নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
রাজাকারের মৃত্যুতে কাঁদে যেইজন
কে বলে বাঙালি তারে
পাক্কা পাকিস্তানি জানোয়ার সেইজন ।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বুকের পাটা আছে । স্বীকার করতেই হবে । নইলে গুনা হবে ।- মাইন্ড ইট ।
রাজাকার নিজামীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর যখন গায়েবানা জানাজার আয়োজন করে ঘাতক দালাল জামাতিরা প্যারেড মাঠে তখন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ প্রতিহত করার জন্য সমবেত হয় । রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর মাত্রাতিরিক্ত ধর্মান্ধতার জন্য চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সেইদিন বারবার প্রতিহতের চেষ্টার পরেও সফল হয় নাই ।
আজও একই কাজ হয়েছে । নিজামির গায়েবানা জানাজা যে পড়িয়েছিলো সেই ঘৃণিত ব্যাক্তি জামাতি মুমিন মলইর জানাজা চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ আবারো তা প্রতিহত করার জন্যে সমবেত হয় । ছাত্রলীগকে প্রতিহত করার জন্য রগকাটা বীরের দল ছাত্রশিবির সঙ্ঘবদ্ধ হইলে ছাত্রলীগ লাঠি আর লোহার রড নিয়ে প্রতিহত করার জন্য এগিয়ে যায় । কিন্তু আবারো রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর নিরাপত্তা বেষ্টনিতে আটকা পরে ছাত্রলীগ । আবারো সফল হয় একাত্তরের ঘাতক দালাল জামাতিরা ।
আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানতে ইচ্ছা করে , রাষ্ট্রীয় পুলিশ বাহিনী কী জামাতিদের নিরাপত্তার বেষ্টনী ? যে বেষ্টনী বেদ করে জামাতিদের ধরা যাবেনা ছোঁয়া যাবেনা এমনকি তাদের বিরুদ্ধে দুই লাইন লেখাও যাবেনা ?
হে পুলিশ
ভুলে যেওনা একাত্তরে তোমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস ঐতিহ্য । তোমরাই প্রথম প্রতিরোধ গড়েছিলে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে । রায়েরবাজার বধ্যভূমি সাক্ষী । তোমাদের এমন আচরণে বধ্যভূমিতে শুয়ে থাকা তোমাদের শহীদ ভায়েরা নিরবে কাঁদে । তোমরা কী শুনতে পাওনা সে কান্নার শব্ধ ? তোমরা কী আজ বধির ?
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ
তোমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই । তোমাদের প্রতিরোধের চেষ্টা আমাদের মতন উগ্রদেশপ্রেমিকদের ভীষণ মুগ্ধ করেছে । তোমরা হারোনাই । হেরেছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ।
লক্ষ শহীদ ডাক দিয়েছে
সব সাথীদের খবর দে
সারা বাঙলা ঘেরাও কর
জামাতিদের কবর দে ।
২| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫১
সোনারবাংলা২০১৯ বলেছেন: ভালো বলেছেন। জানাজা হোক, আপত্তি নেই, কিন্তু এটাকে কেন্দ্র করে শোডাউন গ্রহনযোগ্য না। এমপি সাহেব কাজটা ভালো করলেন না।
৩| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সমস্ত দেশের ছাত্রলীগ অনেক সাহসী।
তাদের কর্ম কান্ড গুলো দেখলে বুক কেঁপে উঠে।
৪| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:০৮
রায়হান চৌঃ বলেছেন: আসলেই.......... সব ৭১ এর ফসল, কোনটা ভারতীয় আবার কোনটা পাকিস্থানী, আফসুস এর বিষয় হলো বাংলাদেশী বীজ / বৃক্ষের বড়ই অভাব এই বাংলায়
৫| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দাদা,
রাজনীতির চেয়ে আপনার চটিগল্পগুলোই পড়তে বেসী ভালো লাগে।
জয় বাংলা
৬| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কালকের পোস্ট ডিলিট হয়েছে দেখে খুবই ভালো লাগতাছে। আর এমন পোস্ট দেবেন না
৭| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৮
রানার ব্লগ বলেছেন: জামাত শিবির নামক নোংরা জীবানু এখন এই দেশে অবস্থান করছে এটাই আমাদের সব থেকে বড়ো ব্যার্থতা বা অপরাধ যার ক্ষমা সয়ং আল্লাহ ও করবে না।
৮| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৫
ল বলেছেন: কার ছেলে মরলো গো ঐ রাজনীতির ময়দানে!!!!
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাট-শিবির এখন ছাত্রলীগ-আম্লীগে ঢুকে যাচ্ছে মোটা অংকের এডমিশন ফি দিয়ে।