নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

অতিশয় নীরস পোস্ট ! =p~ ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল । শিক্ষণীয় কিছুর তালাশে যারা পোস্টে ঢুকবেন , তারাও হতাশ হবেন ।

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮




দান দান তিন দান ।
সেলিম এবারে আর ব্যর্থ হতে চাইল না । স্যান্ডেল, শার্ট খুলে আমার হাতে ধরিয়ে দিল ।
লুঙ্গীতে কায়দা করে বিশাল এক ''জাইল্লা গোছ'' ।

আমাকে বলল , তুইও গোছ মার ।
বললাম - আমি দূরে দাঁড়িয়ে থাকবো , আমার গোছ মারার দরকার কি ?
সে অনেকটা ধমকের সুরে বলল - কথা বাড়াইছনা , গোছ মারার দরকার আছে, গোছ মার ।

ধমক ধামকের পরে আর কথা চলে না । তাই মারলাম !
সে যেভাবে লুঙ্গীটাকে মেয়েদের প্যানটির মত প্রায় অদৃশ্য করে ''গোছ'' মেরেছে ,
আমারটার কোয়ালিটি তার ধারে কাছেও যায়নি ।

এবার সে আমাকে আমার রোল বুঝিয়ে দিল । ধাক্কা ধাক্কিতে সে যখন লাইন থেকে ছিটকে পড়তে চাইবে , তখন আমি তাকে প্রতিধাক্কা দিয়ে লাইনে স্থির থাকতে সাহায্য করবো ।

আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি । চারদিক থেকে গেছিরে ! খাইছেরে ! আল্লারে ! মা'রে ! ইত্যাদি শব্দ আসছে ।
এরকম পরিস্থিতিতে আধা ঘণ্টা পিষ্ট হয়ে অবশেষে সেলিম ''সাপের মাথার মণি'' নিজের হস্তগত করল ।

উপরের বর্ণনা শুনে যারা ধারণা করছেন , আমরা যাকাতের কাপড় নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম , তাদের ধারনা ভুল ।

আমি নাইনটি এইটি সিক্স এর কথা বলছি ।
আমি সিনেমা হলের টিকিটের লাইনের কথা বলছি ।
এক রমজান ঈদের পর জেলা শহরের সুরত মহলে চলছিল আংশিক রঙ্গিন এক ছায়াছবি , নাম মনে নাই ।

সেকালে সিনেমা হলের গেটের এক পাশে এক প্রস্থ খোলা জায়গা থাকতো ।
সেখানে সব সময় দেখতাম ১/২ জন লোক মূর্ছিত হয়ে পড়ে আছে । টিকিট কাটার ধকল সইতে না পেরে যারা ''কাইয়া মরা''(আধমরা) হয়ে যেতো ,তাদের চ্যাংদোলা করে এখানে শুইয়ে দেয়া হতো ।

সেলিমকে চ্যাংদোলা করে আনতে হয়নি । হাফাতে হাফাতে সে নিজে এসেই ওখানে শুয়ে পড়লো ।

তার ডান পাশের মূর্ছিত লোকটার অবস্থা দেখে মনে হল , আজরাইলের সাথে দর কষাকষি চলছে ।

বাম পাশের জনের অবস্থার চেয়েও তার লুঙ্গির অবস্থা ভয়াবহ ! বড় আপত্তিকর ভাবে লুঙ্গিটি বিপদ সীমা অতিক্রম করে আছে ।
বেহুঁশ লোকের হুঁশ ফেরাতে ''মেশিনপত্রে'' খোলা হাওয়া লাগানোর প্রয়োজনীয়তা আছে কিনা আমার জানা ছিলনা ।

কিছুক্ষণ পর ইয়াহু বলে সেলিম উঠে আমাকে তাড়া দিল - চল চল শো শুরু হয়ে গেছে ।

ভিতরে সরিষা ধারণের ঠাই নাই । ওই অবস্থায় আমাদের দুই জনকে গুদামজাত করা হল ।

ভিতরে ১০৯ ডিগ্রি উত্তাপ , ফ্যান গুলি ফুজিয়ামা থেকে আমদানি করা বাতাস সাপ্লাই দিচ্ছে । ঘামে সবার লুঙ্গি জামা ভিজা ।
রূপালী পর্দার দিকে যেভাবে হা করে আছে , গরমের দিকে কারো ভ্রুক্ষেপ আছে বলে মনে হল না ।

ঈদের পরে দর্শক অত্যাধিক হওয়ায় তখন কোনরূপ বিরতি ছাড়াই শো চলছিল ।

আলফ্রেড হিচকক বলেছিলেন , মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক ।
এই ব্যাটা ইংরেজ । তাই ইংলিশ ছবির দৈর্ঘ্য কম । আমাদের পরিচালকরা হিচকক কে চিনে না ,দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতা সম্পর্কেও এদের কোন ধারনা নাই ।

সেলিম কে আমার তারল্যস্ফীতি জনিত নিন্মচাপের কথা বললাম ।
সে বলল এখানে সারিয়ে ফেল !

- এখানে ? হলের ভিতরে ? কস কি ? তাছাড়া দাঁড়াতেই পারছিনা , এখানে বসবো কিভাবে ?
- তোরে বসতে কইছে কে? খাড়াই কাম সারাই দে । সামনে দাঁড়ানো ছাগলা দাঁড়ি ওয়ালা এক হুজুরকে দেখিয়ে বলল এই শালার পুতের লাফ ঝাঁপের জন্য ছবি দেখতে পারছিনা । এর গায়ের উপর ''কাম সারা'' কর ।

- এইটা কি বললি ?
- বলা বলির কিছু নাই ,গানের সিন আসলে ব্যাটা হুম্ম ! হাম্ম! করে লাফ ঝাপ করে বড়ই ডিস্টার্ব করে , তখন কামটা সারাই দিস । এখন দিগদারী করিস না , ছবি দেখতে দে !
- না না ,বলছিলাম যদি টের পেয়ে যায় ?
- টের পাইবো না । দেখছিস না ? ঘামে সবার লুঙ্গী এমনিতেই ভিজা । ছবিতে গান কয়টা গেছে ?
আমি বলি কি আমার সারিন্দায় বলে কি ! মেজাজ খারাপ করে বললাম- দুই টা ।
- ওই দুই গানের সময় আমি ওর গায়ের উপর দুইবার ''কামসারা'' করছি ।

পরবর্তী গান শেষ হওয়ার পূর্বেই আমি উপলব্ধি করলাম , ''ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।''
(আহারে ! সেই যে আমার সোনা রঙের দিনগুলি---- )

মন্তব্য ৭৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

আজাদ মোল্লা বলেছেন: যেদিন যায় তাহা আর ফিরে আসেনা ।
সোনা রঙের দিন কখনও আসবেনা ফিরে ।

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কেন মনকে বুঝাতে পারিনা , যে যায় ফিরে আসে না ''
সময়ও এমন ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আজাদ মোল্লা ।

২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব্বৌনাশ!!!!

একি কাহিনী শুনাইলেন!!!! ''ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।'' :-/

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা গুণীজনদের কথা ।
বিদ্রোহী ভৃগুকে অনেকদিন পর পেলাম ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: ব্যাপুকককক মজা পাইলাম.. B-) :D :)

আলফ্রেড হিচকক বলেছিলেন , মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক ।

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক রত্তিও বানানো নয় , আপনাকে লিঙ্ক দিতে পারবো । :P

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

শায়মা বলেছেন: ভাইয়া!:(

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে ? #:-S

৫| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: সত্যিই দারুন মজা পাইলাম৷ বর্তমানে হলে গিয়ে দেখা লাগে না প্রত্যেকের বাড়িতে টিভি কম্পিউটারে সেরে নেয়৷

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আখন ঘরে ঘরে মুভি ঢুকে গেলেও সেই আনন্দ এখন আর নাই ।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রভা :P

৬| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এইসব কি সত্যি ভাই?? ক্যামন জানি গা গুলায়

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু আচার পাঠিয়ে দেব নাকি শতদ্রু ভাই ?
তবে কাহিনী হাঁচা ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: অনেক মজা পাইলাম। ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

ভোরের শিশির । বলেছেন: ভাইরে ! হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে :-B

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অতিশয় নীরস'' পোস্টে আপনার হাসি আসার কারন বোধগম্য নয় ।:-B
আমার ব্লগে নতুন অতিথির আগমন আনন্দময় হোক ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ
ওজন কমে গেছে হাসির এক্সারসাইজে
আল্লাহ রহম কর এই সব লেখকদের ও আমার মত রাইটার ব্লক দেও।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাসের সব আয় দেখছি ''তেনাদের'' ওজন বাড়ানোর কাজেই খরচ হয় ।
তাইতো কই , ভাই সাহেবের ব্যাংক ব্যালেন্স এতো পুওর কেন ?

রাইটার ব্লক হলে আপনার ওজন কমবে কেমনে ? =p~ =p~

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ও আউয়ার গড । কহিনি সত্য নাকি???? #:-S

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এক গল্পে ছিল ''সেলিম গুন্ডা'' ,এখানেও সেলিম ।
তার পরও কন কাহিনী সত্য নাকি ? =p~ =p~

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: নাইস রাইটিং :)

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার দোয়া চেয়ারম্যান সাব ।
শুধু গম আর কাবিখার ধান্দায় থাকলে চলবো ? =p~
কিছু লেখেন , আমরাও কমেন্ট টমেনট করি !!!

১২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

ফ্লাইং সসার বলেছেন: পুরা এপিক কাহিনী =p~ =p~ =p~
এইডা কিছু হইলো =p~

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৫

ভোরের শিশির । বলেছেন: ভাই নীরস কোন এঙেল থেকে মনে হল ???

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফান করেছি ।
আমার কাছে নিরসই মনে হয়েছে ,তাই শিরোনামেও লিখে দিয়েছি । =p~

১৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: নিজের অতীতে ফিরে যেতে কার না ভাল লাগে।।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রবাসী গুণীজন সিরিজের বিজ্ঞাপন বিরতিতে একটু ডিফ্রেনট টেস্ট আনার চেষ্টা আর কি !

১৫| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪১

এস কাজী বলেছেন: হু হু করে হাইসা দিলাম ভায়া :D

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ''লোকাল বাসের সেই দিনগুলি!!!'' পড়েও আমোদ পেয়েছিলাম ।
এখন শোধবোধ ! :D :D

১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন টা হয়েছে সেই কালে। অামারত ব্লেডের ছোয়ায় যে কয় বার হাত কেটেছিল মনে নেই। কত মিথ্যা বলতে হইছে - সিনেমা দেখে ফুটবল খেলে এসেছি বলেছি বাড়িতে।
আপনার গল্পটা ভাল লাগল।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদুর রহমান সুজন ব্লেডের ঘটনা আমাদের এখানেও ঘটতো । অনেককেই আক্রান্ত হতে দেখেছি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাড়ী থেকে ঘুরে এসে মনটা ভার হয়ে আছে ।
হৃদয় বিদারক মহাশ্মশান ।
কবে গিয়েছিলেন ?

১৮| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ইয়া আল্লাহ্‌ ! কি সর্বনাশ।

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে বহুদিন পর দেখছি !পড়ার জন্য ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা ।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭

লেখোয়াড়. বলেছেন:
ফাটফাটি!!!!!!

আমি ভেবেছিলাম শায়মা এটা পড়ে বমি করবে!!
না করে নাই, শুধু ভাইয়া বলে চলে গেল।

সিনেমা দেখার কাহিনী আমার আছে কমবেশি, কিন্তু এমন অভিজ্ঞতা নেই।
তা এটা কি সত্যি ঘটনা!!!

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা ! দুর্দান্ত এই ব্লগার হাজিরা দিয়ে গেছে এতেই আমি খুশি ! :D
আপনার উপস্থিতিতেও ।
এক রত্তি বানানো নয় । ''হুজুরের গায়ের উপর'' বিষয়টা ছাড়া । :P

২০| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

হামিদ আহসান বলেছেন: হা হা হা ......হি হি হি ....হো হো হো .....।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ -- :P :P :P -- :-P :-P :-P

২১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

জেন রসি বলেছেন: হা হা হা.......

মজা পাইলাম ভাই। :)

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেন রসি

২২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার গল্পে সেলিমের উপস্থিতি ভাল লাগছে । আপনাকে দেখে অন্যরাও শুরু করুক । !:#P ব্লগাররা লিখলে আরও খুশি হইবেক । :) চালাইয়ার যান । গিয়াস লিটন ভাই। :)

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্পে সেলিমের উপস্থিতি আছে ঠিকই , গল্প পাঠে সেলিমের উপস্থিতি মাঝে মাঝে মিস করি । :P :P

২৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০০

তূর্য হাসান বলেছেন: ভাই হাসি থামাতেই পারছি না। হাহাপগে অবস্থা।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তূর্য হাসান ভাই , অকারণে হলেও হাসুন ,এর উপকারিতা অসিম ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমার পোষ্ট করা এই ফুলের ছবিগুলো দেখুন, মনটা ভাল হয়ে যাবে!

আমার সাহেব চাকুরী সূত্রে বছর দেড়েক নেপালে ছিলেন!
সেই সময়ে নেপালকে ঘুরে দেখেছি।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাগানের চমৎকার সব ফুল দেখে, আসলেই মনটা ভাল হয়ে গেল ।
আপনার রুচিবোধের প্রশংসা করছি ।

২৫| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আপনার কোন লেখা পড়তে মিস করিনা বোধ হয় । জুহি চাওলার হাসিটা খুব ভাল লাগছে । জুহি চাওলা বাংলাদেশে কোন ছবি করেন নি তো । ;)

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এই সব আবজাব যারা নিয়মিত পড়েন , আপনি তাঁদের একজন । এটা আমি জানি । তার পরও একটু ''খোঁচা'' দিলাম আর কি ! ;)
আপনার পছন্দের এই নায়িকা বাংলাদেশে কোন ছবিতে অভিনয় করেছেন বলে আমার জানা নাই ।
তবে জুহিচাওলার একটা বাংলা ছবি দেখেছিলাম । কলিকাতার । নাম আপন পর । সহশিল্পী ছিলেন প্রসেঞ্জিত ।

২৬| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১

বাঘ মামা বলেছেন: কোন এক কারণে সারাদিন হাসার চেষ্টা করেও হাসতে পারিনি :)

সুরত মহল সিনেমা হল এখন আর নেই ,তাইনা? হলটির নাম শুনে চট করে মনে করতে পারিনি, গোছ শব্দটা মনে করিয়ে দিলো এই সিনেমা হল কোথায়। আপনি সেখানের জেনে ভালো লাগলো।

শুভ কামনা লিটন ভাই

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঘ মামা ভাই ( মামা কেমনে ভাই হয় ? :P :P)
আপনিও মনে হয় ''সুরত মহল সিনেমা হল''এর রেঞ্জের ভিতরের মানুষ !
আপনি যদি তখনকার দর্শক হয়ে থাকেন তাহলে আমার গল্পের সত্যাসত্য আপনার জানার কথা ।
টিকেট কাটা নামের ''কুস্তী'' আপনি দেখেছিলেন ?

২৭| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যাফুক আনন্দ পাইছি.. B-) :D :)

আলফ্রেড হিচকক বলেছিলেন , মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক ।

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আমাদের চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ''রস'' । কিন্তু আমরা ধরতে পারিনা । আবার যারা ধরতে পারে তারা সবাই পরিবেশন করতে পারেন না । একই গল্প একজনের মুখে শুনতে ভাল লাগে ,আরেকজনের মুখে শুনলে বিরক্তি বোধ হয় । গল্প পরিবেশনের ক্ষেত্রে আমিও একজন বিরক্তিকর পরিবেশক । নিজের উপর আস্থা শতভাগ বিধায় আমি প্রথমেই লিখেছি ''নিরস পোস্ট'' । এই নিরস পোস্ট পড়েও কেউ যদি আনন্দ পায় , সেই কৃতিত্ব পাঠকের ।
সে রকম এক কৃতি পাঠক বঙ্গভূমির রঙ্গমেলায় কে মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: কিরাম ক্রেইজি ছিলো মাইনষে! বিশ্বাস করতে মঞ্চায় না।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান , আপনি আবার এসব পড়তে গেলেন ক্যান ?
আমার ব্লগে চমৎকার লিখকদের ফুটপ্রিন্ট দেখলে আমার লজ্জাই লাগে ।

২৯| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

বাঘ মামা বলেছেন: নাহ ভাইয়া ঠিক তা নয়। জেলাটা আমার হলেও সেখানে আমার প্রথম যাওয়া হয়েছিলো ২০০৪ সালে, এর আগে আম্মু আব্বুর সাথে যাওয়া হলেও সেটা আমার মনে নেই।তাই সুরত মহল সিনেমার এই দুর্লভ অভিজ্ঞতা নেই,হলটি আমার স্বচক্ষে দেখা হয়নি,।আমি কোন সময়ের সেটার একটা ধারণা দিতে পারি।এরশাদ চাচার কোলে উঠার সৌভাগ্য হয়েছিলো আমার। তিনি আমার স্কুল পরিদর্শনে যখন আসেন তখন।:)

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য থেকে আপনার সম্পর্কে ধারনা পেলাম ।
পুনঃ মন্তব্যের জন্য ধন্যবাদ বাঘ মামা ।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৭

শাহাদাত হোসেন বলেছেন: সোনলি সময়ের সোনালি দিনগুলোর কাহিনী পড়তে মজাই লাগে

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য নতুন মেহমান shahadath hossain কে শুভেচ্ছা ।

৩১| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

জুন বলেছেন: B:-) :-&

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতক্ষণ ''ইনলে লেক'' ভ্রমণে ছিলাম ।
তাই রিপ্লাই দিতে দেরী হল ।
উপস্থিতি জানান দেয়ার জন্য শুভ কামনা ।

৩২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

হাসতে হাসতে শেষ। :D

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেরুন রঙের পাঞ্জাবী কিনতে গেছিলাম তাই রিপ্লাই দিতে দেরি হল । :D

৩৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

টয়ম্যান বলেছেন: ভাই ইমানে কই আমি হাচাই বিভ্রান্ত হইছি :((

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারণটা একটু ব্যাখ্যার প্রয়োজন ছিল । :(( :((

৩৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৯

নিশাত সুলতানা বলেছেন: আপনি আর সেলিম দুজনেই ''বান্দর'' আছিলেন :P
সেলিম কি সেলিম আনোয়ার ভাই ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা সবাই ''বান্দর'' আছিলাম , আপনিও !
ডারউইন সাহেব এমতই বলেছেন ।
না , সেলিম আনোয়ার ভাই নন।

৩৫| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: মজার মজার আরো লেখা দেন, আমি প্রত্যেক দিন আপনার লেখা খুঁজি।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট আমার কাছে রীতিমত প্রশংসাপত্র !
ধন্যবাদ প্রামানিক ভাই ।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

নিশাত সুলতানা বলেছেন: আজ এক মন্তব্যে আপনি বলেচেন , ডারউইনের বিবর্তনবাদ সঠিক নয় । আবার বলছে আমরা সবাই ''বান্দর'' আছিলাম

২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বলেছি ডারউইন বলেছেন ।

৩৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
=p~ =p~

মতিঝিলের মধুমিতায় টাইটানিক দেখার অভিজ্ঞতা প্রায় সেরকমই।
পার্থক্য খুবই অল্প: বাইরে গিয়ে মুত্রাশয় খালি করতে হয়েছিল!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মুত্রাশয়ের ধারন ক্ষমতা সম্পর্কে দেখছি হলিউড মুভি মেকারদেরও ধারনা নাই । =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.