নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

একে ধরিয়ে দিন!!! নগদ এক লক্ষ টাকা পুরুষ্কিত করা হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

গত তিন দিন আগে আমাদের অফিস থেকে ফেন্সি আক্তার (তার দেয়া মতে : পিতা-আক্তারুজ্জামান, বাসা-২২, লেন-২, ব্লক-এ, সেকশন-৬, মিরপুর, ঢাকা) নামে একজন একাউন্ট হোল্ডার ৯৬,৫০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা নিয়ে পালিয়ে গেছে।



তার ব্যবহৃত মোবাইল নম্বর : ০১৬৮৪-৯৩৭৮৩৯ এবং ০১৭৮৮-০৬৫৬২২। যা এখন সম্পূর্ণভাবে বন্ধ পাচ্ছি।



দয়া করে যাদের সাথে ফেন্সি আক্তার এর লেনদেন আছে তারা নিজ নিজ উদ্দ্যেগে বন্ধ করে দিয়ে তাকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে সে ব্যপারে আমাদেরকে অবহিত করার উদার্থ আহবান জানাচ্ছি।



আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :

শান্তি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ

৩১, ফেয়ার প্লাজা (২য় তলা), মিরপুর-০১, ঢাকা।

মোঃ রাজু আহমেদ - ০১৯৩০-২০৫৫৮০

ইসরাফিল আলম বাদল - ০১৯১১-৪৪৪৪১৪

মোঃ আলী-০১৭১৯-৭৬৭৭৯০

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

জো জো বলেছেন: B:-) B:-)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

কোবিদ বলেছেন:
আমাকে হায়ার করতে পারো।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

রুপম হাছান বলেছেন: ভাই সাব হায়ার তো করেই ফেল্লাম সবাইকে। তার মধ্যে যিনি সর্বপ্রথম আমার কাংখিত ব্যক্তির সন্ধান দিয়ে ধরে দিতে পারবেন তাকেই আমরা আমাদের উল্লেখিত টাকা দিয়ে দিবো। কথা দিচ্ছি।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

ঘূণে পোকা বলেছেন: ভুয়া মনে হচ্ছে... :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

রুপম হাছান বলেছেন: ভাই বুয়া নয়। বিশ্বাস না হলে আমার অফিসে এসে তার বাস্তবতা নিয়ে যাওয়ার অনুরোধ করছি।

অফিস ঃ শান্তি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ
৩১, ফেয়ার প্লাজা (২য় তলা), মিরপুর -০১, ঢাকা।

অথবা
আরআর ট্যুরস্ এন্ড ট্রাভেলস
২৫, ফেয়ার প্লাজা (২য় তলা), মিরপুর-০১, ঢাকা।

রাজু আহমেদ : ০১৯৩০-২০৫৫৮০ এবং
মোঃ রাজ্জাক হোসেন : ০১৬৭২-৬১৬২২৬।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:|| :|| B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) :-* :-* :-*

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

হৃদয় বাংলাদেশ বলেছেন: খুঁজতে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সহযোগিতা করার প্রয়াসে এগিয়ে এসেছেন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

শামীম মুসতফা বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

রুপম হাছান বলেছেন: জনাব শামীম ভাই, হাসার কিছু নেই। আমি দুঃখিত যে, সব কিছুর মধ্যে কিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

পাঠক১৯৭১ বলেছেন: ওকে পেয়েছি, এখন ওর টাকায় ঢাকা দেখছি।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

রুপম হাছান বলেছেন: আমাদের রফা ঠান্ডা আর আপনি বলছেন ...!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

হতাশ নািবক বলেছেন: দুই নমবরি টাকা , দুই নমবর লইআ গেসে !!!!!!???? :) :D !:#P =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

রুপম হাছান বলেছেন: একদম ঠিক কথা না। কারণ আমার মা তো আর দুই নম্বরি করে টাকা রোজগার করেননি। বাড়ী ভাড়া আর তার স্বামীর রোজগারের টাকা দিয়েছিলো ঐ মেয়েটাকে। আর মেয়েটি ছিল আমাদের পরিবারের সাথে বিশ্বস্ত। ঐ মেয়েটি সিঙ্গার সো-রুম করবে তার জন্য আমাদের পারিবারিকভাবেই তাকে সহযোগিতা করা হয়েছিল। সো-রুম চালু হলে আমাদের টাকা ফেরৎ দেবে। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে সব বন্ধ করে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়ে কোথায় যেন চলে গেল। এখন আমরা ফেরেশানীতে আছি।

মনে হচ্ছে সবকিছু থেকে কিছু সম্পদ হারিয়ে ফেলেছি।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

রুপম হাছান বলেছেন: সকলের মন্তব্যর জন্য ধন্যবাদ। আমরা খুশি হবো যদি তার সন্ধান পাই।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

একজন ঘূণপোকা বলেছেন:
আপনার ব্যবসা তো লাটে উঠল


আপনার জন্য সমবেদনা

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। দোয়া করবেন যেন আমরা আমাদের হারিয়ে ফেলা সম্পদ পুণরায় খুঁজে পাই।

চেষ্টা চলছে। জিডি করেছি এবং সিআইডি তে রিপোর্ট করেছি।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

আরিফুর রহমান বাবুল বলেছেন: টাকা যেভাবে আসে এই ভাবে চলে যায়। দু্ঃখ পাবার কিছু নাই ভাই।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

রুপম হাছান বলেছেন: আমরা দুঃখিত যে, আপনার মন্তব্যর সাথে একমত পোষণ করতে পারিনি।

বিশ্বাস যে ভঙ্গ করে তার সাথে কি এই ধরণের উপমা দেয়া যায়? মেয়েটি তো আমাদের পারিবারিকভাবেই বিশ্বস্ত ছিল বলেই এতোগুলো টাকা দিয়ে তাকে সহযোগিতা করা হয়েছিল ঠিক পারিবারিকভাবেই।

আল্লাহ্ দেয়া মাসের ত্রিশটা দিনেই অফিস করে রুজি করছি। কখনো শুক্র শনি নাই কিংবা ঈদ পার্বণ নাই। সব সময় অফিস খোলা রেখে শ্রম দিয়ে এই টাকার সামান্য অংশ অর্জন করেছি। কিছুটা আমার মায়ের এবং কিছুটা আমার ছোট ভাইয়ের। সবই তো বিশ্বাসের খাতিরে তলিয়ে গেল।

আমরা তো দুঃখ পাবোই।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

HHH বলেছেন: বাংগালী মানুষ হইতে পারলোনা আজো।

একজন সর্বস্ব হারিয়ে এসে ব্লগে পর্যন্ত এসে সাহায্য পার্থনা করছে আর সবাই ইয়ার্কি ফাইজলামি, হেহে ঠীক হইছে, .্‌্‌্‌ এই রকম একটা ভাব। নিজেদের কোন ক্ষতি হইলে তখন বুঝবা

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। যে হারিছে কিছু দুঃখ পাবে সে কিছু বটে। আমরাও হয়তো কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু বাকীদের উপহাস দেখে ক্লান্ত লাগছে আরো বেশি।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ঘূণে পোকা বলেছেন: কিন্তু ভাই মাইয়ার যা চেহারা তাতে তাকে ৯৬ লক্ষ টাকা কেউ দিবে বলে আমার মনে হয় না । আল্লাহ আল্লাহ করেন দেখেন কি হয় ।।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

রুপম হাছান বলেছেন: তার মা-বাবাকে ব্যাপারটা জানিয়েছে পারিবারিকভাবেই। তারা বলছে ৫-৬ লক্ষ টাকা হলে হয়তো আমরা তা দিতে পারতাম। কিন্তু এতোগুলো টাকা! যাই হোক আমরা বিশ্বাস করতাম এই জন্যই যে, সে অনেক বার আমাদের কাছ থেকে ৫-১০ লক্ষ টাকার ও বেশি ধার নিয়ে তা শোধ করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। কিন্তু পরিবারের অন্যান্য সদ্যদের থেকে সে আলাদা আলাদা করে টাকা ধার নিয়েছে কিন্তু কারো সাথে কারো আলাপ যেন না হয় সে ব্যাপারে আমাদেরকে সতর্কও করে দিতো। প্রথমে আমরা তা বুঝতে পারিনি। যেমন - মায়ের কাছ থেকে ৪৪লক্ষ টাকা নিয়েছে সিঙ্গার সো-রুম চালু করবে বলে। যেহেতু আগেও নিয়ে তা পরিশোধ করেছে, তাই তাকে এতোগুলো টাকা দিতে মা কার্পন্য করেনি। এবং সে টাকা নিয়ে মাকে বলেছে, ভাইয়েরা যেন না জানে যে আমি এতোগুলো টাকা আপনার কাছ থেকে ধার নিয়েছি। তাহলে হয়তো আপনাকে সহ্য করতে পারবে না। ঠিক তাই হয়েছে। মাও কাউকে কিছু বলেনি।

এই ভাবে সকলের কাছ থেকে নিলো। কারো খবর কেউ জানেনা। গত চারদিন আগেই সে হঠাৎ উধাও হয়ে গেল সব কিছু বন্ধ করে।

চেষ্টা চলছে।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

পথহারা নাবিক বলেছেন: মাল্টিপারপাসের টাকা সম্পূর্ণ হারাম!! হারামের টাকা এই ভাবেই যায়!!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

রুপম হাছান বলেছেন: ভাই পথহারা! আপনি মনে হয় উপরের মন্তব্যগুলো পড়ে আপনার মন্তব্য করেননি! যাই হোক, যারা শুরুতেই সব হারিয়ে ফেলে তারা হয়তো এমনটাই ভাবতে পারে!

এখানে মায়ের টাকাটা তো আর মাল্টিপারপাসের না! তিনি তো তার তিনটি বাড়ীর ভাড়ার টাকা সাথে তার স্বামীর চাকুরীর টাকা সঙ্গে তার প্যানশনের টাকাটা ঐ মেয়েকে দিয়েছে।

সমবেদনা জানা না থাকলে কাউকে কষ্টদায়ক মন্তব্য করে আঘাত দেয়া কি ঠিক?

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারবিস্তারিত পরিচয় স্থায়ী ঠিকানা, সনাক্তকারী, জামানতের নিশ্চয়তা কিছুই না দেখে এততত্ত বড় লেনদেন কি করে করলেন? ভেবে অবাক হচ্ছি!!

যা হোক । থানায় জিডি করেন। তার সম্ভাব্য স্থান গুলোতে খোজ করেন। এবং পুলীশের সাহায্যে আন্তর্জাতিক রুটে যেন না পালাতে পারে তার ব্যবস্থ করিয়ে রাখেন।

তারপর দেখেন- আল্লাহ চাহেতো ফেরত পেলে পেতেও পারেন।

আপনার জন্য সমবেদনা।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

রুপম হাছান বলেছেন: ভাই বিদ্রোহী, অনেক বিদ্রোহ করেই আপনার মন্তব্য করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পারিবারিক ভাবেই।

জি ভাই থানায় জিডি করেছি এবং তার সকল তথ্য উপাত্ত সিআইডিতে দিয়েছি। মোবাইল ট্রেকিং করে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করা হচ্ছে।

যদিও গত দুই মাস আগেই আমাদের খালাতো ভাই লন্ডন থেকে একটি মোবাইল ট্রেকিং সফটওয়ার নিয়ে আসসিলো বাংলাদেশ সিআইডি সংস্থার জন্য। যখন তাদের পরিবারের ৫টি পাসপোর্ট (আমেরিকা ইউরোপ সহ অনেক অনেক দেশের ভিসাযুক্ত)+২টি মোবাইল ট্যাব + ৬৫হাজার টাকা + ২টি প্যানড্রাইভ সহ মূল্যবান কিছু জিনিস চিন্তাই হয়েছিল। এবং সেই সফটওয়ার ব্যবহার করে আলহামদুলিল্লাহ তা পুণরুদ্বার করা সম্ভব হয়েছিল ফরিদপুর থেকে। যদিও পাসপোর্ট ছাড়া, মোবাইল একটি ঐ টাকা এবং প্যানড্রাইভ সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়নি। তাই সেই ভাবেই ট্রাকিং করা হচ্ছে অপরাধী ধরার জন্য।

দোয়া করবেন। ধন্যবাদ।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

শিক্ষানবিস বলেছেন: র‌্যাবের কাছে যান। ধরে দেবে দেখবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

রুপম হাছান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। জি আমরা সিআইডিতে রিপোর্ট দিয়েছি এবং থানায় জিডিও করেছি গত কালকে।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

রুপম হাছান বলেছেন: উপরে মন্ত্যবে অংশগ্রহনকারী সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক অভিনন্দন। সকলে তাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.