![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
কিছু মানুষের নাফরমানী, মিথ্যাচার, বেয়াদপী, অহংকার, ধর্মের নামে অধর্ম প্রচার, অসৎ ও অশ্লীল কর্ম সাধন এবং সম্মানীত লোকের সম্মানহানীর ইত্যাদির কারণে গত বছর জুড়ে ছিলো এক ধরণের অস্থিতিশীল বাংলাদেশ। তার মধ্যে বছরের মাঝামাঝির শেষ দিকে এসে জলোস্বাসে ক্ষতি হয়েছিলো লক্ষ মেট্রিকটন খাদ্য শস্য। এর ভিতরে যোগ হয়েছে আশ্রয়হীন আরেক মানবগুষ্ঠীর। যেটা নিয়েও হয়েছে গোলা পানিতে মাছ শিকার। যদিও ছোট্ট এই দেশটিতে ঘণ মানুষের বসবাসের কারণে হাজারো সমস্যা থাকা সত্ত্বেও আশ্রয়হীন মানুষের প্রতি মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ দেখিয়েছে।
মনে রাখতে হবে, যে জাতি মিথ্যাচার করে মিথ্যাকে সত্য বলে প্রচার করে, অহমিকা আর দম্ভ নিয়ে কারো সম্মানের হানী করে, নিজের মতকেই সর্বাদিক গুরুত্বপূর্ণ বলে অন্যর ওপর জাহির করার চেষ্টা করে। সর্বদা নিজেকে সবার চেয়ে জ্ঞানী বলে ধ্যান করেন তাহলেই স্পষ্ট বুঝতে পারবেন দেশের কোনো না কোনো ক্ষতির উপর আপনি দাঁড়িয়ে আছেন। যেমনটা আমরা শুনেছি মহান আল্লাহ পাক বাগদাদ ধ্বংশের জন্য হালাকু খানকে, খাওয়েরেজম শাহীর পতনের জন্য চেঙ্গিশখানকে এবং দিল্লীর নামধারী মুসলিম সুলতানদের পতনের জন্য তৈমুর লংকে গজব হিসেবে জমিনে পাঠিয়েছিলেন ? নিশ্চয় মনে আছে সবার।
যাই হোক, আমরা সকল প্রকার গ্লানি ভুলে আশা ভরা স্বপ্ন নিয়ে আগামীর দিনগুলি সবাই সবার সাথে যেনো খুশি আর আনন্দ ভাগাভাগি করে কাঁধে, কাঁধ মিলিয়ে এক সাথে চলতে পারি সেই প্রত্যাশা রেখে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ হোক নতুন বছর আমাদের সবার জন্য।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫
রুপম হাছান বলেছেন: শুভেচ্ছা আপনার প্রতিও। ভালো থাকবেন। ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
কামরুননাহার কলি বলেছেন: বিদায় ২০১৭ আগমন জানাই ২০১৮ সালের। এই বছরটি যেনে দেশ ও দেশবাসিদের জীবন ভালো ভালো কাটে, সবার জীবনের যেনো শান্তি বয়ে আসে।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
রুপম হাছান বলেছেন: তেমনটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
জাহিদ অনিক বলেছেন:
দুই হাজার আঠারো সাল শুভ হোক সবার জন্য।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
রুপম হাছান বলেছেন: আপনার ভাবনা যেনো সঠিক হয় সবার জন্য। ভালো থাকুন। ধন্যবাদ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য ।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
রুপম হাছান বলেছেন: কৃতার্থ হলাম। আপনাকেও অনেক শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকুন সব সময়। ধন্যবাদ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: নতুনের শুভেচ্ছা রইল ।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
রুপম হাছান বলেছেন: নতুনের প্রতি আবেগ নেই তবে পুরোনোটাই মনে হয় অনেক বেশি ভালো ছিলো!!! তবে আশাবাদী ভালো দিনের জন্যে।
ধন্যবাদ ভাই রাজীব নূর আপনার মন্তব্যে কৃতার্থ হলাম বলে। ভালো থাকবেন সব সময়।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু ক্যালেন্ডারটাই পাল্টাবে
আর সব থাকবে আগের মতো!
বেশী কিছু আশা না করাই ভালো।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭
রুপম হাছান বলেছেন: মনে হয় আমিও আপনার মতোই ভাবছি। ফারাক শুধু আমার লিখাটাই। হা হা হা।
অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটুকু। কারণ এটা আমার মনে কথা বলেছেন। তবুও আশাবাদী আমরা।
ভালো থাকুন সব সময় এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: ২০১৮ সবার শুভ হোক
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮
রুপম হাছান বলেছেন: প্রত্যাশাও তাই। ধন্যবাদ ভাই তারেক। আপনিও সবার সাথে ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।