নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
ছাত্রলীগে একটাই নুরুল আজিম রণি আছে। যে গোলামি, দালালি কিংবা নেতাদের ঠ্যাং ধোয়া পানি না খাইয়া ছাত্রদের অধিকার আদায়ে স্কুল কলেজে হানা দিয়ে অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত নিয়ে আসে। সেয়ানা পোয়া।
এই জন্যে অনেকেই রণি'রে গুন্ডা অথবা ধান্ধাবাজ কইয়া ডাকে। আমি মাঝেমাঝে কই, এমন গুন্ডা ছাত্রলীগে আর কয়জন আছে গোটা বাঙলাদেশে যে ছাত্রদের অধিকার আদায়ে নিজের জীবন হুমকিতে রেখে গুন্ডামি করে অতিরিক্ত আদায় করা টাকা ফেরত নিয়ে আসে?
আমার মনে হয় আর একজনও নাই।
মহিউদ্দিন চৌধুরী লালদিঘীর বিশাল জনসভায় জনগনের অধিকার আদায়ের জন্য বিএনপি জামাত জোটকে হুমকি দিয়া কইছিলো, মাথায় টুপি থাকলে আমি আলহাজ্ব মহিউদ্দিন আর মাথা থেকে টুপি খুললে আমি সন্ত্রাসী মহিউদ্দিন। আর এই মহিউদ্দিন চৌধুরী নুরুল আজিম রণি'কে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কইছিলো, আঁই বড় মহিউদ্দিন আর তুই (রণি) ছোডু (ছোট) মহিউদ্দিন।
রণি সেইদিন থেকে ছাত্রদের অধিকার আদায়ের জন্য শিক্ষাব্যবসায়ীদের কাছে এক বিরাট গুন্ডা, সন্ত্রাসী কিংবা ধান্ধাবাজ।
ছাত্রলীগের একটা গৌরব উজ্জ্বল সময় ছিলো। সেই সময়গুলোতে ছাত্রলীগ ছাত্রদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতো। এখন যেভাবে রণি করছে। তাই আমি বলি, রণি যা করছে তা আদর্শিক ছাত্রলীগ নেতারই কাজ করছে। ছাত্রলীগের মূল কাজই কিন্তু ছাত্রদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করা।
ছাত্রলীগ যেহেতু ছাত্রদের অধিকার ভুলে গিয়ে নেতার গোলামি, দালালি কিংবা ঠ্যাং ধোয়া পানি খাচ্ছে তাই আমরা আদতে ভুলেই গেছি ছাত্রলীগের মূল কাজই হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করা।
রণি বর্তমান সময়ে গোটা বাঙলাদেশের ভেতর একজন ছাত্রনেতা যে অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিরোধ্য এবং দুর্বার।
আই লাভ রণি
বিকজ হি অলওয়েজ ট্রাই টু ডু সামথিং ফর স্টুডেন্টস।
রণির জন্য জোরসে বলো জয় বাঙলা।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
সৈয়দ তাজুল বলেছেন: ছাত্রলীগ তার প্রতিটি পদক্ষেপ নিয়েছে গুণ্ডামির মাধ্যমে।
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগের সৃষ্টিই ছিল জাতির জন্য ভয়ংকর খারাপ ঘটনা
উনার কথা সম্পূর্ণ ঠিক। ছাত্রলীগ প্রত্যেকটা সময়ের জন্য খারাপ ভাইরাস।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: উনি?
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগের সৃষ্টিই ছিল জাতির জন্য ভয়ংকর খারাপ ঘটনা