নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Civil Engieering is a very good profession

গোপাল বাগচী

Keep Commitment is important

গোপাল বাগচী › বিস্তারিত পোস্টঃ

না বলা কথা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

তোমার না বলা কথা, সে তোমার সত্যিকার বিশ্বাস,
আসল পরিচয়।
মনের গহীনে যার বাস, অন্তরের নির্যাস।
বরং যা তুমি বলো, তার সবটুকুন নও তুমি।
সেখানে মিশে আছে খাদ, কিম্বা সৌজন্যবোধে তাড়িত
বাণীর লহরী, যা তুমি নিজেই কখনো কখনো বিশ্বাস করো না।
তবু তা বলো, বলতে হয়, নানা স্বার্থে-দ্বন্দ্বে মেতে,
নানা দ্বৈততায় জড়িয়ে।

যদি বলো, কী করে বুঝে ফেলি সে সব?
তবে শোনো:
স্রোতের অনুকূলে-প্রতিকূলেও ঢাকা পড়ে না মনের কলরব,
মৌনতাতেও আদর্শ-অনাদর্শ থাকে না নীরব।
শরীরী ভাষা, চোখের দৃষ্টি, অবয়বের অভিব্যক্তি
পারে না নিজেকে লুকাতে, সময়ের সাথে সাথে।
কেবল বলা যত কথা, সংশয় সৃষ্টি করে
কুয়াশা মেঘের ’পরে, ক্ষণিকের তরে
মানুষটিকে চিনিতে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

কানিজ রিনা বলেছেন: তামাসায় যখন জীবন যায় যায়, কিছুটা তামাসার হাসি
দিয়ে জীবন বাঁচাতে হয়।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

গোপাল বাগচী বলেছেন: হবে হয়তো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.