নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১২
আমেরিকায় নারী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে,সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনে আমেরিকার সেরা নারী সাংবাদিকদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত ‘গ্র্যাসিজ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসমিন মাহফুজ। আমেরিকায় নারী সাংবাদিকতায় এটি হচ্ছে শীর্ষস্থানীয় একটি অ্যাওয়ার্ড।
অ্যাওয়ার্ড গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্তকালে আমেরিকার এবিসি চ্যানেল ফোর এর সংবাদ প্রযোজক তাসমিন বলেন, মূলধারার মিডিয়ায় নিজেকে বাংলাদেশিদের প্রতিনিধি হিসেবে দাঁড় করাতে পেরে যারপর নাই আনন্দ ও গৌরববোধ করছি। সে গৌরব আজ আরও মহিমান্বিত হলো ‘গ্র্যাসিজ অ্যাওয়ার্ড ' গ্রহণের মধ্য দিয়ে। এটি অত্যন্ত সম্মানজনক এবং পেশাগতভাবে মর্যাদার এ অ্যাওয়ার্ড পেয়ে আমি মূলত প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
তাসমিন মাহফুজ প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি এইমর্যাদাকর অ্যাওয়ার্ড পেলেন ।
তাসমিনের বাবা চট্টগ্রামের সন্তান আবুল ওয়াহিদ মাহফুজ , মা নাজমুন মাহফুজ । তারা ফ্লোরিডার ওয়েস্ট পামবিচে বসবাস করেন ।
তাসমিন জর্জিয়ার এমরয় ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। এরপর মাস্টার্স করেছেন লিগেল স্টাডিজে। এবিসি চ্যানেল ফোর-এ যোগদানের আগে তিনি একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের টিভি রিপোর্টার হিসেবে কাজ করেন।
তাসমিন বলেন, আমি মার্কিন ধারায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে বদ্ধ পরিকর এবং সেটিই আমার বড় কামনা । কারণ, আমি দ্বিতীয় জেনারেশনের বাংলাদেশি হিসেবে আমার চেয়ে কম বয়সীদের পথ সুগম করতে চাই । আমি যদি ভালো করতে পারি তাহলে অন্যেরাও উৎসাহ পাবে । আমি আমেরিকার মূলধারার মিডিয়ায় বাংলাদেশি প্রজন্ম সম্পর্কে উজ্জ্বল একটি ধারণা তৈরি করতে চাই ।
আমেরিকার ‘গ্র্যাসিজ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত দক্ষিণ এশিয়ার একমাত্র নারী সাংবাদিক তাসমিন মাহফুজ এর পথ চলা মসৃণ হোক ।
শেকড়ের প্রতি গভীর মমত্ব পূর্ণ এই সাংবাদিকের জন্য রইল শুভ কামনা ।
০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো , আপনাকে ধন্যবাদ বাড্ডা ঢাকা ।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
আমি মিন্টু বলেছেন: মেয়েটা দেখতে শুনতে সুন্দরই আছে । আর দেখত শুনতে তারা গুনীও হয় ।
মাইয়াটার লাইগা শুভকামনা থাকল ।
সাথে আপনার জন্যও লিটন ভাই আপনিও যেন ঐরকম একজন জীবন সঙ্গী পান ।
০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মিন্টু@ , আপনার ভাবী শুনলে ''মাইর'' একটাও মাটিতে পড়বেনা ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
হামিদ আহসান বলেছেন: জেনে ভাল লাগছে ......
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ইতিবাচক মন্তব্য ভাল লাগলো । ধন্যবাদ ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: আহ! ইনিও সুন্দর!! পোস্টেও ভালোলাগা
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সৌজন্যে আরেকটা পিক ।
এতে তাসনিম তার মায়ের সাথে -
৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: আন্টি তো পিচ্চি থাকতে আরো সুন্দরী ছিলেন মনে হয়।
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম আনোয়ার ভাইয়ের সাথে আপনার কি কোন ঝামেলা আছে ?
লুল মন্ত্রণালয়টা বাগাতে চাইছেন মনে হয়
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:০০
সচেতনহ্যাপী বলেছেন: গর্ব আর অহংকারে আরেকটি নক্ষত্র যোগ হলো।।
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সচেতনহ্যাপী ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চট্টগ্রামের সন্তান জেনে আরো ভালো লাগছে
ধন্যবাদ
০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @কি করি আজ ভেবে না পাই
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +
০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিনুর রহমান ভাই , আপনাকে ধন্যবাদ
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২
শতদ্রু একটি নদী... বলেছেন: বুড়া মানুষের সাথে আর ঝামেলা কিসের? আরো দৌড়াইলে কয়দিন পর হাটাহাটিও থাইমা যাইতে পারে। পালাবদলের সময় হইছে...
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী...র কথায় বিপ্লবের গন্ধ পাচ্ছি যেন ?
১০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চলছে... চলুক তবে।
০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের উৎসাহে চালিয়ে নেয়ার ইচ্ছা আছে ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
বাড্ডা ঢাকা বলেছেন: গুড ভাল প্যাকেজ চালু করেছেন লিটন ভাই ।
তাসমিন এর জন্য শুভেচ্ছা থাকল ।