নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
মঈন ফখর সবে ক্ষমতায় ।
বিয়ের তৃতীয় দিন রাত ১০ টায় রড সিমেন্টের দোকান বন্দ্ব করে আমাদের মিরু (ছদ্ম ) যাচ্ছে শ্বশুর বাড়ী ।
যাওয়ার সময় মাছ ব্যাবসায়ী হেঞ্জু মিয়া তাকে দশাসই এক কাতল ৪২শ টাকায় গছিয়ে দিল ।
এত রাতে ব্যাগ পাওয়া যায়নি , তাই কানকোতে রশি ডুকিয়ে সিএনজি করে রওয়ানা হল মিরু ।
মুতিগন্জ বাজার পার হওয়ার পর পড়লো সেনা টহল গাড়ীর সামনে ।
- হল্ট !
সিএনজি থামলো ।
সেনাবাহিনী তখন মূর্তিমান আতংক । মিরুর দুই হাটুর কম্পন তার নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে ।
- এটা কি ?
মিরু বললো কাতলা মাছ । বলার পর আশ্চর্য হয়ে লক্ষ্য করলো তার মুখ নড়েছে ঠিকই কোন শব্দ বেরোয়নি ।
- বোবার ভান ?
- ঠাশ !!!
-মাৎলা কাছ স্যার , মাৎলা কাছ ।
অক্ষর এলোমেলো হয়ে গেছে ,আরেক ঠাশ এর পূর্বেই শুধরে নিল ।
- কাৎলা মাছ স্যার , কাৎলা মাছ ।
-পেটের ভিতর কি ?
- ডিম , স্যার ।
- কেমনে বুঝলি ডিম , তুই কি পেটের ভিতর ডুকেছিস ?
মিরু চুপ ।
- কয় পুরিয়া ডুকাইছস ?
- জী স্যার ?
- পেট কাট ।
পাশের বাড়ী থেকে দাও আনা হল । অনেক কস্টে কানের নিচ দিয়ে কেটে মিরু মাছটা দুই টুকরা করলো ।
কিন্তু পেটের দেখা নাই । আবার পেট বরাবর আরেক টুকরা ।
পেট থেকে মাল মশলা বের করতে গিয়ে কিছু তার গায়ে ছিটকে পড়লো ।
পুরিয়া টুরিয়া পাওয়া গেল না ।
উল্টা ধমক !
- ছিনতাই করস নাকি ? এত বড় মাছ কিভাবে কিনলি ?
অনেক কৈফিয়তের পর রাত একটার দিকে টুকরা তিনটা নিয়ে শ্বশুরালয়ে পুনঃ যাত্রা ।
শ্বশুর বাড়ীর সামনে নেমে দেখা গেল দু;টুকরা পথে পড়ে গেছে , শুধু লেইন্জা আছে ।
ড্রাইভারকে বললো এটা তুই নিয়ে যা ।
ড্রাইভার বললো রাতের তিনটায় মাছের লেনজা এইখান নিয়া ঘরে গেলে বউয়ের মাইর খাইতে হইবো ।
- তাইলে ফেলে দে ।
-- রাতে নতুন বউ কয় , আমনের লগে এইরাম মাছের বাস ক্যা ? ঘটকে কইলো রড সিমেন্টের দোকান !
ওরে আল্লারে ! আমার কপালে বুঝি এই ছিল গো ------
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যকারি শায়মাকে চায়ের নিমন্ত্রন !
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: হা হা হা ..... মজা পাইলাম.....
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ প্রতিবাদী আর যুক্তিবাদি ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
শায়মা বলেছেন: ভাইয়া ভাবীজিকে বলোনি তুমি যে তোতলা হয়ে মাৎলা কাছ মাৎলা কাছ করছিলে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় কারে চা খাওয়াইলাম ?
শায়মা তুমি আমাকেই তোতলা বানিয়ে দিলে ?
আমার চা ফেরত দাও কইলাম !
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
বেচারা !
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরজুপনি আপুর হাসি দেখে ভাল লাগছে ।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
গেম চেঞ্জার বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম চেঞ্জার ভাই , শায়মার মত আপনিও কি বলতে চান ওইটা আমি ছিলাম ?
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
কল্লোল পথিক বলেছেন: রম্য হলেও সে সময় এমন
অনেক কিছুই ঘটে ছিল।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সইত্য বলেছেন কল্লোল পথিক ভাই । ধন্যবাদ জানবেন ।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বড্ড হাসি পাইল বটে কষ্ট ও লাগল ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদুর রহমান সুজন ভাই , পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
শায়মা বলেছেন: এহ আমার চা, সোনার কাপ, আমার হাত সব চুরি করে আবার আমাকে চা না?????????????
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার চা , সোনার কাপ , সোনার হাত , এত কিছু চোরে নিল !
তোমাকে কেন নিল না ?
তাইলে সামুর ব্লগাররা তোমার খোঁচা খুঁচি থেকে বেঁচে যেতো ।
অবশ্য নিলেও তোমার জালায় অতিষ্ঠ হয়ে চোর ব্যাটা তোমাকে আবার সামুতে ফিরিয়ে দিয়ে যেতো
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
লিও কোড়াইয়া বলেছেন: ভাইয়া, মনযোগ দিয়ে পড়তে গিয়ে কমেন্ট করতে দেরি হয়ে গেল, আমাদেরও একটু চায়ের ব্যবস্থা কইরেন !
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে প্রথম এলেন , চা আপনার এমনিতেই পাওনা ।
নিন তাড়া তাড়ি খেয়ে নিন ।
একজন আছে কাপ দেখলেই বলে হের !
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
শায়মা বলেছেন: ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯ ০
লেখক বলেছেন: তোমার চা , সোনার কাপ , সোনার হাত , এত কিছু চোরে নিল !
তোমাকে কেন নিল না ?
তাইলে সামুর ব্লগাররা তোমার খোঁচা খুঁচি থেকে বেঁচে যেতো ।
অবশ্য নিলেও তোমার জালায় অতিষ্ঠ হয়ে চোর ব্যাটা তোমাকে আবার সামুতে ফিরিয়ে দিয়ে যেতো
কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এত বড় কথা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দাঁড়াও দলবল আনছি এখুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দাঁড়াও দলবল আনছি এখুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার ছুরি যাওয়া কাপগুলিও মনে হয় দল বল নিয়েই সংগ্রহ করেছিলে !
সুতরাং যে পথে এসেছে , সে পথেই গেছে । দুস্খ পাইওনা ।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা...... বিনোদিত হইলাম। আগে রাইত বিরাইতে মাছ নিয়ে গেলে নাকি ভূতে ধরতো, তাই রান্না করার আগে মাছের মুখে আগুন দিতে হইতো। এহন তো দেখি পুলিশেও ধরে। পুলিশে ধরলে মাছের মুখে কী দিমু??
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিগন্ত জর্জ ভাই , তেনারা পুলিশ নন আর্মি ছিলেন ।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
তুষার আহাসান বলেছেন: মজা পেলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুষার আহাসান , আপনাকে ধন্যবাদ ।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর! সাধু, সাধূ!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই ।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: হায়রে মিরু !! হা হা হা !!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিরুর জন্য দুস্ক আবার মজাও নিলেন ?
ধন্যবাদ কথন ভাই ।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
হাসানুর বলেছেন: বহু দিন পর সামুতে দুক্লাম । লেখা ভাল হইছ.।.।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই হাসানুর ভাইকে অনেক দিন পর দেখছি ।
আমার পোস্ট দিয়েই বউনি করলেন নাকি ?
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: উমমহুমহুম....মাছের গন্ধ !!
মজা পাইলাম। +।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রান্না করা মাছের হইলে আমার আপত্তি নাই সুমন ভাই ।
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
-দীপু বলেছেন: মাছ ফেরত দিয়েছে শেষে ? আপনার বন্ধু ভাগ্যবান মনে হচ্ছে ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্পের জন্য তার বিয়ে ছুটে যায়নি , আর আপনি বলছেন ভাগ্যবান
প্রথম আসা ও মন্তব্যের জন্য ধন্যবাদ দীপু ।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা
আহারে বেচারা।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেরদৌসা রুহী , আসলে ঘটনা মর্মান্তিক , উপস্থাপনটা একটু রসালো এই যা !
ধন্যবাদ রুহী ।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
কথাকথিকেথিকথন বলেছেন: এটা মজাদার দুঃখ । তাই দুইটাই নেয়া যায় !!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথন , কিছু কিছু ঘটনা দুঃখজনক হলেও আমরা সেখান থেকে মজা নিতেই অভ্যস্ত ,
একজন মধ্যবয়স্ক লোক যখন আছাড় খেয়ে কাদায় গড়াগড়ি যায় এটা অত্যান্ত দুখজনক হলেও সবাই দুখের চেয়ে মজাটাই বেশি
উপভোগ করে ।
সুতরাং কোন ঘটনা থেকে মজা ,দুঃখ দুটোই নেয়া দোষনিয় নয় ।
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমনের লগে এইরাম মাছের বাস ক্যা ? ঘটকে কইলো রড সিমেন্টের দোকান !
ওরে আল্লারে ! আমার কপালে বুঝি এই ছিল গো ------
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব কাহিনি শুনে , মাঘ মাসে মিরুর বউ মিরুরে শিংমাছ ডলা দিয়ে গোসল দিয়েছিল । বাকি রাত সে আগুন পোহাই কাটাই দিয়েছে
আর আপনি কিনা হাসেন ভৃগু ভাই ?
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
অতঃপর হৃদয় বলেছেন: মুই এইলা কি শুননু, মুই তো হাসতে হাসতে শ্যাষ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশি হাসিলে অতঃপর হৃদয় খানা ফেইল করিয়া বসিতে পারে ।
২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
প্রামানিক বলেছেন: হায়রে কপালরে কিলও র্খাইল, মাছও গেল, বউও হারাইল। আন্নের গল্প হড়ি শ্বশুর বাড়ির গুষ্ঠি কিলাই, আই আর বড় মাছ নিতান্ন।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না না প্রামানিক ভাই , মাছ নেন সমস্যা নাই , শুধু গায়ে যেন গন্ধ না লাগে । তাইলে ভাবী ভাববো
দুর্মূল্যের বাজারে সাইড বিজনেস শুরু কইরা দিছেন
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
গেম চেঞ্জার বলেছেন: যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব !
শিরোনাম তো এইটাই। তাইনা?
দুঃখ পাইয়েন না ভাউ। ভাবি তো আর তালগোল পাকায় নাই। তাইনা?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিরু যদিও ছদ্ম নাম , তবে সেটা আমি নয় । দরকার হইলে কিরা কাটমু গেম ভাই
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
গেম চেঞ্জার বলেছেন: কিরা কাটা আবার কি জিনিস........ চিনলাম না....
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ বলে না ? আল্লার কসম !
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
গেম চেঞ্জার বলেছেন: ওঃ তা বুইলতারেন ভাউ........ আমরা মানছি না...... তারহরেও........
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনা লোক যদি এইভাবে হাঁটে মোটকা ভাঙ্গে ?
আসেন গেম ভাই মিল্লা ঝুইল্লা যাই !
কি খাবেন ? চা না আইসক্রিম ?
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
নীলসাধু বলেছেন: বাহ। বেশ।
মজা পেলাম।
ভাল থাকবেন। শুভেচ্ছা -
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পাওয়ায় আনন্দিত ! আপনাকেও শুভেচ্ছা নীলসাধু ।
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
সাহসী সন্তান বলেছেন: ব্যাপুক রম্য ভাই! পড়ে হাসবো না কাঁদবো বুঝবার পারতাছি না?
শুভ কামনা জানবেন!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটার মাঝামাঝিতে ঝিম মাইরা থাকেন সাস ভাই
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও হাজিরার জন্য অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই ।
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
আহসানের ব্লগ বলেছেন:
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগিং ভাই ।
৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: ভয়ের চোটে কাৎলা হয়ে গেল মাৎলা।। নিজের অজান্তেই হেসে ফেললাম।। ধন্যবাদ ।। রম্য রম্যর মতই হয়েছে।।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী ।
৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: -মাৎলা কাছ স্যার , মাৎলা কাছ ----------- হা হা হা !!!
অনেক ধন্যবাদ লিয়াস গিটন ভাই!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিয়াস গিটন ???
বীথির মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ ।
পোস্টের শ্রেষ্ঠ মন্তব্যের জন্য ধন্যবাদ কামরুন নাহার বীথি ।
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
উল্টা দূরবীন বলেছেন: হো হো হো হু
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ দূরবীন ।
৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
সুপান্থ সুরাহী বলেছেন: ব্যায়াফক বিনুদুন পাইলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপান্থ সুরাহী ।
৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩
অতঃপর হৃদয় বলেছেন: আবারো পড়লাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারও হাজিরা দেয়ায় বুঝলাম অতঃপর আপনার হৃদয় ফেল করে না ।
আবারও ধন্যবাদ ।
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, আপনি কি শিওর যে আপনার gall bladder ঠিক মত কাজ করে আপনার প্যান্ট কে বাঁচিয়েছিলো? ওহ, বাই দা রাস্তা; ওটা যে আপনি ছিলেন তা আর বলা লাগবে কি?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্যান্ট বাঁচানোয় পিত্ত থলির কোন ভুমিকা থাকার কথা নয়
আমি আপনার মান ইজ্জত রক্ষার্থে ছদ্ম নাম ব্যবহার করলাম , আর আপনি কিনা উল্টো আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন ?
৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
মেঘপিয়ন বলেছেন: বেচারা কাতলা মাছ! !!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মেঘপিয়ন ।
৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
রিকি বলেছেন: সেনাবাহিনী তখন মূর্তিমান আতংক । মিরুর দুই হাটুর কম্পন তার নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে ।
- এটা কি ?
মিরু বললো কাতলা মাছ । বলার পর আশ্চর্য হয়ে লক্ষ্য করলো তার মুখ নড়েছে ঠিকই কোন শব্দ বেরোয়নি ।
- বোবার ভান ?
- ঠাশ !!!
-মাৎলা কাছ স্যার , মাৎলা কাছ ।
ভাই এই পোস্ট আমি কাল রাতে পড়েছি, মন্তব্য দেয়া হয়নি। মাৎলা কাছ, কাতলা মাছ রক্স !!!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে কমেন্ট করায় আনন্দিত !
ধন্যবাদ রিকি আপু ।
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
অগ্নি সারথি বলেছেন: রাতে নতুন বউ কয় , আমনের লগে এইরাম মাছের বাস ক্যা ? ঘটকে কইলো রড সিমেন্টের দোকান !
ওরে আল্লারে ! আমার কপালে বুঝি এই ছিল গো ------
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুস্কের কাহিনীতেও মানুষ মজা নেয় , অগ্নি সারথি ভাইও দেখি সেই দলে !
৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
জুন বলেছেন: আমনের লগে এইরাম মাছের বাস ক্যা ? ঘটকে কইলো রড সিমেন্টের দোকান
হু গায়ে তো সিমেন্টের গন্ধ থাকার কথা গিয়াস লিটন ।
অনেক মজা লাগলো যাপিত রস
+
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না জুন আপু , সিমেন্টের গন্ধ না থাকলেও সমস্যা নাই ! কিন্তু মাছের গন্ধতো নতুন বউ মাইনে নেবে না
৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
আবু শাকিল বলেছেন: বেশ মজার ত।
বিশেষ করে মাছের নাম টা ব্যাপক আনন্দ দিছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই ।
৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: অাহারে! এত দামি মাছটা...! কষ্ট লাগলো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাছ গেছে যাক !
মিরু যে যমের হাত থেকে ফিরে এল , সেটাও কিন্তু কম আনন্দের নয় !
৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
নেক্সাস বলেছেন: হাহাহাহহা..।
লিটন ভাই আপনার বাড়ি কি মুতিগন্জ না ব্ক্তার মুন্সী?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেকটু দক্ষিনে । আপনি কি ভাবে চিনেন নেক্সাস ভাই ?
৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
রানার ব্লগ বলেছেন: অনেক মন্তব্য, এত্তো মন্তব্যের ভিড়ে হারিয়ে গেছি। কি লিখব বুজতে পারছি না।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ার পর চিহ্ন রেখে গেলেন এইই যথেষ্ট ! আপনাকে ধন্যবাদ রানার ব্লগ ।
৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
লাবনী আক্তার বলেছেন:
আপনার রম্য লেখাগুলো পড়ে বরাবরই মজা পাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাবনী , আপনাকে অনেক দিন পরে দেখলাম ।
কেমন আছেন ?
৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
গেম চেঞ্জার বলেছেন: চাও না, আইসক্রিমও নাহঃ
আমি ঘুষ খাই না। তয় স্পিড মানি মোটা অংকের হইলে.......
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘুষের আরেক নাম 'স্পিড মানি', এটি দেয়া নেয়া অবৈধ নয় ...
এটা আমাদের অর্থ মন্ত্রীর বয়ান , স্পীড মানি নাকি সামন্ততন্ত্রের ফিউডাল সার্ভিস চার্জ।
তাই বেঁচে গেলেন ।
নইলে আপনার ঘুষ চাওয়ার এই লিখিত প্রমান দেখিয়ে দুদকে ফাঁসিয়ে দিতাম
৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
গুলশান কিবরীয়া বলেছেন: মাছের লেইঞ্জা নিয়ে শ্বশুর বাড়ী গেলে নব বধূ তো ঘর থেকে বের করে দেয়ার কথা ।
বেচারা মিরু ! মায়াও লাগছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুলশান কিবরীয়া , হাহাহাহাহা যাক মিরুর দুঃখটা আপনি বুঝলেন ! ধন্যবাদ জানবেন ।
৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: দুটার মাঝামাঝিতে ঝিম মাইরা থাকেন সাস ভাই
-নেশার লাটিম ঝিম ধরেছে...........!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিশ্র অনুভূতি আর কি সাস ভাই ।
তবে বেশি ঝিম মাইরা থাকলে , মিরুর কাছে তালাশ করা পুরিয়া গুলি আপনার কাছে আছে বলে তেনারা মনে করবো ।
৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
নেক্সাস বলেছেন: বলেন কি? দেশি ভাই। আমার বাড়ি যে আপনার বাড়ির পিছনে
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি বলেন নেক্সাস ? কোথায় ? আমি এই পর্যন্ত ফেণীর দক্ষিনের কাউকে সামুতে পাই নাই !!!
৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
সুলতানা রহমান বলেছেন: বউ কি ভাবলো মাছের দোকান?
বউ চিল্লাচিল্লি তো করবেই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: sultana rahman আপনি ঠিক ভেবেছেন , বউ ভাবছিল সে একটা মাছের দোকানি ।
৫০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
নেক্সাস বলেছেন: হাহাহাহাহ লিটন ভাই ফেবুতে এড মারেন কইতাছি
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার নাম দিয়ে সার্চ দিন ।
৫১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
বিদ্রোহী সিপাহী বলেছেন: অতীব দুঃখজনক ঘটনার বিবরণে ব্যাপক বিনোদন!!!
হাসি আটকাতে পারলাম না ভাই (মুচকি হলেও)
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী সিপাহী , একা একা হাইসেন না ভাই , মানুষ অন্য কিছু ভাববো
৫২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
নেক্সাস বলেছেন: আপনারে নক দিছি
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিরুল ?
৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
নেক্সাস বলেছেন: আমি ফরহাদ থেকে এড দিছি দেখেন
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নামে তো ১১৬ রিকুর ভিতর কাউকে পাচ্ছিনা , তবে আপনার সৌজন্যে আমি সবাইকে এড করে নিয়েছি । দেখুন আপনি আছেন কিনা ?
৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
নেক্সাস বলেছেন: আমি ম্যাসেজ দিছি। ইনবক্স দেখেন
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসে নাই , এই নামে সার্চ দিন Gias Uddin Liton
৫৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
নেক্সাস বলেছেন: দিছি। আপনার কোলে বেবি আছে। কবুতরের প্রতিযোগীতার খবর আছে। আপনি দেখেন আমার আই ডি আমি ফরহাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব ঠিক আছে , কিন্তু রিকু বা ইনবক্সে কিছু পাইনি /
৫৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
নেক্সাস বলেছেন: Ami Farhad লিখে আমাকে সার্চ করেন
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইবার পাইছি ! বেশ ভাল লাগছে ।
৫৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাৎলা কাছ!!!.... হাহাহা!
কিন্তু অবশেষে লেখাটি বেদনাদায়ক রম্য হয়ে গেলো
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠানতে কমেন্টে অনুপ্রাণিত ! অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই ।
৫৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
দর্পণ বলেছেন: মাছের বাস? হাহা কি কপাল আপনার ভাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দর্পণ ভাইও আমারে ভুল বুঝলেন ?
৫৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
ধমনী বলেছেন: রম্য সুন্দর হয়েছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধমনী ভাই ।
৬০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন: হাহা! মজার। তবে একটা জিনিস দেইখা টাশকি খাইলাম। মাদক ব্যবসায়ীরা তাহলে মাছের পেটেও পুরিয়া নিয়ে চালান দেয়! হোয়াট্টা ক্রিয়েটিভিটি!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারবারিরা ওই কাজে নিজের পেট ,মাছের পেট , বউএর পেট কোন পেটই বাদ দেয় না ।
''পুরিয়া'' বিষয়টা অনেক পাঠকই ধরতে পারেন নি , আপনি কিভাবে পারলেন হাসান মাহবুব ভাই ।
যোগাযোগ আছে নাকি ?
৬১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
হাসান মাহবুব বলেছেন: কমু ক্যা?
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অক্কে অক্কে কইতইবনা , ভেষজ টা হইলে একটু এইদিকে পাস কইরেন !
৬২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বাংলাদেশের অঞ্চলিক ভাষা বোঝতে অসুবিধা হয় ।
যতটা বুঝলাম রসময় ভাল
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেবজ্যোতিকাজল দাদা , ওয়েস্ট বেঙ্গল থেকে লিখছেন বুঝি ?
তবে কি দাদা , আমরাও আপনাদের ভাষাটা বুঝিনা !
যেমন আপনার প্রোফাইল পিকচারের ড্রাইরী শব্দ টা ।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা ।
৬৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: হ্যাঁ ,আমার বাড়ি পশ্চিমবঙ্গে । চণ্ডালের ড্রাইরী নামে সামহোয়্যারে আমার আইডি উৎসর্গ করেছি চণ্ডাল যেমন মৃত সৎকার করে মানুষকে মুক্ত করে আমিও চেষ্টা করব লিখনীর মধ্যে মানুষকে সঠিক পথ দেখাতে পারিনিজেকে ধন্য মনে করব
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উদ্দ্যেশ্য মহৎ ।
আমি আপনার লিখা ড্রাইরী শব্দটায় দৃষ্টি আকর্ষণ করছিলাম ।
এই শব্দটির মানে কি ?
ও হ্যাঁ , সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
৬৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: যে খাতায় দিনলিপি লেখা হয়
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু মনে করবেন না দাদা , শব্দটা Diary - ডায়েরী ।
অবশ্য আপনাদের সাহিত্যিকরা যা লিখে তাই আমরা গিলি !
৬৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: হু
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে এখানে দেখে আসলেই ভাল লাগছে , ওখানকার আপনার জানা পরিচিত আর কেউ এখানে লিখে ?
আমি আপনাদের কফি হাউজে নিয়মিত চোখ বুলাই ।
৬৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন:
য়াসগি উনদ্দি টলিন , আম্নের ল্যাহা পইড়রা আর আর্মিগো নাম হুইন্না আম্নের নামও উল্ডাইয়া গ্যাছে । সিমেন্টের ব্যাবসা তো হেইর লইগ্গা অক্ষরগুলা সিমেন্টো আটকাইয়া গ্যাছে । পারলে ছুডাইয়া নিয়া ঠিক কইররা পইড়রেন ।
মব্যন্ত আর রকবার পালারম না ............... আবারো আউলাইয়া ছেগ্যা ...
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় ! হায় !! আপনি এইটা কি করলেন মিরু ভাই ? (আপনি যে আর্মিরে ডরান তা আমি জানি । তবুও আপনার সন্মানে পোস্টে আপনার নাম না দিয়ে ছদ্ম নাম ব্যবহার করেছি )
আমার নামটারে দেখি একেবারে গম ভাঙানি মেশিনে দিয়া আউলা খাউলা কইরা দিলেন ।
এত পরে পোস্টে এলেন ?
আপনাকে অনেক ধন্যবাদ আহমেজ দি এস ভাই
৬৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভুল ধরে দেওয়ার জন্য ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এজন্য ধন্যবাদ দেয়ার কি আছে কাজল দা , আমরা আমরাই তো !
৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
এহসান সাবির বলেছেন:
শুভ সকাল ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ সকাল এহসান ভাই
৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
তিমিরবিলাসী বলেছেন: ভয়ে কাৎলা মাৎলা হয়ে যেতে পারে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয় পেলে মেমোরি এন্ড লজিক এলোমেলো হয়ে যায় , তখন তিমিরবিলাসী হয়ে যেতে পারে ''বিমিরতিলাসী'' ।
ফান করলাম ভাই ! অবশ্য আপনি প্রথম এলেন , শোভন হচ্ছে কিনা বুঝতেছিনা ।
আপনি আমাকে অনুসরণে নিয়ে লজ্জায় ফেলে দিলেন !
শুভ কামনা জানবেন তিমিরবিলাসী ।
( আপনার নিক দেখে একটা গান মনে এলো - আঁধার আমার ভয় করেনা আমাকে আঁধারে থাকতে দাও )
৭০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
তিমিরবিলাসী বলেছেন: একটু ফান না করলে যে কোথাও ভাল থাকা যায়না। একটু আনন্দের জন্য করাই যায়।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু ফান না করলে যে কোথাও ভাল থাকা যায়না। একটু আনন্দের জন্য করাই যায়। সুন্দর বলেছেন !
অসংখ্য ধন্যবাদ তিমিরবিলাসী ।
৭১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
নিমগ্ন বলেছেন: ছক্কা মারছেন ভাইডি........ অনেক ভাল রম্য লিখেন আপনে
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি শুধু শুধু বাড়িয়ে বলেন নিমগ্ন ভাই !
৭২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
লালপরী বলেছেন: হা হা হা মাৎলা কাছ ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ , ইমোটিকন ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ লাপলরী
http://s3.amazonaws.com/somewherein/pictures/sunn/sunn-1449677482-6626e9c_xlarge.jpg
৭৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
তুষার কাব্য বলেছেন: ব্যাপক বিনোদন!!!
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে ব্যাপক ভাল লাগা ।
৭৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: -- রাতে নতুন বউ কয় , আমনের লগে এইরাম মাছের বাস ক্যা ? ঘটকে কইলো রড সিমেন্টের দোকান !
ওরে আল্লারে ! আমার কপালে বুঝি এই ছিল গো ------
-- ইয়া তুঁই কিয়া কইলা বউ, জলহরীর লগে থাইকলে শইল্লেত্তুন মাছের বাস বাইর অইতনো তো কি আতরের বাস ছুইটবোনি?
-- যাহহহহ,,,,,আন্নে খালি বেশি বেশি
(কাঁপতে কাঁপতে মোমবাতি নিভে পড়ে গেলো...............স্ক্রিনে দুটি গোলাপের কোলাকুলির দৃশ্য)
তুমি ভায়া চিজ ভারি
ওরে বাপরে বাপ;
শিরোনামেই মুন্সিয়ানার
সেকি ওস্তাদি ছাপ।
''আপনার তাৎক্ষণিক ছড়া লিখার দক্ষতায় আমি মুগ্ধ''
খবরদার ফের বলি
নয় সে পুরান কাঁসুন্দি;
একি কথা শুনে শুনে
বুক চাপরাইয়া কান্দি।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি ভায়া বাড়িয়ে বল
বড়ই গুলবাজ ।
পাম্প দাও হর হামেশা
পরশু কিংবা আজ ।
ছড়া'য় তোমার দক্ষতায়
রিয়েলি আমি মুগ্ধ ,
ভুল নয় একচুল
পুরোটাই শুদ্ধ !
৭৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ভাল লাগলো। ব্যপক মজা পাইলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবীর , আপনার মন্তব্যও ভাল লাগলো । শুভ কামনা জানবেন ।
৭৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: এই পোস্ট মিসাইলাম কেম্নে!
জোশ হইছে
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সূর্যের আলোয় কি আর জোনাকির আলো চোখে পড়ে ?
লাফাঙ্গা ফ্রেন্ডের স্ট্যাটাস খান আমার বড়ই পছন্দ হইছে , ওটার একটু প্যারোডি করে কোথাও ব্যবহার করতে চাই ।
অবশ্য লিখায় আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে ।
অনুমতিখান যে দিতে হয় ভাইডি !!!!
৭৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
মুদ্দাকির বলেছেন: হাসলাম কষ্ট ও পাইলাম!!
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুদ্দাকির ভাই , কমেন্টে মিশ্র অনুভূতির জানান দেয়ায় আপনাকে ধন্যবাদ ।
৭৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪
আরণ্যক রাখাল বলেছেন: অবশ্যই জনাব| যেহেতু আপনি লিখবেন কোন চিন্তা নাই| যা ইচ্ছা ব্যবহার করেন| তাড়াতাড়ি কি লিখবেন লেখেন| আপনি লিখলেই রস চুইয়া চুইয়া পরে
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরণ্যক রাখাল ভাই , বহুত শুকরিয়া ! আবার শরমিন্দাও !!!
৭৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭
অজানা তীর্থ বলেছেন: ভাই জামাই মিষ্টি না নিয়া মাছ নিল। হেতে দেখি আগের যুগের জামাই.।.।.।
১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টিও নিয়েছে হয়তো !
আমাদের এই গল্পে মিষ্টির কোন ভুমিকা নাই , তাই আলোচনা হয়নি ।
ধন্যবাদ অজানা তীর্থ ।
৮০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
চোখের কাঁটা বলেছেন: বিয়াপক রুম্য ভাউ? হাইসালচি! তয় কাৎলা মাছের নাম মাৎলা এর আগে জিন্দেগিতে হুনিনাইক্কা! বহুত মজ, পিলাচ লইউন যে!
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয়ের সময় 'চোখের কাঁটা'ও হয়ে জেতে পারে 'কোখের চাঁটা' ।
আপনার পিলাচ সাদরে গৃহীত হইল ।
শুভ কামনা জানবেন ।
৮১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে
জোসস....
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
শায়মা বলেছেন: -মাৎলা কাছ স্যার , মাৎলা কাছ ।