নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

ভুকথপকথন

২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

১২: ১২, রাত

আবার চা য়ের দোকান, এই গরমে এক জন মাফলার , শাল জড়ানো অবস্থায় এসে দাঁড়াল। দোকানের অল্প আলোতে চেহারা বোঝা যাচ্ছে না।

মানুষ : ভাই আপনি কে?
আগুন্তুক : আমি ভূত
মানুষ : কি! ভূত! এ জমানায়! মাথা নষ্ট নাকি!!
ভূত: বেচে থাকার সময় ছিল না, তবে এখন ঠিক আছে।
মানুষ : ওহ, তো ভূত কি চাও এখন , এই পৃথিবীতে!!
ভূ ত: গন্তব্যে পৌঁছাতে চাই, এভাবে ভূত হয়ে ঘুরতে ভাল লাগে না, আমাক সাহায্য কর
মানুষ : আমি! কিভাবে!
ভূ ত: তোমাকে প্রশ্ন করবো। উত্তর মিথ্যে হলে মিলবে মুক্তি আমার, তবে ইচ্ছে করে মিথ্যে বললে ভূত হবে তুমি ..
মানুষ : শুরু হোক । দেখি, বেশ মজার তো
ভূত: পালিয়ে বেড়াচ্ছ বাস্তবতা থেকে ?
মানুষ : না
ভূত: সত্যি উত্তর, মিলল না মুক্তি, আবার প্রশ্ন
মানুষ : কর
ভূত: ভাল আছো ?
মানুষ : হা

মামা চা টা নেন , দোকান বন্ধ করমু, অনেক রাত হইসে
মানুষ টার যেন ঘোর কেটে যায় .. কি যেন উধাও হয়ে গেছে . কিছু মনে করতে পারে না ।শুধু মনে হয় কার সাথে যেন কথা হচ্ছিল . চায়ের পেয়ালায় দ্রুত চুমুক দিতে থাকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০

মা.হাসান বলেছেন: আপনি সুন্দর লেখেন। আপনার লেখা প্রথম পাতায় মনে হয় আসে না। অ্যাকাউন্ট খোলার পর ৩ দিন পর্যবেক্ষণে রাখা হয়, এর পর সেফ হয়ে যাবার কথা। আপনি মডারেটরকে [email protected] ঠিকানায় মেল করে দেখতে পারেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্যর জন্য। এখনো সেফ হবার বিষয়ে কোন নোটিফিকেশন আসে নি। আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

ঘুটুরি বলেছেন: আমি মেইল করে রেখেছি

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০

নগরসাধু বলেছেন: হা হা হা

ভাল ভুতে কথনতো? মজা লাগলো :)

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: মজা তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.