![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে বাড়ি
-----------------------
চড়ুই পাখির বিয়ে আজ
তোতা পাখির ঘরে,
ময়না তাই বউ সেজেছে
রঙ্গিন আলতা পায়ে,
ফিঙ্গের দল নাচ করেছে
খানিক সময় আগে,
মাছরাঙ্গা তাই বসে বসে
একা একাই সাজে,
পায়রা ভায়ার গালে হাত
কখন দিবে খানা,
কোকিল পাখির বেজায় রাগ
গাইতে নাকি মানা,
হলুদ পাখির বাজনা বেশি
গায়ে তার গয়না,
বাবুই পাখি রাগে ফুলে
তার নাকি সয়না,
দোয়েল টেনে ঘোমটা পরে
লাজে কুটি কুটি,
শালিক চলে লাফে লাফে
হেসেই লুটোপুটি,
©somewhere in net ltd.