নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।

জিপসি রুদ্র

লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।

জিপসি রুদ্র › বিস্তারিত পোস্টঃ

কোনদিকে শান্তি নাই।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

ঘরের ভিতর বিদ্যুৎ নাই
মোবাইল ফোনে চার্জ না
প্যাকেটে সিগারেট নাই
মানিব্যাগে টাকা নাই

এখন আমার কি উপায়?

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

এক হাতে ব্রাশ লইয়া
এক হাতে টিউব টিপি
টিপতে টিপতে বুঝতে পারি
টিউবেতে পেস্ট নাই

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

হালকা মুতে কল ছাড়ি
কলে দেখি পানি নাই
ন্যাংটা গায়ে সাবান মাখা
এখন আমার কি উপায়?

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

রান্না ঘরে যাইয়া দেখি
চুলার ভিতর গ্যাস নাই
চা খাওয়ার নেশায় পাইছে
কেমনে এখন চা খাই?

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

প্রেমিকারে মনে পড়ছে
প্রেমিকাটা পাশে নাই
ইন্টারনেটের লাইন নাই
ওয়েবক্যামে বহুদিন প্রেমিকারে দেখি নাই

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

বাসায় আমি বইয়া রইছি
গরমে মরি যাই
এদিক ওদিক চাইয়া দেখি
হাতপাখাটা কোথাও নাই

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।


নয়া কোন মডেল নাই
লাগা লাগির খবর নাই
শেষ কবে লাগাইছিলাম
এই মূহুর্তে মনে নাই ।

এই অবস্থা চলতে থাকলে বাইচা থাকার কি উপায়?

নাইরে নাইরে নাইরে নাই
কোনদিকে শান্তি নাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৬

কাওসার চৌধুরী বলেছেন: হুম, পড়লাম। বেশ ভাল লাগল, রুদ্র ভাই। আপনার বাকী লেখাগুলোও পড়বো।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
কবিতায় বিনোদন আছে।
খুব ভালো লেগেছে।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: মানুষের অভাব আছে বলেই মানুষ বেঁচে আছে।

ভাল লেগেছে।
+++

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৩২

মীর সাজ্জাদ বলেছেন: শান্তি এখন গাছে থাকে
তারে ধরার উপায় নাই,
ধরতে গেলে শান্তির পা
বলে উঠে-
পা টিপো বিছাইয়া চাটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.