নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
নিশাত চৌধুরীর অনেক গল্প, উপন্যাস পড়েছি। আমি জানতাম উনি মহিলা! এক দিন পত্রিকায় দেখি উনার ইয়া গোঁফ ওয়ালা এক ছবি! বোম্বে চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্য পরিচালক সরোজ খানকে পুরুষ বলেই জানতাম। পরে দেখি উনি এক নাদুস নুদুস এক মহিলা!
আসলেই নাম দেখে অনুমান করা যায় না কে পুরুষ আর কে মহিলা। কে জোয়ান কে বুড়া। কে কালা কে ধলা!
পান্না ,মুক্তা, আলো,শিল্পি,পাখি,মুন্নি,নুপুর,কচি। জ্বি না এটা আমার সাবেক প্রেমিকাদের লিস্টি নয়। ইনারা সকলেই পুরুষ তাও আমার পরিচিত মন্ডলে!
কানা ছেলের নাম পদ্মলোচন বলে প্রবাদই প্রচলিত আছে। অনুরূপ বাদশা মিয়া ভিক্ষা করে, গরিব আলীর সাত তলা দালান, আশি বছরের বুইড়ার নাম শিশু মিয়া/ খোকা মিয়া, কুচকুচে কালো মানুষের নাম লাল মিয়া।
হাসনাত আব্দুল হাইয়ের সাথে চট্রগ্রাম আর্ট কলেজের শিক্ষক হাসি চক্রবতির সাক্ষাতের সময় নির্ধারন করা হয়েছে । যথা সময়ে হাসি চক্রবতি উপস্থিত হয়েছেন। সেক্রেটারির সাথে কথা বলে তিনি হাসনাত আব্দুল হাইয়ের রুমে ঢুকলেন।
ভদ্র লোককে দেখে আব্দুল হাই বিনয়ের সহিত বললেন, আমি দুঃখিত আপনাকে সময় দিতে পারছিনা, এখন আমার একজনের সাথে সাক্ষাতের সময় নির্ধারন করা, হাসি চক্রবতি, ভদ্র মহিলা অনেক দূর থেকে এসেছেন।
হাসি চক্রবতি ইতস্তত করে বললেন- জি আমিই হাসি চক্রবতি।
এর পরে হাসনাত সাহেবের মনের অবস্থা কি হয়েছিল জানিনা, আমি যা জানি তা হচ্ছে-
এক সময় যায় যায় দিনে লিখতাম। সেখানে লিখার শেষে লিখকের পুরো ঠিকানা দিয়ে দেয়া হত। সেই সুবাদে পাঠকের কাছ থেকে দুএকটা চিঠি টিঠিও পেতাম।
একবার শিল্পী নামে এক জনের কাছ থেকে একটা পত্র পেলাম। শিল্পী আপা সম্বোধন করে উত্তরও দিলাম। কয়েক দিন পর উনার কাছ থেকে ফিরতি আরেকটা পত্র আসে। ------- কয়েক কথার পরে লিখলেন-উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। ইতি- নুরুল করিম শিল্পী।
আমার অবস্থা- মাডি হাডি যাক---!!!
আমাদের দেশের মানুষ আরবি নাম রাখতে পছন্দ করে। এই আরবি নামের কারনে আরব দেশে গিয়ে অনেক কে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। জামাল। আমাদের দেশে প্রচলিত একটি সুন্দর নাম বলেই জানি। জামাল শব্দের অর্থ নাকি ঊট। এই নিয়ে আরবের মানুষ বেশ হাসাহাসি করে।
সম্ভবত ৮৬ সালের এক বাস্তব ঘটনা- আমাদের দেশি এক নব্য ধনী সপরিবারে গেছেন ওমরাহ্ করতে। কোন অবৈধ মাল নেই তার পরও সৌদি ইমিগ্রেশন তাদের আটকে দিল। অভিযোগ তথ্য গোপন, ভুয়া পরিচয়।
নব্য ধনীর নাম আবু ইউসুফ। এর অর্থ ইউসুফের বাপ। এই নাম তাদের মেনে নিতে অসুবিধা ছিল না, সমস্যা হল তার ইউসুফ নামে কোন পুত্রই নেই। একই সমস্যা দেখা দিয়েছে তার স্ত্রী উম্মে কুলসুমকে নিয়ে। উম্মে কুলসুম মানে কুলসুমের মা , অথচ কুলসুম নামে তার কোন মেয়ে নাই!
মেয়েকে নিয়ে আরেক সমস্যা! মেয়ের নাম জাহেরা বিনতে তাহেরা। যার অর্থ- তাহেরার মেয়ে জাহেরা, অথচ মায়ের নাম বলছে উম্মে কুলসুম। টানা হেঁচড়া পড়ে গেল দুই ছেলেকে নিয়ে।
একজনের নাম ইবনে মিজান (মিজানের পুত), আরেকজনের নাম ইবনে কামাল (কামালের পুত)। দুজন নিতান্তই আপন সহোদর। অথচ একজনের বাপ কামাল, আরেক জনের বাপের নাম মিজান। ইমিগ্রেশন কর্মকর্তার পুরাই মাথা আউলা অবস্থা! ক্ষেপে গিয়ে বললেন- ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি?
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথমেই আমার প্রিয় সেলিম আনোয়ার ভাইকে পেলাম, বেশ ভাল লাগছে। অনেক ধন্যবাদ আর শুভ কামনা।
২| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আমি বলতাম মাটি ধ্বসি যাক । মাথা্য় খালি ভূমি ধ্বস। ভূমিধ্বস নিয়ে কাজ করায় এই রকম অবস্থা
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধ্বসি গেলেতো আমি শুদ্ধ পইড়া জামু সেলিম ভাই!!! 'হাডি' (ফেটে) গেলে লাফ দিয়ে গাছে উঠার সুযোগ আছে
তা মোহতারেমা ভাবী সাহেবানের খবর কি?
৩| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মাডি হাডি যাওয়া ধ্বসি যাওয়ার পূর্ব লক্ষন । মনে করেন কোন পাহাড়ের চূড়ায় যদি কোন হাডি যাওয়া দেখেন (ফাটল দেখেন) তাইলে আপনি নিশ্চিৎ বলতে পারবেন পাহাড়টা হাডি বরাবর ধ্বসি যাবে । কম আর বললাম না ।ধ্বসি যাওয়া বললাম । কম কমু কা ।
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কম আর বললাম না ।ধ্বসি যাওয়া বললাম । কম কমু কা এটা বুঝি নাই সেলিম ভাই?
৪| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
'মাডি হাডি যক, কিন্তক আঁই মাডির ভিত্তে যাইতান ন'
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান আঁর মনের কতা বুজ্ঝেইন।
৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে খানিক মজা পেলম ভাই ।
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতেই আমি ধন্য শাহরিয়ার কবীর ভাই
৬| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ওমেরা বলেছেন: দারুন ইন্টারেষ্টিং লেখা ! ধন্যবাদ
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে আমার ব্লগে প্রথম পেলাম, অনেক ধন্যবাদ ওমেরা।
৭| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
নাগরিক কবি বলেছেন: হাসিতে হাসিতে কি মরিয়া যাইব?
০৬ ই মে, ২০১৭ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরূপ দুর্ঘটনার দায় লিখকের উপর বর্তাইবেনা।
৮| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমত হাসির কিছু অনুমান করেই ঢুকেছি গুরু। কিন্তু শেষ স্টেপ পড়ে এত হাসবো ভাবিনি!!!! সত্যিই খুব মজার পোষ্ট হলেও এমনটা কিন্তু প্রতিটি সমাজেই লক্ষ্যনীয়। ভালো লাগলো পোষ্ট। প্রিয়তে রাখবো আমি।
০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নাঈম জাহাঙ্গীর নয়ন ।
৯| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি? ---- মাডি হাডি যাক---!!!
মজা পেলাম। +।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি আমি একটা গোপন সংবাদ দিচ্ছি- আপনি কিন্তু বৌদির চতুর্থ স্বামী
এবার আবার নিজেই বইলেন না।''মাডি হাডি যাক---!!! ''
১০| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১০
ধ্রুবক আলো বলেছেন: হাসিতে হাসিতে কাইত হইয়া গেলুম ব্যাপক বিনোদন +++++
নামের বিভ্রান্তি বহুত বড় বিভ্রান্তি, একটা কথা আছে 'নামে নামে জমে টানে'
০৬ ই মে, ২০১৭ রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন কলিং বেল টিপায় প্রশ্ন করা হল, আপনি কে?
আগন্তক বলল- আসলাম।
- আসলেন তো দেখতেই পাচ্ছি , নাম বলেন?
আসলেই মাঝে মাঝে নাম বড় বিভ্রান্তি ঘটায়।
১১| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। নামের বিড়ম্বনায় আমিও অনেক ধোঁকা খেয়েছি। আমার নিজের নামটাও অনেককে ধোঁকা দেয়। লম্বা চওড়া নাম তো! কেউ বলে, আবুহেনা মোস্তফা কামাল, কেউ বলে আশরাফুল ইসলাম হেনা ভাই, কেউ বলে আবুহেনা আশরাফুল। বিভিন্ন ভাবে সম্বোধিত হতে অবশ্য আমার খারাপ লাগে না। এত লম্বা নাম ধরে ডাকতে গিয়ে মানুষ একটু উনিশ বিশ তো করবেই। তবে হেনা ভাই বা আবুহেনা ভাই বললে ঝামেলা থাকে না।
উপভোগ্য লেখাটির জন্য ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যেও কম মজা পেলাম না!!
এক মন্তব্যে সিস কামরুন নাহার বিথী ভুল করে আমার নাম লিখেছিল-'লিয়াস গিটন' হাহাহাহাহাহা
আমি লিখেছিলাম- মন্তব্যের জন্য ধন্যবাদ নামরুন কাহার থিবী।
১২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৫
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
নাম নিয়ে নাকানি-চুবানি ।
তয় লেখকের নিজের লোকজনের নাম-ধাম ঠিকাছে তো ? না কি হেইডা কইতে পেরানডা হাডি যাইবে ?
০৬ ই মে, ২০১৭ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজের লোকের নাম কি এতদিন আর মনে আছে??
বন্ধুর ৪০তম বিয়ে বার্ষিকীতে গিয়ে আরেক বন্ধু দেখে- সে তার বউকে জানু, টিয়া, ময়না এসব বলে ডাকছে।
তাজ্জব বন্ধু প্রশ্ন করলো- এখনো তুই বউকে এসব বলে ডাকিস? তোদের ভালবাসা দেখে আমার হিংসা হচ্ছে---
বিয়ে বার্ষিকীওয়ালা বন্ধু কয়- তুই যা ভাবছিস তা নয়, বউএর নাম অনেক আগেই ভুলে গেছি, তাই এসব বলে কাজ চালাই
১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মাডি হাডি যাক---!!!
+++++++
০৬ ই মে, ২০১৭ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ঢুকবেন নাকি ভৃগু ভাই???
১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইমিগ্রেশন কর্মকর্তার পুরাই মাথা আউলা অবস্থা! ক্ষেপে গিয়ে বললেন- ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি?
এখন বুঝেছি কেন বলেছেন মাডি হাডি যাক
০৬ ই মে, ২০১৭ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণীজনের মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে। অনেক ধন্যবাদ জানবেন জনাব মোহাম্মাদ আব্দুলহাক।
১৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক সময় অনেকে অর্থ না জেন না রাখে।
ডাকের একটা কথা আছে, যে যেমন সে তেমন চিন্তা করে।
আপনি নিজে একজন গুণী মানুষ।
কৃতজ্ঞতা।
০৬ ই মে, ২০১৭ রাত ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দ ও লজ্জার মিশ্র অনুভুতি হচ্ছে।
১৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: এই নামের কারনে আমি দুই বার ভয়াবহ বিপদে পড়েছিলাম। একবার রাত দুইটায় বাসায় পুলিশ এসে উপস্থিত। আর একবার ফেসবুকে।
০৬ ই মে, ২০১৭ রাত ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয়াবহ অভিজ্ঞতা!!!! নিরাপদে থাকুন রাজীব নুর ভাই।
১৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য কখনও মিথ্যা হয় না।
গতকাল আমি লজ্জিত হয়েছিলাম একজনের পোস্টে মন্তব্য করে। সত্যি লজ্জিত হয়েছিলাম।
ব্লগ খেলার মাঠের মতন, তাই না।
০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকটা খেলার মাঠের মত বৈকি ! তবে সিরিয়াসলি নেয়ার কিছু নাই।
১৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা অবশ্য ঠিক। উপদেশের জন্য আন্তরিক ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপদেশ বলে লজ্জা দিচ্ছেন?
১৯| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:৩৩
তারছেড়া লিমন বলেছেন: মচৎকার
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তার ভাই।
২০| ০৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪৪
পৌষ বলেছেন: মাডি হাডি যাক!!! দারুণ হয়েছে
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার নামটা শুনে শিত শিত অনুভুত হচ্ছে। অনেক ধন্যবাদ ।
২১| ০৭ ই মে, ২০১৭ সকাল ১০:১১
নীলপরি বলেছেন: নামেও অনেক কিছু যায় আসে তবে ।
দারুন লাগলো ।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীল।
২২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৫
রাসেল ০০৭ বলেছেন: হারা রাইত সোনা ভানের হুথি হুনলাম
বেয়ানে উডি জিগায় সোনা ভান হোদ্দলা না মাইয়োলা ?
অনুবাদঃ
সারা রাত সোনা ভানের পুঁথি শুনলাম
সকালে উঠে জিজ্ঞেস করে সোনা ভান পুরুষ না মহিলা ?
০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম প্রবাদ আমাদের এলাকায়ও প্রচলিত আছে। অনুরূপ আরেকটাও প্রচলিত- 'সারারাত রামায়ন শুনি সকালে কয় সীতা কার বাপ?' আপনাকে ধন্যবাদ রাসেল।
২৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: আমার এক ব্যাচমেটের নাম পপি। পোলা
০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পপি ছেলের নাম এটা প্রথম শুনলাম, তবে আমার এক ফ্রেন্ড ছিল নাম ময়না। পোলা।
২৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি না কীহয়েছে, কয়েকদিন ধরে সবাই আমাকে ভুল বুঝতে শুরু করেছেন।
আদেশ বললে লজ্জার বিষয় ছিল। উপদেশ হলো এডভাইস। পাঠকরা এডভাইস করতে পারেন।
আশা করি লজ্জার বিষয় সাফ হয়েছে?
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি এখনো নবিশ টাইফে আছি, এডভাইস করতে যোগ্যতা লাগে ভাইজান, যা আমার নাই।
২৫| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সাাজ্জাাদ বলেছেন: bidesh onk somoi sotik nam-takeo dakte gia vul uccharon-e dake. sunte funny lage.
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ।
২৬| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:০৬
শায়মা বলেছেন: একজনের নাম ইবনে মিজান (মিজানের পুত), আরেকজনের নাম ইবনে কামাল (কামালের পুত)। দুজন নিতান্তই আপন সহোদর। অথচ একজনের বাপ কামাল, আরেক জনের বাপের নাম মিজান। ইমিগ্রেশন কর্মকর্তার পুরাই মাথা আউলা অবস্থা! ক্ষেপে গিয়ে বললেন- ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি?
মাডি হাডি চাডি হা হা হা আমিও মরে গেছি হাসতে হাসতে ভাইয়া!!!!!!!!
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক মরে ভালই হইছে! মাডি হাডি গেলে আমি লাফ দিয়া গাছে উঠুম, আর তোমারে ----
২৭| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: মাটি<মাটি ফাটা<ভূমিধ্বস।
তাই মাটি ফাটা না বলে ভূমিধ্বস বললাম ।
০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফাটা হইলে লাফ দিয়ে পড়তে সুবিধা, ধ্বস হলেতো মাটি চাপা পড়মু সেলিম ভাই।
২৮| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:১৮
গোধুলী বেলা বলেছেন: মাফি হাডি যাক মাগার তাল গাছ খারায়া থাক
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা এতে আপনার সুবিধা হয় আর কি !!!
২৯| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:০২
মোস্তফা সোহেল বলেছেন: খুব মজা পেলাম। আমাদের দেশে বেশির ভাগ মানুষ নামের অর্থ না জেনেই নাম রেখে দেয়।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন মোস্তফা ভাই। আমাদের এখানে একজন পুরুষের নাম রমণী । আরেকজন আছে দিগম্বর বাবু। কলকাতায় আছে পর্ন মিত্র ।
৩০| ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৩৫
মোঃআনারুল ইসলাম বলেছেন: দারুন মজা পেলাম পড়ে। এখনো হাসি থামছে না লেখক সাহেব।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি লিখাটা আবার পড়লাম
অনেক ধন্যবাদ মোঃআনারুল ইসলাম
৩১| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:০৭
পান্হপাদপ বলেছেন: দারুন মজার লেখা।
০৮ ই মে, ২০১৭ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পান্থ
৩২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: এ কী পোস্ট !! মাড়ি হাডি যাক !!!
০৮ ই মে, ২০১৭ রাত ৯:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাড়ি হাডি যাক !!! কেন ভাই, আপ্নিও কি আমার মত---
৩৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১০
জোকস বলেছেন:
এক মাওলানাঃ রুম চাই।
ম্যানেজারঃ কি নাম আপনার?
মাওলানাঃ আলহাজ হাজী আবু মালেক সাইফুদ্দিন মোহাম্মাদ জাফর আলী খান বাগদাদি।
ম্যানেজারঃ মাফ করবেন, আমার হোটেলে অত জনের জায়গা হবে না।
০৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহ ,মজার জোকস বললেন জোকস ভাই।
৩৪| ০৯ ই মে, ২০১৭ রাত ২:১৬
উম্মে সায়মা বলেছেন: শেষের ঘটনা পড়ে হাসতে হাসতে শেষ
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় !! সায়মা'পি, সৌদি ইমিগ্রেশনে গেলে আপনিও ধরা !!
৩৫| ০৯ ই মে, ২০১৭ সকাল ১১:০৯
কল্পদ্রুম বলেছেন: শেষের দিকে এসে প্রাণখুলে কিছুক্ষণ হেসে নিলাম।তারপর মাথা চুলকে ভাবলাম আমাদের ফ্যামিলিতে এমন ঝামেলা আছে কি না।যাক অন্তত এই নাম বিভ্রাট থেকে বেঁচে গেছি।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড় বাঁচা বেঁচে গেছেন কল্পদ্রুম ।
৩৬| ০৯ ই মে, ২০১৭ সকাল ১১:৫১
আরাফআহনাফ বলেছেন: "ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি?" মাডি হাডি যাক/ মাডি হাডি যাক
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরাফআহনাফ, আপনার নামটিও আমার কাছে ''মাডি হাডি যাক' টাইফের মনে হচ্ছে
৩৭| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১
শাহজাফর বলেছেন: অসাধারণ পোস্ট!
নাম নিয়ে চমৎকার এক লেখা।
আপনি ইচ্ছে করলে জামালের অংশে একটু যোগ/এডিট করে নিতে পারেন।জামালের এক অর্থঃ উট।সঠিক।
কিন্তু জামাল/ Jamaal/ جمال এর আরেক অর্থঃ সুন্দর।
জামাল ছোট করে পড়লে; উট, আর একটু দীর্ঘ করে পড়লে অর্থ হবে সুন্দর।
দুর্দান্ত এই লেখায় কোন প্রকার এমেন্ডমেন্ট করা আমার উদ্দেশ্য নয়। আশা করি ভুল হলে ক্ষমা করে দিবেন।
অনেক অনেক ধন্যবাদ।
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের উচ্ছারনে জামাল যেরূপ শুনায় এর অর্থ উটই মনে হয়। ধন্যবাদ শাহ জাফর।
৩৮| ১১ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫
মানবী বলেছেন: বাস্তব জীবনে যা দেখেছি, বাংলাদেশে ইবনে আর বিনতের ভুল প্রয়োগ কখনও চোখে পড়েনি। এমনটা হয়ে থাকলে খুব অবাক ব্যাপার।
আবু, উন্মে শব্দগুলো ব্যবহার করে যে নাম, সেসব ভুলভাবে প্রয়োগ হলেও সৌদি ইমিগ্রেশনের ঘটনাটি কেউ অতিরন্জ্ঞিত করে বলেছে কিনা বুঝতে পারছিনা, আমি এমন ভুল অর্থের নামের একাধিক জনকে জানি যাঁরা নির্বিঘ্নে সৌদি আরবের ইমিগ্রেশন পার হয়ে ছেন।
নিশাত চৌধুরী, শিল্পী আর হাসি চক্রবর্তীর কাহীনি নিঃসন্দেহে কৌতুকপ্রদ!
মজার পোস্টের জন্য ধন্যবাদ গিয়াসউদ্দিন লিটন।
**আপনার এধরনের রম্য পোস্টগুলো সব সময় দেরীতে চোখে পড়ে বা খুঁজে নিতে হয় কেনো বুঝতে পারছিনা!!!**
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নামগুলি এধার ওধার হতে পারে, বা রম্যের খাতিরে আমার লিখায় নামের সংখ্যা বেড়েছে। তবে এরূপ ঘটনা ঘটেছিল বলে সে সময় পত্রিকা মারফত জেনেছিলাম।
সময় নিয়ে বিষদ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মানবী।
৩৯| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৪১
নিশাত১২৩ বলেছেন: নিশাত চৌধুরীর অনেক গল্প, উপন্যাস পড়েছি। আমি জানতাম উনি মহিলা! এক দিন পত্রিকায় দেখি উনার ইয়া গোঁফ ওয়ালা এক ছবি
দারুন জোকস গিয়াস উদ্দিন লিটন
১২ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিতো ভয়ে আপনার ছবি কল্পনা করছিনা, রেশমি লম্বা চুল, না পশমি লম্বা গোঁপ
৪০| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: সেই হইছে মেয়াবাই!
পিলাচ!
১২ ই মে, ২০১৭ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই।
৪১| ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৩৯
জুন বলেছেন: হাসতে হাসতে মরি গিয়াস উদ্দিন লিটন
আমার এক শ্রদ্ধেয় মামার নাম জামাল
+
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উট ভারবাহী প্রাণী। সেই হিসাবে জামাল উদ্দিন এর অর্থ হয় দ্বীনের ভারবাহক।
উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানবেন জুন।
৪২| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুণীজনের মন্তব্য পেয়ে ভাল লাগলো । অনেক ধন্যবাদ ফরিদ আহমদ চৌধুরী।
৪৩| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩
নাদিম আহসান তুহিন বলেছেন: হাহহাহাহাহহাহাহাহাহা,,হাসি যেন আর থামে না,,,হাহাহাহাহ
১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি সাস্থের জন্য ভাল, থামানোর দরকার কি ?
৪৪| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
কল্লোল পথিক বলেছেন:
আরবী নামের মুধ্যে সুয়াব আছে,সিডা জামাল হামাল যিটাই হউক
তাই আমরা আরবী নাম রেইখে বিহেশতের পত সুগম করি।
তালি পরে বুঝলেন তো?
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরবি নামে সোয়াব আছে বুঝলাম। তা বলে আরবী দেইখা কেউ কি তার পোলার নাম আজাজিল রাখবে, কিংবা আবু লাহাব।
এদ্দিন ছিলেন কই? অনেক দিন পর আপনাকে দেখে বেশ ভাল লাগছে কল্লোল পথিক।
৪৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৮
জেন রসি বলেছেন: হাহাহাহাহাহা.........।
মজা পাইলাম। নাম নিয়ে এধরনের মাডি ফাডাফাডি টাইপ ঘটনা মনে হয় সবার লাইফেই দুএকবার ঘটেছে!
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ,অনেক ধন্যবাদ জেন।
৪৬| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪
পুলহ বলেছেন: ভাই, ব্লগ প্রোফাইলে ছবি দেওয়ার আগে ব্লগার ইতি সামিয়া নাকি জনৈক ব্লগার 'পুলহ'রে একজন কিশোরী মনে করতো !!
ভালো আছেন লিটন ভাই আশা রাখি। শুভকামনা জানবেন !
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা।
নামে নামে যমে টানে। এক ফেবুয়ান সামিয়া ইতি মারা গেছে। ব্লগ পাড়ায় রটে গেছে ব্লগার ইতি সামিয়া মারা গেছে । (ঘটনা বাস্তব)
৪৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
উম্মে সায়মা বলেছেন: হাহাহা লিটন ভাই। আল্লাহর রহমতে বেশ কয়েকবার সৌদি ইমিগ্রেশান পার হয়ে এসেছি। কোন সমস্যা হয়নি। অবশ্য তারা যদি আমার সামুর নিক দেখতো তাহলে সমস্যা হলেও হতে পারত
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি যে সায়মার মা সেটাতো আপনার পাসপোর্টে লিখা ছিল না। লিখা থাকলে ধরা খাইতেন
৪৮| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন: হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেছি
০৯ ই জুন, ২০১৭ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন দুর্ঘটনার দায় লিখক নিবেনা
৪৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯
মানিজার বলেছেন: মাডি হাডি যাক
১৪ ই জুন, ২০১৭ রাত ৯:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৫০| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: দুটো উদ্ধৃতিই যথেষ্টঃ
আমার অবস্থা- মাডি হাডি যাক---!!! -
ওই মিয়া, তোমাদের দেশে মাইয়ারাও চার বিয়া করে নাকি? --
০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ, মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত ! অনেক ধন্যবাদ জানবেন খায়রুল আহসান ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: নাম বিভ্রাটের উপর চমৎকার পোস্ট । ব্যাপক বিনোদন লিটন ভাই । লাইফ ইজ কোলাভেরি ডি ।