![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
(জুয়েল ভাই থেকে প্রণীত একটি অট্ট হাসির বাস্তবিক রচনা)
ভুমিকাঃ স্বামী একটি গৃহপালিত প্রাণী। জন্ম থেকে এরা গৃহে পালিত না হলেও স্বামী হবার পর এরা এমনিতেও কাজ ছাড়া গৃহের বাহিরে খুব একটা থাকতে পারে না। যদিও পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়। অবশ্য আধুনিক যুগে ‘বফ’ (বয়ফ্রেন্ড) নামেও এক প্রজাতি দেখা যায়, যারা স্বামীর অল্টারনেটিভ হিসেবে কবুল বলা ছাড়া বাকি সব কাজ কাজ করে থাকে!!! (মৃদু হাসি)
খাদ্যঃ এরা সাধারনত সর্বভুক প্রাণী। অনেক ক্ষেত্রে এরা স্ত্রীর স্বযত্নে তৈরী করা (প্রায় অখাদ্য) যে কোন খাদ্য প্রশংসার সহিত সানন্দে ও তৃপ্তি সহকারে খেয়ে হজম করে।
আকৃতিঃ স্বামীর সাধারনত দুইটি হাত, দুইটি পা, দুইটি কান, দুইটি চোখ, একটি ভুঁড়ি, দুর্বল মেরুদণ্ড এবং একটি মগজবিহীন মাথা থাকে। (মৃদু হাসি)
প্রকৃতিঃ এরা সাধারণত নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাঁটিতে অপটু প্রকৃতির হয়ে থাকে। বিয়ের আগে এরা বাঘের মত থাকলেও বিয়ের পর তারা ঝগড়ার সময় বিলাই এবং শপিং এর সময় গাধার মত স্ত্রীর বাহনে পরিনত হয়! তাই এরা স্ত্রী নামক (প্রভুর) অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পুরনো কথার দিনক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারেনা বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়।
উপকারিতাঃ স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্যপ্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন প্যান পরিস্কার, ফ্যান পরিষ্কার প্রভৃতি করে থাকে। এছাড়া এরা স্ত্রীর শাড়ির কুঁচি ধরে স্ত্রীকে সাজগোজেও সাহায্য করে। এরা ভ্রমণের সময়ে কুলীরূপ ধারণ করে ভারী ব্যাগ বহন করে! কখনো বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনী প্রতিপালন, ঘর পাহারা, বারবার দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা– এই ধরনের গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়ে থাকে।
অপকারিতাঃ অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ সময় দিন কে; রাতকরে বাড়ী ফেরে। অনেকে আবার বাড়ীতে অফিসের কাজও নিয়ে আসে। তাই এরা স্ত্রীকে তাদের চাহিদামতো সময় দিতে পারে না। অধিকাংশ স্বামীই স্ত্রীকে শপিং- এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। অনেকে স্ত্রীর সাথে “কাসোটকি জিন্দেগী” (হিন্দি জগত) মার্কা সিরিয়াল দেখা, না দেখা নিয়ে কাউমাউ করতে করতে স্ত্রীর জিন্দেগীই বরবাদ করে ফেলে।
উপসংহারঃ গৃহপালিত প্রাণীদের মধ্যে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল। যে আবিষ্কারক ‘স্বামী’ নামক ‘দামী’ পোষ মানানো যোগ্য ‘প্রাণী’-টি আবিষ্কার করেছিলেন, তাঁর কাছে পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ থাকবে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪
ভবঘুরের ঠিকানা বলেছেন: ব্যাচেলর ছিলাম, আছি এবং থাকব !
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩
রুপম হাছান বলেছেন: হা হা হা। চালিয়ে যান গুরু। দেখা যাক আপনার জন্য কিছু করণীয় আছে কি না! হা হা হা।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬
ফ্রিটক বলেছেন: বিয়ে করতে চাইছিলাম, আপাতত একবছর পিছিয়ে দিলাম। ভাই আপনি স্ত্রী সম্পর্কে রচনা লেখে পোষ্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করব।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
রুপম হাছান বলেছেন: ভীষণ মজার কথা বলেছেন, বিয়ে করে কেউ হয় সুখী কেউ নাকি আবার এমনও হয়। তবে স্ত্রী সম্পর্কিত রচনা কি রুপ হবে তা নিয়ে গবেষণা হচ্ছে। অপেক্ষা করুণ আশা করছি তারও একটি সদুত্তর দিতে পারবো এবং সে নিয়ে বড় ভাই কাজ করে যাচ্ছে।
ধন্যবাদ ভাই ফ্রিটক আপনার সুন্দর ও প্রাঞ্জল ভাষায় মন্তব্য করার জন্য।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮
মহিউদ্দিন হায়দার বলেছেন: একজন স্বামী এতো কিছু করেও অনেক সময় পরকীয়া এই বফ তথা বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়ে যেতে হয়।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫
রুপম হাছান বলেছেন: একদম ঠিক কথা বলেছেন ভাই মহিউদ্দিন হায়দার। তবে স্বাদে কি আর বলে বোকারা ঘরজামাই থাকে!? চালাক হলে কি এমনটা হতো।?
কারণ তাদের মেধা ঠিক সময় ঠিক কাজটা করে নিতে পারেন না বলেই এরা ঘর জামাই থাকে আর সব যায়গায় ধরা খায়!!! হা হা হা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:১৩
নাগরিক কবি বলেছেন: মাইরালা।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
রুপম হাছান বলেছেন: সেটাই বরং ভালো, তাহলে অন্ততপক্ষে আর এতো কষ্ট করতে হবে না!!! হা হা হা।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮
কানিজ রিনা বলেছেন: হা হা হা দারুন, স্ত্রী হোল গৃহ পালিত ছাগল
বাচ্চাদের লেখাপড়া রান্না বান্না। নিয়ে স্বামীর
সাথে প্যা প্যা করে কান খায়। আর স্বামী
পারলে জবাই করে খায়।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩
রুপম হাছান বলেছেন: এখানে আর কোনো বয়ান চলবে না কারণ স্ত্রীরা এমনিতেই ক্ষেপে আছেন!!! হা হা হা।
আচ্ছা বলুন তো এখানে স্বামী বেচারা কি করবে? স্বামীর কানের কাছে স্ত্রী মহোদয়া শুধু শুধু ভ্যান ভ্যান করে কান খেলে তো স্বামী বেচারার সুস্থ মস্তিষ্ক এমনিতেই বিঘড়ে যাবে। আর সারাদিন খাটানোর পরও যদি বাড়িতি চাপ নিতে হয়, তাহলে কোন স্বামী জবাই করে খাওয়ার ইচ্ছা পোষণ করিবে না!!!? হা হা হা।
চমৎকার কথা বলেছেন ভাই কানিজ রিনা। আমার আঙ্গিনায় পুণরায় পরিদর্শনের আমন্ত্রণ রইল। ভালো থাকুন।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হায় হায় এটা কেমন লেখা পড়লাম।
০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০
রুপম হাছান বলেছেন: ভাই হৃদয় আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা ঠিক এর বিপরীত টা খোঁজার চেষ্টা করে যাচ্ছি। যদিও এটি একটি বাস্তব চিত্র তুলে ধরেছি সবার জন্য। আর এই বাস্তব চিত্রের মালিক আমার বড় ভাই মেহেদী হাছান জুয়েল।
হা হা হা। ভালো থাকেন আর সব সময় ভালো একটি বৌ পাওয়ার জন্য দোয়া করেন। হা হা হা।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
নতুন নকিব বলেছেন:
নাগরিক কবি বলেছেন: মাইরালা।
অমায়িক!
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
রুপম হাছান বলেছেন: হা হা হা। হ্যাঁ সেই ভালো, তাহলে অন্ততপক্ষে আর এতো গাধার খাটুনি খাটতে হবে না ইহজগতে! হা হা হা।
ধন্যবাদ ভাই নকিব।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
টারজান০০০০৭ বলেছেন: স্বামী হিসেবে আপনার দুঃখ দেখিয়া ৪ ঠা এপ্রিল কে ব্লগীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হল !
১০| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভাই রে আমি এক ...
আপনার প্রতি আমার শুভ কামনা রইল। আপনার যেনো এই হাল না হয়। হা হা হা। আর যদি আশঙ্কা থাকে তবেই “নতুন নবিক” ভাই কে যা বললাম তাই আপনিও মেনে নিবেন আশা রাখি। হা হা হা।
ধন্যবাদ ভাই আমার হয়ে অন্তত একটি দিন বরাদ্দ রাখার পক্ষে কথা বলার জন্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩
রুপম হাছান বলেছেন: বেচারা স্বামী। যারা ঘর জামাই আছেন তারা নিশ্চয় এই রচনা পড়ে কিছুটা হলেও আনন্দ উপভোগ করবেন এই ভেবে যে, তাদেরকে নিয়েও কিছু লিখা হচ্ছে!!!