![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব সভ্যতার মাঝে আমি আছি
সুমেরু থেকে কুমেরু বৃত্তের কাছাকাছি
নরপশুদের মাঝে
নরদেবের মাঝে
সর্বত্রই আমার ছড়াছড়ি ৷
আমি জেগে উঠি ক্ষুদার্তের মাঝে
মিশে যাই,আবার উদিত হই নতুন রুপে
নারীর ছলনায়
নারীর কোমলতায়
কিংবা দিগন্ত রেখার কাছাকাছি
তাই সর্বত্রই আমার ছড়াছড়ি ৷
ইরাক,সিরিয়া হয়ে আফগানিস্তান
হিমালয়,মালয় সাগর অথবা মরু উদ্দ্যান
গভীর সমুদ্রে
প্রাণিকূলের সাথে মিশে
কিংবা উপকুলের কাছাকাছি
সর্বত্রই আমার ছড়াছড়ি ৷
বিচারক হয়ে ভরা মজলিশে
মজলুম হয়ে যাই মিশে
গভীর ষড়যন্ত্রে
পাপীদের সাথে মিশে
অথবা পুণ্যের কাছাকাছি
সর্বত্রই আমার ছড়াছড়ি ৷
তাই আমিই সত্য,আমিই নিত্য
হরদম ছুটাছুটি
খোলস পাল্টানোর খেলায়
হরেক রুপ ধারন করি ৷ ়
©somewhere in net ltd.