নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলির মাথাটা পেরুতেই, একটু দাড়াল হোসেন। কে যেন গাইছে, কন্ঠ তেমন সুরেলা নয়, তবে দরদ দিয়ে গাইছে.....
"বানাইল মনিকার এমনই অলংকার
কোনদিন কারো গলায় শোভা পাইল না"
একটু করে এগিয়ে গিয়ে হোসেন দেখে বয়স ৭ কি ৮ , এক পিচ্চি ঠাণ্ডায় চার হাত পা এক করে আকাশের দিকে তাকিয়ে আছে আর একই লাইন বার বার করে গাইছে। কাছে এগিয়ে গেল হোসেন
হোসেন: বাকি টুকু পারিস না?
পিচ্চি: এই লাইন ডাই তো সত্যি, মিল্লা যায় জীবন টার লগে। এই লাইনডাই বেশি ভাল লাগে
কেন গাইছিস? এই প্রশ্নটা হোসেন আর করে না। গাইছে, গাক না। মানুষ হয়েও এক মানুষ আরেক মানুষ কে চিনতে পারেনা, বুঝতে পারে না। সবকিছু কাছ থেকে পেতে নেই, চাইতেও নেই, জানতেও নেই।
হোসেন আবার হাটা শুরু করে।মাঝারাত এখন। আজ চাঁদ কুয়াশায় আটকা পরে আছে। শহর আজ ঝাপসা। সবকিছু ছাপিয়ে শুধু দুটি লাইন ঘুরছে চারপাশে
"বানাইল মনিকার এমনই অলংকার
কোনদিন কারো গলায় শোভা পাইল না"
১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনকে। প্রথম + পেলাম। খুব ই ভাল লাগছে
২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অন্যদের লেখা পড়বেন এবং মূল্যবান মন্তব্য করবেন। দেখবেন আপনার ব্লগ যাত্রা আরো সমৃদ্ধ এবং আদন্দময় হবে। আপনার লেখার হাত ভালো। শুভকামনা জানবেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: আপনার লেখা কি প্রথম পাতায় আসে না?
১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ঘুটুরি বলেছেন: না ভাই, এখনো অনুমতিপত্র পাই নি
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চলতি পথে অনেক উপলদ্ধি সত্য হয়ে ধরা দেয়।
লেখা ভালো লাগলো। +