নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কাজের লোক / একটি এক্সপেরিমেন্টাল প্যারোডী ।

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯





‘’কি করি কি করি
কোথা যাও পড়ি মরি
দাঁড়াও না একবার ভাই।''
‘’গুলশানের বিয়ে আজি
ডাকতে যে যাই কাজী
দাঁড়াবার সময় তো নাই।''



“শায়মা পাখি, শ্যামা পাখি,
কিচি-মিচি ডাকি ডাকি'
কোথা যাও বলে যাও শুনি?''
“এখন না ক'ব কথা,
ভাঙ্গবো আগে গেমু’র মাথা,
তারে মেরে হব আমি খুনি।‘’



“ফাতেমা ছবি, ফাতেমা ছবি,
দল বল ছাড়ি সবই
কোথা যাও, যাও বোন বলি।‘’
ভৃগুর সন্ধান চাই
লাঠি হাতে খুঁজিতেছি তাই
তারে পেলে দেব নর বলি।‘’


(মুল কবিতা- নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের লোক’)


মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: লিটন ভাই একি করলেন। সামুর নারীবাদিরা তো মাইন্ড খাইবো!!! :) :)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারীরা লাঠি শোঠা নিয়া ঘুরছে , এতো নারীবাদিদের পক্ষে , খেপবো ক্যান বিলিয়ার রহমান ভাই :)

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


২২ বছরের নীচে বয়সের কাউকে চাকরাণী, বা চাকর হিসেবে রাখা যাবে না; এসব দরিদ্রদের পড়ানোর ভার সরকারের।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনফরমেটিভ কমেন্ট ! অনেক ধন্যবাদ গাজী ভাই ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইর পক্ষ থেকে ভাঙ্গবো আগে গেমু’র মাথা, হুমকির বিরুদ্ধে ১০৭ ধারায় মামলা করে গেলাম!! (খিক খিক..)

শুনানিতে ডাইক্কেন!! :) :)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসামী কে ? সেইটা কইলেন না ?

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

লিটন ভায়া করছেন কি?

ফাটাফাটি :) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসবনা আর ছড়া পড়ে
দেখব এবার লিটনদারে
কেমন করে লিখে এমন
ছন্দ ছড়া সুন্দর করে;)

+++++++++++++++


০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসবনা আর ছড়া পড়ে
দেখব এবার লিটনদারে
কেমন করে লিখে এমন
ছন্দ ছড়া সুন্দর করে;)

একদম ফাটিয়ে দিয়েছেন ভৃগু ভাই ! আমার মাথায় ছন্দ টনদ আসেনা , আবার আপনাদের ছন্দ দেখে বসে থাকতেও পারিনা ।তাই নকল করা শুরু করলাম, একে বারে বড় কবি ধরেই শুরু =p~

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহহাহাহা

ছড়ার উত্তর পরে দিতাছি

তবে ভৃগু দার সন্ধান আমি জানি

লাঠিটা হাতে রাইখোন যে হাহাহাহাহ

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাঠির ভয়ে ভৃগু দা আগে ভাগেই হাজিরা দিয়ে গেছেন , আপনিও এসেছেন দেখি ।
আসেন ভেজালটা মিটমাট করে দেই ।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০১

বোরহাান বলেছেন: হে হে হে :v মজা প্যালুম!

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বোরহাান ।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




কি এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন ????

লাঠি দিয়ে নর বলি হয় কিনা ? :(
ফাতেমা ছবিকে দিয়ে ভৃগুকে খুঁজে বের করতে পারা যায় কিনা যাতে পুরোনো কোনও শত্রুতার শোধ নেয়া যায় ? :P

আপনার বাড়া ভাতে ছাই দিয়েছে বলে শায়মা আর শ্যামাকে দিয়ে গেমু’র মাথা ভেঙে যায় কিনা ? :((

গুলশানের বিয়ের কাজী খুঁজে না পেলে তার বিয়েটা ভন্ডুল হয়ে আপনার রাস্তা পরিষ্কার হয় কিনা ? =p~

তয় কোনও কাম না থাকলে আফনে যে বেশ আকামের লোক হেডা বুইজ্জা ফালাইছে পাবলিকে .....। B:-/

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করির , গুলশানের বিয়ে সংক্রান্ত এক ফান ছড়ার রেশ ধরে এই পোস্ট ।
আপনি দেখি এক্সপেরিমেন্টের সব গুলাই ধরে ফেলেছেন :P
লোক চিনতে আপনার অনেক দেরি হয় দেখছি :(

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ বাহ চমৎকার।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ইমারান আল হাদী ।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ বাহ চমৎকার।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০

গেম চেঞ্জার বলেছেন: খিক খিক =p~ =p~

আসছি রণপ্রস্তুতি সহকারে ;)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে খোঁজা হচ্ছে , আপাতত গা ঢাকা দিয়ে থাকেন গেমু ভাই । অবশ্য আপনার হয়ে বিলিয়ার ভাই জননিরাপত্তা আইনে মামলা ঠুকে দিয়েছেন । =p~ =p~

১১| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আসামি শায়মাপু!!! হুমকিতো তিনিই দিছেন, নাকি?? :) :)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সত্য ! আমি সাক্ষী আছি =p~ =p~

১২| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫ এর কমেন্ট পড়ে...

গানটা মনে পড়ে গেল...

আমি চিনিগো তোমারে চিনি.......

রবি ঠাকুর এত্ত আগে কেমনে জানত;) ?

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গানে দেখি চিনি, গুড় এসবের কথা ! আমি কিছুই বুঝলাম না ।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

বিলিয়ার রহমান বলেছেন: @ভৃগু ভাই লাঠি দিয়া নরবলি দিবে কইসে বইল্লা মনের সুখে গান গাইতেছেন!! :)

আমি কিন্তুক আপনারে সাবধান করতেসি!! :-B নারী আততায়ী বলে কথা!! :P

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আবার কি দোষ করলাম , আমারে সাবধান করছেন ক্যান বিলিয়ার ভাই?

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭

বিলুনী বলেছেন:



চমৎকার এক্সপেরিমেন্ট, প্রাপ্তি এখন পর্যন্ত : মন্তব্য/ পাঠক = ২৬/৬৮
ন্ট্রাইকিং রেট ৩৪পারসেন্ট, পোস্ট এর দিক হতে সেরা একখান প্যরোডি ।
ধন্যবাদ সামুর পাতায় একটি অনুকরনীয় ব্লগিং , শুরু করুক সকলি !!!!!

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট না , আমার পত্রিকায় ছাপানো প্রথম লিখা ছিল প্যারোডী , তাই দেখতে চাইলাম ব্লগে এটা যায় কিনা ! আপনাকে ধন্যবাদ বিলুনী ।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখা কিছু আসছেনা , তাই আপনাদের সাথে আছি বুঝাতে এই পোস্ট । ধন্যবাদ কবি ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

মার্কো পোলো বলেছেন:
গেমু ভাই আসতেছে কিন্তু, মামলা সহকারে। :D ১০৭ ধারায় মামলা। :P

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কুনু অসুবিধা নাই , আমি এক নম্বর সাক্ষি :D:D

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২২

রক্তিম দিগন্ত বলেছেন:
খাইছে!! কী জ্বালাময়ী প্যারোডি!

পিঠে ছালা বান্ধেন। মাইরা রেডি হইতাছে নিশ্চিত। পিঠে ছালা বাইন্ধাও মনে হয় রেহাই পাইবেন না। আইজকাইল কার মানুষ চালাক হয়া গেছে। সামনে দিয়াই অ্যাটাক করব!!!

=p~ =p~

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমারে হুমকি দিলেন ? মার্কো পোলো র সাথে আলাপ করে দেখি আপ্নারে কোন ধারায় ফাঁসানো যায় =p~ =p~

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়িমরি না ছুটে কি
উপায় আছে কোন?
শায়মাপু,গেমু বদ
পিছে লাগে দুনো।

ভেঙ্গে দাও,ভেঙ্গে দাও
গেমুটার মাথা;
ইতিহাসে রবে লিখা
এ বিজয় গাঁথা।

ডাইনির মাথাতেও
দিও বাড়ি জোরে;
এক বাড়িতেই যেনো
বনবন ঘুরে।

নরবলি দেবে শুনে
ভৃগু মারে চম্পট;
হাঁপ ছাড়ে আপুসব
ভাগে শুনে লম্পট।

ছবিপুরে ক্যান জানি
করি খালি মিস;
বয়ফ্রেন্ড হতে তার
শখ ভারী ইশশশশ................. :P

জানোইতো আজ সাঁঝে
গুলশানপি'র বিয়ে;
পরে কথা হবে বাপু
বিজি আয়োজন নিয়ে।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
গেমু’টার মাথা ভাঙলে
তার বউ হারাবে স্বামী
তুমি কিন্তু হবে জেনো
এক নম্বর আসামী ।

ডাইনী বলে কারে তুমি
করলে সম্ভোধন
অনুমান করছি সে যে
সামুর গুপ্ত ধন !

ভৃগুকে যা বলছো ঠিক নয় তা
তিনি সামুর ভদ্রলোক
জানি তাঁকে লাইক করে
এই ব্লগের আপু’সব ।

গুলশানাপুর বিয়ে শুনে
হলাম অনেক প্রীত
আচ্ছা ভায়া তুমি এখন
জীবিত না বিবাহিত ?

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা। :)
নরবলির সময় ডাক দিয়েন। সেল্ফি তুইলা ফেবু তে দিমু।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বুঝি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়ার অপেক্ষায় আছেন ?

২০| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা, মজার ছড়া।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ দিগন্ত , অনেক ধন্যবাদ ।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা, ব্লগেও দেখি মারমার কাটকাট পরিস্থিতি বিরাজমান !!

ব্লগীয় আবেগ উচ্ছাসের চমৎকার আয়োজন ।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো কথন । ধন্যবাদ জানবেন ।

২২| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

হাহা
ছন্দে বেশ মজা পেলাম।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আরজু পনি ।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

পুলহ বলেছেন: জটিল হাহাহা

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পুলহ ।

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ হয়েছে লিটন ভাই!!! পারেনও বটে ---- =p~ =p~

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কামরুন নাহার বীথি ।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঐ ভায়া কি করি
বলতো তোমায় নিয়ে কি করি???

শত্রু না মিত্র না জেনেই হামলা
খাও তবে বসে বসে যতখুশি মামলা ;)
আমি মরি তার সনে ভেবে ক্ষনে ক্ষনে
তিনি আছেন সর্বদা মোরে বাঁশানে :((

সবারই যদি ভাঙ্গ মাথা
তবে রইবে বাকী কে?
তুমি তখন একলা বসে
কি করি ?-একাই ভাব-বে!!!

লিটনদা চিনল ঠিকিই
তুমি মারো রিভার্স বাউন্স!
বুঝেছি ঘটে মাল কমেছে
উমম.. মিনিমাম এক আউন্স ;)

..-------
লিটন ভায়া লিটন ভায়া
গেল সবে কই
খালি মাঠে এক তরফা
খেলার মজা নাই!!!

শায়মাপু আর ছবিপুরে
ডাকো ডংকা বাজিয়ে
গুলাশানাপু জুনাপিটা
বাদ যাবে ভাই কোন দু:খে?

কি করিরে বলো এমন
সার্জিকাল ষ্ট্রাইক চলবেনা
যুদ্ধ হবে টেরম টেরম
লুকুচুরি সইব না।

নইলে হবে সিজ ফায়ার
এক তরফা খেলায়
মনে পড়ে দিয়া মনি
খেলার মাঝে পালায় ;)

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আপনায় ঠিকই চিনি
আপনি আমার আপনা লোক
কি করি টার সইছে না তা
একাই করে যাচ্ছে শোক !

শায়মা এখন আসেনা আর
ব্লগে মন ভুলে
বানাচ্ছেন বিলাচ্ছেন কেক
ফেসবুকে হাত খুলে ।

ছবি'পু আছেন ব্লগে
আগের ছেয়ে বেশি
উনি খুবই মজার মানুষ
বড়ই হাসি খুশি ।

গুলশানাপ্পি পাত্র খুঁজেন
রানতে গিয়ে বিরয়ানী
না বুঝে কি করিটা
বর খুঁজে হয় হয়রানই ।

জুন আপু আগের মত
আসেন না আর সামুতে
ইবনে বতুতার নাতনী
গেছেন বোধ হয় রামু'তে।

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

পথহারা মানব বলেছেন: হা হা হা....দারুন একখান প্যারডি

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পথ হারা মানব ।

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০

ডঃ এম এ আলী বলেছেন: উত্তম প্যরোডী , স্বার্থক এক্সপেরিমেন্ট। অনেকগুলিই ১০৭ ধারায় আওতায় চলে যেতে পারে বলে মনে হয় । তবে কোন ছাড়াছাড়ি নাই যাকে যে ভাবে বলেছেন সেভাবেই .....!!!!!

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এক্সপেরিমেন্ট সার্থক । অনেক ধনবাদ ডঃ এম এ আলী ।

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: #লিটন ভাই ;)

লিটন ভাই ও লিটন ভাই
কি বলেন ধ্যত্তেরি ছাই
কিবায় যামু বলে ভাই
উবানোর সময় তো নাই।

লাটিখান হাতে দিয়া
ডাকেন ক্যান পিছু পিছু
ভৃগু-রে দিয়াম বলি
বইলে লাভ নাই আর কিছু।

লাটি দিয়া বলি কি
দেয়া যাবে লিটন ভাই?
তয় আপনে সাথে থাইকেন
সাহসের মোর অভাব নাই ;)

মাথায় বাড়ি দুচার ঘা
ঠ্যাং দু ভাইঙ্গা ফালামু
চুপি দিয়া তাকাইলে তার
চক্ষু দুইটা গালামু।

জেল জরিমানা যাই হোক
আপনের উপর দখল যাক
আমি ছবি পালামু গো
মানুষ জোড়ে দিলে হাক।

বলি দেয়ায় আপনার হাত
দেশ দশে সবে জানে
মার খেয়ে দৌঁড়ান এলা
জনতার রোষ বানে।



০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি আপু এগিয়ে চল
আমরা আছি তোমার সাথে
সাহস করে বাড়ি মার
যারে খুশি তার মাথে ।

মামলা হলে ধরবো উকিল
সাথে তদন্ত কমিশন
সেই তদন্তে প্রমান হবে
ভৃগুই দিছে মারার পারমিশন ।

মামলায় হবে জেনো
তুমি নির্দোষ প্রমানই
তার জন্য শুধু একটু
ছাড়তে হবে মালপানি ।

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: #কি করি আজ ভেবে না পাই

বলো কি ভায়া তুমি
আপু ডাকো মোরে
বয়ফ্রেন্ড হতে বুঝি
থাকো খালি ঘোরে।

লিটন ভাইয় কই আপনে
লাঠি একখান চাই
বয়ফ্রেন্ডের ভুত ছাড়াতে
মাইরের উপ্রে ঔষধ নাই।

মিসাও আমায় ভাল কথা
আপু আমি তোমার
কিসব কথা বয়ে কয়ে
বাঁধালে ধুন্ধুমার।

বুঝছি ভায়া মাইর খেতে
রেডি হও এলা
দেখামু আইজ ঘুরিয়ে
বাঁশের লাঠির খেলা।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করির কথা বলবেন না
সে বিরাট লুল !
গরুর লেজ দেখলেও সে
ভাবে নারীর চুল ।

মোবাইলে কল আসলে বলে
ডার্লিঙে কল দিছে ,
স্ক্রিনে লিখা ‘কষাই মনির’
বোল ছাড়ে সে মিছে ।

ছিনতাই করা ফোন নিয়ে
সেদিন এল আড্ডায়
বলে বান্ধবী তার গিফট দিয়েছে
যে থাকে বাড্ডায় ।


সেদিন দেখলাম গালের উপর
কিসের যেন লাল দাগ
‘বান্ধবীর কারবার’ বলে
দেখায় সে দেমাগ ।

‘কাউকে যেন না বলি’
আমায় সে শাঁসায়
পরে জানলাম খবর নিয়ে
কামড়াইছে মশায় ।

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো জমেছে লড়াই
ছবিপুটা লাঠি চালায়
কি করি- কই গেলে ভাই
একতরফা রায় হয়ে যায়!!!!

যুদ্ধ মাঝে গায়েব হলে
গোল পাবে তো অপজিশন
যতই কাঁদ পাবেনা আর
তখন অটো ডিক্লারেশন!

বয়ফ্রেন্ড ভুত নামাতে
এক হয়েছে আপুরা সবাই
বাঁশের মাঝে তেল মেখেছে
সাথে ঝাকড়া মুছো কসাই ;)

ভয় পেওনা আমি আছি
রেসলিং রিংয়ে রেফারি
দেব জিতিয়ে ভয় পেওনা
ভাব রেখো নিওনা আড়ি ;)


০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন নাকি আইলাবিউ
বলছে পাড়ার ফুলিরে
ফুলি আবার সেই কথাটা
বলছে তার বাপ কুলিরে ।

এখন দেখি কুলি আবুল
হুক উঁচাই তারে শাঁসায়
‘কি করির’ মুখে রা সরেনা
কেঁদেই খালি বুক ভাসায় । ;)

দোয়া করেন ভৃগু ভাই
কাটে যেন তার বিপদ
ফিরে আসুক সামুতে সে
আগের মতই নিরাপদ ।।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল এবং আরও ভাল লাগল ছন্দে ছন্দে মন্তব্যগুল । ভাল থাকুন সব সময় ।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টি সীমানা

৩২| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: যাদের নাম দিছেন তারা কাজের লোক হইল কবে? তারা সবাই অকাজের লোক। কেউ লেখে কেউ ছবি তোলে।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , পদার্থ বিজ্ঞানের ভাষায় - কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
এবার আপনিই কন এরা কাজের লোক কিনা ? =p~

৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: #অবজেকশন প্রামাণিক দা....।
লেখালেখির সাথে কাজও করি বটে..। হাহাহাহাহাহাহ-শুনেন
ছবি যদি কাজ বন্ধ করে তবে টেকা পয়সার উঁৎপাদন বন্ধ কিন্তু কইয়া দিলাম....
কাজের লোক আর অকাজের লোকই হন না ক্যারে.. পকেট ফাকা কিন্তু হ্যহ হ্যহ

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই দেখলেন তো ছবিপ্পু কত কাজের লোক !

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: হায় হায় , আমার বিয়ে আমিই জানি না । এদিকে এতো আয়োজন , বিয়েটা বোধ হয় এরা দিয়েই ছাড়বে |-)

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই , বিষয়টা এমন নয় ; শুনলে পাত্রী ভেগে যেতে পারে তাই পাত্রীকে এখনো জানানো হয়নি । =p~

৩৫| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: প্রামানিক বলেছেন: যাদের নাম দিছেন তারা কাজের লোক হইল কবে? তারা সবাই অকাজের লোক। কেউ লেখে কেউ ছবি তোলে।

উচ্চমানের সত্যি কথা!!!

গিয়াস ভাই এদের কাজের লোক বইলা কাজের লোকদের অপমান করছে।

মার্কো পোলা ভ্রাতা - এইডারে কোন ধারায় ফাঁসান যায়??/

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এঁরা খাওয়া, ঘুমানো, গা চুলকানো কোন কাজটা না করে বলেন ?

৩৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯

নীলপরি বলেছেন: অসাধারণ ছড়া ও কমেন্টগুলো ! :) :)

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি ।

৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

আরিয়ান রাইটিং বলেছেন: হা হা হা। আনন্দ পেয়েছি অনেক। :)

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরিয়ান রাইটিং , প্রথম এলেন মনে হয় ?
অনেক ধন্যবাদ জানবেন।

৩৮| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

গেম চেঞ্জার বলেছেন: ব্লগের ঝামেলায় বিরক্ত ছিলাম! তাই মাঠা কাঁপানো গেল না! :||

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্মরণে রেখেছেন দেখে আনন্দিত গেম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.