![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
নোয়াখালীর এক স্কুলে ইংরেজি ক্লাসে -
শিক্ষক : এরে মানিকচান ক চাই, আসবাবপত্র ইংরাজি কিয়া?
মানিকচান মাথা চুলকিয়ে : ‘হারিনা চার’!
শিক্ষক : বেরি গুড, তয় উচ্চারণডা অইলো গিয়া ‘হারনিচার’!!!
কালেকশান : #হাShow
উপদেশ : তবে খেয়াল রাখবেন, যেনো রোজার কোনো ক্ষতি না হয়। (কারণ উচ্চহাসি রোজার ক্ষতি করতে পারে। ধন্যবাদ)
২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মারাত্বক লাগলো।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আপনার কাছে ভালো লেগেছে বলে আমার কাছেও ভালো লাগলো। ভালো থাকবেন।
৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২৬
শরীফুর রায়হান বলেছেন: আমাদের নোয়াখালীকে উপস্থাপনের জন্য ধন্যবাদ
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩০
রুপম হাছান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নিজেকে পরিচয় দিয়ে আমাদের কাতারে সামিল হওয়ার জন্য। সাথে আমার হাসিটুকু আপনার সাথে শেয়ার করলাম। হা হা হা। ভালো থাকুন সব সময় সঙ্গে থাকুন।
৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ থাকলো আপনার এমন সুন্দর হাসির জন্য। ভালো থাকুন সুস্থু থাকুন এবং প্রাণখুলে হাসুন সব সময়।
৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: হো হো .... হা হা হা ..... হে হে হে ....... মজাইলাম।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩
রুপম হাছান বলেছেন: আপনার এমন সুন্দর হাসিটুকু আমাকে আবেগে আপ্লুত করে ফেললো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর হাসিটুকু আমার সাথে শেয়ার করার জন্য।
৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২
শায়মা বলেছেন:
‘হারিনা চার’!‘হারনিচার’!!!
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬
রুপম হাছান বলেছেন: দিস ইজ নোয়াখালী বলে কথা! হা হা হা।
৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৩
জোকস বলেছেন:
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৭
রুপম হাছান বলেছেন: অনেক ধন্যবাদ কৌতুকটি পড়ার জন্য এবং পড়ে আনন্দ পাওয়া অভিব্যক্তি শেয়ার করার জন্য। লাইকস।
৮| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
মিলেছে, প্রথমবার শুনলাম।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০
রুপম হাছান বলেছেন: কাঙ্খিত ফলাফল।
নিজের কাছে ভালো লাগছে যে, প্রথমবার আপনাকে কৌতুকটি শুনাতে পেরেছি। হা হা হা। ভালো থাকবেন।
৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭
মোস্তফা সোহেল বলেছেন: হাসছি তয় কম।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২
রুপম হাছান বলেছেন: কম হাসার কারণে হয়তো আপনার রোজা পরিপূর্ণ ভাবে ঠিক আছে। তবে নিশ্চয় আনন্দ পেয়েছেন। ধন্যবাদ আপনাকে।
১০| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: মাত্র ১টি !!
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫
রুপম হাছান বলেছেন: হা হা হা। ঝুলিতে নাই বলে দিতে পারিনি। তবে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে কিছু সময় আনন্দে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে।
১১| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১০
Md Arif Mridha বলেছেন: আরো চাই
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬
রুপম হাছান বলেছেন: হা হা হা। এই মুহুর্তে আমার ঝুলিতে নাই বলে দিতে পারিনি। তবে আপনার কথা রাখার চেষ্টা করবো। আপনি ভালো থাকুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।
১২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:১৩
Md Arif Mridha বলেছেন: য়ে মুই এতো বোকা না প্রান খুললে যদি মইরা যাই।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৮
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভালো কথা বলেছেন। প্রাণ খুললে যদি মইরা যান! এই কথা তো ভেবে দেখি নি। হা হা হা। ভালো লাগলো। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২০
রুপম হাছান বলেছেন: আসলে আমাদের নোয়াখালী বলে কথা। আমার মনে হয় না, অন্য কোনো জিলা নিয়ে এতো বেশি কৌতুক/উপদেশ/মাসালা’র জম্ম হয়েছে।