নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৫ ( সকল পর্বের লিঙ্ক নিচে )



হারিকেন স্যান্ডির কারণে আমেরিকার বড় বড় শহর যখন বিদ্যুৎবিহীন, এবিসি নিউজ প্রচার করে একজন বিদ্যুৎ বিশেষজ্ঞের বক্তব্য ।
জুলাই ২০১২ সালে ভারতে বিদ্যুতের বিপর্যয় ঘটল । নিউইয়র্ক টাইমস পত্রিকায় ছাপা হলো একই বিশেষজ্ঞের মত ।

যুক্তরাষ্ট্রের এই নামকরা বিদ্যুৎ প্রকৌশলীর অন্তত ১০০ সাক্ষাৎকার প্রকাশিত বা প্রচারিত হয়েছে সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নালসহ মূলধারার গণমাধ্যমে ।
নিউইয়র্ক টাইমস তাঁর বক্তব্য ছাপতে গিয়ে এ কথা জানাতে ভুলল না, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ।

তাঁর নাম আরশাদ মনসুর ।

আরশাদ মনসুর যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের (ইপিআরআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট । গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান । তাঁর সঙ্গে কাজ করেন ৫০০ জন প্রযুক্তিবিদ । প্রতিবছর তিন হাজার ২০০ কোটি টাকা তাঁর নেতৃত্বে ব্যয় করা হয় বিদ্যুতের গবেষণায় ।

ব্যক্তিগত ভাবে বিদ্যুৎ বিষয়ক মৌলিক গবেষণার জন্য আরশাদ মনসুরের নিজ নামে আছে তিনটি প্যাটেন্ট । এগুলো হলো পাওয়ার, ট্রান্সফর্মার এবং শক্তি সংরক্ষণবিষয়ক গবেষণাপত্র । এ ছাড়া শতাধিক আন্তর্জাতিক জার্নাল, ম্যাগাজিন ও বিজ্ঞানভিত্তিক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে বিদ্যুৎবিষয়ক গবেষণামূলক প্রবন্ধ । বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে অসংখ্য সাক্ষাৎকার ।

আরশাদ মনসুরের বাবা প্রকৌশলী এস এ মনসুর ছিলেন চট্টগ্রাম স্টিল মিলের মহাব্যবস্থাপক । সেই সুত্রে পড়া লিখার হাতে খড়ি চট্টগ্রাম সেন্ট প্লাসিড স্কুলে। পরে ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুলে । কৃতিত্বের সঙ্গে এ স্কুল থেকেই শেষ করেন এসএসসি ।
এইচএসসি পড়েন ঢাকার নটর ডেম কলেজে । অংশ নেন মেডিক্যাল ভর্তি পরীক্ষায় । সেরাদের একজন হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে যান ।

পুরোদমে ক্লাসও শুরু করেন । একদিন বাথরুমে পড়ে এক ভাতিজার মাথা কেটে যায় । কাটা সেলাই করার সময় এটা দেখে মাথা ঘুরে পড়ে যান আরশাদ । তাৎক্ষণিক সিদ্ধান্ত আমাকে দিয়ে ডাক্তারি হবেনা । ডাক্তারি পড়ার সেখানেই ইতি ।
ওই দুর্ঘটনা জগৎসভায় একজন নামকরা বাংলাদেশি আমেরিকান প্রকৌশলীর আবির্ভাবের দরজা খুলে দিয়েছিল ।

১৯৮৪ সালে ভর্তি হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগে । ১৯৮৯ সালে কৃতিত্বের সঙ্গে বিএসসি এবং এমএস ডিগ্রি লাভ করেন ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ কৌশল বিভাগে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু। ৯ মাস বুয়েটে শিক্ষকতা করার পরে শতভাগ বৃত্তি নিয়ে পড়ালেখা করার জন্য চলে যান যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটিতে ।

তাঁর পিএইচডির বিষয় ছিল 'ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোকাসিং অন পাওয়ার সিস্টেমস'। শিক্ষকরা অনুরোধ জানান, যেন গবেষক হিসেবে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। হাসিমুখে সে প্রস্তাব ফিরিয়ে দেন আরশাদ ।
গবেষণার উপযুক্ত ভেবে , যোগ দেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটে (ইপিআরআই)। নতুন ধরনের প্রযুক্তির ব্যবহার, বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের জন্য শুরু করেন নানা ধরনের গবেষণা ।

পরিশ্রম এবং মেধার কারণে অল্প দিনেই হয়ে ওঠেন ইপিআরআইয়ের নির্ভরযোগ্য প্রকৌশলী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আরশাদ মনসুরকে । প্রকৌশলী থেকে আরশাদ এখন ইপিআরআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ।

পাশাপাশি আরশাদ ইন্টারন্যাশনাল কাউন্সিল অন লার্জার ইলেকট্রিক সিস্টেমের ইউএস ন্যাশনাল কমিটি অফ সিআইজিআরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন । সিনিয়র সদস্য হিসেবে যুক্ত রয়েছেন ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে ।

বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা আরশাদ মনসুরের জন্য শুভকামনা ।

পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তা সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
১৪/ ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপারটা তো জানাই ছিল না। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপস্থিতি ,পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত ।
আপনাকে ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

২| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো তো। আরো কিছুদিন থেকে দেশে চইলা আসলে আরো ভালো। দেশী প্রতিভাদের বিদেশে দেখতে ইচ্ছা করেনা।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী... ভাই , আমার পূর্বে এক পোস্টে একজন গুণীকে নিয়ে আলোচনা করেছি । যার মাসিক স্যালারি ৩ লাখ ৫৫ হাজার ডলার ।
আশা করি ''হাতীর খোরাক'' :P দেয়ার সামর্থ্য একদিন বাংলাদেশেরও হবে !
অবশ্য খোরাকের চেয়েও গুরুত্বপূর্ণ এঁদের কাজে লাগানোর ক্ষেত্র আর কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা ।
মাহাথির মোহাম্মদ তার দেশে এঁদের কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পেরেছিলেন বলেই তারা আজ এগিয়ে যাচ্ছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪

মো: আশিকুজ্জামান বলেছেন: ভালো একটা বিষয় জানতে পারলাম। তাই আপনাকে ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মো: আশিকুজ্জামান ভাই ।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ভাই গিয়াস লিটন, আপনার লেখা বাংলাদেশীদের কৃতিত্বের কাহিনী পড়ার জন্য প্রত্যেকদিন একবার করে আপনার পাতায় ঢু মেরে যাই। আপনার মাধ্যমে বাংলাদেশের এই সব গুণী লোকের নাম এবং কার্যকলাপ জানতে পারছি। আগে তো এদের সম্পর্কে কোন ধারনাই ছিল না। ধন্যবাদ আপনাকে। সামনে আরো লেখা চাই।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মত বড় মাপের একজন লিখক-কবি ''প্রত্যেকদিন একবার করে আপনার পাতায় ঢু মেরে'' যান এটা আপনার আন্তরিকতার প্রশ্রয় ছাড়া অন্য কিছু নয় । যা জেনে আমি আনন্দিত ,কিছুটা লজ্জিতও ।

সকালে আপনার গা ছমছম করা ভুতের গল্প পড়েছিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

৫| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩

জুন বলেছেন: দেশের সেবা করার কথাও তো ভাবা উচিৎ গিয়াসলিটন।
খালি বেতনের কথা ভাবলেই কি হবে ?
আজ আনন্দবাজার পত্রিকায় পড়লাম তাদের একজন সাব এসিঃ ইঞ্জিনিয়ারের বাসা ভর্তি ঘুষের টাকায় ফাংগাস পরে গেছে ।
যাক আমরাই বা দেশে থেকে কোন দেশোদ্ধার করছি :(
গুনী ব্যাক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিশাল অংকের বেতন দাতারা নিশ্চয় তাঁর কাছ থেকে কাজটাও আদায় করে নিচ্ছে ।
আগে আমাদের এঁদের সার্ভিস নেয়ার মত ক্ষেত্র প্রস্তুত করতে হবে ।
আমি এই সিরিয়ালের ১ম পর্বে রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতার কথা লিখেছি ,যিনি ওয়ার্ল্ড র‍্যাংকিং ২য় তে অবস্থান করছেন ।
তিনি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ গ্রহন করার জন্য ,একাধিকবার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলেন ।
জবাবে বাংলাদেশ জিমন্যাসটিক ফেডারেশন - এ ধরণের একজন বিশ্বমানের খেলোয়াড়ের যে ধরণের সুযোগ-সুবিধা দেয়া দরকার তা বাংলাদেশ জিমন্যাসটিক ফেডারেশনের পক্ষে সম্ভব নয় বলে তার ভার বহনে অপারগতা প্রকাশ করে ।
এখানে ''সুযোগ-সুবিধা'' দিতে না পারাটাই মুখ্য হয়ে দেখা দিয়েছে ।

এদের সম্পর্কে জানতে গিয়ে আমি এদের শেকড়ের টানের কথাও জেনেছি । ক্ষেত্র প্রস্তুত করে ডাকলে এঁরা অবশ্যই দেশের ডাকে সাড়া দেবেন ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৬| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

এস কাজী বলেছেন: দেশে ফিরে এসেই বা কি করবেন? গবেষক হিসেবে না পাবেন গবেষণার সুযোগ, না পাবেন সেই ধরনের লজিস্টিক সাপোর্ট। বিদেশে গিয়ে হলেও আমাদের দেশের না উজ্জ্বল করছেন এতেই বা কম কি!! ধন্যবাদ গিয়াস ভাই আপনার এই সিরিজ লেখার জন্য :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে গুণীর কোন দেশ নাই । তারা বৈশ্বিক । এরা যেখানে বসেই জ্ঞ্যনের চর্চা করুন না কেন , এতে সমগ্র বিশ্বই উপকৃত হয় ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ এস কাজী ।

৭| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

বোকামানুষ বলেছেন: উনার সম্পর্কে জানা ছিলনা
এইসব মানুষদের সম্পর্কে জেনে যেমন গর্ব হয় এরা আমাদের দেশের সন্তান সারাবিশ্বে দেশের নাম উজ্জ্বল করছে সেই সাথে আফসোস হয় এইসব মেধাবীদের আমরা দেশে কাজে লাগাতে পারলাম না, পারলে দেশ কতদূর এগিয়ে যেত

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি একদিন এদেশ হবে গুণীজনদের কর্মভুমি । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বোকামানুষ ।

৮| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: খুব ভাল পোষ্ট। ধন্যবাদ জানবেন।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মোহামমদ ইকবাল হোসেন ।

৯| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

এহসান সাবির বলেছেন: এটা একটা চমৎকার সিরিজ লিটন ভাই।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এহসান সাবির ভাই , আপনি দেখছি বিরাট বই খোর ! পড়তে পড়তে একেবারে শুয়ে পড়েছেন !
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

১০| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আপনার আরশাদ মনসুর কাহন ।+

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেক নজর রাখার জন্য অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই ।

১১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

হামিদ আহসান বলেছেন: অামাদের ছেলেআরশাদ মনসুর সম্পর্কে জেনে ভাল লাগল .....

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হামিদ আহসান ভাই , আপনাকে জানাতে পেরে আমারও ভালো লাগছে ।

১২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: এই সিরিজের প্রতিটা পর্বই আমাকে নিয়ে যায় এক অবর্নিত গর্বের শিখরে।। এদের যেমন দেশের প্রয়োজন আছে তেমনি আমি মনে করি বিশাল প্রবাসী জনগোষ্ঠীরও প্রয়োজন আছে।। আজ আমরা নজেদের মেধা আর শ্রম দিয়ে অন্যদের উন্নতির সোপান তৈরী করছি তেমনি যদি কোনও ভাবে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা যেতো-তাহলে??

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সব সময় এই সিরিজের সাথে আছেন , এবং বিভিন্ন ভাবে খোঁজ খবর রাখছেন , আপনাদের অনুপ্রেরণায় আমি আবিভুত !
সুন্দর মন্তব্য ও সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সচেতনহ্যাপী ।

১৩| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার, দেশের এই স্বর্ণসন্তানকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

সিরিজ ভালো হচ্ছে, চলুক, সাথে আছ।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় নষ্ট করে পড়ায় ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

১৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় নষ্ট করে পড়ায় ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,

১৫| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

গোধুলী রঙ বলেছেন: জানতাম না, এখন জানলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কদিন সুন্দর পিচাই কে নিয়া বেশ ফালাফালি করছি। আরশাদ মনসুর সাহেবের যোগ্যতা আর স্থান সুন্দর পিচাইএর চেয়ে বেশিই মনে হচ্ছে।

আপনার এই সিরিজটা সত্যিই চমতকার। চালিয়ে যাবার অনুরোধ রইলো, প্রতিটা পর্ব পড়ার এবং অনুধাবন করার আগ্রহ রাখি।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান ,''সুন্দর পিচাই'' না ''বান্দর আগাই'' ইনি কে ?

ওহ ! চিনেছি মনে হয় । আসলে তারা তাদের গুণীদের যেভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরে , আমরা সেটা করিনা ।
বিশ্বতো অনেক দূর !আমাদের গুণীরা নিজের দেশেই পরিচিত নন , এটা আমাদেরই ব্যর্থতা ।
উৎসাহদায়ক সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ গোধুলী রঙ ।

১৬| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগছে সিরিজটা। +++

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা আরশাদ মনসুরের জন্য শুভকামনা ।

দারুন সিরিজে দারুন ভাললাগা++++++++++++++

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা বিদ্রোহী ভৃগু ।

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গিয়াসলিটন ভাই.. জরুরী কথা ছিল! মেইল করলে বাধিত হবো।

[email protected]

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাজিরা দিয়ে এসেছি :)

১৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৭

মহান অতন্দ্র বলেছেন: আচ্ছা খবরটি কি বেশ পুরনো? কেন জানি মনে হচ্ছে আগেই ঘটনাটি কোথাও পড়েছি। তবে নিশ্চিত নয়। নতুন পুরনো যাই হোক, সুন্দর খবর শেয়ারের জন্য ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহান অতন্দ্র খবরটি চিটাগাং এর স্থানীয় পত্রিকায় এসেছে , কয়েকটি নিউজ পোর্টালেও ।
জাতীয় পত্রিকা তেমন হাইলাইট হয়নি । হওয়া উচিত ছিল ।
এই সিরিজের কোন পোস্টই মৌলিক নয় , সংগ্রহীত তথ্য থেকে সম্পাদিত ।
আপনাকে ধন্যবাদ ।

২০| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ শেয়ারে লিটন ভাই।

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এই সিরিজের সব পোস্টের একনিষ্ঠ পাঠক ও কমেন্টেটর বঙ্গভূমির রঙ্গমেলায় , আপনাকেও ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.