![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/ ২১৫০ সাল। ততদিনে সারা বিশ্বে ইন্টার ন্যাশনাল ব্রিডিং ব্যাংক স্থাপন হয়েছে। এর দুটো সেকশান, এনিম্যাল এন্ড হিউম্যান সেকশান। হেড অফিস জেনেভা। এটা WHO (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন) দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।
২/ নব দম্পতী সজল, চৈতি। হার্টের ব্যামোটা সজলদের বংশগত। এই রোগে তার বাবার জন্মের পর তার দাদা মারা যায়, তার জন্মের পর তার বাপ। তাই বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছেন নিজে সন্তানের বাপ হবেননা। বিষয়টা নিয়ে বিয়ের পরে চৈতীর সঙ্গেও শলা করেছেন, চৈতিও একমত। হাতের কাছে যখন ব্রিডিং ব্যাংক রয়েছে তবে কেন হার্টের দুর্বলতা সহ সন্তানের জন্ম দেয়া। সুতরাং স্বামী স্ত্রী দুজন মিলে একদিন সোজা এসে দাঁড়ালেন হিউম্যান ব্রিডিং ব্যাংকের কাউন্টারে। তাদের দেখেই ব্যাংকের প্রধান কর্মচারী শিমুল সরকার এগিয়ে এলেন।
- বীজ কিনতে এসেছেনতো? বলুন কারটা চাই। সব ফ্রিজ করে রাখা আছে এখানে।
সজল বললেন, আমি ফুটবলের ভক্ত, ভালো ফুটবল প্লেয়ারদের মধ্যে কার কার স্টক আছে বলুন। জাদুকর সামাদ বা কায়সার হামিদ ?
কর্মচারী- স্যার সামাদ তো দুবছর আগ থেকেই সোল্ড আউট। কায়সার হামিদ গতকাল পর্যন্ত ছিল, পুরনো ঢাকার এক দম্পতী লাস্ট স্যাম্পল নিয়ে গেছে। সালাহ উদ্দিনের আছে দেবো?
স্ত্রী চেঁচিয়ে উঠলেন - চাই না , চাই না।
স্বামী- আরে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল!
স্ত্রী - জানি জানি, খেলার চেয়ে রেফারির নাক ভেঙ্গেছে বেশি। আমি এমন ছেলে চাইনা যে শুধু রেফারীর নাক ভাংবে। আমি চাই সভ্য ভব্য আর্টিস্টিক বেবি। ফরেন আর্টিস্টের আছে ? পিকাসো?
কর্মচারী- আছে ম্যাডাম দেবো?
স্বামী- না মশাই! চৈতী তুমি ভুলে গেছো আমাদের পাড়ার হেঞ্জু মিয়া পিকাসোর নিয়েছিল না! তাদের ছেলে কি হয়েছে? পিকাসোর লুচ্চামিটাই শুধু পেয়েছে,বিয়ে করেছে পাঁচ টা ছবি টবি কচুও আকেনা।
কর্মচারি- এটা বিচিত্র কিছু নয়,দাতার সব কয়টি গুণ পাবে এমন নাও হতে পারে। হয়তো তাদের ছেলে পিকাসোর বার বার বিয়ে করার গুণটাই পেয়েছে।
স্ত্রী - না বাপু এমন চাইনা। আচ্ছা ফিল্মস্টারদের আছে?
কর্মচারি- আছে তবে ইন্ডিয়ান মাল চাইবেন না। উত্তম কুমার, দিলিপ কুমার আর রাজেশ খান্নার সব ফুরিয়ে গেছে।
স্বামী - নায়ক রাজ রাজ্জাকের আছে ?
কর্মচারি- নাই। ইনিও ইন্ডিয়ান মাল, জন্ম ইন্ডিয়ায়। ইন্ডিয়ান শুধু একটা স্যাম্পল আছে - গোবিন্দর।
স্ত্রী - না তার চাই না। বেটা মিঠুন কে নকল করতো। আমার চাই ওরিজিনাল। সালমান শাহর আছে?
কর্মচারি - না নেই। সব নব দম্পতিই সালমান শাহ এর জন্য পাগল। মার্কেটে আসার এক মাসের মধ্যে শেষ। জাফর ইকবাল আর সোহেল চৌধুরীর আছে দেব?
স্বামী - না মশাই , একজন ছিলেন মজনু প্রেমিক। মদ খেয়ে লিভার পচিয়ে শেষে অক্কা। আরেকজন মরেছে আততায়ীর হাতে।
কর্মচারি - ওহ ভুলে গেছিলাম আখলাকুরের আছে আখলাকুর।
স্ত্রী - আখলাকুর কে ?
কর্মচারি- ওই যে ক্রিকেট ক্যাপ্টেন ছিল! ধুর ! আবার ভুল হয়েছে, আখলাকুর নয় আশরাফুল আশরাফুল !!
স্বামী - না না, অসদুপায়ের দায়ে বহিস্কার হয়েছিলেন। রাইটার কারু আছে?
কর্মচারি- হুমায়ূন আজাদের আছে।
স্ত্রী - না চলবে না, বড্ড বেশি ড্রিংক করতেন, জার্মান না কোথায় ওটা খেয়ে পটল তুলেছেন।
কর্মচারি- জুইসি হাইড এর চলবে ?
স্বামী স্ত্রী এক যোগে - ইনি? ইনি কে? ফরেনার?
কর্মচারি- আরে নাহ, দেশি মাল। রসময় গুপ্ত।
স্ত্রী - নাহ,দাদীর কাছে শুনেছি, বইয়ে কি সব খাচ্ছর খাচ্চর কথা লিখতেন। অশ্লীল লিখক বাদ দিয়ে সভ্য লিখকদের নাই, এই যেমন কাশেম বিন আবু বকর?
কর্মচারি- না নেই, যারা মাদ্রাসায় পড়তেন তাদের নাতি নাতনীরা সব নিয়ে গেছে।
স্ত্রী -হুমায়ূন আহমেদের আছে?
কর্মচারি- ম্যাডাম, সব ব্লাকে বিক্রি হয়ে গেছে। এখনো সেই কর্মচারি আর ম্যানেজারের বিরুদ্ধে মামলা চলছে। ম্যানেজার এত লোভী ছিলেন যে, স্টক শেষ হয়ে যাবার পরেও নিজের গুলি হুমায়ূনের বলে চালিয়ে দিয়েছেন। এখন সাস্পেন্ডেড। জেল হয়ে যাবে মনে হয়। আরেকজন লিখকের আছে, তবে সরকারের চামচা ছিল।
স্ত্রী - না হবে না। যা পছন্দ করছি তাই দেখছি আউট অব স্টক।
কর্মচারি- বিদেশি নেবেন ? আরব কোন লিডার? সাদ্দাম বা লাদেন?
স্বামী - আরে না! সন্ত্রাসের অভিযোগে বেঘোরে মারা পড়বে। কেনেডির আছে?
স্ত্রী - ওদের পরিবারের বেশির ভাগ অপঘাতে মরেছে। জেনে শুনে এটা নিতে পারিনা।
কর্মচারি- বিখ্যাত ব্লগার, ছড়াকার ইমরান হাসান জেসনের আছে, দেবো?
স্বামী স্ত্রী দুজনে - না না চলবে না , এই ব্যাটা সারা দিন গার্ল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো । দাদার মুখে শুনেছি এজন্য ডলাও খেয়েছিল কয়েকবার।
কর্মচারি - বিপদ হল দেখছি! আপনাদের যেটা চয়েজ সেটা নেই, আমার যা চয়েজ তার নানা দোষ । এর চেয়ে আপনারা ঘুরে ঘুরে দেখুন। সব লেবেল সাঁটানো আছে। পছন্দ হলে আমাকে বলবেন। বিল করে দেব, পেমেন্ট করে নিয়ে যাবেন ।
৩/ বিশাল শোরুম। নব দম্পতী সজল, চৈতি হাত ধরা ধরি করে লেবেল দেখতে দেখতে সামনে আগাচ্ছে------
(বিদেশি গল্পের ছায়া অবলম্বনে)
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুমন কর ।
২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
গিয়াস লিটনও তো দেখি পিকাসোর লুচ্চামিটাই শুধু পেয়েছে,বিয়ে করেছে পাঁচ টা ( ????? ) ছবি টবি কচুও আকেনা, কেবল খ্যাক খ্যাক পোস্ট আঁকে ।
নব দম্পতি সজল আর চৈতি সামনে এগোচ্ছে .... সামনে এগোচ্ছে । এই এগোনোর হ্যাপি এন্ডিং ----------------------------- শেষতক ব্লগ রম্য হিরো " গিয়াস উদ্দিন লিটন" এর বীজটার স্টকের সামনে দাঁড়ালো দু'জন ...
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা আপনার ভাবী এমনিতেই আমারে দৌড়ানি দিছে, কয় এই সব ছাইপাশ কি লিখ?
তার উপর যদি আপনার এই কমেন্ট দেখে তাইলে ডাইরেক্ট ভাত বন্ধ।
ভাইরে এডিট করে " গিয়াস উদ্দিন লিটন" এর স্থলে ''আহমেদ জী এস' লাগানো যায় না?
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: রম্য পড়ে মজা পেলাম
ভালো থাকুন ভাই ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
হা............হা.............. ভাত বন্ধ , তো রোজা রাখবেন !!!!!! দো-জাহানের নেকী হাসিল হবে ....
এডিট করে যে কারো নাম লাগানো যায় । আবুল মাল আবদুল মুহিতের নাম লাগিয়ে দিন ...
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাল , হ্যা উনার নাম লাগানো যায় , এক সময় ভাল ক্রিকেট খেলতেন। এখন লজ্জায় খেলেন না।
কারণ কিছু রান করে উনি যখন আউট হয়ে যান, তখন দর্শক হাহাকার করে চিল্লায়- -ল আউট হই গেছে , মা- আউট হই গেছে !!!!!
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বড় হাসি পেলাম। তবে বিভিন্ন নামী মানুষের বিভিন্ন দিক উঠে এসেছে।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ হোসাইন ভাই
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩
প্রামানিক বলেছেন: বড়ই সমস্যা মনে হলো ---- তবে হাসির খোরাক আছে।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮
তারছেড়া লিমন বলেছেন:
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোখ টিপি মারেন ক্যান তার ভাই?
৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ গাজী ভাই।
৯| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াকারটারে চিনলাম না....................
আমি হলে প্রিন্স অফ রম্যকেই বেছে নিতুম
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনি সামুর একজন বিখ্যাত ছড়াকার,
আপনি বেছে নিবেন কেমনে ? এটা ২১৫০ সালের ঘটনা ।
১০| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সজলের-চৈতির পুত্রপ্রীতিতে নারীবাদীরা এখনো কেনো হৈচৈ করছেনা বুঝতে পারছিনা
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারীবাদীতো অন্রক দূর কোন নারীই আমার পোস্ট পড়েনা ।
১১| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্যার জুইসি হাইডকে অবজ্ঞা করে অন্যায় করেছেন
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার বইএর বান্দা কাস্টমার ছিলেন মনে হয় ?
১২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪
ধ্রুবক আলো বলেছেন: দারুন মজার লাগলো। কিছু মেসেজও ছিলো।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ , অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ।
১৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: দারুন রম্য, হাসতে হাসতে কাহিল।
ইমরান ভাই ধরা খাইলেন।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নামে কোন ব্লগার আছে নাকি ? কারো সাথে মিলে গেলে আমি দায়ী নই।
১৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮
তানুন ইসলাম বলেছেন: রম্য পড়ে মজা পেলাম ভাই,
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নতুন অতিথি তানুন ইসলাম ।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১ মাস ৭ দিনে আপনি কোন পোস্ট দিলেন না। এটা কোন কথা হইল ?
১৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪
প্রোলার্ড বলেছেন: The problem is - choice
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ প্রোলার্ড
১৬| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: কর্মচারি- বিখ্যাত ব্লগার, ছড়াকার ইমরান হাসান জেসনের আছে, দেবো?
স্বামী স্ত্রী দুজনে - না না চলবে না , এই ব্যাটা সারা দিন গার্ল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো । দাদার মুখে শুনেছি এজন্য ডলাও খেয়েছিল কয়েকবার।
কি করি আজ ভেবে না পায়, আমার জানা মতে উনিই ইমরান হাসান । তাই মজা করে বলেছি ইমরান ভাই ধরা খাইছেন।
উনি তো সব সময় গেমু ভাইয়ের পেছনে লেগে থাকেন।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টের সকল চরিত্র কাল্পনিক! জীবিত, মৃত, অর্ধমৃত, লাইফ সাফোর্টের কারো সাথে মিলে গেলে, এ দায় পাঠকের!
১৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: স্বামী:- ব্লগারদের আছে??
কর্মচারী: আছে!! তবে খরচা একটু বেশি পড়বে!
স্ত্রী: না না লাগবে না! ( স্বামীকে খোঁচা দিয়ে) ময়নার বাপের কথা মনে নাই তোমার। ময়নারে নিয়া কি হইছিলো! সারাদিন মাইয়াটারে কম্পিউটারের কাছ থেকে সরানোই যাইতো না!
ইউনিক পোস্ট
পিলাচ!
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার মন্তব্য, অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই।
১৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
টারজান০০০০৭ বলেছেন: আমাদের চাঁদগাজী কাহুর বীজ কেন লিস্টে আসে নাই , বিচার চাই !
হোমো এরশাদ, মগাচীপ, ইমরান এইডস, হিরু আলম বাদ গেলো কেনু ?
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরশাদের নামে একটা লেভেল আছে, ভিতরে শুধু পিসাব। বিশাল শোরুম অন্যদেরও থাকতে পারে।
তা আপনার টা ব্রিডিং ব্যাংক সংগ্রহ করেছিল তো ?
১৯| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
রায়হান চৌঃ বলেছেন: আপনি পারেন ও
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রায়হান চৌ ।
২০| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
বিজন রয় বলেছেন: হা হা হা ...... হা হা হা .........
আপনার মস্তকে এইরাম চিন্তা আহে কেমতে???!!!!
হা হা হা ................
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠে আনন্দিত , ধন্যবাদ জানবেন কবি।
২১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯
নয়ন বিন বাহার বলেছেন: যদিও রম্য মনে করে হাসছি; তবুও এটাকে অস্বীকার করা যাবে না। এ সব দিন মনে হয় অচিরেই আসি আসি করছে........
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইডস একসময় মহামারী রূপ নেবে। সুস্থ মানুষের অভাবে সুস্থ বাচ্চা জন্ম নেবে না । এই দিক বিবেচনা করে হলেও তত দিনে নিশ্চয় ব্রিডিং ব্যাংক এসে যাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ নয়ন বিন বাহার ।
২২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫
আরাফআহনাফ বলেছেন: জুইসি হাইড এর চলবে ? হা হাহা হা। রসের কথা দারুন রস করে লিখলেন ভাই
আপনার উত্তরগুলোও দারুন সুখপাঠ্য, এই যেমন ৪,১৬,১৮নং।
ভালো থাকুন!
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মনোযোগী পাঠক আরাফআহনাফ
২৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
টারজান০০০০৭ বলেছেন: তা আপনার টা ব্রিডিং ব্যাংক সংগ্রহ করেছিল তো ?
লিস্টে তো দেখিলাম না , আপনিও দিলেন না ! নিজেরে বাদাইম্মা মনে হইলো !
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিতে চেয়েছিলাম নেয়নি, সেখানে হাই প্রোফাইল লোকজনের কাজ কারবার
২৪| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
রাতু০১ বলেছেন: হা হা হা ...... হা হা হা .........
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাতু।
২৫| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গল্পটির ১টি ব্লগারিয় ভার্সনের আব্দার রৈলো
ঐদিকে আবার ''যা খুশির তাই''রও এক্টা হক্ব আছে..................
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি ভাই, প্রথমে '''যা খুশির তাই'' এ পোস্ট করেছি। ভাবলাম নতুন পেজ নতুন লিখা দেই। ২ ঘণ্টায়ও কেউ পড়েনি। তাই সামুতে দিলাম। ভার্সনটা আপনিই করেন। শিরোনাম বলে দিচ্ছি-''গিয়াস লিটনের সেমি ১৮+ কল্পকাহিনীর ব্লগিয় ভার্সন।
২৬| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোস্তফা সোহেল আন্দাজে আমার লগে কারে মিশাইয়া ফালাইতাছে?কিছু কন্না ক্যাঁরে?
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জবাব দিছি তো! তা ছাড়া আপনিই যে ই হা জেসন একথা আমি কাউরে কইছি?
২৭| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বান্ধা কাস্টোমার না,সোল এজেন্ট আছিলাম.............অহনো আন্ডার গ্রাউন্ড লাইব্রেরির গ্রন্থাগারের পবিত্র দায়িত্ব পালন কর্তাছি।
গিয়ান বিতরনের জিনিষ,লুকানির না।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোল এজেন্ট ছিলেন? তাইলে যা শুনেছি তা মিথ্যা নয় ?
আপনার দাদাজান নাকি 'জুইসি হাইড' ছদ্ম নামে লিখতেন ?
২৮| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টে একমাত্র আপনাকেই পেলাম! অনেক ধন্যবাদ পরি ।
২৯| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
জেন রসি বলেছেন: হাহাহা.....ব্যাপক বিনোদন ব্যাংকে হাইব্রিড মাল নাই?
গবেষকরা কি করে?
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাই ব্রিড মাল আছে কিনা জানিনা তবে আবুল মাল থাকতে পারে! গবেষকরা বসে নেই, সেম্পলের জন্য আপনার কাছেও এলো বলে
৩০| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন:
হা হা ভাইয়া!!!!!!!
স্বামী- না মশাই! চৈতী তুমি ভুলে গেছো আমাদের পাড়ার হেঞ্জু মিয়া পিকাসোর নিয়েছিল না! তাদের ছেলে কি হয়েছে? পিকাসোর লুচ্চামিটাই শুধু পেয়েছে,বিয়ে করেছে পাঁচ টা ছবি টবি কচুও আকেনা।
কর্মচারি- এটা বিচিত্র কিছু নয়,দাতার সব কয়টি গুণ পাবে এমন নাও হতে পারে। হয়তো তাদের ছেলে পিকাসোর বার বার বিয়ে করার গুণটাই পেয়েছে।
তাই তো বলি!!!!!!!!!!!!!!!
যাইহোক বিখ্যাত ছড়াকারটা কি আমার ভাইয়া নাকি!!!!!!!!
গুড গুড ভেরী গুড!!!!!!!
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব চরিত্র কাল্পনিক ! তুমি আবার কোন ভাইয়ার সাথে মিল পাইলা ?
৩১| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসতে হাসতে শেষ গো ভাই!!
খুব মজা পাইলাম গল্পে।
আসলেই এমন হয় নাকি!!
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হতে আর বাকি কই? টেস্ট টিঊব বেবি হচ্ছেনা?
মন্তব্যের জন্য ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন
৩২| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: হাই ব্রিড মাল আছে কিনা জানিনা তবে আবুল মাল থাকতে পারে! গবেষকরা বসে নেই, সেম্পলের জন্য আপনার কাছেও এলো বলে :
জন্মের পর সন্তানের মুখে প্রথমেই মা ডাক শোনা যায়! তার বদলে রাবিশ শুনলে পিতা মাতারা বিচলিত হয়ে যেতে পারেন! তাই মাল যেখানে আছে সেখানেই থাক!
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মের পর সন্তানের মুখে প্রথমেই মা ডাক শোনা যায়! তার বদলে রাবিশ শুনলে পিতা মাতারা বিচলিত হয়ে যেতে পারেন! তাই মাল যেখানে আছে সেখানেই থাক! সুন্দর বলেছেন। আমি কয়েকজন মন্ত্রিকে পোস্টে আনতে চেয়েছিলাম, ক্যাচাল হতে পারে ভেবে আনিনি।
তা অনেক দিন আপনার পোস্ট পাইনা বিষয় কি রসি ভাই?
৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সোহানী বলেছেন: আপনার লিখা নারীরা পড়ে না............. এইটা কি বল্লেন লিটন ভাই
আমি হাসতে হাসতে শেষ............. একটা গল্প পড়েছিলাম কার লিখা ভুলে গেছি। এমন যে, বিলিয়ন ডলারে আইনাস্টাইনের ক্লোন এ ইনভেস্ট করে শেষে বৈজ্ঞানিক গুন ছাড়া সব পেয়েছে।
অসাধারন ভালোলেগেছে.......................
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তখন পর্যন্ত কেউ আসেনি , এখনও ৩৩ টা মন্তব্যে আপনি সহ তিন। শতকরা কত হইল?
বইটি বেশ মজারতো !!!!
তবে আইনাস্টাইনের ডিএনএ নাকি কোন এক ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে এটা সত্য।
৩৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
একলা ফড়িং বলেছেন: আহা! শেষপর্যন্ত কারটা পছন্দ হলো ওদের জানা গেলো না!
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেটা জানতে হলে আপনি ব্যাঙ্কের শো রুমে গিয়ে ওদের পিছু নিন।
৩৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটি আছে বলেই নিঃসন্তান দম্পতিরা সন্তানের মুখ দেখছে। এমনকি অবিবাহিতরাও ।
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলে যে সব পীর নিঃসন্তান দম্পতিদের তেল পড়া পানি পড়া দেয় তাদের কি হবে?
৩৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । রকাৎমচ !!!
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা। দবান্যধ ।
৩৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
মজাই মজা!
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি
ফয়েজ উল্লাহ রবি ।
৩৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার হয়েছে। তবে আমার জানা মতে গোবিন্দ, মিঠুনকে কপি করতো না। গোবিন্দ ওয়ান পিস অনলি...
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেইটা আমি জানিনা, গল্পের চরিত্রদের কথা।
৩৯| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১
আমি ইহতিব বলেছেন: হা হা প গে
অফিসে বলে অবশ্য মনমত হাসা গেলোনা।
স্ত্রী -হুমায়ূন আহমেদের আছে?
কর্মচারি- ম্যাডাম, সব ব্লাকে বিক্রি হয়ে গেছে। এখনো সেই কর্মচারি আর ম্যানেজারের বিরুদ্ধে মামলা চলছে। ম্যানেজার এত লোভী ছিলেন যে, স্টক শেষ হয়ে যাবার পরেও নিজের গুলি হুমায়ূনের বলে চালিয়ে দিয়েছেন। এখন সাস্পেন্ডেড। জেল হয়ে যাবে মনে হয়। আরেকজন লিখকের আছে, তবে সরকারের চামচা ছিল।
এটা বেশী জোস ছিলো।
১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে খুব ভাল লাগছে, অনেক ধন্যবাদ জানবেন আমি ইহতিব ।
৪০| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
পার্থ তালুকদার বলেছেন: হা হা হা.
হেবী মজা পাইলাম।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পার্থ তালুকদার
৪১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২০
মানিজার বলেছেন: কর্মচারি- বিখ্যাত ব্লগার, ছড়াকার ইমরান হাসান জেসনের আছে, দেবো?
স্বামী স্ত্রী দুজনে - না না চলবে না , এই ব্যাটা সারা দিন গার্ল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো । দাদার মুখে শুনেছি এজন্য ডলাও খেয়েছিল কয়েকবার।
বাংলা সাহিত্যে এই নামের কাউকে তো চিনি না । হায়ঃ কত চেনার বাকি ।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা সাহিত্যে এই নামের কাউকে তো চিনি না । সত্যিই কি চিনেন না?
তিনি এখানে কমেন্টও করে গেছেন।
৪২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ পর্যন্ত গিয়ালিসনেরটা পাইছে।
দারুণ রসময়
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গিয়ালিসন জাতীয় ধুলোবালিছাই বাদ দিয়ে তারা মনে হয় সোনাবীজ'টাই খুঁজছে ।
৪৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সত্যিই মজা লাগলো.....
১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে।
৪৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০
উদাস মাঝি বলেছেন: ওস্তাদ কি একখানা লিখছেন মাইরি ,হাসতে হাসতে শ্যাষ
আচ্ছা জলিলের টা পাওয়া যাইব না,অনন্ত জলিল ?
১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাগবে ? ভাবীর সাথে আলাপ করে জানাবেন।
৪৫| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: ফিনিশিং বুঝি নাই। কিছু মিস করেছি না কি?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়েছেন এতেই আনন্দিত
৪৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১
অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। চরম মজা পেলাম!
২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ অনিক_আহমেদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১
সুমন কর বলেছেন: না হেসে পারলাম না..........রম্য পড়ে বেশ মজা পেলাম।
+।