![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় 2017 সালের শিক্ষার্থীরা 1300 নম্বরে পরীক্ষা দেবে। আসন্ন শিক্ষাবর্ষে 2015 নবম শ্রেণীতে নতুন এই দু’টি বিষয় যুক্ত হওয়ায় তাদের 1300 নম্বর পরীক্ষা দিতে হবে। নবযুক্ত দু’টি বিষয় হচ্ছে ‘ক্যারিয়ার শিক্ষা’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্ত’। এরাই 2017 সালের এসএসটি পরীক্ষায় অংশ নেবে। পৃথক এ দু’টি বিষয়ের প্রত্যেকটির মান বন্টন (50+50=100) নম্বর করে নির্ধারণ করেছেন কারিকুলাম বিশেষজ্ঞরা। শিক্ষা সচিবের নেতৃত্বাধীন জাতীয় কারিকুলাম কমিটি এনসিসি এতে অনুমোদন দিয়েছে। এ দিকে গত বছরের 2014 এসএসটি পরীক্ষার্থীরা 1100 নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছিল। আর 2015 সালের পরীক্ষার্থীরা 12’শ নম্বরের পরীক্ষায় অংশ নেবে।
এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম মিঞা বলেন, চলতি 2015 শিক্ষাবর্ষে নতুন আরো দু’টি বিষয় অন্তর্ভূক্ত করা হচ্ছে। এর আগে 2013 সালে নবম শ্রেণীতে আবশ্যিক হিসেবে ‘শারীরিক শিক্ষা’ স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা অন্তর্ভূক্ত করা হয়েছিলো।
©somewhere in net ltd.