নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৩৩,৩৪,৩৫,৩৬,৩৭ ।
৩৩/ বিশ্বের প্রথম সোশ্যাল স্টক একচেঞ্জ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি নারী -দূরীন শাহনাজ
শাহনাজ বিশ্বে প্রথম সৃষ্টি করেছেন সোশ্যাল স্টক একচেঞ্জ। এর নাম ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট একচেঞ্জ’ বা আইআইএক্স (IIX)। মরিশাস স্টক একচেঞ্জের সহযোগিতাই পরিচালিত হয়ে আসছে আইআইএক্স। সমাজকে পরিবর্তনের জন্য দুইটি শক্তিশালী বাহনকে নিয়ে একসাথে হেঁটে চলেছে আইআইএক্স। এর প্রথমটি হল সামাজিক উদ্যোগ (Social Enterprise)। দ্বিতীয়টি সমাজের প্রতি দায়বদ্ধ বিনিয়োগ ( Impact Investing)।
ওয়ালস্ট্রিট এর টাইটানগুলোর মধ্যে একটি হলো নিউইয়র্কের মরগান স্ট্যানলি। ১৯৮৯ সালে শাহনাজ মরগান স্ট্যানলিতে চাকরি নেন। ঐ সময়টায় খুব অল্প সংখ্যক নারী এধরণের শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করত। মরগান স্ট্যানলিতে ক্যারিয়ার প্রতিষ্ঠার পরিবর্তে তিনি প্রচুর অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন। সমাজের প্রতি দায়বদ্ধতাই তাঁকে ফেরত এনেছিল বাংলাদেশে। তিনি ওয়াল স্ট্রিটে গিয়েছিলেন কারণ তিনি জানতেন, যদি কেউ সমাজকে পরিবর্তন করতে চায় তাহলে টাকা তৈরির উপায় সম্পর্কে তাঁর জানতে হবে। ওয়াল স্ট্রিট থেকে তিনি জানতে পৃথিবী কিভাবে চলে। ওয়াল স্ট্রিট থেকে চলে আসার পর ৫ বছর সময় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আইআইএক্স ।
এছাড়াও তিনি ছিলেন হার্স্ট ম্যাগাজিন ইন্টারন্যাশনাল ও রিডারস ডাইজেস্ট নামের দু’টি বিখ্যাত ম্যাগাজিনের এশিয়া অঞ্চলের প্রধান। ‘ওয়ানসেট’ নামে তিনি একটি সামাজিক প্রতিষ্ঠান গড়েছিলেন, হাতে তৈরি জিনিসের জন্য এটি সৃষ্টি করেছিল আন্তর্জাতিক বাজার। তিনি ‘লি কুয়ান ইয়ু স্কুল অব পাবলিক পলিসি’ তে সোশ্যাল ইনোভেশনের একটি প্রোগ্রাম চালু করেছিলেন। এছাড়াও তিনি কাজ করছেন বিশ্বব্যাংকের ঋণ শাখায়, যার আওতায় পৃথিবীর ১০০ এর বেশি উন্নয়নশীল দেশের মানুষদেরকে নানান সেবা দেওয়া হয়ে থাকে।
ইম্প্যক্ট একচেঞ্জের বৈপ্লবিক আইডিয়াটিকে প্রতিষ্ঠা করার জন্য দূরবীন শাহনাজকে ব্যাপক সংগ্রাম চালাতে হয়েছিল। পৃথিবীর অনেক দেশের দ্বারা প্রত্যাখান হওয়ার পর অবশেষে মরিশাসে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন আইআইএক্স।
৩৪/ ফিনল্যান্ডের গণমাধ্যমে বাংলাদেশি তরুণের সাফল্য গাঁথা
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জিরকি ক্যাতাইনেন রাষ্ট্রীয় কোনো সফরে যাওয়ার আগে , তার সফরের খোঁজ খবর বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য , একজন তরুণ সাংবাদিককে ফোন করেন ।
এই তরুণ সাংবাদিক আর কেউ নন, তিনি বাংলাদেশের অফিউল হাসনাত রুহিন ।
উচ্চতর শিক্ষার বৃত্তি নিয়ে ফিনল্যান্ডে থাকা রুহিন সেখানে গড়ে তুলেছেন ফিনল্যান্ড টাইমস নামে একটি নিউজ পোর্টাল। এর মধ্যেই ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে রুহিনের ফিনল্যান্ড টাইমস।
এটি ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ড-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
অ্যালেক্সা ট্রাফিক র্যাং কিং অনুযায়ী অনলাইন নিউজ পেপারের ক্ষেত্রে ফিনল্যান্ড টাইমস শীর্ষ অবস্থান করছে।
৩৫/ আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন ইশরাক
৩৫/ আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন ইশরাক
সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত আইওআই আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ইশরাক হুদা।
অলিম্পিয়াডে বিশ্বের ৮১টি দেশ থেকে ৩১১জন প্রতিযোগী অংশ নেন।
এরমধ্যে বিভিন্ন ইভেন্টে মোট ছয়’শ নম্বরের মধ্যে ছয়শ নম্বর-ই পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো অংশ নেওয়া এই বাংলাদেশি কিশোর।
১৬ বছর বয়সী ইশরাক সিডনির স্বনামধন্য জেমস রুজ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র।
ইশরাকের পিতা অস্ট্রেলিয়া প্রবাসী ডা. কামরুল হুদা ও মাতা ডা. শুহানা পারভিন ।
৩৬/ বাংলাদেশের মেয়ে শাহজা আলীর পেইন্টিং , কানাডার জাতীয় আর্ট প্রদর্শনীতে প্রথম ।
বাংলাদেশী মেয়ে চিত্রশিল্পী শাহজা আলীর ছবি কানাডার জাতীয় আর্ট প্রদর্শনীতে প্রথম হয়ে কানাডার আর্ট গ্যালারীতে স্থান পেয়েছে । তিনি ১০৯৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ।শাহজা আলী বৃহত্তর যশোরের তথা সারা বাংলাদেশের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী স্যারের নাতনী ।
৩৭/ মাদ্রাসা থেকে ফাজিল পাস মুসলিমা এখন অস্ট্রেলিয়া ডুবুরিদের প্রশিক্ষক
অদ্ভুত জীবন মেয়েটির । গ্রামের অনেকের মতো তাঁরও বিয়ে হয় অল্প বয়সেই । নিজের সব স্বপ্ন চেপে রেখে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল বাবার ইচ্ছার মর্যাদা দিতে গিয়ে। কিন্তু স্বপ্ন দেখা শেষ হয় না মেয়েটির । বিয়ের পর সামাজিক প্রতিকূলতা উপেক্ষা করে লেখাপড়া চালিয়ে যেতে লাগল । একসময় বিয়েটাও ভেঙে গেল। তত দিনে তাঁর কোলজুড়ে এসেছে মেয়ে জেরিন। মেয়েকে নিয়ে শুরু হলো নতুন সংগ্রাম । সেই সংগ্রামে জিতেছেন মুসলিমা আক্তার। এখন তিনি স্কুবা ডাইভার ।
ভারতে প্রশিক্ষন , বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেতে চলে যান মালদ্বীপ । অর্জন করেন ‘পেডি মাস্টার স্কুবা ডাইভার’ সার্টিফিকেট । মালদ্বীপে সাগর তল দর্শনার্থী পর্যটকদের গাইড হিসেবে ডুবুরী ক্যেরিয়ার শুরু । পরবর্তীতে উচ্চতর প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় । বর্তমানে অস্ট্রেলিয়ায় ডুবুরিদের ‘মাস্টার স্কুবা ডাইভার ট্রেইনার’ হিসেবে কাজ করছেন মুসলিমা ।
গাজীপুরের কাপাসিয়ায় জন্ম মুসলিমা আক্তারের। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। ২০০৩ সালে দিগাব আমজাদিয়া সিনিয়র কাপাসিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন।
(ব্যবহৃত পেইন্টিংটি প্রতীকী)
পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তার একজন সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
১৪/ ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।
১৫/ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর
১৬/ কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা
১৭/ বিশ্বের সেরা ৫০ বিজ্ঞানীর একজন , ড. আনিসুর রহমান ।
১৮/ যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল এক্সেলেন্স’ বিজয়ী আনিকা জাহান ১৯/ নাফিস বিন জাফর - প্রথম অস্কারজয়ী বাংলাদেশি ২০/ রাজশাহীর মেয়ে আনিকা পেলেন মার্কিন রাষ্ট্রপতি পুরস্কার ২১/আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার কৃতিসন্তান রফিকুল ইসলাম
২২/
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ২৩,২৪,২৫,২৬,২৭ ।
কেমব্রিজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম - যার গ্রন্থ কেমব্রিজ, অক্সফোর্ড, প্রিন্সটন, হার্ভার্ডসহ নামকরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। (এক পোস্টে ৫ জন)প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ২৮,২৯,৩০,৩১,৩২
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য বিদ্রোহী ভৃগু ভাইকে ধন্যবাদ ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
সাহসী সন্তান বলেছেন: আপনার এই সিরিজ টা আমার কাছে খুবই পছন্দনীয় একটা সিরিজ! পড়তে অনেক ভাল লাগে! অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই অজানা মানুষদের সম্পর্কে আমাদেরকে সুন্দর ধারনা দেওয়ার জন্য!
ভাই একটা জিনিস খুব ভাল লাগলো। আমি একবার এই সিরিজেই একটা কমেন্ট বলেছিলাম যে 'একের ভিতর পাঁচ'! আপনিও সেটাকে এবার থেকে পোস্টের শিরনামে যোগ করতে চেয়েছিলেন। তাই শিরনামটা দেখেই হঠাৎ মুখে হাসি চলে আসলো!
শুভ কামনা জানবেন!! আশা করছি পোস্টটা আরো অনেক দিন ধরে চলবে!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাহসী সন্তান , আপনার এই আইডিয়াটি তখনি আমার পছন্দ হয়েছিল । তাই ঠিক করে রেখেছিলাম পরের পোস্টে এক পোস্টে পাঁচ জন না লিখে 'একের ভিতর পাঁচ' লিখবো । তাই লিখলাম! এবং এটা লিখতে পেরে আমার ভাল লাগছে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে অষ্ট্রেলিয়া গিয়ে এমন একটি পেশায় প্রশিক্ষক হওয়ায় খুশি হলাম। মেয়েটির জন্য আন্তরিক শুভ্চেছা।
যাক ভাই আপনার পরিশ্রমের কারণে অনেক কিছু জানা হচ্ছে। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবি প্রামানিক ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
অগ্নিবীণা! বলেছেন: ভালো লাগলো! ধন্যবাদ!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ অগ্নিবীণা! ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
কলমের কালি শেষ বলেছেন: আপনার গুণীদের নিয়ে এই অসাধারণ সিরিজটি সকলের জন্য বেশ প্রেরণাদায়ক । অনেক কিছু শেখার আছে এতো সকল গুণী ব্যক্তিত্বদের থেকে । চলতে থাকুক সিরিজ ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রেরনাদায়ী মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কলমের কালি শেষ ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
চলন বিল বলেছেন: লেখাটা ভালো ছিল
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ চলন বিল ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
নতুন বলেছেন: ইচ্ছা আর চেস্টা থাকলে সব কিছুই সম্ভব।
আমার মতন অলসের দিয়ে কিছুই হবে না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথার্থ বলেছেন নতুন , ইচ্ছা আর চেস্টা থাকলে সব কিছুই সম্ভব।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
হাসান কালবৈশাখী বলেছেন: আলিয়া মাদ্রাসার "ফাজিল" জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাসের সমতুল্য।
সিলেবাসও প্রায় সেইম। অষ্টেলিয়ায় অবস্য নতুন করে পরিক্ষা দিতে হয়েছে। অভিনন্দন, মুসলিমা সহ কৃতি প্রবাসিদের।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সিরিয়ালের প্রথম পাঠক হাসান কালবৈশাখী , আপনাকে ধন্যবাদ ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৬
ঢাকাবাসী বলেছেন: দারুণ সব খবর, ভাল লাগল আর জানানোর জন্য ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ঢাকাবাসী ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ চমৎকার পোস্টটির জন্য .......
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার অন্যতম শুভাকাঙ্ক্ষী হামিদ আহসান ভাইকেও ধন্যবাদ ।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
জুন বলেছেন: বিশেষ করে প্রতিকূল পরিস্থিতি থেকে আসা মুসলিমার প্রতি রইলো অসীম শ্রদ্ধা লিটন ভাই।
+
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিরিজটির নিয়মিত পাঠক জুন'কে শুভেচ্ছা ।
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
এস কাজী বলেছেন: আহ ভাল লাগা পোস্ট গিয়াস ভাই
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এস কাজী ।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালোলাগা পোষ্ট।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৈয়দ মশিউর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
কাবিল বলেছেন: ভাল পোস্ট, সিরিজ চলবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত , ধন্যবাদ কাবিল ভাই ।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোস্ট! মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে যে মেয়েটি এই সাফল্য অর্জন করেছেন, তাঁকে আন্তরিক অভিনন্দন। আল্লাহই জানে এই সংবাদ মাদ্রাসা কর্তৃপক্ষ জানলে তারা কেমন অনুভব করবেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফাজিল পাশ মানে রীতিমত একজন মাওলানা ।
এই অবস্থান থেকে অস্ট্রেলিয়ায় ডুবুরিদের ‘মাস্টার স্কুবা ডাইভার ট্রেইনার’ হওয়া , আমার কাছে রীতিমত যুদ্ধজয় মনে হয়েছে ।
মুসলিমার সাফল্যের কাহিনী পড়ার পর , নজরুলের বিদ্রোহীর কিছু চরণ আমার মাথায় বার বার প্রতিধ্বনিত হচ্ছিল -
''আমি মানিনাকো কোন আইন ------
ব্যাস্ততার মাঝেও মন্তব্যে অনুপ্রাণিত করায় কাল্পনিক_ভালোবাসা ভাইকে ধন্যবাদ ।
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
শতদ্রু একটি নদী... বলেছেন: পড়ছি। ভাল্লাগছে ভাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ শতদ্রু একটি নদী...
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
বিদ্রোহী সিপাহী বলেছেন: ফাজিল পাশ বোনটাকে অভিনন্দন। সাথে আপনাকেও, আমাদেরকে এমনতরো পোষ্ট দেওয়ার জন্য।
চালিয়ে যান ভাই। বেঁচে থাকলে দেখা (পড়া) হবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেম যুদ্ধের বিদ্রোহী সিপাহী কোর্ট মার্শালের হাত থেকে বেঁচে থাকুক এই কামনা
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
গেম চেঞ্জার বলেছেন: গিয়াসলিটন ভাই নিশ্চয়ই অনেক পরিশ্রম করে এই লেখাগুলি লিখেন । আপনাকে কৃতজ্ঞতা না জানালে ভারী অন্যায় হবে । ভাল থাকুন এই শুভকামনা রইল ।
আরেকটা কথা । ফিনল্যান্ড টাইমস বাংলাদেশেরই একজন তরুনের জেনে খুব ভাল লাগলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৃতজ্ঞতার কথা বলে শরমিন্দা করলেন গেম চেঞ্জার ভাই ।
আপনার জন্যও শুভ কামনা ।
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
রাজাকার হিন্দুদের বিচার চাই বলেছেন: আপনার এই সিরিজের পোস্টগুলো পড়ে খুব ভালো লাগলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির জন্য শুভ কামনা ।
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
রাজাকার হিন্দুদের বিচার চাই বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই। আপনার জন্যও শুভ কামনা রইলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃ মন্তব্য ও শুভ কামনার জন্য আপনাকে আবারো ধন্যবাদ
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ!!!
প্রিয়তে রাখলাম।
সময় করে অন্য লেখাগুলোও পড়ার ইচ্ছা থাকলো।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ , কমেন্ট ও প্রিয়তের জন্য অনেক অনেক ধন্যবাদ কবি দীপংকর চন্দ ।
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার পোস্ট! কালেকশোনে নিলাম ।
ভালো থাকবেন লিটন ভাই
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই ।
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০
সচেতনহ্যাপী বলেছেন: পড়ছি যখনই চোখে পড়ছে।। ভাল লগে বলেইতো বারবার ঘুরে আসা।।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিরিজের শুভাকাঙ্ক্ষী সচেতনহ্যাপীর জন্য অনেক শুভ কামনা ।
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
কালীদাস বলেছেন: ভাল! এনিওয়ে, ৩৭ নাম্বারটা দেখলে কল্লা পার্টি এই মহিলার কল্লা নামায়া দিতে পারে
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কালিদাস ভাইয়ের কল্লা পার্টির কথা পড়ে মনে পড়লো - ছোট কালে বাড়ির বাইরে যেতে চাইলে আম্মা কল্লা কাটার ভয় দেখাতো । এরা নাকি কল্লা কেটে নিয়া যায় , পরে ওগুলা ব্রিজ কাল্ভারটের কাজে লাগায় ।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,
বরাবরের মতোই আশা জাগানীয়া ।
শাহজা আলীর পেইন্টিং এ পিকাসোর ছাপ রয়েছে । এটা আমার মনে হওয়া ।
আর শিরোনামের কৃতি , বিশেষকরে একজন মাদ্রাসা ছাত্রী মুসলিমা আক্তারের কথা আমি জেনেছি অনেক আগে । বাখিদের কথা জানা ছিলোনা এর আগে ।
সবাই প্রশংসার যোগ্য তো বটেই ।
আর আপনার এই সুদীর্ঘ প্রয়াসকে আবারো ধন্যবাদ জানাতেই হয় ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস , আপনার পর্যবেক্ষণ শক্তি অসাধারণ !
আপাদমস্তক বোরকাবৃত এক মেয়ের , খোলস ছেড়ে এমন এক সাফল্যের শীর্ষে আরোহণ, যা তার প্রাতিসঠানিক
শিক্ষার সাথে রীতিমত সাংঘর্ষিক ।
এই অবস্থানে পৌছুতে মেয়েটিকে পারিপার্শ্বিক পরিবেশের সাথে একরকম যুদ্ধই করতে হয়েছে ।
ইচ্ছা শক্তির কাছে কোন বাঁধাই বাঁধা হতে পারে না মুসলিমাই তার প্রমান ।
আপনাকে ধন্যবাদ ।
২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
মানবী বলেছেন: চমৎকার উদ্যোগ!
বাংলাদেশে মাদ্রাসা থেকে পাশ করে পরবর্তীতে এম আইটি তে শিক্ষকতা করেছেন এমন একজন ইলেক্ট্রিক্যাল ইন্জিনীয়রকে জানি।
খুব সম্ভবঃত মুক্তিযুদ্ধের পরবর্তী কাছাকাছি সময় তিনি এমআইটিতে শিক্ষক হিসেবে যোগ দেন।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ গিয়াস লিটন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানবী , আপনার উপস্থিতিতে সন্মানিত বোধ করছি , আপনাকে ধন্যবাদ ।
২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ জেন রসি ।
৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
লেখোয়াড়. বলেছেন:
যথারীতি ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি লেখোয়াড়.
৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬
মশিকুর বলেছেন:
আপনার পুরো সিরিজটাই অনুপ্রেরণাদায়ক... যদিও সবগুলো পড়িনি।
পোস্টে +
ধন্যবাদ
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মশিকুর
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
ভালো ভালো খবর
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ,ঈদের শুভেচ্ছা জানবেন ।
৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন পোস্ট । সত্যি ভাল লাগলো । প্রেরণা দায়ক পোস্ট ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইসব সংগ্রামী জীবন কাহিনী পড়লে নিভু নিভু স্বপ্ন গুরো যেন ধপ করে জ্বলে ওঠে!!!
ধন্যবাদ অনেক অনেক