নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

জড়াজড়ির ব্যাপারে শর্ত প্রযোজ্য :P

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪



১/কুং ফু ছাত্র গুরুকে বলছে-
: মায়েস্ত্রো, কেন আমার দক্ষতার উন্নতি হচ্ছে না? আমি বারবার হেরে যাচ্ছি।
প্রশান্ত, প্রজ্ঞা ও স্থৈর্য্যের প্রতিমূর্তি গুরু ধীরলয়ে বলা শুরু করলেন।
: প্রিয় শিষ্য, সূর্যাস্তের সময় দীর্ঘ ডানার গাংচিল উড়ে যাওয়া দেখেছো কখনো যখন ডানাকে স্ফুলিঙ্গ মনে হয়?
: জ্বি মায়েস্ত্রো, দেখেছি।
: পাথরের উপর তুমুল বেগে ঝর্ণার জলের সশব্দে আছড়ে পড়া দেখেছো?
: জ্বি মায়েস্ত্রো আমি দেখেছি।
: আর চাঁদ...যখন শান্ত জলে চাঁদ তার অভাবিত সৌন্দর্য্য প্রতিফলিত করে?
: জ্বি মায়েস্ত্রো, এই অভাবিত সৌন্দর্যও আমি দেখেছি।
: যা করার তা বাদ দিয়ে এইসব বা*ছাল দেখলে তোমার দক্ষতার উন্নতি হবে কিভাবে?

২/: বাহ! আপনার হার্টের অবস্থা তো এখন বেশ ভালো। কালই বাসায় চলে যেতে পারেন।
: ধন্যবাদ ডাক্তার, আপনার বিলটাও তবে আমাকে দেখাবেন।
: বিলটা আপনার না দেখাই ভালো। আপনার ছেলেকেই দেখাবো না হয়।
: কেন বলুন তো?
: মাত্র একটা বড় ধাক্কা খেয়ে উঠলেন এই সময়ে আরেকটা...

সামু ব্লগারদেরও এই অবস্থা। সামু মুক্ত হওয়ার আনন্দের ধাক্কার সাথে যুক্ত হয়েছে আরেক আনন্দের ধাক্কা-ব্লগ ডে-২০১৯।
সামু ও সামুর ফেসবুক গ্রুপে পোস্ট দেখে অনেকেই অবগত হয়েছেন যে, “ব্লগ ডে ২০১৯” উপলক্ষে ২০শে ডিসেম্বর, ২০১৯ ঢাকায় ব্লগারদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। জাদিদ ভাইয়ের সাথে আলাপে জেনেছি- অংশগ্রহনেচ্ছু ব্লগারদের রেজিস্ট্রেশন সন্তোষজনক গতিতে এগুচ্ছে।

নানা অসুবিধার কারনে ব্লগডেতে যাবো কি যাবনা ভাবছিলাম। এমন সময় উপরের কৌতুকটি মনে পড়ল! আরে তাইতো! আমি ওয়াজ মাহফিলে যাই, রাজনৈতিক মিটিংএ যাই,সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই,বিয়ে খেতে যাই, চল্লিশায় যাই! একজন ব্লগার (যদিও লো-রেঞ্জের) হয়ে কুং ফু ছাত্রের মত যা করার তা বাদ দিয়ে আমি কিনা ব্লগ-ডেতে যাবনা !!এ হয়না।সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেললাম। আমি একা নই এক বন্ধুসহ।



অনুষ্ঠানে থাকবে- ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ,আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উম্মোচন, চা বিরতি, হালকা নাস্তা,সাংস্কৃতিক অনুষ্ঠান,রাতের খাবার পরিবেশন,পুরুষ্কার বিতরনী এবং সমাপনী বক্তব্য। সবার জন্য ফ্রি থাকছে ব্লগডে ম্যাগাজিন। স্যুভেনির হিসাবে মগ বা টিশার্টের ব্যবস্থা থাকারও সম্ভাবনা আছে।

আমার ধারনা শত ব্লগারের উপস্থিতিতে এ আন্দময় উৎযাপন অনেকেই মিস করতে চাইবেন না।যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, দ্রুত রেজিস্ট্রেশন করুন।একজন সহব্লগার হিসেবে না দেখেই যার প্রতি এত মায়া,মমতা,আন্তরিকতা এবার তাকে বুকে জড়িয়ে ধরে বলুন-আরে আপনিই সেই কবি? রম্যলিখক? প্রাবন্ধিক? ছড়াকার? (ইয়ে জড়াজড়ির ব্যাপারে শর্ত প্রযোজ্য)।

সকল ব্লগারের জন্য শুভ কামনা, দেখা হচ্ছে ২০শে ডিসেম্বর-২০১৯ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে।


মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

কিরমানী লিটন বলেছেন: নো শর্ত ফর্ত- আপনাকে দেখামাত্রই জড়িয়ে ধরবো মিতা। আহা! কেমন যেন ছেলেবেলার সেই সব ঈদ ঈদ মনে হচ্ছে! দেখা হচ্ছে ইনশাআল্লাহ......

ব্লগডের অগ্রীম শুভেচ্ছা।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরে সোহানী'বু বলেছেন, শায়মা, ছবিকে দেখেও আবার দৌড় দিয়েন না মিতা ! :P

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: মগটা দেখতে বেশ ভালো লাগছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করছি স্যুভেনির হিসেবে এই মগগুলি অনুষ্ঠান স্থলে থাকবে।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২

সোহানী বলেছেন: হাহাহা শর্ত প্রযোজ্যতো বটেই B-)

এই যেমন ধরেন শায়মাকে দেখা মাত্রই যাবতীয় ব্লগারকূল এগিয়ে আসলে........... B:-/ .।

তারপরে ধরেন সেলিম ভাই কিংবা জাদিদ ভাইয়ের কথা..... । তারা যদি অপনারে পাইছি বইলা একখান রাম চিপা দেয় তয় আপনের কি অবস্থা হবে...... :P

তাই শর্ত প্রযোজ্য ছাড়া উপায় কি =p~ B-))

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা,ছবির কথা ভাবছিনা
তারপরে ধরেন সেলিম ভাই কিংবা জাদিদ ভাইয়ের কথা..... । তারা যদি অপনারে পাইছি বইলা একখান রাম চিপা দেয় তয় আপনের কি অবস্থা হবে...... :P এইটা ভেবেই শর্ত জুড়ে দিছি আপু :)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

হাবিব বলেছেন: শর্ত হিডেন রাখলে তো হবে না.....দু' একটা বলতে হবে।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই যেমন ধরেন জড়াজড়ি আর কুস্তির মধ্যে পার্থক্যটা মাথায় রাখতে হবে, সোমালিয়ান টাইপ কাউকে রাম চিপা দেয়া যাবেনা । বিপরিত লিঙ্গের বেলায় কোলাকুলির ক্ষেত্রে ন্যুনতম দুইহাত দুরত্ব বজায় রাখতে হবে-----

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

হাবিব বলেছেন: মিয়া ভাই, দুই হাত দুরত্ব থেকে কোলাকুলির প্রশিক্ষণ কোথায় দেয়া হয় জানালে উপকৃত হব

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন থাকলে ২০০ হাত দূর থেকেও কোলাকুলি করা যায় মেয়া ভাই তাছাড়া মাঝে একটা ক্লিয়ার গ্লাস থাকলে দুরত্ব আরো কমানো যেতে পারে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর করে সকলকে ব্লগ দিবসের
যোগদানের আহ্নবানের কথামালা
আছে দেখে ভাল লাগল ।
জড়াঝড়িতে শর্তের বিষয়ে
বোন সোহানী ভাল দিক
তুলে ধরেছে ।

ব্লগ দিবসের সাফল্য কামনা রইল

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আসছেনতো?
নাকি বাইরে থাকেন?

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: সোহানী আপুর মন্তব্যখানা পড়ে খুব হাসতেছি।
আপু তো ঠিক কথাই বলেছেন।
তাই জড়াজড়ি ও কোলাকুলিতে সাবধান ব্যক্তি ও বিপরীত লিঙ্গ বিশেষে । :P

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি অনুষ্ঠানে আসো , তোমার সাথে কোলাকুলি হবে!
আরে আমার নয় ছবি আর শায়মার :P

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন: তুমি অনুষ্ঠানে আসো , তোমার সাথে কোলাকুলি হবে!
আরে আমার নয় ছবি আর শায়মার" :P

হা হা হা হা.... ভাইয়া ছবি আপু ঢাকায় থেকেও আসতে পারবেন কিনা তার ঠিক নেই আর আমি ঢাকার বাইরে থেকে..... :(
তবে এটা সত্য কথা, অনেক ধন্যি মেয়ে হতাম যদি প্রিয় শায়মা আপু ও ছবি আপুর সাথে মোলাকাত করতে পারতাম। :)

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন সময় ও সুযোগ মিলেও যেতে পারে।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০

শাহিন বিন রফিক বলেছেন:


প্রথম প্লটের শেষ লাইন পড়ে হাসি থামানো বেশ কষ্ট হয়ে যাচ্ছে। আমি কি এমনিতেই আপনাকে রম্য সম্রাট বলি। আশাকরি ম্যাগাজিনে আপনার চমৎকার একটি লেখা পাব।

কিছুুক্ষন আগে মেইল খুলে দেখলাম জাদিদ ভাই মেইল মানে আমিও আপনার মত একখানা কাগজ পেয়েছি ইতিমধ্যে প্রিন্ট করে ম্যানিব্যগের চিপায় ঢুকিয়ে রেখেছি।

আমার এবার আসার একটি মাত্র কারণ কিছু গুনী মানুষদের সরাসরি দর্শন করা। আল্লাহ আশা পূরণ করলেই হয়।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এবার আসার একটি মাত্র কারণ কিছু গুনী মানুষদের সরাসরি দর্শন করা। আমার মত বেগুনি মানুষরা কি দোষ করল? :P
যাক আপনি দেখা না করতে চাইলেও দেখা করব ইনশাআল্লাহ !

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ব্লগ দিবস শুভ হোক।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা

১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

সুনীল সমুদ্র বলেছেন: দারুণ মজাদার একটা লেখা। বক্তব্য উপস্থাপনের মধ্যে, চমৎকার পরিপক্কতার পরিচয় পাওয়া গেল !
ধন্যবাদ আপনাকে, 'ব্লক ডে' নিয়ে এমন সুন্দর একটা লেখা লেখার জন্য !

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সুনীল সমুদ্র ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যেমন পোষ্ট তেমনি মন্তব্য

হাসতে হাসতে শেষ! সোহানীর মন্তব্যতো অসাম!
আর বরাবরের মতোই আপনার বুদ্ধিদীপ্ত উত্তর! অসাধারন!

শর্ত টর্ত কি আর আবেগের সময় মনে থাকে ;)
ভালবাসার টানটাই কথা!
আপনি এক কাম করতে পারেন- কানে মূখে কই-
একটা পুলিশি ভেস্ট জোগার কইরা নিয়েন! ভিআইপি আসামীগো বুলেট প্রুফ যেই ভেষ্ট পরায়!
তারপর নিশ্চিন্তে এগিয়ে যান কোলাকুলিতে! বুলেট প্রুফ চেতনায় ;)

দেখবেন যে এগিয়ে আসছে দুই পা পিছিয়ে যাবে নিগ্গাত :P =p~ =p~

দেখা হবে-
কোলাকুলি হবে -শর্তহীন ;)

এখানে কিন্তু বইমেলার মতো পকেট সার্চ করে কিছু রেখে দেবে না
মনে কইরা পকেট ভরা রাইখেন =p~


০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখানে কিন্তু বইমেলার মতো পকেট সার্চ করে কিছু রেখে দেবে না
মনে কইরা পকেট ভরা রাইখেন
হাহাহাহা
এবার ইলেক্ট্রনিক নিয়া আ'মু ভৃগুদা। ফরটিন জেনারেসন খাইলেও শেষ হবেনা !!!

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৬

রাবেয়া রাহীম বলেছেন: আমিও নিবন্ধন করুম ☺️

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই করবেন আপু, তবে ফিগারটা কিন্তু ডলারে এইটা খেয়াল রাইখেন =p~

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই করবেন আপু, তবে ফিগারটা কিন্তু ডলারে এইটা খেয়াল রাইখেন

অ কি কতা কলেন মেবাই! বাংলাদেশে ডলার পামু কুয়ানে!! =p~

ভ্যানিটি ব্যাগ হাতাপাতা কইরা সাত টা শত টাকার নোট বাইর করলাম। =p~

"ফিগার" ক্তহা পড়ে আমিত নিজের ফিগার লিয়া চিন্তায় পইরা গেলাম গো

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেশে নাকি আপু!
তাহলে অবশ্যই দেখা হচ্ছে-----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.