![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
ঈদ মোবারক! .............. ঈদ মোবারক! .............. ঈদ মোবারক! .............. ঈদ মোবারক! .............. ঈদ মোবারক!
ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ । তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ। তোর সোনা-দানা বালাখানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন; সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
প্রতি বছরের ন্যায় এইবারেও প্রতিটি মুসলমানের দ্বারে দ্বারে পবিত্র মাহে রমজান শেষে এলো পবিত্র ঈদুল ফিতর। যারা এই পবিত্র মাহে-রমজানের প্রতিটি রোজা খুব ধর্য্যর সহিত রাখতে পেরেছেন এবং সকল প্রকার গুণাহ থেকে বিরত থেকে পালন করতে পেরেছেন, এবং যারা বিভিন্ন সমস্যা থাকার কারণে তা পুরোপুরি পালন করতে পারেন নি, তাদের সকলকে 'রুপম হাছান' এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
আর যারা বিভিন্ন কারণে কিংবা কোনো শারীরিক কারণে একেবারেই রাখতে পারেন নি, তাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যেনো আগামী রমজান (যদি আল্লাহ তায়লা রহমত দান করেন) থেকে কোনো রোজা ছেড়ে দেবো না। আল্লাহ জাল্লেহ শানুহ তাঁর পরম করুণায় আমাদেরকে যেনো মাফ করে দেন। আমিন।
সবাইকে আবারো 'রুপম হাছান' এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জানাই ঈদ মোবারক।
২| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
হাকিম৩ বলেছেন: ঈদমুবারক
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই হাকিম। আপনার পক্ষ থেকে ঈদ মোবারক গ্রহণ করা হলো।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
নাবিক সিনবাদ বলেছেন: আপনার আঙ্গিনায় আইমু যদি আস্তা ১টা মুরগী খাওয়াই তারেন।
ঈদের শুভেচ্ছা, পরিবার-পরিজনের সাথে আপনার ঈদ ভালো কাটুক।।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৪
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই সিনবাদ আপনার চাহিদা আমার কাছে উপস্থাপন করার জন্য।
এবার ঈদ আপনার কেমন কেটেছে জানাবেন। আমার কেটেছে একেবারে ভিন্ন রকম। বাড়ীতে যাওয়া হয়নি কিন্তু যোগাযোগ হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২২
রুপম হাছান বলেছেন: পবিত্র ঈদুল ফিতর এর দিন আমার আঙ্গিনায় আপনারা সকলে আমন্ত্রিত।