![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আমার মেজো ভাই, সেজো ভাই কই গেলি রে .... রে ...
চল যাই চল আওয়ামীলীগের নৌকা ডুবাইতে
আমার বড় ভাই, ছোট ভাই কই গেলি রে .... রে ...
চল যাই চল শেখ হাসিনার নৌকা ডুবাইতে
দশ টাকার দরে চাল কিনে, বিনে পয়সার সার কিনে, প্রতি ঘরের একটি করে লোক নিয়ে আজ নৌকা চলছে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে। দেখা যাক বিএসএফ বাহিনী তাদের সাথে কি রকম আচরণ করেন! না না না, আমরা মেনে নিতে পারি না, তোমরা আমাদের কিনারা ছেড়ে অন্য কিনারা ধরো। তা না হলে আমরা তোমাদের নৌকা মাঝ পথে ডুবিয়ে দেব।
না না মহাশয়, আজ আমাদের সাথে আপনারা খারাপ আচরণ করবেন না প্লিজ। আপনারা কি শুনেন নাই, ইসি নামক এক ভয়াবহ সন্ত্রাসী আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। আজ আমরা যেমনি দিশেহারা তেমনি সমস্যায় আছি এই নৌকাটা নিয়েও! তারপরে আপনারা আজ আমাদের পর হয়ে গেলেন। কথায় আছে না - মরার উপর খাড়ার ঘা!
তোমরা যাই বলো না কেন আজ আর তোমাদের কোনো কথায় আমরা শুনব না। তোমরা আমাদের এই কিনারা ছেড়ে দিতে পার! না মহারাজ আপনারা যাই বলেন আর যায় করেন আপনাদের কিনারা চাড়ছিনা। খামোশ শয়তান, আর একটি কথাও তোমাদের মুখ থেকে শুনতে চাই না। সময় থকতে দূর হও!
আজ আর কোথায় যাব হুজুর! সব তো খেয়ে এসেছি তাই আজ আর কোথাও যাওয়ার যায়গা পাচ্ছিনা, ভাবলাম আপনাদের এখানে আমাদের সবার একটু মাথা গোজার ঠাই হবে। কিন্তু আজ দেখলাম আপনাদের কে বিশ্বাস করে কতটা না দেশের সাথে, দেশের মানুষের সাথে বেঈমানী করেছি। আমরা জেনে শুনে পাপ করেছি! যখনি বিরোধী দল দেশের ব্যাপারে কোনো কথা বলত, আপনাদের কথা মত বিরোধী দলের সবাই কে পাকিস্তানী বলে ধিক্কার দিয়েছি। আজ বুঝতে পারছি আসলে তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাই সকলের কাছে ক্ষমা চাই!
ক্ষমা চাইবি তো নিজ দেশের মানুষের কাছে চা, এখানে কেন। যা দূর হ! না হলে এক লাথি মেরে তোদের নৌকা তোদেরকে সহ ডুবিয়ে দেব! হা ... হা ... হা।
মন্তব্য ঃ পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পতিত হইতে হয়।
২| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু আজ দেখলাম আপনাদের কে বিশ্বাস করে কতটা না দেশের সাথে, দেশের মানুষের সাথে বেঈমানী করেছি। আমরা জেনে শুনে পাপ করেছি! যখনি বিরোধী দল দেশের ব্যাপারে কোনো কথা বলত, আপনাদের কথা মত বিরোধী দলের সবাই কে পাকিস্তানী বলে ধিক্কার দিয়েছি। আজ বুঝতে পারছি আসলে তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাই সকলের কাছে ক্ষমা চাই!
ক্ষমা চাইবি তো নিজ দেশের মানুষের কাছে চা, এখানে কেন। যা দূর হ! না হলে এক লাথি মেরে তোদের নৌকা তোদেরকে সহ ডুবিয়ে দেব! হা ... হা ... হা।
মন্তব্য ঃ পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পতিত হইতে হয়।
++++
সহমত
৩| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
দুরন্ত-পথিক বলেছেন: নৌকা আর ভেসে অঠার কোন ই চান্স নাই।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
রুপম হাছান বলেছেন: এতোদিন পর এসে দেখি ঠিকই নৌকা পানিতে ভেসে উঠল। মনে হয় আমরা ডুবে গেলাম!!! যাই হোক আমরা নতুন সূর্য দেখাতে বিশ্বাস করি। আমরা ধর্য্য ধরতে জানি। কারণ ধর্য্যর ফল সুমিষ্ট হয়। তাই না বন্ধুরা?
তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু আজ দেখলাম আপনাদের কে বিশ্বাস করে কতটা না দেশের সাথে, দেশের মানুষের সাথে বেঈমানী করেছি। আমরা জেনে শুনে পাপ করেছি! যখনি বিরোধী দল দেশের ব্যাপারে কোনো কথা বলত, আপনাদের কথা মত বিরোধী দলের সবাই কে পাকিস্তানী বলে ধিক্কার দিয়েছি। আজ বুঝতে পারছি আসলে তারাই প্রকৃত দেশ প্রেমিক। তাই সকলের কাছে ক্ষমা চাই!
ক্ষমা চাইবি তো নিজ দেশের মানুষের কাছে চা, এখানে কেন। যা দূর হ! না হলে এক লাথি মেরে তোদের নৌকা তোদেরকে সহ ডুবিয়ে দেব! হা ... হা ... হা।
মন্তব্য ঃ পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পতিত হইতে হয়।
+++
সহমত