নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কিছু কমন কৌতুক =p~ :P

২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০




কৌতুক আমার প্রিয় একটা বিষয় । কিন্তু সামুতে ইদারনিং কোন কৌতুক পোস্ট দেখিনা । তাই গুরু দায়িত্ব(?) টা নিজের কাঁধেই তুলে নিলাম ।
ভাবলাম কিছু আনকমন কৌতুক নিয়ে একটা পোস্ট দেবো । সমস্যা হল যেটাই নির্বাচন করি ওটাই কমন বলে মনে হয় । তবে কি নতুন কোন কৌতুক পয়দা হচ্ছে না ?

হয়তো পয়দা হচ্ছে আমরা তা ধরতে পারছিনা । এই যেমন সেদিন স্টেডিয়ামের বাইরে ভারতীয় সমর্থক সুধীর গৌতমকে হেনস্থা করা হয়েছে বলে ভারত বাংলাদেশ অনেকটা শিতল সম্পর্ক বিরাজ করছে । যেখান থেকে এই হেনস্থা কর্মের সুত্রপাত , তা রীতিমত একটা কৌতুক ।

বাংলাদেশী কয়েকজন সমর্থক সুধীরের সাথে সেলফি তুলার জন্য ''সুধীর ভাই'' বলে ডাক দিয়েছিল । সুধীর বাবু ''স'' কে ''চ'' শুনেছিলেন । (শোনা কথা) সেখান থেকেই তুলকালাম !
ঠিক এরকম লাইভ না হলেও একদম আনকমন ( যারা আগে পড়েন নি তাদের কাছে) কিছু কৌতুক আপনাদের শানে পেশ করলাম ।

এক সরকারী অফিসের (মন্ত্রনালয়ও হতে পারে) বারান্দায় সাইনবোর্ডে লেখা ছিল
"জোরে শব্দ করা নিষেধ।"
তার ঠিক নিচে কোন বেরসিক লোক লিখলো -
"অন্যথায় আমরা জেগে যেতে পারি"

এরশাদ একটা পার্টির দাওয়াত পেল। সেত খুবখুশি। তারা তাকে এও বলল পার্টির ড্রেসকোড অনুযায়ী তাকে অবশ্যই ব্রাউন টাই পরে আসতে হবে।
পার্টিতে উপস্থিত হয়ে সেত শকড্ । অন্যান্যরা দেখি পেন্ট সার্টও পরে এসেছে।

জটাবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য ভক্তদের পাপ ধুয়ে ফেলা।

পানিতে নামার আগে জটাবাবা ভক্তদের উদ্দেশ্যে বললেন যে, যার যার পাপ ধুয়ে পাপমুক্ত হবে তারা অনায়াসেই পানি থেকে উঠে পড়তে পারবে।
গোসল শেষ করে সবাই একে একে উঠে পড়লো কিন্তু জটাবাবার ওঠার কোন নাম নেই।

তা দেখে একজন বলল, কি জটাবাবা, আপনি উঠছেন না কেন? আপনার কি পাপ ধোয়া হয় নাই ?

জটাবাবা উত্তরে বললেন, "বৎস, পাপ ধোয়ার সাথে সাথে , আমার গামছাটাও ধুয়ে চলে গেছে ।"


এক বাউল কিছু সদাইকেনার জন্য মুদি দোকানে দাড়ালেন।

দোকানদার : আসুন বাবাজি, কি দরকার আপনার?

বাউল : বাবা, আপনার দোকানে ভালো মানের চাউল হবে?
দোকানদার : জ্বী হবে, এই দেখুন ৪০ টাকা কেজি।

বাউল : আচ্ছা বাবা এই চাউল তাহলে আমার ১০ কেজি দিন। আপনার কাছে দেশী মশুরের ডাউল হবে?
দোকানদার : হ্যাঁ বাবা ১০০% দেশী ডাউল, মাত্র ৯৫ টাকা।
বাউল : আচ্ছা বাবা তাহলে আমাকে ১ কেজি ডাউল দিন।

সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন। এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকে বললেন,

দোকানদার : বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি।

বাউল (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) : বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?

বসঃ যেদিন থেকে আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি, সেদিন থেকে প্রতিদিন তুই আমার বাড়ির সামনে পায়খানা করিস! কারন কি? তোকে তো পুলিশে দেয়া উচিত!

স্যার ,আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে, বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি!!!

এক ডাক্তারের চেম্বারে লেখা ছিল-
"যে কোন রোগের ফি ৩০০ টাকা। যদি রোগ ভাল না হয়, তবে ১,০০০টাকা ফেরত পাবেন।"
একজন ধান্দাবাজ এটা দেখে ভাবলো, ডাক্তারকে বোকা বানিয়ে ১ হাজার টাকা কামিয়ে নেই। সে ডাক্তারের চেম্বারে গিয়ে বললো,
“ডাক্তার আমি আমার জিহ্ববায় কোন টেস্ট পাই না!!”
“২২ নাম্বার বোতল থেকে কয়েক ফোটা ওষুধ উনার জিহ্ববায় দিয়ে দাও।” এসিস্টেন্ট সেটাই করলো। লোকটি তখন ওয়াক ওয়াক করে বলল, “এটা তো প্রস্রাব!!!”

ডাক্তার হেসে বললেন, “এইতো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে। দেন ৩০০টাকা।”

কিছুদিন পর লোকটি আবার ফন্দি আঁটলো, কিভাবে আগের ৩০০ টাকা অন্তত উসুল করা যায়। ডাক্তারকে ঠকাতে পারলে ১০০০ টাকা পাবে। আগের দেওয়া ৩০০ বাদ দিলেও ৭০০ টাকা লাভ থাকবে। ধান্দাবাজ টি এবার চেম্বারে যেয়ে বলল,
“ডাক্তার সাহেব, আমার মেমরি লস হইছে। কিছু মনে রাখতে পারি না।” ডাক্তার আবারো এসিস্টেন্টকে বললেন,
“২২ নম্বর বোতল থেকে এক চামচ ওষুধ উনাকে খাইয়ে দাও।”
এটা শুনেই লোকটি লাফ দিয়ে উঠে বলে, “২২নম্বরে তো প্রস্রাব!! আপনি কি আবার আমাকে প্রস্রাব খাওয়াবেন??”
ডাক্তার এবারো হেসে বলেন,
“জি। আপনার স্মৃতি ফেরত এসেছে। আমার ৩০০ টাকা দেন!!!”

পুলিশঃ "ম্যাডাম, আপনি অনেক সাহসী। এই গভীর রাতে অন্ধকার ঘরে ডাকাত কে আপনি কঠিন মার দিয়েছেন।"

ম্যাডামঃ "আমার তো জানা ছিল না ও বেচারা ডাকাত ছিল।আমি ভাবছিলাম আমার স্বামী দেরি করে বাড়ি ফিরেছে!"


পিচ্চি - আংকেল আপনার দোকানে ফেয়ার অ্যান্ড লাভলি আছে ?
দোকানী - আছে ।
পিচ্চি - তাইলে হালা মুখে মাখিস না কেন ? তোরে দেখলে প্রতিদিন ভয় পাই ।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইয়া ভাল লেগেছে কৌতুক গুলো ।এমন আরও পোষ্ট দিবেন । আর ওই ধারাবাহিক পোষ্ট গুলো ও দিবেন ।

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ নুরুন নাহার লিলিয়ান ।
আপনার সৌজন্যে -
১ম বন্ধু :- তোকে গাড়ী থেকে নামিয়ে সর্বস্ব লুট করে ডাকাত পালিয়ে গেল অথচ তুই কিনা চেঁচিয়ে লোকও জড়ো করতে পারিসনি?
২য় বন্ধু :- কোন উপায় ছিলনা বন্ধু। ওরা আমার টাকা পয়সা সহ গায়ের জামা কাপড় স-অব খুলে নিয়েছিল আর পাশেই ছিল লেডিস হোস্টল।

২| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহা!! জটিল ! প্রথমটা বেশি এপিক ছিল! আমি প্র্যাকটিকাল জোক ভালো পাই!!

সুধীর বাবুর জোকের সাথে শ্যাওড়া পাড়া নিয়ে প্রচলতি জোকের একটা মিল আছে। =p~ =p~ =p~ =p~

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্র্যাকটিকাল জোক আমারও পছন্দ । এই নিয়ে ''কৌতুকের মত মনে হলেও ,ঘটনা বাস্তব'' শিরোনামে সামুতে আমি একটা সিরিয়াল লিখেছিলাম ।
শ্যাওড়া পাড়া নিয়ে প্রচলতি জোক টা আমার জানা নাই ।
মন্তব্যের জন্য ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

৩| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩

মশিকুর বলেছেন:

=p~

সত্যিই আনকমন :)

ঈদের শুভেচ্ছা।

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মশিকুর , আপনাকেও ঈদের শুভেচ্ছা।

৪| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

বেসিক আলী বলেছেন: :) =p~ =p~

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে =p~ =p~

৫| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯

তরিকুল ইসলা১২৩ বলেছেন: ২টা বাদে কোনোটাই কমন পড়ে নাই :)

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনে ভাল লাগলো ,ধন্যবাদ মিঃ তরিকুল ইসলা১২৩

৬| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাপক বিনোদন, হাসলাম খুব ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য। শেষের পিচ্চিটা জটিল।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা বোকা মানুষ বলতে চায়

৭| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

গোধুলী রঙ বলেছেন: চরম বিনোদন পাইলাম, এইরকম নিয়মিত পোস্ট চাই। সুধীর, এরশাদ আর শেষের পিচ্চিটা বেশি জটিল।

২১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ গোধুলী রঙ ।

৮| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: মজা পেলাম এবং হাসলাম। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন কর ।

৯| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: জটিল এবং গম্ভীর আলোচনার মাঝে একটু চাটনী বা "ঝালমুড়ি"র মত।। ভাললাগা।।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই সচেতনহ্যাপী ভাই , গুরুগম্ভীর পোস্ট পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছিলাম ।

১০| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৭:২৫

ভারসাম্য বলেছেন: জটাবাবা, বাউল আর ডাক্তারের কৌতুকগুলো আগে শুনলেও, বাকীগুলো সত্যিই আনকমন! বিশেষ করে, সুধীর ভাই, এরশাদ আর বস-কর্মচারীর গুলো ফাটাফাটি! =p~

+++

২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে পেয়ে ভাল লাগছে ।

১১| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬

জুন বলেছেন: সব গুলোই নতুন শুনেছি, ভীষন মজার, তবে ডাক্তারের পড়ে হাসতে হাসতে শেষ =p~

২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে বেশ ভাল লাগছে ।

১২| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

রূপা কর বলেছেন: হে হে হে বড়ই মজা পাইলাম :)

২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে আপনার ভ্রমন আনন্দময় হোক ।
নতুন অতিথি রূপা কর এর জন্য শুভ কামনা ।

১৩| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

লাবনী আক্তার বলেছেন: সকালেই পড়েছিলাম কমেন্ট করা হয়নি। দু,একটা আগেই জানা ছিল তারপরও দারুন লেগেছে সবগুলোই।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা বলেছেন: লাবনীমনি সোনার খনি কেমন আছো???
অনেক দিন পর পেয়ে , আমারও একই প্রশ্ন । :)

১৪| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! ভালো ছিলো কৌতুকগুলো। বিশেষ করে বাউলেরটা। এটা আগে পড়ি নাই।

২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই , আপনার ভাল লাগা মানে , আমি উৎরে গেছি :) :) :)

১৫| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৮

লাবনী আক্তার বলেছেন: হাহাহাহা! জ্বি ভাইয়া ভালো আছি।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :)

১৬| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: কয়েকটি পড়া ছিল, কিছু নতুন পড়লাম| তবে জোক এমন এক জিনিস, এটা বারবার পড়লেও হাঁসি আসে ঠোটে আপনাথেকেই|

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরণ্যক রাখাল আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৭| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: দারুন :)

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত !

১৮| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

নীল-দর্পণ বলেছেন:
এটা দেখে চরম মজা পেয়েছিলাম =p~

জোকসগুলো বেশ মজা পেলাম :)

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ট্রল টা দেখে আমি হাসতেই আছি =p~ =p~ =p~

১৯| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসতেই আছী হাসতেই আছি!!!!!!!

প্র্যাকটিক্যাল জোকসের মজাই আলাদা!!! কিছূ পুরানা টার্মকেই দারুন করে নতুনভাবে দিয়েছেন মজা করেই!!!!

অসাধারন!!!!!!!!
রাখেন আরেকটু হাইসা নেই =p~=p~=p~=p~=p~=p~=p~=p~

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানেন তো হাসি স্বাস্থ্যের জন্য উপকারী ।
অকারণে হলেও হাসুন !
হাসতেই থাকেন ! হাসতেই থাকেন ! ! =p~=p~=p~=p~=p~=p~=p~=p~

২০| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫

বলাকা মন বলেছেন: এক বাউল কিছু সদাইকেনার জন্য মুদি দোকানে দাড়ালেন।

দোকানদার : আসুন বাবাজি, কি দরকার আপনার?

বাউল : বাবা, আপনার দোকানে ভালো মানের চাউল হবে?
দোকানদার : জ্বী হবে, এই দেখুন ৪০ টাকা কেজি।

বাউল : আচ্ছা বাবা এই চাউল তাহলে আমার ১০ কেজি দিন। আপনার কাছে দেশী মশুরের ডাউল হবে?
দোকানদার : হ্যাঁ বাবা ১০০% দেশী ডাউল, মাত্র ৯৫ টাকা।
বাউল : আচ্ছা বাবা তাহলে আমাকে ১ কেজি ডাউল দিন।

সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন। এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকে বললেন,

দোকানদার : বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি।

বাউল (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) : বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?
হা হা

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বলাকা মন , আপনাকে ধন্যবাদ ।

২১| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এরশাদ একটা পার্টির দাওয়াত পেল। সেত খুবখুশি। তারা তাকে এও বলল পার্টির ড্রেসকোড অনুযায়ী তাকে অবশ্যই ব্রাউন টাই পরে আসতে হবে।
পার্টিতে উপস্থিত হয়ে সেত শকড্ । অন্যান্যরা দেখি পেন্ট সার্টও পরে এসেছে। :) :P

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পুরনো পোস্টে উঁকি দেয়ায় আপনাকে ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.