোক পিতা মাতা সেটা চাইবেন কেন,,,,পাহাড় সমান দুঃখ নিয়ে ছোটবেলায় বাড়ি ছাড়েন মাসুদ ,আমি তার সিক্ত চোখের দিকে তাকিয়ে বলি বাড়িতে সর্বশেষ কবে গিয়েছিলেন?
--তিন বছর আগে,সেবার শাড়ি আর খুব সেজে-গুজে গিয়েছিলাম তাই বাবা খুব বকেছিলো,পাড়ার সবাই আমাকে দেখার জন্য লাইন বাধা শুরু করলো,বলেনতো ভাই কিভাবে আর গ্রামে যাই....
সমাজব্যবস্থার প্রতি মনে মনে বিষোদগার করলাম,,যে সমাজব্যবস্থা মাসুদদের সাথে এই আচরন করে,
সে বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে এখন কাজ করে,জনসচেতনতামুলক কাজ,এইডস প্রতিরোধ,জনসংখ্যা নিয়ন্ত্রন ইত্যাদি,,,,
আজকে মাসুদ একটা চাকরির সুবাদে মোটামুটি তার দিন চালাচ্ছে, কিন্তু তার সাথীরা(অন্যান্য হিজরা) বাড়ি,দোকানপাট,রাস্তায় ,রাস্তায় ঘুরছে,,,,,,,
মাইকে মুয়াজ্জিনের ডাক আসে,এবার উঠতে হবে,নামাজ পড়ে টিউশুনিতে যাবো ,
এমাসে অনেক গ্যাপ দিয়েছি তাই শুক্রবারে ও পড়াতে হচ্ছে, মাসুদের কাছ থেকে বিদায় নিয়ে হাটা শুরু করলাম
©somewhere in net ltd.