![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ও সুরঃ সাগর আল হেলাল
আহারে সোনারও ময়নারে-
ময়নার,
কাজল কালো আঁখি,
দেখা দিয়া মন কাড়িয়া
আমায় দিলো ফাঁকি-
আহারে সোনারও ময়নারে !!
ময়না জানে মনের কথা
বুঝে চোখের ভাষা
না চাইতেই খুশি মনে
পূরণ করে আশা
ময়নার লাগি পাগল পরাণ
ক্যামনে বেঁধে রাখি !!
১৮.০৩.২০২২
২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:০৮
ইসিয়াক বলেছেন: এতটুকুই?
তবে ভালো লাগলো। বেশ ভালো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: এখন সুর যোগ করুণ। তারপর নিজে গেয়ে নিন। আমাদের শোনান।