নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার নানা বাড়ীতে একটা জুমা মসজিদ আছে। এই মসজিদে বছর বিশেক আগে একবার ‘সময়ে কিঞ্চিত মাথা গরম হওয়া’ সেকার বাপকে ইতেকাফে বসানো হয়।
সেবার ২৫ রমজানের দিন জামাত না পেয়ে মসজিদের বারান্দায় আসরের নামাজ পড়ে সবে সালাম ফিরিয়েছি। মসজিদে কারা যেন বাকবিতন্ডা করছে। অকস্মাৎ দেখি শেকার বাপ মসজিদ থেকে বেরিয়ে ভোঁ দৌড় দিয়েছে, তার পেছনে ধর ধর বলে জনা কয় মুসল্লিও দৌড়াচ্ছে।
ক্ষীণ স্বাস্থ্যের সেকারবাপ মুসল্লিদের সাথে পেরে উঠেন নি। উনাকে চ্যাংদোলা করে মসজিদ প্রাঙ্গনে নিয়ে আসা হল। বিরাট জটলার ভিতরে মাথা ঢুকিয়ে যা বুঝলাম তা হচ্ছে- ভাল ভাল খাবার এবং ডেলি ৫০টাকা হাজিরার প্রতিশ্রুতিতে উনাকে ইতিকাফে ঢুকানো হয়েছে। ২২/২৩ রমজানে হাজিরার সব টাকা পরিশোধ করার কথা কিন্তু ২৫ রোজা পর্যন্ত উনাকে কোন টাকা দেয়া হয়নি। দ্বিতীয়ত ভাল ভাল খাবার দেয়ার কথা সে জায়গায় গতকাল ইফতার করেছেন চাল আর পানি দিয়ে। সন্ধ্যা রাতে ‘এলোইচার’ শাক দিয়ে ভাত, ভোর রাতে ‘ঠোঁআশ ভাজি’।তাই এই ইতিকাফ করবেন না ঘোষণা দিয়ে তিনি মসজিদ থেকে বেরিয়ে যান।
মাষ্টার পাড়া মসজিদে একবার দুই ‘কোয়াটার ম্যাড’কে ইতিকাফে বসানো হয়।কয়েকদিন পর নাক ডাকাকে কেন্দ্র করে দুজনের তুমুল কাইজ্জা।পরিনতিতে যোহর পড়া মুসল্লিরা এক দৃষ্টি নন্দন কুস্তি উপভোগ করেছিল।
আমাদের পাশের নতুন সমাজ মসজিদে একবার বেনামাজী,বে এলেম আলী মেস্তরিকে ইতিকাফে বসানো হয়। সে আমলেও উনার ডেলি দুই বান বিড়ি লাগতো। অভ্যাসটা মসজিদেও ছাড়তে পারেননি।২৬ রমজানে ইমাম সাহেব ফজর পড়াতে এসে দেখেন মসজিদ ধোঁয়ায় অন্ধকার। মসজিদে বিড়ি কেন খাইছে এই নিয়ে ইমাম,আলী মেস্তরি তর্কাতর্কি। এক পর্যায়ে ‘তুই থাক তোর এতেকাফ লই’ এই বলে আলী মেস্তরি মসজিদ থেকে বেরিয়ে যান।
ফরজ ইবাদত ব্যতিত আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব ইবাদত করা হয় তার মধ্যে ইতেকাফ একটি অন্যতম ইবাদত।
ইতেকাফের জন্য ২০ রমজান সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। ঈদুল ফিতরের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে। মহল্লার জামে মসজিদে ইতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। সুন্নতে মুয়াক্কাদা কিফায়ার মানে হলো, সবার পক্ষ থেকে কমপক্ষে একজন হলেও আদায় করতে হবে। অন্যথায় পুরো এলাকাবাসী গুনাহগার হবে।
পুরা এলাকাবাসী গুনাহগার হওয়া থেকে নিস্তার পাওয়ার জন্য প্রায়শ দেখা যায়, টাকা পয়সা বা ভাল খাওয়া দাওয়ার লোভ দেখিয়ে শেকার বাপ টাইপের কাউকে,হাফ/কোয়াটার ম্যাড টাইপের কাউকে বা এলাকার ঘাটের মরা কোন বৃদ্ধকে অধিক সোয়াব আর সহজে বেহেস্তপ্রাপ্তির কথা বলে মসজিদে ঢুকিয়ে দেয়া হয়। এদের না থাকে ওজুর খেয়াল, না থাকে হুশ দিশা।বার্ধ্যক্যজনিত কারনে হুশ হারা অনেকের ‘মসজিদ খারাপ’ করারও ইতিহাস আছে।
ইতিকাফের মর্তবা,সোয়াব,গুরুত্ব অপরিসিম।এই সময়ে নানা সুক্ষ্য ও খুটিনাটি আমল রয়েছে যা আলেম ব্যাতিত বাঙ্গাল মানুষের জানা সম্ভব নয়।তাই ইতিকাফের মত গুরুত্বপুর্ন একটা ইবাদতে শেকার বাপদের না বসিয়ে কোন অভিজ্ঞ আলেমকে বসানোই অধিক যুক্তিযুক্ত।
দুঃখজনক ব্যাপার হচ্ছে ব্যাতিক্রম থাকতে পারে তবে আমি কোন সময় কোন আলেমকে ইতিকাফে বসতে দেখিনি।আলেমরা দুনিয়াদারী নিয়ে মানুষকে ব্যাস্ত না থেকে আল্লাহ মুখি, মসজিদ মুখি হওয়ার ওয়াজ শুনিয়ে ৫০/৬০ হাজার হাদিয়া নিয়ে দুনিয়াবি ফায়দা হাসিল করেন।অথচ ৯/১০ দিনের জন্য দুনিয়া থেকে দূরে থেকে অপার রহমতের ইতিকাফ করতে তাঁদের দেখা যায়না।
আল্লাহ আমাদের সমাজগুলিকে ইসলামের বিধানমতো খোদার প্রেমে মগ্ন থাকা যথাযথ আলেমদের দ্বারা ইতেকাফ পালন করানোর তৌফিক দিন।
১৫ ই মে, ২০২০ দুপুর ২:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ।
২| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার জীবনে দেখিনি কোন আলেম ইতিকাফে বসেছে
কারো ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে । শুধু জানি যারা নামকরা আলেম তারা লাখ টাকা পেলে ওয়াজ করেন কথা বলেন আর মানুষ হুমরী খেয়ে পড়ে।
এসব টাকা বাজ মাওলানা র দোয়া কোন কাজেই আসে না।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই তথাকথিত আলেম রা নিজে করেন না অন্যকে দিয়ে করান এরকম অনেক কাজ আছে, যেমন- মিলাদ,খত্না অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, নাম রাখা অনুষ্ঠান, মুর্দার চার দিন্না খানা, ৪১ দিন্না খানা ইত্যাদি।
এদের কখনো একটি টাকা দান করতেও দেখবেন না।
৩| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের ধর্ম সম্মন্ধে পরিপূর্ণ জ্ঞান নাই
নূন্যতম পক্ষে পাক সাফের বিষও জানানাই
তাদের দিয়ে ইতেকাফ করানো মূর্খতা।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন নুরু ভাই। এত এত সোয়াবের কথা যারা বলেন তাদেরকে কিন্তু এতেকাফ করতে দেখিনা।
৪| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:০৬
ডার্ক ম্যান বলেছেন: ৯ বছরে ৩০০ পোস্ট ।
আলেমরা এখন টেলিভিশনে চেহারা দেখাতে দেখাতে ক্লান্ত , তথাকথিত ব্যাংক শরিয়া বোর্ডের প্রোগ্রামে মত্ত ।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টিভিতে যারা চাহারা দেখায় এদেরকে যারা আলেমে ছু বলত এখন দেখি তাঁরাই নামের পাশে অমুক টিভির ধর্মিয় আলোচক, ইউটিউবের সাড়া জাগানো বক্তা এসব লেখেন ।
মন্তব্যের রজন্য ধন্যবাদ জানবেন ডার্ক ম্যান।
৫| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের এলাকায় কখনো এতেকাফ হয় না। এতে এলাকার লোকজনের গুণাহ হচ্ছে?
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুণাহ হচ্ছে? কি হচ্ছেনা আপনি কি ধরনের জবাব পেতে চান ? কিছূ টাকা পয়সা নিয়ে তথাকিথিত তাঁদের সাথে আলাপ করুন , তাঁদের কাছে উভয় প্রকার ফতুয়া আছে।
৬| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
অভিননন্দন।
আপনার রম্য সব সময় খুবই উপভোগ্য।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত ।
অনেক ধন্যবাদ জানবেন জনাব চাঁদগাজী ।
৭| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: ৯ বছর পূতির শুভেচ্ছা ভাই।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন নতুন ।
৮| ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ বছর এবং ৩০০ পোস্ট পূর্তিতে আপনাকে অভিনন্দন।
১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই
৯| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:০৬
সুপারডুপার বলেছেন:
ভাই আপনিতো এইবার আলেমদের পকেট কাটার ইঙ্গিত দিলেন। এতে আপনার গুনাহ হতে পারে !
সামুতে ৯ বছর পুর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা।
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে আলেমদের বিরুদ্ধে কিছু বললে গুনাহ হবে সে আলেমদের আমি শ্রদ্ধা করি।
ভন্ডদের বিরুদ্ধে বললে গুনাহ হবেনা বলেই আমার ধারনা।
ধন্যবাদ জানবেন সুপারডুপার
১০| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন: সামুতে ৯ বছর এবং ৩০০ পোস্ট পূর্তিতে আপনাকে অভিনন্দন প্রিয় লিটন ভাই।
নিরন্তর শুভকামনা।
১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা ইসিয়াক
১১| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:৪৬
মীর আবুল আল হাসিব বলেছেন: ৯ বছরে ৩০০ পোস্ট!! দারুন টাইমিং।
রম্য গল্প পড়ে হাসলাম।
আশার খবর এই যে ভণ্ড হুজুরগন দিন দিন কোনঠাসা হয়ে পড়ছে।
১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশার খবর এই যে ভণ্ড হুজুরগন দিন দিন কোনঠাসা হয়ে পড়ছে। অনেকটা সত্য তবে ওয়াজের নামে গলা বিক্রি এখনো চলছে।
১২| ১৫ ই মে, ২০২০ বিকাল ৫:১২
জাফরুল মবীন বলেছেন: ৯ম বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
১৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জাফরুল মবীন ভাই।
১৩| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: আপনি একজন রসিক মানুষ।
রকিস মানুষদের আমার ভালো লাগে।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর ভাই ।
১৪| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: ৯ বছর অনেক লম্বা সময়। অভিনন্দন।
তঁবে পোষ্ট আরো বেশি হওয়ার দরকার ছিলো।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর ভাই, ব্লগে আমি পাঠে দির্ঘ সময় ব্যয় করি। মুলত পাঠের জন্যই ব্লগে নিন খোলা। আপনাদের লিখা পড়ে পড়ে কিঞ্চিত সমৃদ্ধ হয়ে তবে দুয়েকটা পোস্ট দেই।
তবে এটা বলতে পারি নয় বছরে আমি ব্লগ থেকে বিচ্ছিন্ন হইনি।
শুভ কামনা জানবেন।
১৫| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ৯ বছর পূর্তিতে অভিনন্দন। আপনার ৩০০ পোস্ট সামহোয়্যারইনব্লগের ভাণ্ডারে চমৎকার সংযোজন। আরও চমৎকার সব পোস্ট দিয়ে ব্লগ ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা থাকলো। নিরন্তর শুভকামনা।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার অনেক পুরনো সুহৃদ। সব সময় আন্তরিকতা দিয়ে পাশে থাকেন। এজন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন সেলিম ভাই।
১৬| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
সামুতে নয় নয়টি বছর ইতিকাফে পড়ে রইলেন, তা-ও আবার তিন বেলা খানা আর রোজ হাজিরায় ৫০টাকা পাওয়ার চুক্তি ছাড়াই, কম কথা নয়! পুরো ব্লগ তো গুনাহ থেকেও বেঁচে গেলো!
ব্লগ তো দেখি আপনাকেও সেকার বাপ বানিয়ে ছাড়লো।
নয় বছর গড়িয়ে যাক আরও নিরানব্বই বছরে। সে সময় পর্যন্ত থাকুন এমন আমুদে ঢংয়ে, রঙ্গ-রসে টৈ-টুম্বুর।
আর এই নিদেনকালের সময়টুকুতে থাকুন নিরাপদে আর সুস্থ্যতার সাথে।
১৬ ই মে, ২০২০ দুপুর ১:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রসবোধ আর ভাড়ামো এক নয় এমন দৃস্টিভঙ্গি থেকে আমি লিখালিখি করি।
এ দুটো যে আলাদা বিষয় তা সবাই ধরতে পারেনা। যারা পারে তাঁদের একজন আপনি।
সব সময় পাশে থেকে উৎসাহ যোগান যা অনেক ভাল লাগে।
পোস্টের চেয়েও রসালো মন্তব্যের জন্য ধন্যবাদ নিন জনাব আহমেদ জী এস ভাই।
১৭| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিন শত পোস্ট দেয়া চারটিখানি কথা নয়।
বিশাল ব্যাপার।
অভিনন্দন!
১৬ ই মে, ২০২০ দুপুর ১:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই।
১৮| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: সারা বাংলাদেশে ইতেকাফ যায় । মসজিদ কমিটি এইটা দেখে । যায় বেশীর ভাগ বৃদ্ধ লোক।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃদ্ধদের সাধারনত হুশ দিশা থাকেনা। এদেরকে নানা ভুজং ভাজং দিয়ে মসজিদে ঢুকিয়ে দেয়া হয়। ইতিকাফে ইয়াং আলেমদের বসা উচিত।
১৯| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে একটানা নয়টি বছর এবং তিনশোতম পোস্টের জন্য ধন্যবাদ লিটন ভাই। আপনার রম্য লেখার হাত বরাবরই চমৎকার। ইতিকাফ রম্যের তাৎপর্য চমৎকার। ধর্মের নামে অধর্ম চর্চা হচ্ছে সর্বত্র। সবার শুভ বুদ্ধির উদয় হোক।
অভিনন্দন। ভালো থাকুন।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন এসেই যারা সামুর পাঠকদের জয় করে নিয়েছেন আপনি তাঁদের একজন।
কাওসার চৌধুরী ভাইয়ের মত একজন সুলেখক সাথে আছেন এই ভেবেই আমি আনন্দ পাই।
আপনিও ভাল থাকুন ।
২০| ১৫ ই মে, ২০২০ রাত ১০:১৯
সোহানী বলেছেন: সামুতে ৯ বছর এবং ৩০০ পোস্ট পূর্তিতে অনেক অনেক অভিনন্দন লিটন ভাই। বুইড়া ভাইদের তালিকায় স্বাগতম।
সত্যি বলতে যে ইতেকাফ নিয়ে বেশী কিছু জানি না, তাই এ বিষয়ে কিছু বল্লাম না। তবে ওয়াজ যে খুব বেড়েছে তা বুঝতে পারছি চারপাশের খবর দেখে।
আপনার লিখা সবসময়ই উপভোগ্য।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের গ্রাম্য প্রবাদ, ''এক বুড়ি আরেক বুড়িরে কয় নানী শাশুড়ী"
সামুতে আপনি আমার প্রায় চার বছরের সিনিয়র। তবে এখানে সবাই আমরা তরুন চির তরুণ !!
আর ওয়াজের কথা কি আর বলব বুবু - তাহেরি হুজুর এক সাক্ষাতকারে বলেছেন ১৮ সালে উনি ৭শর মত মাহফিল করেছেন। আরেক স্থানে জানিয়েছেন পার মাহফিল তিনি এক লাখের কম নেন না।
বাংলাদেশে তাহেরির মত অন্তত পাঁচ হাজার হুজুর আছেন। এবার দেখুন অবস্থা।
২১| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৩২
জুন বলেছেন: আপনার রংগ আর ব্লগার আহমেদ জী এস এর মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ গিয়াস লিটন
নয় বছর পুর্তির অভিনন্দন জানাই।
করোনা হানায় আমার দশ বছর পুর্তি উপলক্ষে কিছু লেখার আর মনই ছিল না।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে আপনি আমার সিনিয়র। প্রথম থেকে যাদের লেখা ভাল লাগত আপনি তাঁদের একজন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন জুনাপু ।
২২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৫৭
শের শায়রী বলেছেন: দারুন এক রম্য, ভালো মজা পেলাম লিটন ভাই। অভিনন্দন নয় বছর পূর্তিতে। আচ্ছা এটা কিভাবে এক সাথে হল নয় বছর তিনশত পোষ্ট ?
১৬ ই মে, ২০২০ দুপুর ২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার একজন লেখক, আপনার লেখাগুলি আমাদের সমৃদ্ধ করছে।
পোস্ট আর বর্শের রাউন্ড ফিগারে আসাটা বিরাট কাকতাল !
অনেক ধন্যবাদ রইল শের শায়রী ।
২৩| ১৬ ই মে, ২০২০ ভোর ৬:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন ভাই,
নয় বছরের শুভেচ্ছা রইলো। শুভেচ্ছা রইলো ৩০০ পোস্টের জন্য্। শুভেচ্ছা রইলো জীবনের মূল্যবান সময় ব্লগে ব্যায়ের জন্য যার বিনিময়ে আমরা পেয়েছি অনেক সুন্দর সুন্দর মনে রাখার মতো গল্প। এই ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তাই অফুরন্ত ভালোবাসা নিবেন। অবসরে লিখুন - সাথেই আছি।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩০০ পোস্ট আর নয় বছর পুর্তির সেরা উইশ !
আন্তরিকতাপুর্ন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন ঠাকুরমাহমুদ
২৪| ১৬ ই মে, ২০২০ ভোর ৬:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: ২৩ নং মন্তব্যটি মুছে দিন। বানানগত ভুল আছে।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুছে দিয়েছি।
২৫| ১৬ ই মে, ২০২০ সকাল ১১:০১
রাশিয়া বলেছেন: আমি অনেক আলেম ওলামাকে ইতিকাফে বসতে দেখেছি। চট্টগ্রামের কিছু বিখ্যাত মসজিদের ইমাম বা মুতাওয়াল্লিকে দেখা যায় সব ব্যস্ততা পায়ে ঠেলে শেষ দশ দিন ইতিকাফে বসতে।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশে হক্কানী আলেমেরো অভাব নাই তাই ব্যাতিক্রম আছে। সেটা আমি পোস্টেও বলেছি।
তবে আমি অনেক মসজিদে এক একজন ঘাটের মরাকে ইতেকাফে দেখেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন রাশিয়া ।
২৬| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৮
মোস্তফা সোহেল বলেছেন: বেশির ভাগ ইমামরা বয়ান দিয়েই শেষ।তারা মনে করে বাদ বাকি দায়িত্ব মুসল্লিদের।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাঁদের এত এত সোয়াবের কাজের বয়ান , কিন্তু ওই কাজগুলি সাধারনত তাঁদের নিজেদের করতে দেখা যায়না।
ধন্যবাদ জানবেন মোস্তফা সোহেল ভাই।
২৭| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: ৩০০ তম পোস্ট ও ৯ বছর পুর্তি এমন একটা মাইলস্টোন সাফল্যের সাথে অর্জন করার জন্য অভিনন্দন। দেখবেন, আর কিছুদিন পরে প্রকৃত মুসলমান খুজতে ম্যাগনিফাইং গ্লাস লাগবে।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুসলমান প্রচুর আছে, কি রূপ মুসলমান সে কথা প্রায় শত বছর আগে নজরুল বলে গেছেন-
'বিশ্ব যখন এগিয়ে চলেছে
আমরা তখন বসে,
বিবি তালাকের ফতোয়া খুঁজি
কোরান হাদিস চষে।"
অভিনন্দনের জন্য ধন্যবাদ নিন ভুয়া মফিজ ।
২৮| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:৫৫
শায়মা বলেছেন: ৯ বছর আর ইতিকাফের শুভেচ্ছা ভাইয়ু!!!!!
১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি কিন্তু পাকনা বুড়ী, আমার অনেক সিনিয়র হাহাহাহাহ ।
খালি ইফতারি আর ইতিকাফ নিয়ে পড়ে থাকলে চলবে? মাঝে মাঝে সামুতেও কিছু লিখে টিখে যেও -----
শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ শায়মা।
২৯| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: লিখতে পারছিনা ভাইয়া!!!!! মহা বিজি আমি! ওকে আমার ইজি কাজে বিজি নিয়েই একখানা পোস্ট লিখবোনে আজকে!
১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাও ভাল, হাজিরা দিয়ে যাও ।
৩০| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:০০
ডঃ এম এ আলী বলেছেন:
করোনায় আক্রান্ত হওয়ার কারণে প্রায় মাসাধিককাল সামুতে বিচরণ করতে পারিনি বলে পোষ্টটি যথা সময়ে দেখতে পারিনি ।
যাহোক ইতিকাফ এর মরতবা জানার পাশাপাশি সামুতে সাফল্যজনকভাবে ৯ বছর পুর্তী ও ৩০০ তম পোষ্টের জন্য রইল
প্রাণডালা অভিনন্দন । এ সাথে রইল
২৬ শে মে, ২০২০ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডঃ আলী ভাই আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সংবাদ জানতে পারিনি।
আপনি সুস্থ্য হয়েছেন আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
অনেক দিন আপনি কোন পোস্ট করেন না।
আপনার করোনাকালীন অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট করুন। সেটা হোক আপনার চতুর্থ বর্ষ পুর্তি পোস্ট ।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
৩১| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ৯ম বর্ষপূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০২০ রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
৩২| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: ৩০০ তম ও ৯ বছর পূর্তি পোস্ট উপলক্ষে আন্তরিক অভিনন্দন!
আমাদের এলাকায় ইমাম সাহেব অবশ্য নিজেই এতেক্বা'ফে বসেন, এমন কি এই করোনাকালেও বসেছিলেন।
আল্লাহ পাক আমাদের সকলকে শুদ্ধ আমলে অভ্যস্ত হবার তাওফিক দিন!
১৯ শে জুন, ২০২০ রাত ৮:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিন ।
অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ দুপুর ২:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।