নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লহর খাস বান্ধা ব্যাতিত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

বোরহান উদদীন

সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !

বোরহান উদদীন › বিস্তারিত পোস্টঃ

রাজাকার আর নাস্তিকেরা সময় থাকতে হুসিয়ার। সামু হল গন মাধ্যম জলদী তোরা সামু ছাড়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

সামু আমার মামু

সব ব্লগারেরা ভাই ভাই।

আমরা থাকতে সামু

তোমার ভয় নাই।

মুক্ত মনের স্বাধীন দেশে

মনের যত দুঃখ আছে,

বলব মোরা সামুর কাছে।



বাংলা মায়ের এ দূর দিনে

সত্য বলার মাধ্যম যে নাই সামু বিনে।:-*

শত্রু তোমার অনেক জানি

তাতে কি সামু,

আমরা কি আর কাউকে মানি।B-)



রাজাকার আর নাস্তিকেরা

সময় থাকতে হুসিয়ার।X((

সামু হল গন মাধ্যম,

জলদী তোরা সামু ছাড়।X(



আমরা আছি লাখ ব্লগার

সামু তোমার ভয় কি আর।:D

সত্য মোরা ভাল পাই,

দালাল মুক্ত বাংলা চাই।



সামু আছে সামু থাকবে সবার অন্তরে।

নাস্তিক আর দালাল যারা যাবে ওরা লোকান্তরে।

সব ব্লগারদের বলে যাই,

সুস্থ সবল ব্লগিং চাই।:D



সবার শেষে বলতে চাই

নাস্তিকতার স্থান নাই।

সব ব্লগাররা ভাই ভাই,

রাজাকারদের ফাঁসি চাই।X(




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: সবার শেষে বলতে চাই
নাস্তিকতার স্থান নাই।
সব ব্লগাররা ভাই ভাই,
রাজাকারদের ফাঁসি চাই।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

বোরহান উদদীন বলেছেন:
তালে তালে তাল মিলানোর জন্য অনেক ধন্যবাদ। নাগরিক ভাই।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

যাইম জাকেরীন বলেছেন: রাজাকার আর নাস্তিকেরা সময় থাকতে হুসিয়ার। সামু হল গন মাধ্যম জলদী তোরা সামু ছাড়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

যাইম জাকেরীন বলেছেন: রাজাকারের ফাসি চাই
উগ্রনাস্তিককদের রক্ষা নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.