নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আপনি জানেন কি ? ইউটিউব এর প্রতিষ্ঠাতার একজন বাংলাদেশি পিতার সন্তান?

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০


প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - ৭



ইউটিউব শব্দটির সাথে পরিচিত নয় এমন শিক্ষিত মানুষ খুজে পাওয়া ভার ।
কারণ ভিডিও আপলোড ও প্লের জন্য বিশ্বের সেরা সাইট ইউটিউব ।
দৈনিক কোটি কোটি গ্রাহক বিশ্বের বিভিন্ন দেশ থেকে , বৃহত্তম ভিডিও আপলোডিং সাইট ইউটিউবে লগইন করেন ।

এই যাত্রা শুরু হয় যেই তিনজনের হাত ধরে তাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম।
জাভেদ করিম ২০০৫ সালে সাদ হারলি ও স্টিভ চেনের সঙ্গে মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট এই ইউটিউব তৈরি করেন।

২০০৫ সালে অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপালে কর্মরত অবস্থায় তাঁরা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন। ওই বছরই তাঁরা আনুষ্ঠানিকভাবে http://www.youtube.com ডোমেইন নিবন্ধন করেন।ডোমেইন নাম নিবন্ধনের পর তিন তরুণ প্রকৌশলী শুরু করেন সাইট ডিজাইনের কাজ ।



কয়েক মাসের চেষ্টায় দাঁড় করে ফেললেন সুন্দর একটি সাইট। একই বছরের ২৩ এপ্রিলে জাভেদ করিম ‘মি এট জু’ নামক প্রথম ভিডিও আপলোড করেন যেখানে, সান দিয়াগো পার্কে তাঁকে হাতিশালায় দাঁড়ানো অবস্থায় দেখা যায় । (৩ নং ছবি)

সাইটটির উদ্দেশ্য হচ্ছে, ব্যবহারকারীর আপলোড করা ভিডিও স্ট্রিমিং (ভিডিও ফাইলের আকার ছোট করে প্রদর্শনের বিশেষ প্রযুক্তি) করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়া।
সাইটটিতে ব্যক্তিগত, চ্যানেল, ইতিহাস, সংস্কৃতি, দূরশিক্ষণসহ বিভিন্ন ভিডিও আপলোড ও ডাউনলোড করা যায়।

ব্যবহারকারীরা প্রতিদিন এ সাইটে তিন বিলিয়নবার ভিডিও দেখেন এবং প্রতি মিনিটে এখানে ৪৮ ঘণ্টা ভিডিও আপলোড করা হয়।
খুব কম সময়েই ব্যাপক জনপ্রিয় এই সাইটটিতে বিনিয়োগের পরিমান ছিল ১ কোটি ১৫ লাখ ডলার । বিনিয়োগ কারী প্রতিষ্ঠান স্কুইয়া ক্যাপিটাল । ২০০৬ সালে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল ১৬৫ কোটি ডলারে ইউটিউব সাইটটি কিনে নেয়।



বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ১৯৭৯ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন।
বাবা নাইমুল করিম, বাংলাদেশী, একজন প্রবাসী বিজ্ঞানী ।
মা ক্রিস্টিনা করিম, একজন জার্মান বিজ্ঞানী এবং গবেষক।

১৯৯২ সালে নাইমুল করিম সপরিবারে আমেরিকা পাড়ি দেন।
জাভেদ করিমের ১৩ বছর বয়স পর্যন্ত বেড়ে উঠা জার্মানিতে হলেও পরবর্তীতে পড়ালেখা করেন আমেরিকায় । তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়া শোনা করেন ।

২০০৫ সালে এখান থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন ।
তিনি ২০০৭ সালের ১৩ মে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন । যা ছিল এক বিরল অর্জন।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের করা , বিশ্বের তরুণ সমাজে অনুপ্রেরণীয় তারকাদের তালিকায় তার নাম উঠে ।

তিনি ছোটবেলা থেকেই সৃজনশীল ছিলেন। ইউটিউব ছাড়াও পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাড পাজল, থ্রিডি স্প্রিং সিমুলেশন, রোবোটিক ওয়েবক্যাম, রেডিওসিটি ইনজিন, রে-ট্রেসার, লাইফ থ্রিডি, কোয়াক ২ মডেল ভিউয়ারসহ বেশ কিছু প্রজেক্টের উদ্ভাবকও তিনি।

বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী এই প্রতিভাবানের জন্য শুভ কামনা ।


সিরিয়ালের পূর্ববতী পোস্ট সমুহ -

ষষ্ঠ পর্ব

পঞ্চম পর্ব

চতুর্থ পর্ব

তৃতীয় পর্ব

দ্বিতীয় পর্ব

প্রথম পর্ব


মন্তব্য ৪১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

কাবিল বলেছেন: সুন্দর শেয়ার।



এই প্রতিভাবানের জন্য শুভ কামনা ।

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা মি কাবিল ।

২| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬

বোকামানুষ বলেছেন: উনার সম্পর্কে কিছুটা জানতাম কিন্তু আজকে আরও অনেক কিছু জানলাম ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভালো লাগছে ব্রো ।

৩| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৭

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামািনক ভাই

৪| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১

বোকামানুষ বলেছেন: ব্রো :| :|| ভাইয়া আমি আপনার একটা আপুনি :) :D

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওহ ! সরি !
দুয়েকটা পোস্ট দেন ,পড়ে আমরাও কমেন্ট টমেন্ট করি ? :) :D :) :D

৫| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

কলাবাগান১ বলেছেন: ভুরের ফুল শুধু তার লিং বিতরনের জন্য সব পোস্টে কমেন্ট করার জন্য কমেন্ট করছে ... কিছু কমেন্টের কোন অর্থই হয় না.. অসহ্য

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই কাজে উনার লাভ কি ? বুঝে আসছে না ।

৬| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

তারেক সালমান জাবেদ বলেছেন: অনেক সুন্দর লিখা,জানতে পারলাম অনেক কিছু

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ মি তারেক সালমান জাবেদ ।

৭| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

কলাবাগান১ বলেছেন: " by the time it was sold to Google in October 2006. Google bought Youtube for $1.65 billion worth of stock. Jawed received 137,443 shares of Google which were worth $64 million on the day the deal closed. Thanks to Google's continued success and rising stock price, today those shares are worth more than $140 million. "

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলাবাগান১ , Thank you for this information & Re Comments .

৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

নিশাত সুলতানা বলেছেন: ব্যাস্ততার কারনে শুধু নির্বাচিত পোস্ট পড়েই চলে যাই ।
আমাদের গর্ব করার অনুষঙ্গ ও তরুণদের উজ্জীবিত করার মত চমৎকার সিরিয়াল ।
কিন্তু নির্বাচিত পাতায় এর কোন পর্বই আমার নজরে আসেনি ।
এটা আমার ব্যারথতা ,নাকি আসলেই কোন পর্ব নির্বাচিত পাতায় যায়নি , বুঝে আসছে না ।

সুন্দর শেয়ারের জন্য আপনাকে ধন্যবাদ ।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু দিন থেকে দেখছি কোন লিখাই নতুন করে নির্বাচিত পাতায় জাচ্ছে না , মডারেশন টীম মনে হয় ঈদের ছুটিতে ।
নির্বাচিত পাতায় যাক বা না যাক , এম্নিতেই আপনাদের পাচ্ছি , এটাই বা কম কি ?
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৬

আরণ্যক রাখাল বলেছেন: এই সিরিজটা পড়লে আমার মনে একটা প্রশ্ন আসে, অনেক সময়ই আসে, এখন আসছে- "এরা বাংলাদেশে থাকলে কি পারতেন সফল হতে?"
বাংলাদেশও প্রতিভাবান অনেকে আছেন, কিন্তু সুযোগ তো নেই! জানিনা বাংলাদেশের উর্বর জমিতে কখন সোনার ফসল ফলবে!

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাভেদ করিম যদি বাংলাদেশে থেকে ইউটিউব প্রতিষ্ঠার চেষ্টা করতেন , তথ্য প্রযুক্তি আইনে এতদিন তাঁর জেলে থাকার কথা ।
বাংলাদেশের উর্বর জমিতে ঠিকই সোনার ফসল ফলছে । তবে এর নার্সিং এর দায়িত্ব সব সময় দায়িত্ব জ্ঞ্যানহীন দের হাতে পড়ে । যার দরুন এই সোনার ফসল আমরা ঘরে তুলতে পারিনা ।
তবে আশার কথা , মেধার কোন সীমানা নেই , মেধাবীর কর্ম পৃথিবীর যে প্রান্তেই সম্পাদিত হোক , এতে সমগ্র বিশ্ব উপকৃত হয় ।

আপনার চিন্তাশীল মন প্রসুত সুন্দর মন্তব্য টি ভাল লাগলো , ধন্যবাদ ।

১০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: আজ হঠাৎ করেই মনে হলো কেন আপনার লেখা থেকে এইসব নামগুলি ডায়রীতে লিখে রাখছি না?? এতো পোষ্টতো আর প্রিয়তা নেয়া সম্ভব নাম,তাই আরেকটা কথা লেখাগুলি কি শেয়ার করতে পারি,যদি কখনো মনে চায়??

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এই লিখা মুলত ''জানানোর'' জন্য । যত বেশি মানুষ পড়বে ততই লিখার সার্থকতা । এটা আমার ধারনা ।

আপনি যত ইচ্ছা ,যখন ইচ্ছা আমার লিখা শেয়ার করতে পারেন ।

সব লিখা প্রিয়তে নেয়া সম্ভব নয় । সঠিক বলেছেন ।
সামু আপনাকে এই সুযোগ দিয়েছে , আপনার পছন্দের পোস্ট ,ফেসবুকে শেয়ার করতে পারেন ।
এতে সুবিধা , এটা আজীবনের জন্য আপনার টাইমলাইনে সংরক্ষিত থাকবে ।
আপনাকে ধন্যবাদ ।




১১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩২

আমি তুমি আমরা বলেছেন: জাওয়েদ করিম সম্পর্কে আগে থেকেই জানতাম। পোস্টে ভাল লাগা রইল :)

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর পুরনো সুহৃদকে দেখে ভাল লাগছে ।
কেমন আছেন ভাইজান ---- ?

১২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

জুপিটার মুহাইমিন বলেছেন: শুভ কামনা!!

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুপিটার মুহাইমিন, আপনার জন্যও শুভ কামনা

১৩| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । জাওয়েদ সম্পর্কে জানা গেল । তথ্যবহুল আর চমৎকার রচনাশৈলীর জন্য ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই ।
কতদিন আপনাকে দেখিনা -----
এখনো দেশের বাইরে ?

১৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০

আমিনুর রহমান বলেছেন:



শেয়ারের জন্য ধন্যবাদ। জাভেদ করিম সম্পর্কে আগাই জানা ছিলো তাই ইউটিউব সব সময় নিজের মনে করেই ব্যবহার করি :P

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''ইউটিউব সব সময় নিজের মনে করেই ব্যবহার করি ''
চমৎকার বলেছেনতো ! কথাটা আমার মনে ধরেছে । :P :P

১৫| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটা জানতাম :) দারুণ হচ্ছে পোস্টগুলো।

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসাহ দেয়ায় ও সাথে থাকার জন্য ধন্যবাদ প্রোফেসর শঙ্কু ।

১৬| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গর্বে বুকটা ভরে গেলো.....সাব্বাস মামুর বেটা জাভেদ করিম
বেকতে আমার ডিকশনারীর বেবাগ শব্দ কইয়ালছে,কি কমু বুজতাছিনা
ভাল্লাগছে ভাল্লাগছে ভাল্লাগছে
বুইজ্জা লইয়েন

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্যও ।

১৭| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

হাসান মাহবুব বলেছেন: এইটা আগে জানতাম B-)

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকায় ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

১৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, তথ্যটি আগেই জানা ছিল। জাভেদ করিমকে আবার ব্লগস্ফিয়ারে তুলে ধরাটা ভালো লেগেছে।

ভালো থাকুন, শুভকামনা।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে পেয়ে ভাল লাগছে , বোকা মানুষ বলতে চায়'' আপনাকে ধন্যবাদ ।

১৯| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী এই প্রতিভাবানের জন্য শুভ কামনা :)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর আপনাকে পেয়ে আনন্দিত ! আপনার জন্যও শুভ কামনা ।

২০| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব ভাল আপনার পোস্ট গুলো । তরুন প্রজন্ম জানুক বাংলাদেশিরা অনেক কিছুই পারে কিন্তু তারা জানে না । অনেক শুভ কামনা ।

১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো , আপনার জন্যও শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.