![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-------------------------------------
জাপানি লেখকের এই লেখাটি আমার মতো করে লেখা যা হয়ে গেছে"""""কলম চোর""""
সহপাঠীরা আমাকে টানতে টানতে শ্রেনীশিক্ষিকার কাছে নিয়ে আসলো,শিক্ষিকার কাছে কলম চুরির ঘটনা বলে শাস্তি চাইলো রবিন ৷
অল্পবয়সী তরুনী শিক্ষিকা প্রথমে কেন জানি একটু অন্যমনস্ক হয়ে দু-কদম সামনে এগিয়ে আবার এদিকে ফিরলো, আমি আমার শ্রেনী শিক্ষিকাকে খুব শ্রদ্ধা করি ৷ আজ তার সামনে আমি কলম চোর,,,,মাথাটা কোথাও লুকাতেও পারছিনা ,হে ইশ্বর! কেন যে মোহের বসে কাজটা করতে গেলাম,,,ফুপিয়ে কান্না আসছে ৷ মরে যেতে ইচ্ছে করছে আমার ৷ ,,,,গাল বেয়ে যখন জলের ফোটা, বৃস্টির ফোটার ন্যায় পায়ের পাতায় আঘাত হানলো তখন বুঝলাম, কাদছি আমি,
শিক্ষিকার ইশারায় সহপাঠীরা লাপাত্তা, রবিনও নেই...শ্রেনী শিক্ষিকা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন,মুকিম তুমি যেটা করেছ, সেটা যে খারাপ,,,বুঝেছতো,,,,,,,,,,আরও ফুপিয়ে কাদছি আমি
©somewhere in net ltd.