নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

এক অংকের রম্য নাটিকাঃ আমি ইলেকশনে নাববো!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭



ভানু বাবু গিন্নির সাথে পারিবারিক আলাপচারিতায় মগ্ন। এমন সময় হন্তদন্ত হয়ে ভগ্নী গৃহে গোবিন্দের প্রবেশ-
গোবিন্দঃ জামাই বাবু, দিদি --- ঠিক করে ফেললাম।
গিন্নি,ভানু সমস্বরেঃ কি ?
গোবিন্দঃ আমি ইলেকশনে নাব্বো।
ভানুঃ ইলেকশনটা কি কুয়া না পুস্কুন্ডি যে নাববা?
গোবিন্দঃ কি যে বলেন জামাই বাবু, ইলেকশনে নামা বুঝি আপনি পছন্দ করেন না?
ভানুঃ তা করি , তবে তোমার মত গরু দাঁড়ায় এটা চাইনা।
গিন্নিঃ কি বললে? গোবিন্দ গরু?
ভানুঃ সরি! ব্যাকরণ ভুল হইছে। গরু না ষাঁড়, ষণ্ড।
গিন্নিঃ খবরদার ওভাবে কথা বলবে না। হ্যাঁ রে গোবিন্দ জিততে পারবিতো?
গোবিন্দঃ নিশ্চয়! ও তুমি দেখে নিও।
ভানুঃ জিতা কি করবা?
গোবিন্দঃ কেন ? এমপি হব।সংসদে ঢুকবো।
ভানুঃ সংসদে তো দেশের আইন তৈরি হয়, তুমি শালা মুখ্য ওখানে গিয়া কি করবা? -- তা এবার আসল কথায় আসো, তোমারে ইলেকশনে নামাইতে চায় কোন কন্ট্রাক্টর?
গোবিন্দঃ কন্ট্রাক্টর নামাতে চাইবে কেন? আমি নিজেই নামবো।
ভানুঃ হেঁ হেঁ আমারে একজন নামাতে চাইছিল কিনা তাই বলছি।
গোবিন্দঃ বিষয়টা কি বলুন তো!
ভানুঃ আরে ওই কামাক্ষ্যা বাবু, ঐযে মোড়ে বাড়ি। আরে ওই যে সরকারী টেন্ডারে বাড়ি বানায় আর দেয়ালে সাইনবোর্ড ঝুলায়, দেয়ালে ধাক্কা দিবেন না, দেয়ালে হেলান দিবেন না।
গোবিন্দঃ ধাক্কা আর হেলান দিবেন না কেন?
ভানুঃ হেঁ হেঁ কাদামাটির গাথনী আর রডের বদলে বাঁশের পিলার, ছাদ। বোঝলানা হেলান বা ধাক্কা দিলেই কাইত। সেই কামাক্ষা বাবু আমার কাছে আইসা কাইন্দা পইড়া কয় কি- বাবু আপনি ইলেকশনে খাড়ান সব খরচ আমার।আপনি শুধু খাড়াইয়া আমারে বাঁচান, খাড়াইবো কি অর কথা শুইনা তো আমি বসার থেকে শুইয়া পড়লাম। জিগাইলাম আসল কথাটা কি কওতো? কি কয় জানো?
গোবিন্দঃ কি?
ভানুঃ কয় এই এলাকায় শুধু রামকৃষ্ণ গয়াল খাড়াইছে,আর কেউ একজন না খাড়াইলেতো ভোট কেন্দ্রের দরকার হইব না,অন্তত দুইজন খাড়াইলে ভোট কেন্দ্রের দরকার।আর সেরকম হইলেই সে ভোট কেন্দ্র তৈরির কন্ট্রাকটা পায়,এবার বুঝ নিঃস্বার্থ দেশ সেবার ঠেলা!

--- গোবিন্দঃ মোদ্দা কথা হইল ইলেকশনে দাঁড়াবো যখন স্থির করেছি দাড়াবোই।এবং আপনাকেও সাহায্য করতেই হবে।
ভানুঃ সাহায্যতো তোমাকে করতে হবেই, নইলে যে উঠতে বসতেই অশান্তি অইব।
গিন্নিঃ মেলা বক বক করেছো,কি করলে গোবিন্দর ভাল হবে তাই বলে দাও।
ভানুঃ বেশ! প্রথম নম্বরে হইল টাকা।শশুর মশাই গত হইছেন পরে টাকার সুরাহাতো কইরাই ফালাইছো!
গিন্নিঃ ও মা সব নিজের টাকা খরচ করতে হবে নাকি?
ভানুঃ তোমার ভ্রাতার মত ক্যান্ডিডেটের তাই করতে অইব।উপযুক্ত লোকের জন্য সকলেই অর্থ যোগায় এবং শারীরিক খাটুনি দিয়াও সাহায্য করে। শোন গোবিন্দ, তোমারে ফেমাস হইতে অইব।
গোবিন্দঃ ঠিক বলেছেন, তা কিভাবে ফেমাস হব?
ভানুঃ উলটা পালটা কথা কইতে অইবো।অর্থাৎ এমন কথা কইবা নিজেও বুঝবানা, অন্যেতো কিছুই বুঝবেনা আর যতই বুঝবেনা ততই তোমারে দামি লোক অর্থাৎ ইন্টেলেকচুয়াল ভাববো।আরো একটা লাইন খোলা আছে ,একেবারে গম্ভীর হইয়া যদি যাইতে পার।খালি মৃদু মৃদু হাসবা, লোকে ভাববে তুমি জিনিয়াস!
গোবিন্দঃ গম্ভীর আমি হয়ে থাকতে পারবো।কিন্তু এতে করে লোকে চিনতেতো অনেক সময় লাগবে জামাই বাবু?
ভানুঃ তাতো লাগবোই। এখন এমন সব কাজ করতে থাক যেন খবরের কাগজে তোমার নাম উঠে।যত ঘন ঘন নাম উঠবো তত তাড়াতাড়ি লোকে চিনবো।
গিন্নিঃ ঠিক বলেছেরে গোবিন্দ তোর জামাই বাবু ঠিক বলেছে।
গোবিন্দঃ ঠিক তো বলেছেন কিন্তু কি করবো তাইতো ভেবে পাচ্ছিনা।
ভানুঃ এক কাম করতে পার, একটা লাল রঙের লেঙ্গুট পইরা একটা রাম দাও কাঁধে লইয়া রাস্তায় বাইরাইয়া পড়।
গিন্নিঃ এ মা ছিঃ ছিঃ ! এসব করলে কখনো কাগজে তোলে?
ভানুঃ তুলবো, আইজ কাইল সব খবরই কাগজে তোলে। তা তোমার প্রতীক কি নেবে ঠিক করেছো?
গোবিন্দঃ যদি মোমবাতি নেই জামাই বাবু?
গিন্নিঃ খুব ভাল খুব ভাল। লোককে আলো দেখাবে।
ভানুঃ হ,সেইটা ভাল চিন্তা করছো, যেইরূপ ইলিক্ট্রিক ফেইলের ধুম পড়ছে লোকদের সাপ্লাই দিলে তারা খুশি হইব। তবে তোমার চিন্তা সেটা না। তোমার চিন্তা আলোতে চোখ ধাধাইয়া দিয়া বেবাক রিলিপের মাল বাজারে চালান কইরা দেয়া। সেসব চিন্তা ছাড়, তোমার প্রতীক লও সিঁদকাঠি।
গোবিন্দঃ মানে?
ভানুঃ মানে দেশের জনগণরে তোমার উদ্দেশ্য আগেই জানায়া রাখলা !!
গোবিন্দঃ ছিঃ ছিঃ লোকে কি ভাববে?
ভানুঃ ভাববে নতুন ধরনের চোর! সত্য ভাষণের সাহস আছে।
গোবিন্দঃ ঠিক আছে, তার পর বলুন
ভানুঃ লাফালাফি করতে পার?
গিন্নিঃ না না লাফালাফি করবে কেন? শেষে হাত পা ভাঙবে।
গোবিন্দঃ লাফালাফির দরকারটা কি বুঝলাম না?
ভানুঃ লাফালাফিরইতো দরকার!এক ডাল থেইক্কা আরেক ডাল ধরতে অইবোনা ! আবার কিছুদিন পরে সেই ডাল ছাইড়া অন্য ডাল।
গিন্নিঃ কি বলছো এক ডাল থেকে আরেক ডাল?
ভানুঃ হেঁ হেঁ দলত্যাগ করতে অইবো না? তবেইতো পয়সা! যারা এক দল ধরে আজীবন পইড়া থাকে তাদের কোন বেইলই নাই। দল ত্যাগি আর কুল ত্যাগীগোইতো আজ কাল বাজার!
মুলঃ ভানু বন্দোপাধ্যায়।
(ঈষৎ পরিবর্তিত ও সংক্ষেপিত)

মন্তব্য ৯০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস B-))

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর মন্তব্যের জন্য ধন্যবাদ আর্কিওপটেরিক্স

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




আগে কইয়া লন , গোবিন্দ নমিনেশন পেপার কেনছে কিনা :|| ? আইজ কিন্তু কেনার লাষ্ট দিন............... :P সময় চইল্লা গেলে ফটোকপি করতে কন । :#)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নির্বাচন করতে চাওয়া গোবিন্দরা সব খবর রাখে জী এস ভাই। হেয় হয়তো প্রথম দিনেই কিনে ফেলেছে। :#)

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: রম্য ভাল্লাগচে+++


আমগো সুপার স্টার “হিরু আলুম” নমিনেশন পেপার কিনছে ! :P

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শাহরিয়ার কবীর ভাই আমগো ময়ূরী আফাও কিনছে =p~ =p~

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~াদারুন লিখেছেন। সিদঁকাটিই এই দেশের নির্বাচনের আসল প্রতীক। রক্তচোষা, পিশাচ ইত্যাদিও প্রতীকও দেয়া যাইতে পারে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলে আসেন ঢাবিয়ান, সিদঁকাটি প্রতীক নিয়া দল গঠন করি।
লোকে ভাববে নতুন ধরনের চোর! সত্য ভাষণের সাহস আছে।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভানু বন্ধ্যাপাধ্যায়ের লেখা পড়েছি। খুব রসিক একজন লেখক।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভোট রঙ্গ জমছে দারুন

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামনে আরো জমবে নুরু ভাই।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

তারেক ফাহিম বলেছেন: সিদঁকাটি প্রতিকB-) =p~

রম্য ভালো লাগছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ফাহিম

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

জুন বলেছেন: যারা একদল ধরে আজীবন পৈরা থাকে তাদের কোন বেইল নাই
গিয়াস লিটন এটাই হলো বর্তমান রাজনীতির আসল অবস্থা ।
মজার লেখায় ভালোলাগা রইলো :)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জুন আপু।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: শাহরিয়ার কবীর ভাই আমগো ময়ূরী আফাও কিনছে =p~ =p~

কোপাও শামসু কোপাও ... ;)
হিরু আলুম কিনছে সাবেক ক্রিকেট ও কবি হোসাইন মোহাম্মদ এরশাদের দল থেকে,


বলেন কী ভাই,
দারুণ খবর তো....
ময়ূরী আফাও কী
নাঙ্গালে মঙ্গল ... নাঙ্গালের হাল ধর নাকি। ;) :P

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরো অনেক চমক দেখবেন শাহরিয়ার ভাই।

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

ফেনা বলেছেন: দারুন হয়েছে।

আপনার এই লেখাটা কি জানাও ডট কম এর সাহিত্য পাতায় দিবার অনুমতি চাইছি। জানাবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিন।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



হাহাহাহাহা

লেখাটা কোথায় জেনো পড়েছিলাম । আবার পড়ে ভাল লাগল ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়েননি। হয়তো শুনেছেন।
এটা ভানুর শ্রুতি নাটক।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ফেনা বলেছেন: জানাও ডট কম এ নাটিকাটি দেওয়া হয়েছে। দেখুন-
লিঙ্কঃ এক অংকের রম্য নাটিকাঃ আমি ইলেকশনে নাববো! — গিয়াস উদ্দিন লিটন

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ফেনা

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

করুণাধারা বলেছেন: দারুন লিখেছেন! "কাদার গাঁথনি বাঁশের পিলার"- এই কথাগুলো কি আপনার সংযোজন, নাকি ভানুর? এ তো একেবারে আমাদের দেশের সরকারি ঠিকাদার!

কত নতুন গোবিন্দ যে আসবে!!

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাদার গাঁথনি ভানুর বাঁশ আমার =p~

১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লিটন ভাই ,

একেবারে ফাটাফাটি কইরা দিয়েছেন। ব্যাপক খাসা হইছে। হা হা হা।


শুভকামনা ও ভালবাসা প্রিয় লিটন ভাইকে।


১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগায় আনন্দিত, আপনার জন্যও শুভ কামনা মিঃ পদাতিক চৌধুরি

১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সৈয়দ ইসলাম বলেছেন: লিটন ভাই,
আপনি পারেনও বটে :)

এতোই ভাল লাগলো যে, অফিসের এক কলিগকে আপনার গল্পটি পড়তে দিয়ে দূর থেকে লক্ষ্য করলাম উনার মুচকি হাসি।
কই থেকে যে আপনি এসব উদ্ধার করেন! না মাইরি আপনে এক পিছ বটে ;)

অনেক অনেক শুভকামনা, নির্বাচনে দাঁড়ান, আমরা কালো টাকা নিয়ে দেশে আসবো; চিন্তা করবেন না! ;)

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার নির্বাচনে আপনি টাকা খরচ করতে চাইছেন! প্রার্থি হিসেবে আমি মনে হয় গোবিন্দর চেয়ে ভাল =p~

১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা! দেশের জনগণ সব প্রার্থী হয়ে যাক! তাহলে ভোট, ব্যালট, নির্বাচন এর দরকার হবে না। আমাদের এই দেশে আমরা সবাই এমপি, মন্ত্রী!

রম্য হলেও পরিস্থিতির চিত্র এমনই।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের জনগণ সব প্রার্থী হয়ে যাক! তাহলে ভোট, ব্যালট, নির্বাচন এর দরকার হবে না। আমাদের এই দেশে আমরা সবাই এমপি, মন্ত্রী! সুন্দর বলেছেন !
আমরা সবাই মন্ত্রী আমাদের প্রধান মন্ত্রীর রাজত্বে ---- =p~

১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়োপযোগী রম্য। মাশরাফিরে ইলেকশানে নামাইতে চায় কোন কন্ট্রাক্টর?

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে সব কথা কইতে গেলে চাকুরী থাকবেনা ভাই। =p~

১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

শুভ পাটগ্রাম বলেছেন: সময়োপযোগী পোস্ট। রম্য দারুন।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন শুভ ।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আজকে যখন সংবাদ দেখলাম, "হিরু আলম জাতীয় পার্টি থেকে বগুড়া-৪ আসনের মনোনয়ন পাইছে।" তারপর এসে এই লেখাটা পড়লাম। অসাধারণ ভাললাগা কাজ করতেছে, কিন্তু কেন তা জানিনা :(

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হিরু আলমদের পথ ধরে একদিন দেখবেন সেফাত উল্যারাও 'খাড়াই' গেছে।
ধন্যবাদ জানবেন ইব্‌রাহীম আই কে।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০১

অলিউর রহমান খান বলেছেন: রম্য গল্পটি বেশ উপভোগ করেছি। লিখা পড়ছিলাম আর মনে হচ্ছি কলকাতার কোন রম্য নাটক দেখছি। আমি অনেক হেসেছি গোবিন্দের জামাই বাবুর সব কথা বার্তা শুনে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলকাতার রম্য নাটকের সাথে আপনি বেশ পরিচিত দেখছি!
অনেক অনেক ধন্যবাদ জনাব অলিউর রহমান খান।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.............. সুপার ডুপার। দেয়াল টেয়াল সব ধ্বসে পড়ার ব্যবস্থা হলে সবাই তাহলে বস্তিতে থাকবো। কি বলেন, সেখানেতো ধ্বসে পড়ার সম্ভাবনা নেই।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বস্তিতে ধ্বসে পড়ার সম্ভাবনা না থাকলেও দখলকারীদের আগুনে বা বন্যার পানিতে ডুবে মরার সম্ভাবনা আছে !!!

২২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

ওসেল মাহমুদ বলেছেন: মাশরাফীকে দলে ভেড়ালো যেন আবার ইমরান খানের মত ছক্কা না মেরে বসে ,তাই !

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এজন্য ম্যাশ কে নিজের দল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি; আপনার নিজের লেখা হলে ভালো হতো!

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আন্তরিকতা বশে আমার প্রতি আপনার আস্থা সীমাহীন। অনেক ধন্যবাদ জনাব চাঁদগাজী

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

নীল আকাশ বলেছেন: আমিও ইলেকশনে নাববো,
প্রথমে দুধ থেকে সড় খেয়ে ভাগবো;)
তারপর সেই দুধ দিয়ে দই বানিয়ে পাবলিক কে খাওয়াবো! ;)
দারুন লিখেছেন.......। বরাবর আপনার স্ট্যান্ডার্ড। এত রম্য আপনার আসে কোথা থেকে রে ভাই??? :P
শুভ কামনা রইল

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ নীল আকাশ ।

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

সুমন কর বলেছেন: হাহাহা.....নির্বাচনের হাওয়া লেখাতেও লেগেছে। খারাপ বলেন নি, "ত্যাগীগোইতো........"
+।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি সুমন কর

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্য জমিয়াছে বেশ
ভোটের চিন্তায় কারো পাকে কেশ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা বলেছেন খাসা
আপনাকে নিয়ে আমরাও কি
করতে পারি আশা ?

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: দিলদার বাইচ্যা থাকলেও নমিনেশন লইত :(

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিলাদার যখন নাই, সেপু ভাইকে নিয়ে আশাবাদী হতে পারেন।

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

জ্ঞান পাগল বলেছেন: জয় গোবিন্দ :) মজা পাইলাম

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জ্ঞান পাগল।

২৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মা.হাসান বলেছেন: আমার মন খারাপ। কাল মনোনয়ন পত্র কেনার শেষ দিন ছিল তা মনে ছিল না, এবারের মত বাদ পড়ে গেলাম।

লেখা উত্তম হয়েছে, ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারো কাছ থেকে এক কপি ফটো কপি করে নিতে পারেন হাসান ভাই। =p~

৩০| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

সামিয়া বলেছেন: রম্য ভালো হয়েছে------------

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সামিয়া

৩১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

অন্তরন্তর বলেছেন: গিয়াস ভাই তাইলে নাইম্মা পরুন নির্বাচনে। আমরা বিদেশ থেকে যেন ভোট দিতাম পারি সেই বেয়াবস্থা রাইখুন। মার্কা সেইরাম হইতে হইব। রম্য ভালা পাইছি। শুভ কামনা।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদেশিদের ভোটতো অনেক দূর, এখন নির্বাচিত হইতে দেশের মানুষেরই ভোট লাগেনা।

৩২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন সময়োপযোগী রম্য। নেমে পড়ুন ইলেকশনে। আমার ভোট পাবেন নিশ্চিত।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এজন্য আমাকে অবশ্যই আপনার এলাকা থেকে 'খাড়াইতে' হবে কাওসার চৌধুরী ভাই।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

শিখা রহমান বলেছেন: রম্য লেখাটা ভালো লেগেছে। খুবই সময়োপযোগী আর বিদ্রুপের তীরগুলো একদম নিশানায় লেগেছে।

শুভকামনা প্রিয় লেখক। ভালো থাকুন সবসময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর মন্তব্যে আনন্দিত! অনেক ধন্যবাদ জানবেন শিখা রহমান ।

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: আমিও একটা নমিনেশন কিনব ভাবছিলাম কিন্তু পকেটে ৩০ টাকাও নাই :``>>

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নমিনেশন পেপার কেনার জন্য কোন ব্যাংক সহজ শর্তে ঋণ দিচ্ছে কিনা খোজ নিতে পারেন।

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মলাসইলমুইনা বলেছেন: আমাদের কামাক্ষা বাবুরা যে কি করার জন্য বসে আছে আল্লাহই জানেন ! কিং অফ কৌতুক ভানু ব্যানার্জি আর প্রিন্স অফ রম্য বলারজি -র যৌথ প্রযোজনায় ভালো লাগা বোধগম্য ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন প্রজন্ম ভানু ব্যানার্জিকে চিনেনা। আপনি চিনেন দেখে ভাল লাগলো।
ধন্যবাদ নিন মলাসইলমুইনা ।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ওমেরা বলেছেন: আমারও ইলেকশন করতে মন চায়! রম্য অনেক মজা লাগল।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন চাইলে করবেন বাঁধা দিবে কে?
৩০ টাকায় ফর্ম কেনা গেলে আমিও করতাম :P

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভানুবাবুর সেকালের দূরদর্শিতায় বাকহীন মাইরি....... #:-S

লেখক বলেছেন: কাদার গাঁথনি ভানুর বাঁশ আমার =p~

মন্তব্যের রস মূল পোষ্টকে অতিক্রম করেছে

লেখক বলেছেন: আন্তরিকতা বশে আমার প্রতি আপনার আস্থা সীমাহীন। অনেক ধন্যবাদ জনাব চাঁদগাজী

কাকু যথা আমারো সীমাহীন আস্থা

মলাসইলমুইনা বলেছেন: আমাদের কামাক্ষা বাবুরা যে কি করার জন্য বসে আছে আল্লাহই জানেন ! কিং অফ কৌতুক ভানু ব্যানার্জি আর প্রিন্স অফ রম্য বলারজি -র যৌথ প্রযোজনায় ভালো লাগা বোধগম্য ।

'প্রিন্স অব রম্য' একদা আমি কহিয়াছিলেম, আজ বীর ব্লগার জনতা কহিতেছে (ইতিহাসে আমিও অমর হইয়া রইলেম)

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'প্রিন্স অব রম্য' একদা আমি কহিয়াছিলেম, অপাত্রে অনুগ্রহ বিতরণ আপনি ছাড়া আর করবে কে?
সামুতে আমার শত্রু দুইটা আছে নাকি ? :-P

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

ভালো থাকুন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভাল থাকুন রাজীব ভাই ।

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আখেনাটেন বলেছেন: ভানু মশাই দেখছি শত বছর আগেই লিখে রেখেছেন বাংলার অবস্থা। হা হা হা।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিল্পী সাহিত্যিকরা অনেকটা ভবিষ্যৎদ্রষ্টা হন।

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

মলাসইলমুইনা বলেছেন: @ কি যে করি,
'প্রিন্স অফ রম্য' লিটন ভাইয়ের ক্রাউন জুয়েল উপাধি হিসেবে থাকক I এমন করে আর কে রম্য বলতে পারে ব্লগে তাই ভানু ব্যানার্জির মতো লিটন ভাইকে দেয়া আমার 'রম্য বলার্জি' উপাধিটাও থাক !

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের দুজনকেই ধন্যবাদ ।

৪১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দলত্যাগ বুদ্ধিমান মানুষেরই কাজ।

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্দ বলেননি কংকা।

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন B-))

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নির্বাচনি ডামাডোলে মেজাজ তিরিক্ষি হয়ে আছে।
এই ভেবে ভাল লাগছে, যাক অন্তত একজন আর্কিওপটেরিক্স কে পেলাম যিনি আমার আবজাব লিখা পড়তে চান।
ধন্যবাদ জানবেন।

৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন: আপনা‌কে ধন্যবাদ ও বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা নিন ইসিয়াক

৪৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: অসাধারন, খুবই ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামাণিক ভাই।

৪৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়োপযোগী পোস্ট।
খুবই ভালো লাগল।
ধন্যবাদ লিটন ভাই

২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন নূর মোহাম্মদ নূরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.