নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

একটি অনু গল্পের অপচেষ্টায় ------

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭



আসলাম মিয়াজি । কোন এক দেশের পূর্বাঞ্চলের রেল বিভাগের প্রধান । সরকারী টাকার যথেচ্ছ লুটপাট আর নিয়োগ বানিজ্য করে হাজার কোটি টাকা হাতিয়েছেন ।

বউয়ের দেহ চর্বি আর অলঙ্কারের জেল্লায় একাকার ।

আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই এ ডাকাতির টাকা ব্যাঙ্কে রাখা নিরাপদ মনে করছেন না ।

টাকা দিয়ে খাটের জাজিম আর বালিশ বানিয়েছেন ।( সিস্টেমটা কোন এক বন খাদকের কাছ থেকে ধার করা ।)

রক্ষাকর্তা কোন এক কালো শেয়ালকে দিয়েছেন কয়েক বস্তা । তার পরো পুরো বাসায় , বেসিনে , কমোডে, জুতার বাক্সে ,হুইস্পিয়ারের প্যাকেটে শুধু টাকা আর টাকা ।



একসময় খেতে পাননি । অন্যের বাড়িতে ফেন পানি খেয়ে মানুষ (?) হয়েছেন ।

এখন টাকার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন । তবুও মনে শান্তি নেই ।

সামনে নির্বাচন ,নির্বাচন বা পেছনের দরজায় , কোন জালিম ক্ষমতায় আসে আর তার সমস্ত অর্থ বাজেয়াপ্ত করে তাকেও জেলে পাঠায় ।

রাতে একটু তন্দ্রামত এলে দুঃস্বপ্ন দেখেন ।তিনি ইন্টারোগেশান সেলে । হাত পা বাঁধা । সামনে হাজার টাকার শ'দুয়েক বাণ্ডিল । সব বান্ডিল উনার নাকি আপত্তিকর জায়গায় ঢুকানো হবে । তিন বান্ডিলের পরই তিনি তিব্র ব্যাথায় চিৎকার করে উঠেন । ঘুম ভেঙ্গে যায় । বেগম সাহেবারও । তিনি পাশ ফিরে শোন ।এ যে প্রতি রাতের দৃশ্য । দুশ্চিন্তায় সারা রাত নির্ঘুম কাটে আসলাম মিয়াজির । সকালে দাঁত ব্রাশ করতে করতে টি ভি অন করেন । একটা সংবাদ দেখে খুশিতে লাফ দিয়ে উঠেন ।

ছিঁচকে ডাকাত দের রক্ষা করতে পুলিশ আছে । তিনিতো ছিঁচকে নন। তিনার জন্য পুলিশ রূপে এগিয়ে এসেছেন অর্থ মন্ত্রী ।

ট্রেলারে লিখা আসছে --'' বাজেটে কালো টাকা সাদা করার ব্যাবস্থা থাকছে ।''

তিনি ধেই ধেই করে নেচে উঠেন , আহা কি আনন্দ আকাশে বাতাসে -------------

মন্তব্য ৯৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Prothom montobbo amar :-B Onu golpo kake niye lekha bujhini :(

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথমেই একজন সেলিব্রেটির কমেন্ট পেয়ে আনন্দ বোধ করছি ।
সে জন্যই বলেছি অপচেষ্টা । :-B

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৩

হায়দার সুমন বলেছেন: আহা! কি আনন্দ আজ আকাশে বাতাসে ..........................

হুইল সাবান না ৫৭০ সাবান দিয়ে কালো টাকা ধবল করা হবে... ?

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ এক দুষ্ট চক্র । ( নিচের রিপ্লাই গুলি পড়ুন )

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

ভারসাম্য বলেছেন: অপচেষ্টাই বটে। গল্পের নয়। আইনের নিয়মে।

অপচেষ্টা সার্থক!!!

+++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ টাকা ধবল হয়ে শেয়ার বাজারে যাবে --( ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪

খাটাস বলেছেন: প্রথমে আপনার ব্লগে প্রথম আশায় একটা স্বাগতম দাবি করছি। :) :) আর পোস্টের কথা বলতে গেলে কথাই নাই, কম কথায় অনেক বেশি ঝাল। প্লাস।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেখানে লোল মুখে হা করে বসে আছে আরও বড় বড় কুত্তারা ।





স্বাগতম ও শুভ কামনা ( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে অণুগল্প।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারা লুটের টাকা নিয়ে নিজের আর কুত্তুনির জন্য জাজিম বানাবে ।






( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
স্যাটায়ার টাইপ গল্প ভালো লাগছে।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার আরেক বাজেট ,---








( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

না পারভীন বলেছেন: বাহ , খুব ভাল লেগেছে । খুব সুন্দর ।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হয়তো আরেক অর্থ মন্ত্রী






( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষ মেস আমার আংকেলরে ডুবাইলেন =p~ =p~ =p~ =p~


০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার সাদা কালো প্যাকেজ --






( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২০

কালো কুয়াশা বলেছেন: ভারসাম্য বলেছেন: অপচেষ্টা সার্থক!!!

সহমত

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার সেই একই নাটকের মঞ্চায়ন ---




( পি এল জেড , ৩-- ৯ রিপ্লাই গুলি পড়ুন )

১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অপচেষ্টা সার্থক!!!

+++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের সকলের কমেন্টে নিজেকেও সার্থক মনে হচ্ছে ।
ভাল থাকুন অভি ভাই ।

১১| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কান্ডারী অথর্ব ভাইয়ের প্লাস গুলি লুফে নেয়া হলো ।

১২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ৬ষ্ঠ +++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব সময়ের সুহৃদ সেলিম ভাইএর জন্য শুভ কামনা ।

১৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪২

মামুন রশিদ বলেছেন: নিদারুন স্যাটেয়ার ।


নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে যেকোন পরিমান কালো টাকা সাদা করা যাবে, অর্থের উৎস না জানিয়ে । রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে উৎসাহিত করার দারুন প্যাকেজ ।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ এক দুষ্ট চক্র ।
এ টাকা ধবল হয়ে শেয়ার বাজারে যাবে সেখানে লোল মুখে হা করে বসে আছে আরও বড় বড় কুত্তারা ।

তারা লুটের টাকা দিয়ে নিজের আর কুত্তুনির জন্য জাজিম বানাবে ।
দুঃস্বপ্নে, টাকার বান্ডিলের অপ্রত্যাশিত গমন পথের ব্যাথায় ককিয়ে উঠে নির্ঘুম রাত কাটাবে ।

আবার আরেক বাজেট ,---

হয়তো আরেক অর্থ মন্ত্রী

আবার সাদা কালো প্যাকেজ --

আবার সেই একই নাটকের মঞ্চায়ন ---
আবারো নাচ--

আহা! কি আনন্দ আকাশে বাতাসে ..........................

১৪| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪

আশিক মাসুম বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: অপচেষ্টা সার্থক!!!

+++

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশিক মাসুম , আপনাদের লাই পেয়ে পেয়ে অভ্যাস গেছে খারাপ হয়ে । =p~ =p~ =p~ =p~

১৫| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: অনুগল্পে ৮ম ভালোলাগা :)

+++++

ভালো থাকবেন সবসময় :)

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অনুপ্রেরনা পেয়ে ভাল লাগছে ।
আপনার জন্য শুভ কামনা ।

১৬| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা
অভিনব আইডিয়া !

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদের লাই পেয়ে পেয়ে অভ্যাস গেছে খারাপ হয়ে ।আপনি তাদেরই একজন =p~ =p~ =p~ =p~
ধন্যবাদ আরমান ভাই ।

১৭| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: ইশ কেন যে হাতে টাকা নাই :(

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব টাকা মনে হয় সাদা হতে পার্লারে গেছে ।

১৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

শিপু ভাই বলেছেন:
সরকারের এই স্বিদ্ধান্ত আমার ব্যবসা প্রসারের জন্য ভালো হইছে!!!
B-) B-) B-)


মন্দ জিনিসেরও ভাল কিছু দিক থাকে!!! B-)) B-)) B-))


গল্প বরাবর চমৎকার!!!+++++++++++

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তা - যা বলেছেন শিপু ভাই !
ঘর পুড়লে তাতে অন্তত দু'চারটা আলু পুড়ে খাওয়া যায় । =p~ =p~ =p~ =p~

১৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

ৈজয় বলেছেন:

অনুগল্পে আনবিক শক্তি আছে। গপ্পো ফাইন হৈছে।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি যে বলেন ভাই ! ( ব্যাপক শরমিন্দার ইমো হবে ।)


নতুন অতিথির জন্য শুভ কামনা রইল ।

২০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

দি সুফি বলেছেন: +++
১০০ কোটি টাকা চুরি কইরা ১০ কোটি টাকা গচ্চা দিয়া ৯০ কোটি টাকা ঠিকই পিছন দিক দিয়া ঢুকাইয়া নিতেছে!
এই দূর্নীতির চক্র থামার নয়রে ভাই, যখন নীতি প্রতিষ্ঠাকরনেওয়ালারা সবাই চোর, তখন নীতির মাঝে দূ তো ঢুকবেই।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাজেটে কালো সাদার বিধান , অর্থ বছরের প্রথম দুর্নীতি ।

সরকার চাইলে ১০ কোটি টাকা এডভান্সও আদায় করে নিতে পারে ।
বিনিময়ে একটা সার্টিফিকেট প্রদান করতে পারে । যাতে লিখা থাকবে , অনধিক ১০০ কোটি টাকা চুরি করার অনুমতি প্রদান করা হইল ।

২১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

আমি ময়ূরাক্ষী বলেছেন: শেষ পর্যন্ত সুরাহা হলো।
কালো টাকা সাদা হলো

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সু-স্বাগতম ।
আগামীতে মনে হয় , সাদা করার ফি এডভান্স পরিশোধ করারও বিধান থাকবে ।

২২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপের শেষের দিকে বেশ ভালা জমাইছেন -

আচ্ছা এখনও কি বাংলাদেশে কালো টাকা সাদা করার ব্যবস্হা আছে?

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতটুকুন লিখার আবার প্রথম দিক আর শেষ দিক । =p~
প্রথম দিকটা যে 'জমাইতে' পারিনাই , জানানোর জন্য ধন্যবাদ । =p~
আছে । আগামীতেও আশা করি থাকবে । =p~

২৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: এই চক্রের যেন শেষ নাই । দুর্নীতি প্রমোট করে অর্থনীতি চাঙ্গা করার প্রচেষ্টা , দুর্নীতি বান্ধব বাজেট ।

দেশে আসলাম মিয়াজি দের শেষমেশ কোন চিন্তা থাকেনা । চিন্তা গুলো থাকে খেটে খাওয়া , ঘুষ না খাওয়া বিবেক সম্পন্ন মানুষদের জন্য ।
অপচেষ্টা সার্থক । ভাল লেগেছে ।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একবার চুপিচুপি চলে গিয়েছিলেন , লিখার মান চিন্তা করে ভড়কে গিয়েছিলাম । আপনার কমেন্ট পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম ।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে ।

২৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

মায়াবী ছায়া বলেছেন: ভালো লিখেছেন । শুভকামনা । ভালো থাকুন ।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিভাবান এক কবির কমেন্ট পেয়ে ভাল লাগছে ।
শুভ কামনা রইল ।

২৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রোকেয়া ইসলাম বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে -------------
-'' বাজেটে কালো টাকা সাদা করার ব্যাবস্থা থাকছে ।''
অনেক সুন্দর লিখেছেন। খুব ভাল লাগলো।
অপচেষ্টারই যদি হয় এই রুপ তাহলে চেষ্টার ফল কি হবে তাই ভাবছি..................।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেষ্টার ফল কিছুই হবে না ।
আপনার মত একটা কবিতা লিখতে পারলে কীবোর্ড টা তুলে রাখতাম ।

২৬| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:২২

ভিয়েনাস বলেছেন: অনুগল্প হলে কি হবে, ধার আছে :D

ভালো লেগেছে।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির মন্তব্যে আনন্দ বোধ করছি ।

২৭| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

বোকামন বলেছেন:




সম্মানিত লেখক,
ভালোলাগা আগেই জানিয়ে গিয়েছিলাম।
অনুগল্পে বাস্তবতার রেশ রয়েছে, রয়েছে প্রতিবাদের ভাষা। তাই আপনার অপচেষ্টা সার্থক !

আরো অনুগল্প লিখবেন আশাকরি :-)

ভালো থাকবেন।
শুভকামনা রইলো .....

১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্যাটার্নের লিখা আমার এই প্রথম ।
আপনার কমেন্ট পড়ে মনে বল পাচ্ছি । আপনাদের উৎসাহে আরো লিখার আশা রাখছি । ভাল থাকুন ।

২৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

কালোপরী বলেছেন: ভাল

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ভাল আছেন জেনে খুশি হলাম । =p~

২৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কেন ভালবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন স্বপ্ন ভেঙ্গে যায়
মানুষ কথা দিয়ে কথা রাখে না ।

ভাই , দুঃখ , কষ্ট , ব্যর্থতা না থাকলে পৃথিবীটা এত সুন্দর মনে হতো না ।

৩০| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪

হেডস্যার বলেছেন:
সেইরকম লেখা +

বালা আছেন নি বাই? :D

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারা নাই , ভালা কেমনে থাকি ?
অনেকদিন পর আপনাকে দেখে খুব ভাল লাগছে ।
আপনার লিখার আশায় রইলাম ।

৩১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭

মাক্স বলেছেন: অনুগল্প সুন্দর হয়েছে!
কেমন আছেন?

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অক্ষরভুলিকা পড়ে আমি এখন ঘোরের মধ্যে আছি ।
প্রসংসার জন্য ধন্যবাদ ভাইজান ।

৩২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

নিয়েল হিমু বলেছেন: -'' বাজেটে কালো টাকা সাদা করার ব্যাবস্থা থাকছে ।''
তিনি ধেই ধেই করে নেচে উঠেন , আহা কি আনন্দ আকাশে বাতাসে ----
++++++++++++

২০ শে জুন, ২০১৩ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর, হিমু ভাইয়ের কমেন্ট ও প্লাস পেয়ে আনন্দ বোধ করছি ।

৩৩| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো ভাইয়া।কেমন আছেন? :) :)

২১ শে জুন, ২০১৩ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগলো । আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।
আপনিও ভাল থাকুন ।

৩৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: একসময় বলা হবে সাদা টাকা আবার কি জিনিস ;)

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততার মাঝেও আমার ব্লগে হাজিরা দেয়ায় ভাল লাগছে । ;)

৩৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই নতুন পোস্ট চাই

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখি ।
সামু কেমন যেন পানসে হয়ে গেছে।
শুভাকাঙ্ক্ষী সেলিম ভাই এর জন্য শুভ কামনা ।

৩৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫

আমিনুর রহমান বলেছেন:


আগেই পড়েছিলাম কিন্তু কেন কমেন্টস করি নাই বুঝবার পারলাম না।

যেখানে আইন-কানুন প্রনয়ন করা হয় আর সেখানেই যদি চোর-বাটপারদের সুযোগ করে দেয়া হয় তাহলে তার গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন চলে আসাতাই স্বাভাবিক তাই এই দেশের কোন পলিটিশিয়ানকেই আমি বিশ্বাস করতে পারি না :(

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে দেশের অন্যতম পলিটিশিয়ান হুমুএ , সে দেশের পলিটিশিয়ানদের উপর থেকে আস্থা উঠে যাওয়াই স্বাভাবিক ।
ধন্যবাদ আমিনুর ভাই ।

৩৭| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: +++। ফাইন হইসে

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত দিন পর আমার বাড়ি প্রত্যাবর্তন@ ?
ধন্যবাদ মিঃ প্রত্যাবর্তন@ ।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৪

দূর দ্বীপবাসীণি বলেছেন: আপনার লেখা বরাবরের মতই অসাধারন।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি যে বলেন ! ( ব্যাপক লজ্জার ইমো হবে )

৩৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লিখেছেন।আপনার গল্প লেখা অব্যাহত থাকুক....।অনেক দিন পর দেখা..।আশা করি আল্লাহর অপার মহিমায় ভালো আছেন।দো'য়া করি সতত ভালো থাকেন।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরনো সুহৃদদের অনেককেই আর আগের মত দেখিনা , যাদের অনুপস্থিতিতে সামু বড়ই পানসে লাগে ।
অনেক দিন পর কবিকে দেখে খুব ভাল লাগছে । আশা করি নিয়মিত হবেন । ভাল থাকুন ।

৪০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: অর্থমন্ত্রী তো পঁচে ইউরিয়া হয়ে গেলেন ... =p~ =p~ =p~
ভাইয়া, আমি জেনেরাল হয়ে গিয়েছি কিছুদিন আগে! আপনার এই পোস্টটা আগেই পরেছি কিন্তু মন্তব্য দিতে পারি নি, এখন পারছি। :D :D পোস্টে ++++++

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না না , পচে রাবিশ , রাবিশ থেকে জৈব সার । . =p~ =p~ =p~

৪১| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: :P

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' দীপ ছিলো, শিখা ছিলো, শুধু :P ছিলেোনা বলে===== :P





=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: চমৎকার।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খেয়া ঘাট এর জন্য একগুচ্ছ শুভকামনা ।

৪৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ভাইয়া, ব্লগে আসেন না কেন? পোস্ট পাই না অনেক দিন ধরে। :( :(

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক মাসের মত ছিলাম না । মনে রাখার জন্য ধন্যবাদ ।

৪৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী পোস্টের অপেক্ষায় আছি। দ্রুত নতুন পোস্ট চাই লিটন ভাই

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি কারনে যেন আগ্রহ কমে গেছে ।

৪৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী পোস্টের অপেক্ষায় আছি। দ্রুত নতুন পোস্ট চাই লিটন ভাই

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ---- তার পরেও চেষ্টায় আছি , দেখা যাক সেলিম ভাই ।

৪৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছেন ভাইয়া ? ঈদ কেমন কাটল ? :)

নতুন পোস্ট কবে দিবেন ?

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা লিখতে জানেন তারাই পোস্ট দিচ্ছেন না ! তাই একই প্রশ্ন আমারও । :)

৪৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

মেহেরুন বলেছেন: অনুগল্প দারুন লেগেছে। কেমন আছেন ভাইজান???

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ । অনেক অনেক শুভ কামনা রইল ।

৪৮| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

ইখতামিন বলেছেন: নতুন পোস্ট কবে দিবেন?
শায়মা আপুর ছবিটা দেখে তো হাসতেই আছি.
এইটা তার ছবি না। তার ছবি শ্রীদেবী'র ফেইসের মতো B-)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
হাজার বার স্বপ্নভঙ্গের পরও যারা নতুন করে স্বপ্ন দেখতে ভালোবাসে। তাদের কে যে স্বপ্ন দেখায়, সে নিজেই যদি হতাশায় ভুগে নিজের ব্লগ বাড়ীকে ''সাহারা মরুভুমি '' বানিয়ে রাখে তাহলে অনেক কিছুই বলার আছে । :P

আপনারা অনেকেই নাই দেখে পোস্ট দিতে ভাল লাগেনা ।


আপনার জন্য শুভ কামনা রইল , 'শ্রীদেবী'র জন্যও । B-) :P


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.