নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আমি সামুর নীতিমালা ভঙ্গকারী এক কালপ্রিট

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪


এই ব্লগে প্রায় পাঁচ বছর । সামুতে সুস্থ্য পরিবেশ বজায় রাখতে যে কয়জন ব্লগার সব সময় সোচ্চার থেকেছে , আস্থার সহিত বলতে পারি , সে ''কয়জন''এর আমিও এক জন ।

আমার সেই আস্থায় আজ চিড় ধরেছে ।

(উল্যেখ্য যে সামুতে ''প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন'' নামে আমি একটি সিরিয়াল লিখছি । )

আমি গতকাল (১ তারিখে) একটা পোস্ট দিয়েছিলাম । যার শিরোনাম -
''প্লেবয়’ ম্যাগাজিনের নগ্ন মডেল বাংলাদেশি বংশোদ্ভূত ------
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ''


সেখানে আমি লিখেছিলাম , বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীদের তালাশ করতে গিয়ে আমি এক ব্যাতিক্রমি বাংলাদেশী গুণীর সন্ধান পেয়েছি , যিনি প্লেয়বয় ম্যাগাজিনের নগ্ন মডেল ।

উনাকে আমি আমার পরবর্তী পোস্টে যদি গুণী হিসেবে উল্যেখ করি , আমার ধারনা ছিল তাহলে ব্লগে কোন বিতর্কের সৃষ্টি হতে পারে ।
তাই পরবর্তী বিতর্ক এড়াতে আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম । উনাকে আমার চলতি সিরিয়াল ''বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন'' এ উল্যেখ করা সমিচিন হবে কিনা ? বা উনাকে গুণী বলা যাবে কিনা ?

পোস্টটি এখনো আলোচিত পাতায় তৃতীয় স্থানে অবস্থান করছে ।

কিন্তু সেখানে ''বাকিটুকু পড়ুন'' এ ক্লিক করে দেখি ,আমার পোস্ট টি গায়েব । লিখা আছে পোস্টটি সরিয়ে দেয়া হয়েছে , বিস্তারিত জানতে পোস্টটির লিখকের সাথে যোগাযোগ করুন । অথচ আমি এ ব্যাপারে কিছুই জানিনা ।

যেটি আমি শেষ বার দেখার সময় সাত'শর অধিকবার পঠিত ছিল , মন্তব্যও ছিল আনুমানিক চল্লিশ ।
অনেক গঠন মুলক পরামর্শ আসছিল ।
এইক্ষনে হুট করে আমার পোস্টটি সামু রিমুভ করে দিল কেন তা আমার বুঝে আসছেনা ।

আমার গিলটি কোথায় ?
তবে কি আমি সামুর কোন নীতিমালা ভঙ্গ করেছি ? বা কি কারণে আমার পোস্টটা রিমুভ হতে পারে ।
প্রশ্নটা আমার ওই পোস্টের ৭০০ পাঠক ও মন্তব্য কারীদের সমিপে পেশ করলাম ।
নিজের উপর আস্থা ফিরিয়ে আনতে আমার প্রশ্নটির উত্তর জানা খুবই প্রয়োজন !

(সিরিয়ালটা তৈরি করতে গিয়ে আমি অসংখ্য গুণীদের তথ্য সংগ্রহ করেছি ।
আগামী পোস্টে বাকীদের শুধু নাম ও ছবি দিয়ে একটা পোস্টে এই সিরিয়ালের ইতি । নিজেকে সামুর নীতিমালা ভঙ্গকারী কালপ্রিট মনে হচ্ছে , নিজের উপর আস্থা ফিরিয়ে আনতে না পারলে , ওটাই হবে সামুতে আমার শেষ পোস্ট । সকলের জন্য শুভ কামনা রইল )

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

এহসান সাবির বলেছেন: খুব ভালো সিরিজ ওটা।

ভুল বোঝা বুঝির অবসান হোক।

পোস্ট টি দেখিনি আমি তারপরও ওটাই যেন সামুতে আপনার শেষ পোস্ট না হয়।

কতৃপক্ষ নিশ্চই ভালো কোন পদক্ষেপ নিবে।

শুভেচ্ছা রইল ভাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এহসান সাবির ভাই , সামুর আচরণে আমি খুবই মর্মাহত ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: জানিনা কে রিপোর্ট করলো, কিন্তু ওই পোষ্ট তো ভালগার কিছু মনে হয়নাই। সরিয়ে ফেলার জন্য আপনাকে কারন দেখিয়ে নোটিফাই করবার কথা, এমনি এমনি কারন ছাড়া সরিয়ে নিলে সেটা দুঃখজনক ব্যাপার।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী... ভাই ,ওই পোস্ট পড়ে আপনি কমেন্টও করেছিলেন ।
আপনি লিখেছেন ''ওই পোষ্ট তো ভালগার কিছু মনে হয়নাই।'' আমার দুঃখ এখানেই !
তাছাড়া আমাকে কোন নোটিশও করা হয় নাই ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

এস কাজী বলেছেন: ব্যাপারটি পরিস্কার হওয়া আবশ্যক। ভালগার কিছু দেখিনি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এস কাজী ভাই , তারা সঙ্গত কারন দেখিয়ে কোন নোটিশ পাঠালে বিষয়টা আমার কাছেও ক্লিয়ার হতো ।
আমার কাছেও বিষয়টা ''অসন্মান জনক'' মনে হতো না ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

এহসান সাবির বলেছেন: আপনাকে অনেক দিন ধরেই চিনি। সামু'র প্রতি টান-টাও অনেক সেটাও জানি। খারাপ লাগাটাই স্বাভাবিক।
ওটা আপনার শেষ পোস্ট হবে দেখে যেমন আমার মনে হল কোন কাছের মানুষ দূরে চলে যাচ্ছে... তাই অনুরোধ করেছি শেষ পোস্ট যেন না হয়।

কতৃপক্ষের সু-বিবেচনা আশা করছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপ্রিয় এহসান সাবির ভাই , আপনার আন্তরিকতার কাছে ঋণী হয়ে রইলাম ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: কারন দর্শানো ছাড়া মুছলে আবার পোষ্ট দেন। আপনারটা মুছলে আমি দিব, এইভাবে চলতেই থাকবে, দেখি কয়টা মুছে। X(

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার সব সময়ের সুহৃদ ,শতদ্রু একটি নদী...ভাই , অশালিন বা আপত্তিকর কোন আচরণ আমার পারিবারিক শিক্ষা পরিপন্থী ,তা ছাড়া আমি সব সময় সামুর নীতিমালা বিষয়ে সচেতন থেকেছি।
আবার পোস্ট হয়তো আমি দিতে পারি , কিন্তু এই পোস্ট মুচার ক্ষত শুকাতে আমার সময় লাগবে ।
আপনার আন্তরিক সহমর্মিতা আমি আবিভুত ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

রামন বলেছেন: আবজাব পোস্ট লিখেন, মুছে দিলে দুঃখ লাগবে না :D

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রামন ভাই , আমার পোস্ট গুলোও আবজাব কিসিমের , তার পরও খারাপ লাগছে

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

হাসান মাহবুব বলেছেন: আমি দেখেছি পোস্ট এবং কমেন্টগুলো। আপত্তিকর কিছু পাই নি। কোথাও একটা ভুল হচ্ছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই , আপনিও ওই পোস্টের পাঠক জেনে ভাল লাগছে , ভুলটা আমার কিনা জানতে আমি আমার পাঠকদের সরণ নিয়েছি ।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: আমার মনে হয় "প্লেবয়" এবং "নগ্ন মডেল" কথাটার কারণে এমন ভুল বোঝাবুঝি হচ্ছে।
এই লেখা মুছলেও আপনি রাগ করে গুণীজনের সিরিজ লেখা বন্ধ করবেন না। এই সিরিজের আমরা ভক্ত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "প্লেবয়" এবং "নগ্ন মডেল" কথাটার কারণে সামু যদি এমন ভুল বুঝে থাকে , তাহলে ''আল্লাহ পাক সামুর ব্লগারদের রক্ষা কর'' বলা ছাড়া আমার আর কিছু করার নাই । আমার সব ''অখাদ্যের'' পাঠক প্রামানিক ভাই এর জন্য শুভ কামনা ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

গেম চেঞ্জার বলেছেন: মডুগণের কার্যকলাপে মাঝে মাঝেই অপেশাদারিত্বের ছাপ পাওয়া যাচ্ছে যেটার প্রতি আসলে মনোযোগ দেয়া উচিত । আশা করছি দ্রুতই এই ভুল বোঝাবুঝির অবসান হবে ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

গোধুলী রঙ বলেছেন: মডু মনে হয় প্লেবয়, নগ্ন এইসব শব্দ দিয়া ফিল্টার করে আপনার পোস্ট টি ফালাই দিছে B-)

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সাদী ফেরদৌস বলেছেন: মুজাদ্দিদ আল ফাসানি জাদিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,



দুঃখজনক ।
তবে আপনার সিদ্ধান্তটা আরো বেদনা দায়ক । এমনটা করবেন না । ব্লগের এই খরায় ভালো লিখিয়ে ব্লগার পাওয়া দুঃষ্কর । আমরা এমন কাউকেই হারাতে চাইনে ।
আশা, কর্তৃপক্ষ ভূলটি কোথায় তলিয়ে দেখবেন ।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

শিপন মোল্লা বলেছেন: সকলের মন্তব্য পরে মনে হচ্ছে সিরিয়াস কিছুনা হয়তো সামুর মুডদের কোথাও ভুল হয়ছে। কিন্ত আপনি কঠিন সিরিয়াস হয়ে আছেন। কুল ম্যান। আপনার সিরিয়াল গুলি আমি সময় করে পড়বো ইনশাল্লাহ ।

ভাল থাকুন।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও পড়ার জন্য ক।লিক করতেই এই মেসেজ দেখেই চমকে গেছি!!! কি ভ্যাপার! এটাতো একটা বহুল পঠিত ব্লগার নন্দিত সিরিজ!
হ্যা প্লেবয়ের মাধ্যমে যে খ্যাতি অর্জন করে-তাওতো অর্জনই বটে! হোকা না মন্দার্থে! সানি লিউনের মতো বিশ্ববাজারীকে নিয়ে পোষ্টের প্লাবন নেমেছিল সামুতে!!!!

আর গিয়াস লিটন ভাই যেভাবে বলছেন তাতে তা আরও দু:খজনক। একটা নিয়মিত সিরিজের কোন পোষ্টে আপত্তি থাকলে তা ষংশোধরেন জন্য মেসেজ দেয়া যেত বা নোটিশ বক্সে নোটিশ করা যেত.. তারপরও তা না করলে সেটা বিবেচ্য বিষয় ছিল!

কিন্তু হুট করে এমন সিদ্ধান্ত শুধু লেখকই নয় সাধারন ব্লগার গণও যে বি্স্মিত তা আশাকরি কর্তৃপক্ষ এই পোষ্টে দেখতে পাচ্ছেন!

@ গিয়াস লিটন ভাই- আশাকরি একটা সুন্দর সমাধার হবে। আপনি দয়া করে সিরিজ বন্ধ করবেন না। আর চলে যাবার কথাতো বলবেনই না। এই নিরিজটি কত মানুষকে অনুপ্রাণীত করছে বলার বাইরে! কে জানে এদের মধ্যে থেকেও বেরিয়ে আসতে পারে আগামী দিনের বিশ।বজয়ী কোন মেধা!

কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

@গিয়াস ভাই আপনি কি ফিডব্যাকে বিষয়টি তাদের জানিয়েছেন???

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

অগ্নি সারথি বলেছেন: ভাই মডারেশন সম্পর্কে কি আর বলব। কিছুদিন আগে আমি আসুন না, সকলে মিলে একটু সুস্থ-সুন্দর ব্লগিং এর চেষ্টা করি শিরোনামে একটা পোস্ট লিখেছিলাম কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম বিজ্ঞ মডুরা সেখানে গিয়ে কাউন্টার কমেন্ট করে বসছে। এভাবে আসলেই এরা গুনীজনদের ধরে রাখতে তারা পারবে না। তবে ফেসবুকীয় স্ট্যাটাস দেয়া ব্লগার পাবে। দুঃখ লইয়েন না। শুভ কামনা।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:
আপনি জানার মেইলে একটা মেইল করে আপনার সেই পোস্টটির কন্টেন্ট সহ পাঠিয়ে দেখতে পারেন...
কোন কারণ দর্শানো ছাড়া পোস্ট সরিয়ে ফেলা দুঃখজনক...আশাকরি এর সমাধান হবে ।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @লিটন ভাই, আপনার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। আপনার মেইল এ্যাড্রেসটি বর্তমানে কার্যকর না থাকায় আপনার সাথে যোগাযোগের চেষ্টাটি আপনি জানতে পারেন নি। অনেকের মেইল ঠিকানা বর্তমানে কার্যকর না থাকায় আমরা মেইল পাঠালেও তারা তা সম্পর্কে জানতে পারেন না।

আপনি ব্যক্তিগতভাবে আমার প্রিয় একজন ব্লগার এবং একইসাথে এই প্লাটফর্মেও পুরানো ব্লগারদের মধ্যে একজন। সুতরাং আপনাকে অসম্মান করার কোন সুযোগ নেই। তাই আশা করি ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।

ধন্যবাদ, শুভ রাত্রি।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আরো দুই একটি মন্তব্য দৃষ্টিগোচর হওয়াতে কিছু সাধারন বক্তব্য দেয়ার প্রয়োজন অনুভব করছি। (এর কোনটাই আপনার সাথে সংশ্লিষ্ট নয়।)

ব্লগ এবং মডারেশন সম্পর্কে অনেকেই না জেনেই অনেক মন্তব্য করেন এবং ধারনা পোষন করেন। আমরা সকল নেতিবাচক এবং ইতিবাচক ধারনাকেই স্বাগত জানাই। কারন ক্ষেত্রবিশেষে ইতিবাচক বা নেতিবাচক সমালোচনা আমাদেরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তাই আমরা অবশ্যই কৃতজ্ঞ।

তাই স্বাভাবিক এই সকল ধারনায় কোন সমস্যা নেই। তবে যদি এমন যদি হয় কেউ নিজের একান্ত ব্যক্তিগত চিন্তা দ্বারা অন্যদের মাঝে ক্রমাগতভাবে বিভ্রান্তি ছড়ায় তখন বৃহত্তর স্বার্থে সেটার ব্যাপারে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হয়।


উদহারন স্বরুপ - ধরুন লিটন ভাই, আপনি একটি পোস্টের মাধ্যমে অন্য কোন পোস্টের ব্যাপারে আমাদেরকে অভিযোগ করলেন। যে কোন কারনেই হোক সেই পোস্টটি আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল। আপনার অভিযোগ পেয়ে আমরা দ্রুত সেই পোস্টটির ব্যাপারে ব্যবস্থা গ্রহন করলাম। আপনাকে ধন্যবাদ জানিয়ে উপযুক্ত একটি কারন ব্যাখ্যা করে আপনার পোস্টে একটি মন্তব্য রাখলাম এবং পাশাপাশি আপনাকে হয়ত একটি মেইলও করলাম। যেহেতু প্রথম পাতার স্থানটি সকলের জন্য গুরুত্বপূর্ন, তাই এবং আপনার অভিযোগের ব্যাপারটির সমাধানও করা হয়েছে সেই বিবেচনায় পোস্টটিকে প্রথম পাতা থেকে আমরা সরিয়ে দিলাম। এখন এই ব্যাপারে যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন, তাহলে তা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার হিসেবে চিহ্নিত হবে।

ধরলাম, মডারেশনের এই কাজটি আপনার পছন্দ হয় নি, আপনি আরো একটি পোস্ট দিলেন এই একই বিষয়ে। ভালো কথা। মডারেশন যদি নিজেদের বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহন করার জন্য প্রস্তুত না থাকত তাহলে নিশ্চয় আপনার সেই পোস্টটিও প্রথম পাতা থেকে সরিয়ে দিত। অথচ তা সরিয়ে দেয়া হয় নি। সেটা বহাল তবিয়তেই আছে।

সুতরাং আমার মতে কিছু বিষয়ে আমাদেরকে সবাইকে পরিপক্ক আচরন করার সুযোগ আছে। যারা নিজেদের ব্যক্তিগত সমস্যার কারনে তা করতে পারবেন না, উপরুন্ত এই ব্যাপারে বিভ্রান্তি ছড়াবেন সেটা অবশ্যই প্রশংসনীয় এবং দায়িত্বশীলতার উদহারন হতে পারে না।

এই বিষয়টির পর থেকে আপনি দেখা গেল, মডারেশন সম্পর্কে একটি অহেতুক ক্ষোভ নিয়ে আছেন এবং স্বাভাবিক মন্তব্যকেও আপনি পাল্টা মন্তব্য বা আপনাকে হেয় মন্তব্য হিসেবে দেখছেন। তাহলে আমাদের কি বলার থাকতে পারে? ছেলেমানুষী চিন্তা করবেন? আপনার পোস্ট নির্বাচিত পাতায় যাবে না? আপনার পোস্ট ফেসবুকে প্রমোশন করা হবে না? দুঃখিত সেই সুযোগটিও নেই। কেননা আপনার প্রতিটি ভালো পোস্ট নির্বাচিত পাতায় আছে এবং ফেসবুকেও প্রচার করা হয়েছে।

তবে যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমার এই বক্তব্য বা ব্যাখ্যাকে কেউ যদি বলেন মডারেটর হুমকি দিয়েছে তাহলে কিছু বলার নেই। আমি এটাকে প্র্যাকটিকাল জোকস হিসেবেই দেখব।

সবাইকে শুভ রাত্রি।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মডারেশন টিম আমার সাথে যোগাযোগ করেছেন । পোস্টটি সরিয়ে দেবার ব্যাখ্যা আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে না হলেও
টিমএর আন্তরিকতায় আমি মুগ্ধ । যা আমার চিড় ধরা আস্থায় সুপারগ্লুর মত কাজ করেছে ।
এই পোস্টে সহানুভূতিশীল সকল কমেন্টেটরের নিকট কৃতজ্ঞ হয়ে রইলাম , আমার সকল পাঠকের নিকটও ।
নিজেকে আপনাদের সকলের সাথে থাকতে পারার মত সৌভাগ্যবান মনে করছি ।
শুভ ব্লগিং অ্যান্ড শুভ রাত্রি ।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মডারেশন টিম কে।

ধন্যবাদ গিয়াস লিটন ভাইকে্ যে তিনি চিড় ধরা আস্থায় সুপার গ্লু পেয়েছেন ;)

তার মানে আপনার আবার ভাইয়ের দারুন সিরিজটি নিয়মিত পাচ্ছি!!!

+++

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

গেম চেঞ্জার বলেছেন: তাহলে ঝামেলা মিটেই গেল । :) :) :) :) :) :) :) :) :) :) :)

কা_ভা ভাইকেও অভিনন্দন ।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: সকল সমস্যার সমাধান হয়ে গেছে জেনে খুশি হলাম। !:#P

আপনার কোন পোস্টই শেষ পোস্ট হোক, সেটা চাই না। সাথে থাকুন, ভালো লাগবে।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: মনখারাপ করার বা সান্তনা দেবারই সুযোগ পেলাম না।। এসে দেখি মিলাদ শেষ।। তবু ভাল যে আপনি থাকছেন।।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৪

চলন বিল বলেছেন: কি হইছিল? কোন মারামারি হয় নাই?

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টিমএর আন্তরিকতায় আমি মুগ্ধ । যা আমার চিড় ধরা আস্থায় সুপারগ্লুর মত কাজ করেছে ।
যাক বাবা,ধরে প্রাণ ফিরে এলো মশাই
আরেকটু হলেই তো গেছলুম ঠাকুরপো !!!
খবর্দার,আত্মহত্যা মহাপাপ
মনে থাকবে???
তাইতো বলি,হ্যা ভোট দিলুম,কমেন্ট করলুম মাগার প্রিয় ব্লগারের কোন সারা শব্দ নেই!!!ভাবলুম অধমেরই বোধহয় কোনো ভুলচুক হয়ে গেছে.........সবই কর্তাদের ইচ্ছাগো.......গরীব ব্লগারগো কথা ভাববার অতো সুমাই কই? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.