![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
এক ভদ্রলোক রেস্টুরেন্টে খেতে এসেছেন। দেখলেন পাশের টেবিলে কয়েকজন সুন্দরী তরুণী খেতে এসেছেন। তাদের মধ্যে একজন আবার খুবই সুন্দরী। চোখ ফেরানো যায় না এমন। লোকটি আড়চোখে তরুণীকে লক্ষ্য করছিলো। হঠাৎ সেই তরুণী এসে তাকে বললেন-
তরুণী : আপনি কি সিঙ্গেল?
ভদ্রলোক : জি, জি। আমি এখনো সিঙ্গেল।
তরুণী : ও, আচ্ছা। আমাদের টেবিলে একটা চেয়ার শর্ট পড়েছে। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি।
একটি প্লেনে করে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজন পাগলকে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চিৎকার চেঁচামেচিতে প্লেনের পাইলট খুবই বিরক্ত। হঠাৎ এক পাগল, পাইলটের নিকট এসে প্লেন চালানো শিখবে বলে আবদার করে। পাইলট পাগলকে বলে একটি শর্ত আছে, প্লেনের সবাই যদি চুপ থাকে তবেই তাকে প্লেন চালানো শেখাবে। একটু পর সত্যি সত্যি সবাই চুপ হয়ে গেলো! পাগলটি ফেরত এলে পাইলট জানতে চান ঘটনা কী!? কিভাবে সবাই চুপ হয়ে গেলো? তখন পাগল জানায়, সে প্লেনের দরজা খুলে সবাইকে বাইরে গিয়ে যা ইচ্ছা করতে বলেছে। ব্যাস!!! হা হা হা।
©somewhere in net ltd.