![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ viva বোর্ড থেকে বের হয়ে আমরা ৪ বান্ধবী চিতকার করে উঠলাম yaaaahhhh hooooooooooooo. অবশেষে আমাদের ৩মাস ব্যাপী পরীক্ষার সফল সমাপ্তী হল। Ding Dong
পার করে দিলাম জীবনের একটি অধ্যায়ের। সবথেকে মধূর ছাত্র জীবন আর থাকলনা। এভাবেই আমরা অজানার দিকে এগিয়ে যাচ্ছি।
মঙ্গলবার comprehensive দেবার পর জানলাম আজ আমার । আজ আমার viva এর তারিখ। গতকাল একটু পড়তে বসলাম কিন্তু ঊষা জানাল viva বোর্ডে সবাইকে গনহারে নাজেহাল করা হচ্ছে। শুনে বই-খাতা সব তুলে রাখলাম। ডিপার্টমেন্টে গিয়ে সবার অবস্থা দেখে আমার অবস্থা নেই হয়ে গেল। স্যার বলেছেন,,, "তোমরা একটা ডিগ্রী নিবা। সারা জীবন কি শিখলা আমাদের জানতে হবেনা?"
যাইহোক, ভয়ে ভয়ে সকালে ডিপার্টমেন্টে গেলাম। কমবেশি অধিকাংশই নাজেহাল হচ্ছে। নিজের অবস্থা ভেবে আমিতো প্রায় কাঁদো কাঁদো। গত ১ মাসের গ্যাপ থাকলেও আমি কোন বই খুলেই দেখিনি। একটা কোর্স ও ভালকরে পারবনা। অবশেষে আমার পালা আসল। viva রুমে ঢুকে আমার তো গলা কাপছে। নাম লিখতে গিয়ে দেখি হাত ও কাপছে। তবে ভাগ্যদেবতা আর একবার আমার প্রতি সদয় হোল।
পুরো পরীক্ষায় ১টি প্রশ্ন আমার বেশি ভাল হয়েছিল। আর ম্যাডাম/ স্যার আমাকে ঐ প্রশ্ন থেকেই জিজ্ঞাসা করলেন। স্যার অবশ্য একবার বললেন--ভাইভা বোর্ডে আর একটু ভাল প্রিপারেশন নিয়ে আসতে কিন্তু স্যার কি জানে আমার আসল অবস্থা?
এখন খুব করে মনে পড়ছে আমার ৬ বছরের ভার্সিটি জীবন। কত স্মৃতি..........................
মনে পড়ছে আমার প্রথম স্কুলে ভর্তির কথা। ভর্তি হতে গিয়ে আমার নামের প্রথম অক্ষর যে কেমন তা ভুলে গেছিলাম। অনেক ভাল ভাল টিচার পেয়েছি জীবনে কিন্তু তাদের যোগ্য স্টুডেন্ট হবার যোগ্যতা কখনো অর্জন করতে পারিনি।
আজ শুধু একটা প্রশ্ন--ই নিজের কাছে,,, শিক্ষা জীবন শেষ করলাম কিন্তু কি অর্জন করেছি? শুধুই কয়েকটা সার্টিফিকেট? আমিকি পেরেছি নিজেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে? পুঁথিগত বিদ্যা অর্জনেই ডুবেছিলাম নাকি নিজস্ব মননশীলতা গড়ে তুলতে পেরেছি?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১১
গোয়েবলস বলেছেন: খিক খিক
আছ কেমন? :>
২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: অভিনন্দন।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১২
গোয়েবলস বলেছেন: শুকরিয়া
৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১০
ঘাসফুল বলেছেন:
নতুন পরীক্ষার জন্য প্রস্তুত হও বোন, পরীক্ষার শেষ নাই
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩
গোয়েবলস বলেছেন:
আপনেরে মাইনাস
৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১২
ফারা তন্বী বলেছেন: কবে যে আমিও বোলো " yahooooooooooooo"
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪
গোয়েবলস বলেছেন: সবুরে মেওয়া ফলে বইন। দৃ:খ খাইয়ো না
৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪
ফাহিম আহমদ বলেছেন: পরীক্ষার শেষ নাই
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫
গোয়েবলস বলেছেন: তা ঠিক কিন্তু ফর্মাল পড়া-শুনা তো শেষ। এইটার মজাই আলাদা
৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৯
পারভেজ বলেছেন: শুভ বেকার জীবন
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৪
গোয়েবলস বলেছেন: উফ আগামী ২/৩ মাস বেকার থাকুমনা।
৭| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
খুশবু বলেছেন: ভালো হইছে । পার্টি দিবা না ?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৫
গোয়েবলস বলেছেন: আমার মনটা ব্যাফক খারাফ
আমার জন্য থুমি একখান ফার্ঠির ব্যবস্থা করদেকি__________
৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৩
বড় বিলাই বলেছেন: জীবনের একটা বিশাল অধ্যায় শেষ করলেন। অনেক অনেক অভিনন্দন।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ আপু। দোয়া কইর
৯| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৫
সায়াদ বলেছেন: এই viva viva নয়
আরো viva আছে
এই viva রে নিবা তোমরা
সেই viva'র কাছে...
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৭
গোয়েবলস বলেছেন: পোলা-পাইন আমারে খালি ভয় দিবার চায়।
১০| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
বুমবুম বলেছেন: ৬ বছর ক্যান?মাস্টার্স সহ?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
গোয়েবলস বলেছেন: আবার জিগস্
১১| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
কাব্য বলেছেন:
তুই কচু শিখছোস
।হুদা বাঁদরামী,হিটলারগিরি,কুটনামী এইতো
।আমার বহুত খারাপ লাগতেছে ঐ মাইয়া বা পুলাডার ল্যাইগ্যা,যে তুর জাগায় পড়তে পারলে,অনেক কিছু শিখবার পারতো, দেশ দশের সেবা করতে পারতো
।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩১
গোয়েবলস বলেছেন: তোরে ঢিসা ঢিসা ঢিসা
তুই ডিজিএম
১২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৩
ডিজিটাল কলম বলেছেন: আমারও কইতে মুঞ্ছায়......... ইয়াহুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ.... মাগার আরো ১ বছর
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৩
গোয়েবলস বলেছেন: আহারে বেচারা। আরতো মাত্র ১টা বছর___________
১৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
কাব্য বলেছেন:
আড্ডাতে দূর্ভাষী ভাই তোরে মাইয়া-ব্লগার হিসাবে পরিচয় করায়ে দিছিল ,কিন্তুক তুই লিখছোস তোর ছাত্রজীবন শেষ হইছে
সপ্তাহান্তেই জেন্ডার চেইন্জ
!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪
গোয়েবলস বলেছেন: ওইসব জেন্ডার ফেন্ডার নিয়া থুই গপেষনা কর। আমার টাইম নাইক্কা :>
১৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪১
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: অভিনন্দন
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ
১৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩
অন্যরকম বলেছেন: ওয়েলকাম টু দ্য এলিট কেলাব। (সার্টিফিকেটধারী শিক্ষিতের কেলাবে স্বাগতম!)
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০২
গোয়েবলস বলেছেন: এখন আমি এলিট শ্রেনীভূক্ত হইয়া আফনেগো মন মত টিজা
ইতে ফারুম।
১৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭
নির্ভয় নির্ঝর বলেছেন: অভিনন্দন।
আর আপনার পোষ্টটি পড়ে আমার কেমন লেগেছে, সেটা ইমো দিয়েই বুঝিয়ে দিচ্ছি।
আপনার পোষ্টের ছয়টি প্যারা অনুযায়ী। আমার কাছে কেমন লেগেছে, সেটা ইমো দিয়ে বুঝিয়ে দিলাম।
আপনি কেমন আছেন? সব খবর ভালো তো?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০১
গোয়েবলস বলেছেন: এতো দেখি ব্যাফক ঘবেষনা। আমি কিন্তু কোন ডিগ্রী দিবার ফারুমনা আফনেরে।
১৭| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৫
ভোর বলেছেন: পরীক্ষা শেষ এটাই সবচেয়ে বড় কথা। আপাতত কিছুদিন নিঃশ্বাস নাও।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
গোয়েবলস বলেছেন: তা আর হল কই? একটা প্রজেক্টের কাজ আছে। তুমার নতুন লেখা কই?
১৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
ফারহান দাউদ বলেছেন: আরামের জীবন শেষ, ওয়েলকাম টু দ্য হেল। তারপরেও অভিনন্দন।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬
গোয়েবলস বলেছেন: আমার কি হবেরেএএএএএএএএএএএএএএএএ
১৯| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
মন মানে না বলেছেন:
(
(
:-*
) :`> :``>>
| :> :-<
/
B:-)
B
:-&
শেষ করছেন তো মরছেন !
এখন দেখবেন আর বিয়া হইতাছে না !!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
গোয়েবলস বলেছেন: হে হে হে
আপাতত শহীদ হইতে চাইনা।
২০| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
নির্ভয় নির্ঝর বলেছেন: "ঘবেষনা" শব্দটা লেখা দেইখ্যা কেমুন জানি আলাদিনের চেরাগে "ঘষা" দিতে মুঞ্চাইতাছে.....
এইটা লইয়া "ঘোষনা"ও দিতে মুঞ্চায়। কিযে করি!!!
দিমু নাকি চেরাগে ঘষা? দৈত্যরে কি কমু?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮
গোয়েবলস বলেছেন: লাভ নাইক্যা। আফনের চেরাগ আমার কাছে। দৈত্য ভাই এখন আমার কথায় চলে :> :> :>
২১| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
অন্যরকম বলেছেন: ফারহান দাউদ বলেছেন: আরামের জীবন শেষ, ওয়েলকাম টু দ্য হেল। তারপরেও অভিনন্দন। :-&
আগে কি সুন্দর দিন কাটাইতাম!!!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১
গোয়েবলস বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম
খাইতাম,,দাইগাম,,গাইতাম,,,
এখন আমার কি হপে?
২২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
অনন্ত দিগন্ত বলেছেন: আর চিন্তা নাই ... এইবার আইবা পুরা লাইনে ...
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
গোয়েবলস বলেছেন: তুমারে ঢিসা ঢিসা ঢিসা :> :> :>
২৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১১
সীমন্ত ইসলাম বলেছেন: অভিনন্দন!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন?
২৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০
আকাশ অম্বর বলেছেন: শুভকামনা, গোয়েবলস!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
গোয়েবলস বলেছেন: ভাবছিলাম কি আনন্দ আকাশে-বাতাসে
কিন্তু এখন দেখি সবাই আমারে ভয় দিতেছে।
২৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯
নাজনীন১ বলেছেন: সেই ২০০৪-এ যথন মাস্টার্সের শেষ থিওরী পরীক্ষাটা দিছিলাম, কার্জন হলরে একটা লম্বা সালাম দিয়া আসছিলাম, আর জীবনে কোনদিন পরীক্ষার হলে বসে খাতায় লিখে পরীক্ষা দিতে হবে না!!!!
কিন্তু বিধিবাম!! আজো একইভাবে পরীক্ষা দিতে হচ্ছে। জীবনটা ফালা ফালা হয়ে যাচ্ছে গো আপু!!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৫
গোয়েবলস বলেছেন: আমার কি হপে গো আপু?
২৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০
নাজনীন১ বলেছেন: আপনারে সমবেদনা, বাস্তব কঠিন জীবন সবে শুরু হলো বলে, আগেই ভাল ছিলেন!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭
গোয়েবলস বলেছেন: আগে যদি জানতাম ;
বড় এক নেতা হইতাম ;
দিনের পর দিন ছাত্রজীবন কাটাইতাম।
২৭| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮
অনন্ত দিগন্ত বলেছেন: মন মানেনার কমেন্টে জাঝা .... হিটলার রে খুজে বাইর করো ঝলদি নাইলে পরে কইলাম হালে পানি পাবা না ... খালি ঢিসা ঢিসা করলে চলপে ?
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯
গোয়েবলস বলেছেন: তুমারে আবার ঢিসা ঢিসা ঢিসা
আমি এত তাড়াতাড়ি কুরবানী হইতে চাইনাননানাননানানাানাননাননানাননা
২৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪
বৃত্তবন্দী বলেছেন: ১৮ না ২০ বছরের ছাত্রজীবন???
কৈয়োনা, আমার মাস্টার্স শ্যাষ হওনের পর আম্মুরে কৈছিলাম আগামী এক বছর আমারে কুনো রকম বৈ খাতা ধর্তে কৈবানা
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭
গোয়েবলস বলেছেন: এখন তো মহা ঝামেলায় পড়লাম।
আমার মনে হচ্ছে কাল ক্লাস আছে।
এখন কি হপে?
২৯| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩
অনন্ত দিগন্ত বলেছেন: আন্টির ফুন নং টা দেও তো , সামনের ঈদে তুমার কুরবানীর ব্যাবস্হা করতে বলে দেই ... খিক খিক
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৮
গোয়েবলস বলেছেন: tumare dhisha dhisha dhisha
৩০| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩
আতিকুল হক বলেছেন: কংগ্র্যাচুলেশনস।
দ্য অনলি ইজি ডে ইজ ইয়েস্টারডে।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০
গোয়েবলস বলেছেন: ঠ্যাং খাও ভূরি মাছ
৩১| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ্নারে শতাধিক মাইনাস। আর কয়দিন পরই আমার কেলাস খুলতাছে
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩১
গোয়েবলস বলেছেন: আমার তো মনে হইতেছে কালকা ক্লাস আছে। তুমারে ও মাইনাস
৩২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪
নতুন রাজা বলেছেন: অভিনন্দন...। এইবার মন দিয়া আমার কথা শুনেন জনাব। জীবনের সবচেয়ে আনন্দের সময়টুকু আজ শেষ করে ফেলেছেন বলে একটু কেদে নেন। রাগ করবেন না। যা সত্য তাই বলছি। কয়টা দিন সবুর করেন, কেন এই কথা বলছি নিজেই বুঝতে পারবেন। বাস্তবতা অনেক কঠিন। এইবার সেই বাস্তব জীবনের মুখোমুখি হবেন। সুতরাং, মানসিক ভাবে বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন। শরীরের চামড়া গন্ডারের কাছাকাছি করুন। আর মনটা ডায়মন্ডের মতো শক্ত করুন। তারপর জীবনযুদ্ধে ঝাপিয়ে পড়ুন। এখন থেকে বুঝবেন কেমন লাগে...
উইশিং হ্যাপি রিয়েলিটি...
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮
গোয়েবলস বলেছেন: শরীরের চামড়া গন্ডারের কাছাকাছি করুন। আর মনটা ডায়মন্ডের মতো শক্ত করুন। তারপর জীবনযুদ্ধে ঝাপিয়ে পড়ুন। এখন থেকে বুঝবেন কেমন লাগে...
৩৩| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: নতুন রাজা বলেছেন: অভিনন্দন...। এইবার মন দিয়া আমার কথা শুনেন জনাব। জীবনের সবচেয়ে আনন্দের সময়টুকু আজ শেষ করে ফেলেছেন বলে একটু কেদে নেন। রাগ করবেন না। যা সত্য তাই বলছি। কয়টা দিন সবুর করেন, কেন এই কথা বলছি নিজেই বুঝতে পারবেন। বাস্তবতা অনেক কঠিন। এইবার সেই বাস্তব জীবনের মুখোমুখি হবেন। সুতরাং, মানসিক ভাবে বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন। শরীরের চামড়া গন্ডারের কাছাকাছি করুন। আর মনটা ডায়মন্ডের মতো শক্ত করুন। তারপর জীবনযুদ্ধে ঝাপিয়ে পড়ুন। এখন থেকে বুঝবেন কেমন লাগে...
উইশিং হ্যাপি রিয়েলিটি...
কথাটা ঠিকই কইছে!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮
গোয়েবলস বলেছেন: রাজার বদলে তুমারে টিজ টিজ টিজ
৩৪| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: আপু আমার মাত্র এক বছর বাকি আফসুস!
শেষ প্রশ্ন গুলোর উত্তর দিবেন না?!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১
গোয়েবলস বলেছেন: কিসের শেষ প্রশ্ন?
৩৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬
আকাশনীল বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম!!!!! ভার্সিটিরে মিসাই (
আপনারে অপি নন্দন পার্ক
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩
গোয়েবলস বলেছেন: কাটাঘায়ে আর নুনের ছিটা দিয়েননা
৩৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: কি মিয়া ম্যাসেজ কই? আমিতো অনলাইনে!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২
গোয়েবলস বলেছেন: আইতাছি
৩৭| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩
জনৈক আরাফাত বলেছেন: ফ্রম ফ্রাইং প্যান, ওয়েলকাম টু দ্য ফায়ার!
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
গোয়েবলস বলেছেন: দারুন বলছেন
৩৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২
বৃত্তবন্দী বলেছেন: ঘুমাও খালি ঘুমাও
গল্পের বৈ পড়ো, বিড়ি খাও
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
গোয়েবলস বলেছেন: খুক খুক
৩৯| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯
বিবর্তনবাদী বলেছেন: আপনার জীবনে আজ থেকে তিনটা "ব"
বেকার
ব্লগ এন্ড
বিড়ি
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩০
গোয়েবলস বলেছেন: :>
৪০| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৪
পুরাতন বলেছেন: অভিনন্দন.....
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২
গোয়েবলস বলেছেন: ঠ্যাং খাও ভুরি মাছ
৪১| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪
সাধারণমানুষ বলেছেন: আমার আরো ৩ বছর আন্ডার গ্রেড শেষ হইটে তারপরে মাস্টার্স......মানে ৫ বছর ............... ইস কবে যে গলা ফাটায়া কমু ইয়াহ
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
গোয়েবলস বলেছেন: ছাত্রজীবন সুখের জীবন ভাই।
৪২| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
যদি মনে করো সম্মুখে কোন পরীক্ষা নেই তবে তুমি সুখী হবে; আর যদি মনে করো সামনে রয়েছে অজস্র বৈতরণী, তাহলে তুমি বড়ো হবে।
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৪
গোয়েবলস বলেছেন: পরীক্ষা মানেই খাতা-কলম নিয়ে উত্তর লেখা শুরু নয়। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই পরীক্ষার সম্মুখিন হই---চাই আর না চাই
৪৩| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০১
লুথা বলেছেন: নতুন রাজা বলেছেন: অভিনন্দন...। এইবার মন দিয়া আমার কথা শুনেন জনাব। জীবনের সবচেয়ে আনন্দের সময়টুকু আজ শেষ করে ফেলেছেন বলে একটু কেদে নেন। রাগ করবেন না। যা সত্য তাই বলছি। কয়টা দিন সবুর করেন, কেন এই কথা বলছি নিজেই বুঝতে পারবেন। বাস্তবতা অনেক কঠিন। এইবার সেই বাস্তব জীবনের মুখোমুখি হবেন। সুতরাং, মানসিক ভাবে বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন। শরীরের চামড়া গন্ডারের কাছাকাছি করুন। আর মনটা ডায়মন্ডের মতো শক্ত করুন। তারপর জীবনযুদ্ধে ঝাপিয়ে পড়ুন। এখন থেকে বুঝবেন কেমন লাগে...
উইশিং হ্যাপি রিয়েলিটি...
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪
গোয়েবলস বলেছেন: হুম
৪৪| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩২
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমিকি পেরেছি নিজেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে? পুঁথিগত বিদ্যা অর্জনেই ডুবেছিলাম নাকি নিজস্ব মননশীলতা গড়ে তুলতে পেরেছি?
এই প্রশ্ন গুলার কথা বলতেছি
আমার তো শুরু থেকেই মাথায় ঘোরে এই গুলা !!!
@আরাফাত ভাই, জুশ । ফ্রম ফ্রাইং প্যান, ওয়েলকাম টু দ্য ফায়ার
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩
গোয়েবলস বলেছেন: জীবনটা বড়ই বিচিত্র______________
৪৫| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
মারূফ মনিরুজ্জামান বলেছেন: ছাত্র অবস্থায় দিনে ৫/৬ ঘন্টা কাজ করতাম বলে কর্মজীবনটা আলাদা করে কিছু মনে হয় না- শুধু মনে হয় একটা অংশ হারিয়ে গেছে-
বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছি- যা ইচ্ছা তা করা যায় না- ইচ্ছা করলেই কোন যায়গায় ঘুরতে চলে যাওয়া যায় না-
সবকিছুই আসলে সময়ের সাথে গাথা- যে সময়ে যা করার কথা তা না করাটা খুব সহজ না-
ধুর কি বললাম নিজেই বুঝতেছি না-
শুভেচ্ছা-
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
গোয়েবলস বলেছেন: ঠিকই বলেছেন। জীবনটা এমনই। কোথাও থেমে থাকেনা।
এখানে যে যত মানিয়ে চলতে পারবে সে তত সফল
৪৬| ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
জেরী বলেছেন: ছাত্রী জীবন শেষ করে এখন হাঁড়িপাতিল গুতাগুতির জীবন শুরু করার জন্য অগ্রিম অভিনন্দন
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
গোয়েবলস বলেছেন: জেরীমামামামামমামমামামমা
৪৭| ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪২
সব যদি আজ বদলে যেত বলেছেন: বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে নাকি?
পড়ার কি কোন শেষ আছে?
আপনার শিক্ষাজীবনের আরো দীর্ঘায়ু কামনা করছি।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৩
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ। পড়াশুনার কোন শেষ নেই, কথা ঠিক।
কি করব ঠিক করিনি এখনো
৪৮| ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৭
আহমেদ রাকিব বলেছেন: কি আনন্দ না? কয়দিন পরেই দেখা যাবে এই আনন্দ মাখা পোষ্ট ডিলিট মাইরা আমার মতন দুই দফা স্মৃতিচারণ পুষ্ট দিতে দিতে লাইফ কাবার। এইটারেই মনে হয় কয় এই পারেতে ছাড়িয়া নিঃস্বাস, ওই পারে স্বর্গসুখ, আপনের বিশ্বাস। যাই হোক, অনেক কঠিন আর বোরিং লাইফে স্বাগতম। এই জঘন্য লাইফটা শুরু করার আগে শেষ সব মজা কইরা ফালান। আমীন, ছুম্মা আমীন।
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩১
গোয়েবলস বলেছেন: নতুন লাইফের শুরুতেই সবাই এমন ভয়ে ফেলেছে ; আমি তো এখনি ভয়ে কাপাকাপি শুরু করেছি। আমার কি হপে?
৪৯| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১১
সরকার সেলিম বলেছেন: ওয়েলকাম, ওয়েলকাম। ছাত্র পরবর্তি লাইফে স্বাগতম।
এরপর চাকরি-বাকরি, বিবাহ শাদি!
কি মজার, কি আনন্দের! ।
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২
গোয়েবলস বলেছেন: যাক, আপনি একটু সাহস দিলেন। থিঙ্কু থিঙ্কু
৫০| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭
জাকি ফারহান বলেছেন:
পড়াশোনার পাট চুকায় দেয়ায় স্বাগতম!!!
আমার ছাত্র জীবন শেষ হইবো কবে??????
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০
গোয়েবলস বলেছেন: ভাইরে,,, ছাত্র জীবনের মত ভাল জীবন আর নাইরে
৫১| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২
~স্বপ্নজয়~ বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৫
গোয়েবলস বলেছেন:
৫২| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৫
হেমায়েতপুরী বলেছেন: এম এস করছি ফার্মাসিউটিকাল টেকনোলোজিতে... চাকরি করি প্রডাক্ট ম্যানেজমেন্টে.... কি শিখলাম আর কি করি...!!! এত খুশি হইয়ো না, সামনে ভ্যাপক ভিপদ।
শুভ+ইচ্ছা।
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
গোয়েবলস বলেছেন: আবার ভয় দিলেন?
৫৩| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯
মুকুট বলেছেন: শুভ অছাত্রজীবন, দ্রুত জবে জয়েন করে কেক্কুক খাওয়ান
:#>
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ
৫৪| ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
ফ্রুলিংক্স বলেছেন: যাক, ভালোই করেছেন। বেশী পড়লে হাত-পা, নাক-মুখ ভাঙ্গার চান্স আছে।
কি শিখেছেন সেইটা বড়ো কথা না। আগামীতে কি করবেন সেইটা আসল। (শেখার সাথে কামলা জীবনের ব্যাপক পার্থক্য)
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪২
গোয়েবলস বলেছেন: শেখার সাথে কামলা জীবনের ব্যাপক পার্থক্য__________
৫৫| ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
কাব্য বলেছেন: অনেক নেকাফড়া অইচে,অকন আমাগোরে বড় এউকগা দাওয়াতের ল্যাইগ্যা ফ্রস্তুতি ল
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩
গোয়েবলস বলেছেন: তুই ডিজিএম
:>
৫৬| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭
রিমঝিম বৃষ্টি বলেছেন: এম বি বি এস (মা বাবার বেকার সন্তান) ক্লাবে আমন্ত্রন।
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩
গোয়েবলস বলেছেন:
৫৭| ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০
হেমায়েতপুরী বলেছেন: ভয় পাইয়োনা মিয়া... তোমার গতিতো রিমঝিম বৃষ্টি কইরাই দিলো।
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
গোয়েবলস বলেছেন: হুম_____________এম বি বি এস ক্লাব
৫৮| ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩
আবু সালেহ বলেছেন: এক পরীক্ষা জীবন শেষ তো কি হইছে.....??আরো কতো পাইবেন...
তয় একখান খাটি কথা বলছেন...ছাত্রজীবন...মধুর জীবন....
আমাকে সবসময় তাড়া করে ফেরে....ইসস যদি আবার যেতে পারতাম ঐ জীবনটাতে....
আপনাকে ভাইভা বোর্ডে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়েছিলো যানি না
তবে আমাকে ভালোই পেয়েছিলো.....একটানা ১৮ টা প্রশ্নের উত্তর দিতে হয়েছিলো....
আপনার মতো আমিও বের হয়ে... ইয়াহু................বলে একটা চিৎকার দিয়েছিলাম...
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৫
গোয়েবলস বলেছেন:
৫৯| ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৭
~স্বপ্নজয়~ বলেছেন: হঠাৎ হিটলার বইনা গেলেন কি মনে কইরা?
১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৭
গোয়েবলস বলেছেন: ভাবলাম আপনেগো দুলাভাইয়ের চেহারাটা আপনারা যেন ভুলে না যান :!> :#> :!>
৬০| ১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
দূর্ভাষী বলেছেন: হায় হায় পিচ্চিটা কবে এত বড় হয়ে গেল!
১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
গোয়েবলস বলেছেন: আবার জিগস্
৬১| ১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমি খমেন্ট দিছিলাম। মুছলো কিডা?
খেলুম না........
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০
গোয়েবলস বলেছেন:
৬২| ১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
হামীম বলেছেন: তুমি যদি ক্ষুধার্থ অবস্থায় বিদ্বান হও তাহলে কাজে লাগবো। নইলে ফ্যাশনে কাজে লাগবো। তুমার শুভ কর্ম জীবন কামনা করি।
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬৩| ১২ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৪
'লেনিন' বলেছেন: গোয়েবলস এইবার হিটলারই বনে গেলো!
অভিনন্দন পড়াশুনা সমাপ্তির
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২
গোয়েবলস বলেছেন: ধন্যবাদ লেলিন
৬৪| ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩
মুহিব বলেছেন: শেষের লাইন থেকে বলছি। এভাবে যখন ভাবতে পারছেন তখন পুথির বাইরেও অনেক কিছু শিখেছেন।
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
গোয়েবলস বলেছেন: হয়তবা না হয়তো হ্যা
৬৫| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১
ক্যামেরাম্যান বলেছেন: হুম !!! বেডি একখান
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
গোয়েবলস বলেছেন:
৬৬| ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
ধ্রুব তারা বলেছেন: ছাত্র জীবনের সবই মধুর শুধু পড়াশুনিটা বাদে...
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪
গোয়েবলস বলেছেন: একদম ঠিক কথা
৬৭| ৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫
দ্রোহ বলেছেন: আজ শুধু একটা প্রশ্ন--ই নিজের কাছে,,, শিক্ষা জীবন শেষ করলাম কিন্তু কি অর্জন করেছি? শুধুই কয়েকটা সার্টিফিকেট? আমিকি পেরেছি নিজেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে? পুঁথিগত বিদ্যা অর্জনেই ডুবেছিলাম নাকি নিজস্ব মননশীলতা গড়ে তুলতে পেরেছি?
প্রশ্ন গুলা যখন মাথাতে আসছে,তাইলে ধইরা নিতে পারেন আপনি ঠিক পথেই আছেন।ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রইল
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
গোয়েবলস বলেছেন: দোয়া রাখবেন
৬৮| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ভাইবা বোর্ড সব সময় কেন এত কঠিন হয়? আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য......
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
গোয়েবলস বলেছেন: আপনাকে শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: বিদ্বান হইয়া আমার চেয়ে এক ধাপ আগাই গেলা! আমি হালার অখনো সেই খালে বিলের অনার্স পাশই থাইকা গেলাম!
যাই হোউক কন গ্রাটস!