নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

মাইক্রোসফট পেইন্ট এ আঁকা কয়েকটি ব্যাকরণ বহির্ভূত পেইন্টিং । =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২



খুব ইচ্ছা ছবি আঁকি । ইচ্ছার প্রতিফলন একদম যে ঘটানোর চেষ্টা করিনি এমন নয় । আউটফুট অতি জঘন্য ।
আঁকার পর নিজের কাছেই - আমকে বেল আর খরগোশকে পায়রা মনে হয়।

একদা এক মেয়ের ছবি আঁকলাম , নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ ! এই চীজ এত সুন্দর হইল কিভাবে ?
প্রতিভা লুকিয়ে রাখতে নেই , সাথে সাথে ফেসবুকে চালান করে দিলাম , শিল্পের সমজদার এখনো আছে । ঘণ্টা খানেকের ভিতর ৩/৪ টা লাইক পেয়ে গেলাম ।

একটা কমেন্টও । মন্তব্যকারি লিখেছে ,''বটবৃক্ষের ছবিটা সুন্দর হয়েছে । '' ভাল করে চেয়ে দেখি তার মন্তব্যে দ্বিমত করার সুযোগ নাই ।
সাথে সাথে ডিলিট ।

ন্যাড়া বেলতলায় বার বার যায় । এবারের পোস্ট সামুতে । তবে ডিলিট বাটনটা হাতে ধরাই আছে ---

১/



২/



৩/

মন্তব্য ৮৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

হাসান মাহবুব বলেছেন: বাহ! দারুণ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই আপনার এই কমেন্ট আমার কাছে রীতিমত প্রসংসা পত্র ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত ধৈর্য্য কীভাবে রাখলেন? সুন্দর হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিচার মানি তালগাছ আমার @ , আপনার কমেন্ট পেয়ে ডিলিট বাটনের উপর থেকে হাত সরিয়ে নিয়েছি :D

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

লেখোয়াড়. বলেছেন:
রসিয়ে রসিয়ে শুধু মেয়েদের ছবি কেন?
পুরুষরা কি দোষ করলো?

তা যাই হোক, এগুলো কি আপনার বাচ্চারা এঁকেছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখোয়াড়. ভাইএর কমেন্টের পর আমি আবারো ডিলিট বাটন খুঁজছি :-P

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯

অদ্ভুত_আমি বলেছেন: সুন্দর হয়েছে ছবি গুলি :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত , নতুন অতিথি অদ্ভুত_আমি , আপনাকে ধন্যবাদ ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

লেখোয়াড়. বলেছেন:
আরে না না, মজা করসি।
আমি চেষ্টা করলে আপনার ওগুলোর চেয়েও খারাপ হবে।

তা আপনার সিরিয়াস পোস্টগুলো কবে আসবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখোয়াড়. ভাই , একটু গুছিয়ে নিচ্ছি , এখন সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন বিরতি :D

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন: সবগুলো বুঝি ভাবীজির ছবি ভাইয়ু???

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব ছবিতে কেশ'কে প্রাধান্য দেয়া হয়েছে । আমি দীঘলকেশীর ভক্ত । শায়মার ''ভাবীজি''ও দীঘলকেশীতো !!! :)

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

আপেক্ষিকতাবাদী বলেছেন: প্রতিভা লুকিয়ে রাখতে নেই- যথার্থ! ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী ভাই , আইনস্টাইনও প্রতিভা লুকিয়ে রাখেননি ;)

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

শায়মা বলেছেন: জানি জানি উনি দীঘলকেশী!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকি !!! ''ঘরের কথা পরে জানলো ক্যামনে ?''

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার আঁকা খুবই সুন্দর হয়েছে! তবে আমার চোখে আপনার ছবি তিনটার কিছুটা বৈশিষ্ট খুঁজে পেয়েছি এখন সেগুলোই বলছি!!

০১। ভাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার প্রথম ছবিটার ভিতরে কোন জৌলুস খুঁজে পেলাম না। তবে তাকানোর ভাবে মনে হলো পিছনে হয়তো কোন দুষ্ট ছেলে শিষ কাটছে আর উনি ঘাড় ফিরিয়ে সেটা দেখছেন! তবে প্রথম ছবিটার সৌন্দর্য হলো চুলে!

০২। প্রথমটার থেকে দ্বিতীয়টা অনেক সুন্দর। আমারও এক সময় ভীষন শখ ছিল নদীর ধারে বসে নৌকা চলাচল দেখা। তবে আমার মনে হলো মেয়েটা শুধু বসে বসে নৌকা চলাচল দেখছে না। সম্ভাবত আর কারো জন্য অপেক্ষা করছে। হয়তো সেটা আপনিও হতে পারেন!!

০৩। বাংলায় একটা প্রবাদ আছে যে, "খাঁটার তলায় মজা"! এটাও ঠিক তাই! এই ছবিটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না। তবে আপনার ইচ্ছা হলে ছবিটা আমি নিজে কিনে নিতে পারি!! শুধু বলেন আপনি কত হলে এইটা আমার কাছে বিক্রি করবেন??

ভাই মন্তব্যটা বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত!! আমি অন্যদের মত শুধু সুন্দর বলে গেলে হয়তো ঝামেলা চুকে যেত। তবে সেটা আমার ভাল লাগলো না। কারন মন্তব্যটা করে আমি আপনাকে আরো বেশি উৎসাহিত করলাম, যাতে পরবর্তিতে আপনার কাছ থেকে আরো সুন্দর কিছু পেতে পারি!!

ধন্যবাদ! শুভকামনা জানবেন!! ভাই পরিশেষে একটা কথা! আপনি কি ডিলেট বাটনটা খুঁজছেন???

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে শিল্প মান বিচারে ছবিগুলির কোন বিশেষত্ব নাই । সামুর সাথে আছি বুঝাতে পোস্টটা দেয়া । চিত্র গুলি অনেকটা ফাঁকি বাজী কিসিমের । আমি আবার চেহারার অবয়ব ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারিনা ,তাই চুলদিয়ে অবয়ব ফুটিয়ে তুলতে না পারার দায়মুক্তি । =p~
আপনি জহুরী চোখে ছবিগুলিতে নান্দনিকতা খুঁজে পেয়েছেন , যার কৃতিত্ব একান্তই আপনার ।
আপনার মন্তব্যে আমি আবিভুত ! চমৎকার দীর্ঘ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ @সাহসী সন্তান ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি একেছেন । :) আরও ভাল আকতে হবে । :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইতো যথার্থ সুহৃদের মত কথা , ধন্যবাদ সেলিম ভাই ।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
কেশবতী কন্যে কি খুউব পছন্দের?!?!?!?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু কি আমি ? কত বড় বড় কবি সাহিত্যিক কেশবতিদের কেশের ফাঁদে আটকা পড়েছিলেন ।
সিস কামরুন নাহার বীথিও কি দীঘল কেশবতি ?
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: এবার ডিলিট করতে হবে না। ছবি গ্রামার ছাড়াই সুন্দর হয়েছে। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত , ধন্যবাদ প্রামানিক ভাই ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

হামিদ আহসান বলেছেন: বাহ .....।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হামিদ আহসান ভাই ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

জেন রসি বলেছেন: আমি একবার এক মেয়ের মুখের ছবি আঁকছিলাম!!!

আঁকার পর দেখি সেটা ভুতের ছবি হয়ে গেছে!!!!

এখন আর কোনভাবেই আঁকার দুঃসাহস করিনা!!

সুন্দর হইছে। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই , আপনার অভিজ্ঞতার কথা শুনে মনে পড়লো , আমি একবার আপনার ভাবীর ছবি আঁকতে গিয়ে ধরাই খেয়েছিলাম ।
এই নিয়ে আমার একটা ফান পোস্ট আছে - লিংক টা জেন রসি ভাইর শানে পেশ করলাম - Click This Link

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

জুন বলেছেন: অনেক ভালোলাগলো আপনার আঁকা ছবিগুলো গিয়াসলিটন ।
আমিও গত বছর মাইক্রোসফট পেইন্টে একটু একটু ছবি আঁকা শিখে ব্লগে একটা পোষ্ট দেয়ার ধৃষ্টতা দেখিয়েছিলাম :)
সময় থাকলে দেখে নিতে পারেন এক্টুক্ষনের জন্য B-)

http://www.somewhereinblog.net/blog/June/29969862

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পেইন্টিং দেখে আসলাম , অসাধারণ একেছেন ! বিশেষ করে কালার ব্লেনডিঙটা এই প্রথম দেখলাম !

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

রিকি বলেছেন: আপনি যে এই টুকু এঁকেছেন ভাইয়া-- এটাই তো বিশাল ব্যাপার। :-* পেইন্টে অনেক অপশন নাই, যেটা বাদেও আপনি এত সুন্দরভাবে ছবি আঁকতে পেরেছেন--যা আমি মনে করি গলদঘর্ম ব্যাপার,আঁকতে গেলে কার্সরের কথা তো বাদ দিলাম। আমার তো পেইন্ট দিয়ে ছবি ক্রপ করতে লাগলেই, মেজাজ গরম হয়ে যায় !!!!! ;) পাগলা ঘোড়া লাগে আমার পেইন্টকে /:) ---তবে কিছু কিছু কাজ অনেক ভালো এবং সহজে করে দেয়, ত্যাঁদড়ামো করে না। :-B আপনার প্রচেষ্টায় অনেক অনেক ভালো লাগা রইল। :) :) :) ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছেলে মেয়ে মহাউল্লোসিত, তাদের মা ততোধিক বিরক্ত ! তিনটা ছবিতে আমার দুইদিন লেগেছে ।
আপনি ঠিকই বলেছেন , কোন টুলসই কথা শুনেনা । :) :)
রিকি আপু যে একজন শিল্পবোদ্ধা ও শখের পেইন্টার এ আমি বিলক্ষণ বুঝেছি , একটা পেইন্টিং পোস্ট না পেলে জাতী বঞ্চিত হবে ।
আশা করি রিকাপু এত পাষাণ হৃদয়া নন । =p~

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

সাাজ্জাাদ বলেছেন: bhai, sobar dress e nil er adikkho dekha jai. nil rong besi pocondho naki??

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাাজ্জাাদ ভাই , নীল রঙটা আমি সচেতনভাবে দেয়নি , আমার অবচেতন মন মনে হয় নীলকেই পছন্দ করে । আপনাকে ধন্যবাদ ।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রিকি বলেছেন: ভাইয়া ভাবীকে বলবেন 'দেখ, পিছন ফিরে আছে, কিন্তু এটা তোমারই ছবি গো' !!!!! ;) ;) খুশি হয়ে যাবে !!!! B-))

ভাইয়া শিল্পবোদ্ধা------- আমি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/ :-/ তবে ভালো লাগে মেলা-- যোদ্ধা বোদ্ধা না !!! :( আমি পেইন্ট দিয়ে অসাধ্য কিছু চেষ্টা করিনি, কখনও (মাফ চাই, দোয়া চাই ভাইয়া) !!! এগুলো ফটোশপ দিয়ে করেছিলাম মেলা আগে।







এগুলো সহ আর বাকিগুলো এই পোস্টে আছে view this link

আর এটা ইলাসট্রেটর দিয়ে করেছিলাম। :P



১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না রিকি আপু , এত বিনয় ভাল না !
এত্ত চমৎকার আঁকেন আপনি ? কয়েকটা ছবিতো আমার কাছে রীতিমত এক্সিবিসনে যাওয়ার মত মনে হয়েছে ।
বিশেষ করে Ice Planet টা অসাধারণ এক থ্রিডি ।
এ জাতীয় আরও পোস্ট চাই , (দোয়া আছে , মাফ নাই )

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: আমি কিন্তু ++++ না, একদম সরাসরি লাইকে ক্লিক করছি। (৬নং)

চমৎকার হয়েছে। চেষ্টা চালিয়ে যান।।।। সাথে আছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন কর । আপনার জন্য শুভ কামনা ।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: "একদা এক মেয়ের ছবি আঁকলাম , নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ ! এই চীজ এত সুন্দর হইল কিভাবে ?
প্রতিভা লুকিয়ে রাখতে নেই , সাথে সাথে ফেসবুকে চালান করে দিলাম , শিল্পের সমজদার এখনো আছে । ঘণ্টা খানেকের ভিতর ৩/৪ টা লাইক পেয়ে গেলাম ।
একটা কমেন্টও । মন্তব্যকারি লিখেছে ,''বটবৃক্ষের ছবিটা সুন্দর হয়েছে । '' ভাল করে চেয়ে দেখি তার মন্তব্যে দ্বিমত করার সুযোগ নাই । সাথে সাথে ডিলিট" । লেখাটুকুতে চরম বিনোদন পেলাম!
ভাই, অসাধারণ হয়েছে । মেয়েদের সবচেয়ে সৌন্দর্যের বিষয়গুলোর একটা হলো কেশ । এমন মেঘ কালো দীঘল কেশ অনেকদিন দেখিনা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেশ প্রেমী রূপক বিধৌত সাধুর সৌজন্যে এই কেশবতির পিক -

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

গেম চেঞ্জার বলেছেন: গিয়াসলিটন ভাইয়ের গবেষনা কি শিল্পচর্চার দিকে মোড় নিল ? ওঃ ভাল । চালায়া যান মিয়াভাই । সাথেই আছি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ,গেম চেঞ্জার ভাই , সিরিয়ালের এই পর্যায়ে ছোট্ট বিজ্ঞাপন বিরতি , ততক্ষন সাথেই থাকুন =p~

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

রেসিমিক সিরামিক বলেছেন: অসাধারন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত , অসংখ্য ধন্যবাদ রেসিমিক সিরামিক ।

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

রেসিমিক সিরামিক বলেছেন: নৌকা গুলো অনেক সুন্দর হয়েছে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ রেসিমিক সিরামিক ।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

মস্টার মাইন্ড বলেছেন: ছবি তো অসাধারণ আকেন, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েদের পেছন সাইড দেখেছেন নাকি শুধু.।।।।।।।। :p

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মস্টার মাইন্ড , আসলে মুখের অবয়ব আমি ঠিক ফুটিয়ে তুলতে পারিনা , তার উপর এমএস পেইন্ট !
''পেছন সাইড'' আঁকায় মুখের আদল নিয়ে আমাকে তেমন ভাবতে হয়নি =p~ =p~

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর ছবি আঁকেন আপনি । পেইন্ট ব্যবহার করেছেন নাকি ক্রেয়ন ? লেগে থাকেন আরও ভালো হবে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: sorry, i couldn't see the Microsoft painting at the first place . soft painting , those are absolutely beautiful .

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্সিলেনট রাইটার গুলশান কিবরীয়া ইটস ওকে , থ্যাংক ইউ ফর ইওর ডাবল কমেন্ট।

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,




"দীঘল কালো কেশ
ও কইন্যা
কোথায় তোমার দেশ ? "


সুন্দর ছবি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে কইন্যার নাগাল পাই , তখন ঠিকানা জেনে নেব =p~
আপনাকে ধন্যবাদ আহমেদ জী এস ।

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বটবৃক্ষের ছবিটা থুড়ি বটবৃক্ষের ছায়ায় বসা নারীর চুলে আমি মোহিত.......
১ম আর ৩য় তে আসমানীর চুলের প্রেমেই পরে গেছি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্রো কি করি আজ ভেবে না পাই, চুলের প্রেমে পড়েন সমস্যা নাই , চুলের মালকিনের প্রেমে না পড়লেই হল । =p~ =p~ =p~ =p~

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

রিকি বলেছেন: এত্ত চমৎকার আঁকেন আপনি ? কয়েকটা ছবিতো আমার কাছে রীতিমত এক্সিবিসনে যাওয়ার মত মনে হয়েছে ।

ভাইয়া মেলাদিন আঁকি না !!!! :(( :(( আইস প্ল্যানেটে কিচ্ছু নাই---শুধু কিছু ইফেক্টের কারসাজি ভাইয়া--- যে কয়টা দিলাম সব ইফেক্টের ১/১০ ভাগ কাজ !!!! :) :) :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা যে পিকাসো বা কামরুল হাসান হয়ে যাব এমন নয় , নিজের আনন্দের জন্য হলেও চর্চাটা চালিয়ে যান । আর আমাদেরকেও আনন্দ নেবার সুযোগ দিন ।
আবারো ধন্যবাদ রিকি ।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

বালক বন্ধু বলেছেন: অনেকদিন ধরেই আমি আঁকার চেষ্টা করছি। কিন্তু কিছুই পাড়ি না।
আপনার এত সুন্দর ছবিগুলো দেখে সত্যিই নিজের জন্য কষ্ট হচ্ছে। আমাদের কোন প্রতিভা নেই!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বালক বন্ধু , আপনি যা পেরেছেন অনেকে তাও পারেনা , আপনার ''পারিনা'' টাইফ ছবি গুলি দিয়ে একটা পোস্ট দিয়ে দেন , আমরা দেখি । মন্তব্যের জন্য নতুন বালক বন্ধু কে ধন্যবাদ ।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১

কালীদাস বলেছেন: সুন্দর, অলস সময়ের সদ্ব্যবহার :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কালীদাস ।

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

মো: আশিকুজ্জামান বলেছেন: সবগুলোই কি মাইক্রোসফট পেইন্ট এ আঁকা ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী মো: আশিকুজ্জামান ভাই ।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

এস কাজী বলেছেন: গিয়াস ভাই সেই লেভেলের সুন্দর হয়সে। একবার আমি আঁকতে নিসিলাম আর ভাগ্নি কান্না শুরু করসে এই বলে যে "আম্মু আম্মু ছোট মামা সব রং শেষ করে ফেলতেসে, আমি আঁকব কি করে"।। হাহাহাহহা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্নি আর ভাগ্নির মামা এস কাজীর জন্য শুভ কামনা ।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অাহা! এ অামি কী দেখলাম?
এমন দীঘল কেশ দেখে
পাগল বনে গেলাম!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু , সাধুসন্তদের এসব কি মানায় দাদা ? :P

৩৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

মো: আশিকুজ্জামান বলেছেন: গিয়াসলিটন ভাই মাইক্রোসফট পেইন্ট দিয়ে সুন্দর ছবি একেঁছেন। এটা ছবি আঁকার ভাল সফটওয়ার না তবুও অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ছবি এঁকেছেন। আপনি ভাল আকেঁন তাই sketch software দিয়ে আকেঁন অনেক বেশি সুবিধা পাবেন। যারা প্রফেশনালি আকাঁআঁকির কাজ করে তারা এটা ব্যবহার করে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মো: আশিকুজ্জামান ভাই , আমি এক্ষুনি সফটওয়ারটির খোঁজ নিচ্ছি ।
কোন লিঙ্ক কি দেয়া যাবে ?

৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা পেয়েছি মো: আশিকুজ্জামান ভাই । Click This Link
লোড করার পর দেখছি এটা RAR file নাকি জিপ file, RAR file আমি ওপেন করতে পারিনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ।-।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

মো: আশিকুজ্জামান বলেছেন: গিয়াসলিটন ভাই আমি কালেকশন করে আপনাকে দেওয়ার চেষ্টা করব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মো: আশিকুজ্জামান ,আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

মশিকুর বলেছেন:

পেইন্টে এতো সুন্দর ছবি আঁকা যায়! ধারনা ছিল না! সুন্দর.. সুন্দর...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ মশিকুর ভাই ।

৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

উর্বি বলেছেন: ভালোলাগা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণী চিত্রশিল্পীর ফুটপ্রিন্ট পেয়ে ভাল লাগছে , আপনাকে ধন্যবাদ উর্বি ।

৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

উর্বি বলেছেন: কি কইলেন? ইন্নালিল্লাহ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাইপিং মিস্টেক , ইনশাল্লাহ'র স্থলে ইন্নালিল্লাহ লিখে ফেলেছেন =p~

৪১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

আমার আমিত্ব বলেছেন: আপনারা অনেক গুনী মানুষ। মাইক্রোসফট পেইন্ট খুব ভালো একেঁছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান কি আমাকে কিছু বললেন ?
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

৪২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

রোদেলা বলেছেন: কেশ খোলা কন্যাদের দেখিয়া মুগ্ধতা ধরিয়া রাখিতে পারিলাম না,এবার সুঠাম যুবাদের চিত্র দেখিতে মন চায়।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পোস্টে রোদেলার প্রথম কমেন্ট , তাঁর মনস্কামনা পুরনে এবার আমার পরবর্তী মিশন ''সুঠাম যুবা।'' :D

৪৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

রোদেলা বলেছেন: অপেক্ষায় আছি ...

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দ্রুত আপনার অপেক্ষার অবসান ঘটুক :D :D

৪৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

সুলতানা রহমান বলেছেন: সুপার লাইক। :Dশেষের দুটি বেশভাল লেগেছে।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: sultana rahman প্রথমতা জাস্ট ''কেশবতি'' , পরের দুটোয় কেশবতির সাথে প্রকৃতিও এসেছে ।
আপনি প্রকৃতিপ্রেমী তাই পরের দুটোই আপনাকে টেনেছে ।
আপনি আমার ব্লগের নতুন অতিথি , আরেকদিন এসে চা খেয়ে যাবেন । :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.