নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কোটিপতি কাজের বুয়া (যারা পত্রিকায় পড়েননি শুধু তাদের জন্য ,কপি পেস্ট ) )

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২১



নাম তার শিউলি চুন্নি।

তবে এটিই তার একমাত্র নাম নয়।

কখনও হোসনা,

কখনও ফারজানা

আবার কখনও লাকী নামে

ছদ্মনাম ধারণ করে সে।

রাজধানীতে তার পরিচয় গৃহকর্মী।

কাজের বুয়ার ছদ্মাবরণে সে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অভিনব কৌশলে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে শিউলি কাজ নেয় ধনাঢ্য ব্যক্তিদের বাসায়। কাজ নেয়ার কয়েক দিনের মধ্যেই সে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এভাবেই সে এখন কোটিপতি। গত ৭-৮ বছরে শিউলি প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি করেছে। পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী- সব ধরনের লোকের বাসায় তিনি চুরির ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে ৪০ থেকে ৪২টি মামলা। চুরির মামলায় গ্রেপ্তার হয়ে এর আগে বেশ কয়েকবার জেল খেটেছে। জামিনে বের হয়ে আবারও নেমে পড়ে পুরানো পেশায়। তার রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। প্রতি মাসে ২-৩ বার গাইবান্ধা থেকে ঢাকায় আসে। সেখানে রয়েছে তার সুরম্য বাড়ি। এলাকাবাসী জানে- সে ঢাকায় একটি বিদেশী এনজিওতে চাকরি করে। তার বাসায় রয়েছে ৩ জন কাজের বুয়া। ভাইবোন আত্মীয়-স্বজন এবং স্বামী-সংসার দেখাশুনার দায়িত্ব তার। বিয়ে করেছেন ৪টি। চুরির টাকায় ৩ ভাই-বোনকে বিদেশ পাঠিয়েছেন। ৩৮ বছর বয়সী শিউলির সব স্বামীই বয়সের দিক দিয়ে তার চেয়ে ছোট। তালাক দেয়ার পরও স্বামীর সঙ্গে রয়েছে সব ধরনের সম্পর্ক। সাবেক স্বামীর উদ্দেশ্য- চুরির টাকায় লাভবান হওয়া। রূপনগর থানার একটি চুরির মামলায় রিমান্ডে থাকা অবস্থায় শিউলি মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এসব তথ্য জানিয়েছে।

http://www.mzamin.com/details.php

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৭

ভািটবাংলা বলেছেন: ভদ্রলোকদের বলছি , কাজের বুয়া হতে সাবধান । বাসায় কাজের বুয়া না থাকা একটি সমস্যা, থাকলে হাজারটি সমস্যা । কোনটি চান ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যের সাথে এক মত ।
এক গবেষণায় দেখা গেছে যে সব বাসায় কাজের মেয়ে নাই, ঐ সব বাসার মহিলাদের ব্রেসট ক্যানসারের ঝুকি কম ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: কষ্ট করে পড়ালেখা না মনে হচ্ছে বুয়াগিরি করাই ভাল :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারে ভাই পড়ালেখা না করে মন্ত্রীগিরি করাই ভাল ,
নচিকেতার ঐ গানটি শুনেন নি ,
'' মন্ত্রী হওয়া সোজা ভাইরে মন্ত্রী হওয়া সোজা
পড়া শোনার বালাই নেই শুধু ফন্দি ফিকির খোঁজা ।''

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৩

সাদা মনের মানুষ বলেছেন:
ভালো, দেশ উন্নত হচ্ছে । এখন কাজের বুয়ারা ও কোটিপতি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুদি দোকানি ৪০০০০০০০০০০ টাকার মালিক, দেশ তো উন্নত হচ্ছেই ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
কাজের বুয়া , ড্রাইভার এগুলা নিয়োগ দেয়ার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই সাবধান হওয়া দরকার ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

িমরর বলেছেন: বাঘের বেটি

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঘের বেটি দের অপমান করার জন্য আপনার বিরুদ্ধে এনিমেল কোর্টে মামলা হতে পারে ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬

পালের গোদা বলেছেন: বাহ বাহ বেটির গাটস এর তারিফ না করে পারছি না :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও আপনিই তাহলে পালের গোদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.