![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেড়া পৃষ্ঠা
___________________________
আমার কবিতার ছেড়া পৃষ্ঠাটি
যদি হারিয়ে যায়
কোন এক বকুল তলায়,
হয়তো কোন পথশিশু
গাথবে মালা তাতে ৷
বিক্রি করবে অভিজাত
কোন রাস্তার ধাঁরে
অথবা পার্কে বসা এলোমেলো
কোন কবির কাছে ৷
বুক পকেটে রেখে দেবে
কোন এক অচেনা যুবক
নতুন আশায় বুক বাধবে ৷
হতদরিদ্র গ্রামের লোকটির
কাছে যদি পৌছায় আমার
এই পৃষ্ঠা,
লোকটি চোখ টিপে টিপে
দু'বার দেখবে,শেষে রেখে দেবে
লুঙ্গির গাটে ৷
মুদির ব্যপারি
সযত্নে রেখে দেবে
তার মালের মোরক হিসেবে
যদি কাজে লাগে ৷
পিচ্চি ছেলেটা
বানাবে নৌকা অথবা উড়োজাহাজ
ভাসাবে মনের খেয়ালে ৷
ছিপছিপে তন্বী মেয়েটা
যদি কুড়িয়ে পায়
আমার এই কবিতার ছেড়া পৃষ্ঠা
সে তার প্রেমিকের
চিঠি ভেবে ভুল করবে না
কারন সে জানে,যে যায়
সে আর ফিরে আসে না ৷
স্রোতস্বিনী জলে ভাসতে ভাসতে
যদি আমার এই ছেড়া পৃষ্ঠা
উঠে আসে জেলেদের জালে
মাছ ভেবে ভুল করবে না নিশ্চই
বরঞ্চ বিরক্তির সুরে
জন্জালের সাথে
রাখবে আমায় এক করে,
ধুলোয় মলিন রাস্তায়
টোকাইয়ের হাত ধরে যদি
পৃষ্ঠাটি চলে আসে আবার
কাগজের মিলে,
তাহলে সে হয়তো আবার
কাগজ হয়ে উঠতে পারে
আমার পরিচয় ফেলে ৷
মঙ্গা অথবা খড়ায়
পিড়িত শিশুর হাতে যদি
দৈবক্রমে পরে যায় এই পৃষ্ঠা
তাহলে সে দুমরে মুচরে
অথবা ঈষৎ জলে
গলাধঃকরন করবে
নিবারন করবে
রাজ্যের ক্ষুধা ৷
যদি আমার এই কবিতার পৃষ্ঠা
উরতে উরতে কোন ডালে
স্থান পায় অবসাদে
আর নাম না জানা পাখি যদি
তা বহন করে পারি দেয়
দুর নক্ষত্রে,
তখন আমি অবাক হব না,
বরঞ্চ মুচকি হেসে বলবো
এ আমার জানা ছিল,
অথবা সেই যুবক
যে যুবক বুক পকেটে
আশা বেধেছিল শখ করে
যদি তার তাতে চির্ ধরে
তখন আমি অবাক হবো না
বরঞ্চ মুচকি হেসে বলবো
এ আমার জানা ছিলো,,
যদি উৎপিরিতের ক্রন্দনরোলে
মজলুমের হাহাকারে
ভিরের মাঝে আমার এই পৃষ্ঠার
অবস্থান হয়
তাহলে দহনে আমার পৃষ্ঠাটি
পুরেও যেতে পারে ভয় হয়,,
অথবা শাষক শ্রেনীর জন্য
হয়ে উঠতে পারে আতংক
©somewhere in net ltd.